নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
সেদিন সন্ধ্যায় ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ অচেনা একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন এলো। “হ্যালো, কে?” আমি জিগ্যেস করলাম। ওপাশ থেকে নারীকণ্ঠ অস্পষ্টভাবে কী যেন বলছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না! “হ্যালো, হ্যালো” করছিলাম শুধু। নারীকণ্ঠ অস্পষ্টভাবে বলল, “আমি সামিরা, তুমি শুনতে পাচ্ছ?”
নেটওয়ার্ক বারবার উঠানামা করছিল। আমি শুধু নামটুকুই বুঝতে পারলাম। চেঁচিয়ে বললাম, “কিছুই তো বুঝতে পারছি না! হ্যালো, কে বলছেন?” এরমধ্যে ফোনটা কেটে গেল।
আমার মোবাইলে তখন কোনো ব্যালান্স ছিল না, তাই সাথে সাথে ব্যাক করতে পারিনি। ওপাশ থেকেও আর ফোন আসছিল না! ভাবলাম, ঘণ্টাখানেক পরে রিচার্জ করেই তবে ফোন দেব। আপাতত আগের কাজেই মনোনিবেশ করলাম।
ছাপ্পান্ন মিনিট পরে মোবাইলে রিচার্জ করে ঐ নাম্বারে ফোন দিলাম। “হ্যালো” বলতেই নারীকণ্ঠ জিগ্যেস করল, “কে বলছেন?”
আমি বললাম, “ঘণ্টাখানেক আগে আমার নম্বরে এই নম্বর থেকে ফোন এসেছিল!”
নারীকণ্ঠ বলল, “ভুল নম্বরে ফোন চলে গিয়েছিল!”
আমি বললাম, “কণ্ঠটা যে পরিচিত মনে হলো?”
নারীকণ্ঠ বলল, “না, ভুল নম্বরেই ফোন গিয়েছিল!”
“ও আচ্ছা”, বলেই আমি ফোন কেটে দিলাম।
কাজে মন বসছিল না! মনে করতে লাগলাম, “অস্পষ্টভাবে কী নাম যেন বলেছিল?” মনে পড়ল! নাম বলেছিল, ‘সামিরা’! তাকে তো আমি চিনি! সে আমার কলেজের সহপাঠী!
মেসেজ পাঠালাম তাকে, “তুমি কি সামিরা?” কোনো উত্তর এলো না! সঙ্কোচে আমিও আর তাকে ফোন দিলাম না! পুরোনো কথা মনে পড়ে খুব অভিমানও হলো!
কয়েকমাস আগের কথা! আমি তখন ভার্সিটিতে অবস্থিত সোনালী ব্যাংক শাখার সামনে বসেছিলাম। কয়েকজন বন্ধুও সাথে ছিল। তাদের সাথে আড্ডা হচ্ছিল! এসময় সামিরা কোথায় যেন যাচ্ছিল! আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে ইশারায় কাছে ডাকলাম। কিছুক্ষণ কথাও হলো তার সাথে, প্রায় পাঁচ-সাত মিনিট। কলেজ জীবনের দুই বছরে বোধহয় তার সাথে একটানা পাঁচ মিনিট কথা হয়নি! শেষে জিগ্যেস করলাম, “ফেসবুক ব্যবহার করো?”
সে বলল, “হ্যাঁ, করি তো!”
আমি জিগ্যেস করলাম, “প্রোফাইলের নাম কী?”
ও বলল, “সাঁঝের মায়া! তোমারটা?”
আমি বললাম, “রূপক বিধৌত সাধু। প্রোফাইল নেম বাংলায়।”
অনেক চেষ্টা করেছি ‘সাঁঝের মায়া’ নামের কাঙ্ক্ষিত আইডিটি খুঁজে পেতে। কিন্তু তাকে পাইনি! ‘সাঁঝের মায়া’ নামে শত শত আইডি আছে! কী করে তাকে খুঁজে পাব?
তারও কিছুকাল পরের কথা! ভার্সিটির বাসের দিকে যাচ্ছিলাম আমি। ত্রিশাল থেকে ময়মনসিংহ সদরে আসব। আমি ময়মনসিংহ সদরেই থাকতাম। হঠাৎ শুনলাম, পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। পেছনে তাকিয়ে দেখলাম সামিরা!
“কেমন আছো?” আমাকে জিগ্যেস করল সামিরা।
আমি বললাম, “ভালো!”
সামিরা বলল, “আমার মোবাইলে বাংলা নেই। সামিরা লিখে সার্চ দিও!”
আমি জিগ্যেস করলাম, “বানানটা কী হবে?”
সামিরা বলল, “Samira Talukdar!”
সামিরা নামেও কত আইডি! দীর্ঘক্ষণ চেষ্টা চালালাম। নাহ, ‘সাঁঝের মায়া’র মতো ব্যর্থ হতে হয়নি! সামিরা নামের কাঙ্ক্ষিত আইডিটা অবশেষে খুঁজে পেলাম। মনে মনে খুব খুশি হলাম! কষ্টটা তাহলে সার্থক! অ্যাড ফ্রেন্ড অপশনটা ছিল না! তাই নিজের নাম লিখে মেসেজ দিলাম তার ইনবক্সে। দেখলাম যে, সে অনলাইনেই আছে। কিন্তু আমার মেসেজের কোনো উত্তর দিল না!
