নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

এবারের বইমেলা থেকে আমার সংগ্রহ করা বইগুলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৭


বইমেলার ২৫তম দিন ছিল আজ। মেলা শেষ হতে বেশিদিন নেই। প্রতি বছর নামকরা লেখকদের পাশাপাশি সমসাময়িক লেখকদের বইও কেনা হয় কমবেশি। এবার মেলা থেকে এখন পর্যন্ত ৯টি বই সংগ্রহ করেছি। আরও দুটো বই কেনার ইচ্ছে আছে সামনের শুক্রবার। সেগুলো হলো- খায়রুল আহসানের ‘ভালোবাসার বৃত্তে কবিতা’ ও অধম নূর ইসলামের ‘ভালোমেয়ে’।

এবারের বইমেলা থেকে আমার সংগ্রহ করা ৯টি বই-

১। শায়মা হকের ‘চিলেকোঠার প্রেম’।
২। তৌহীদে ইলাহী রানার ‘মাঝেমাঝে বৃষ্টি ভালো’।
৩। হুমায়ুন কবিরের ‘গুম এবং অতঃপর’।
৪। এ আর আলম দেওয়ানের ‘ওগোমোর প্রেমনাথ’।
৫। খায়রুল বাশার আশিকের ‘নিপাতের দিনলিপি’।
৬। আফসানার ‘কথার মিছিলে পৌষালি মেলা’।
৭। হিটলার ম্যান রাজু’র ‘নীলপদ্ম’।

এগুলো ছাড়াও আরও দুটো বই বাইরে থেকে নেওয়া হয়েছে। সেগুলো হলো- নন্দিনীর ‘দ্য ওয়ান’ ও সাজেদুর আবেদীন শান্ত’র ‘ঈশ্বর ও হেমলক’।

এবারের বইলোয় আমার নিজের ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ নামে একটা গল্পগ্রন্থ এসেছে। পাঠক সাড়া খারাপ না। যাহোক, বছরব্যাপী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আর লেখার মান নিয়ে কাজ করছি, তাই অত হতাশ হচ্ছি না। কারণ, Miles to go before I sleep.

হতাশ হওয়ার কারণও নেই অবশ্য। কারণ, লেখালেখি আমার পেশা না, নেশা। অন্যরা যেমন গান, খেলা বা অন্য কিছুতে আনন্দ পান, আমিও তেমন লেখালেখি করে মনের ভাব প্রকাশ করে আনন্দ পাই।

সংযোজন:
২৭ ফেব্রুয়ারি সবশেষ বইমেলায় গিয়েছিলাম। এদিন অটোগ্রাফসহ খায়রুল আহসানের ‘ভালোবাসার বৃত্তে কবিতা’ ও অধম নূর ইসলামের ‘ভালোমেয়ে’ সংগ্রহ করেছিলাম। এছাড়া ‘টঙ ঘর’ নামে একটি বই সংগ্রহ করেছিলাম, যেটি লিখেছেন শওকত সমুদ্র।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৬

এ পথের পথিক বলেছেন: ব্লগার জুল ভার্ন ভাইয়ের একটা বই আছে সংগ্রহ করতে পারেন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ‘গুম এবং অত:পর’ এটাই উনার বই। আমি উনার মূল নামটাই উল্লেখ করেছি।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৭

ধুলোপরা চিঠি বলেছেন:



লেখালেখি আপনার নেশা! আপনার পেশা কি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপাতত ছোটোখাটো একটা বেসরকারি চাকরি।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮

এ পথের পথিক বলেছেন: আচ্ছা দুঃখিত আমি উনার মুল নামটা জানতাম না । যাইহোক রিভিউ এর অপেক্ষায় রইলাম ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: উনার মূল নাম হুমায়ুন কবির। আমার তোলা ছবিতে ঠিকমতো বোঝা যাচ্ছে না।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: ভালোই বই কিনেছেন দেখি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলায় বইয়ের দাম বেশি। দাম একটু কম হলে আরও কিছু বই কেনা যেত। একটা লাইব্রেরি করার চিন্তা করছিলাম।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: বাহ ভাইয়ু! ব্লগারদের বই কিনেছো। অনেক অনেক থ্যাংকস। আর অনেক অনেক শুভকামনা তোমার বইটার জন্যও।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়ালেখার পরিমাণও বাড়াতে হবে। সামনের মাস থেকে আর একটু গুছিয়ে নেব।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৫

রানার ব্লগ বলেছেন: ব্লগার জুল ভার্নের বই টা সংগ্রহ করবো ভাবছি। বাকিদের বইও সংগ্রহ কররা ইচ্ছা আছে। আমরা যারা ব্লগার তাদের সবাই যদি ব্লগারদের বই সংগ্রহ করি বেশ হয় কিন্তু।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্যান্য বছর ব্লগে বইমেলা নিয়ে স্টিকি পোস্ট থাকে। বইপত্র নিয়ে আলোচনাও হয়। এবার সব নীরব।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: বই গুলো পড়ুন এবং রিভিউ দেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি তো আমার বই নিলেন না। ভাবছিলাম আপনার কাছে এক হাজার টাকায় এক বই বেচব।

৮| ১০ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: একুশে বইমেলা থেকে আমার বইটি সংগ্রহের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনার বইটি মোটামুটি ভালোই পাঠকপ্রিয়তা পাচ্ছে জেনে প্রীত হ'লাম। আপনার লেখার ফ্লো ভালো। ভাষা সময়েই আরো শাণিত ও পরিশীলিত হবে।

১০ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলে একসাথে সবদিক কুলিয়ে উঠতে পারি না; এ জন্য দেখা যায় লেখায় তাড়াহুড়ো বেশি থাকে। সব মোটামুটি গুছিয়ে নিতে পারলে লিখতে সুবিধে হবে।

৯| ১১ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সময় মতো বই মেলায় গিয়ে আপনার বইটি সংগ্রহ করতে পারিনি। সামনে দেশে আসার ইচ্ছে আছে। কিছু কাজ শেষ করেই আসতে হবে। সাথে খায়রুল আহসান স্যারের বইটিও সংগ্রহ করবো। তবে অটোগ্রাফ দিতে হবে B-)

১২ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.