২৬ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ।
ছবি
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: পুরোনো লেখা ঘাঁটতে গিয়ে সামনে এলো। একটু এডিট করে পোস্ট করলাম।
২| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২২
মিরোরডডল বলেছেন:
তারপর কি হলো?
প্রোফাইল নামটা সুন্দর 'সাঁঝের মায়া'।
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অ্যাড হয়েছিল একসময় আমার সাথে। কয়েক বছর যুক্ত ছিল। এরপর আইডি ডিঅ্যাকটিভ। একদিন শুনলাম তার বিয়ে হয়ে গেছে। এরপর নতুন আইডি খুলেছিল।
৩| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
কোনোমতে জানানোর ব্যবস্থা করুন যে, আপনি পোস্ট দিয়েছেন উনাকে নিয়ে,তাহলে কাজ হবে।
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: তার বিয়ে হয়ে গেছে আরও ৮ বছর আগে। এখন জানালে লাভ কী?
৪| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩
শায়মা বলেছেন: তো কি হলো???
এটাই লিখেছিলাম পরে দেখলাম জবাবে লিখেছো তার বিয়ে হয়ে গেছিলো!!!
তো সেই টুকু পোস্টেই লিখলে না কেনো??
ছবি আঁকার কথা ভুলিনি কিন্তু!
এখনও ভীষন বিজি আছি!
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: তাকে নিয়ে আরও অনেক লেখা আছে। অন্য একটা লেখায় উল্লেখ করেছিলাম তার বিয়ের কথা।
৫| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬
শায়মা বলেছেন: সব সামিরার হাসব্যান্ডরা কিন্তু চোখ কটোমটো করবে ভাইয়ু!!!! যদি ইহা ফেসবুকে লিখে থাকো আরও আর কি! !
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুকে আরও কলেজ ফ্রেন্ড আছে। পোস্ট দিলে তারা বুঝে ফেলবে। পোস্ট দেব না কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় -তে তার সম্পর্কে কিছু লেখা আছে। যারা বোঝার মনে হয় বুঝে ফেলবে।
৬| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
মিরোরডডল বলেছেন:
শায়মা বলেছেন: সব সামিরার হাসব্যান্ডরা কিন্তু চোখ কটোমটো করবে ভাইয়ু!!!!
শায়মাপু ভালো বলেছে, সামুতেও কিন্তু থাকতে পারে
বিয়ে হয়ে গেছে, ওটা এখন ক্লোজড চ্যাপ্টার।
রূপকের যারা এখন আছে রুপা অথবা রুমকি, তাদের নিয়ে লেখা চাই
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়ে হয়ে গেছে, ওটা এখন ক্লোজড চ্যাপ্টার। রূপকের যারা এখন আছে রুপা অথবা রুমকি, তাদের নিয়ে লেখা চাই এটাই ভালো। তবে আমার সমস্যা হলো- অতীত থেকে বেরোতে পারি না।
৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: ঠিক ঠিক মিররমনি আমিও ঠিক এমনই ভাবছিলাম।
সামু হাসব্যান্ডদের কারো ওয়াইফের নাম সামিরা নাকি!!!
২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: সালমান শাহ'র বউয়ের নাম ছিল সামিরা। ব্লগারদের কারও থাকতে পারে। স্বাভাবিক।
৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৩৮
ক্লোন রাফা বলেছেন: বাহ্ বেশ চমতকার ‼️চেনা মানুষের অচেনা গল্প! ২য় পর্ব নেই, কোন সিক্যুয়াল রচিত হয় নাই⁉️
আমার বেশ চমকপ্রদ একটি অধ্যায় আছে ! রং নাম্বারে পরিচয়ের সুত্রে....এ্যানালগের দিনগুলো’তে।
কেমন আছেন , রু.বি.সাধু?
২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: তাকে নিয়ে অনেক লেখাই আছে। তবে ধারাবাহিকভাবে কিছু লেখা হয়নি। একটা লেখায় উল্লেখ করেছিলাম শেষ দেখা কবে হয়েছিল। ওই লেখায় তার বিয়ের প্রসঙ্গ ছিল। এরপর আর কিছু লিখার তাগিদ অনুভব করিনি।
আমার বেশ চমকপ্রদ একটি অধ্যায় আছে! রং নাম্বারে পরিচয়ের সূত্রে....অ্যানালগের দিনগুলোতে। অ্যানালগের প্রেমগুলো আরও রোমাঞ্চকর ছি্ল। লিখে ফেলুন। আমরা পড়ি।
কেমন আছেন রু.বি.সাধু? উত্তরটা আমিও খুঁজছি।
৯| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮
ক্লোন রাফা বলেছেন: উত্তরটা আমিও খুঁজে ফিরছি ‼️এটা’তো আমার কমন ডায়লগ ছিলো ! আপনি কি মাইন্ড রিডার নাকি⁉️ আরেক’টা বলে দিচ্ছি / সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো থাকার চেষ্টা করছি ।
ধন্যবাদ ।
২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও চাইলেও পারছি না। সব সমস্যা একসাথে শুরু হয়েছে। এরমধ্যে খুব কাছের এক আত্মীয় মারা গেলেন। সেই পরিবারটা নিয়েও চিন্তিত।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৫
আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন সতত।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮
এসো চিন্তা করি বলেছেন: মানুষের জীবনে কত রকমের না কথা আছে , এগুলো থেকে বোঝার আছে জানার আছে অনেক কিছু ই,
আমাকে সাপোর্ট করবেন ভাই আমি নতুন