নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বদলায় না কিছুই

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:২০


প্রতিদিন সূর্য ওঠে, ফের অস্ত যায়;
পূর্ব আকাশ থেকে পশ্চিম সীমানায়।
প্রতিদিন পুষ্প ফুটে, ফের ঝরে যায়;
প্রস্ফুটিত বন ঢেকে থাকে কুয়াশায়।
প্রতিদিন শুরু হয় প্রকৃতির কাজ,
মানুষেরা লেগে থাকে ভুলে ভয়, লাজ!
প্রতিদিন দূর বনে ডেকে যায় পাখি,
বেলাশেষে ফেরে ওরা নীড়ে থাকি থাকি।

বদলায় না কিছুই, সব চিরায়ত;
বদলে যায় মানুষ, মানুষের মত্।
প্রতিদিন জন্ম নেয় কত জীব, প্রাণী,
হেসে খেলে পাড়ি দেয় ভব তরঙ্গিণী-
থামে সব একদিন ঝোড়ো সমীরণে,
পড়ে থাকে স্মৃতি শুধু মানুষের মনে।

২৩ কার্তিক ১৪১৯ বঙ্গাব্দ

ছবি: সংগৃহীত

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:




সংগ্রহই যদি করতে হয়, ধুলাবালি সংগ্রহ করে কি লাভ?

৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ?

২| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ১২-১৩ বছর আগের লেখা। আমার ‘জলছবি’ কবিতার বইতে অন্তর্ভুক্ত আছে।

৩| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতার লেখার হাত ভালো।

৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: চর্চা কমে গেছে। আগের লেখা পড়লে মনে হয় চালিয়ে গেলে ভালো হতো।

৪| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন

৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কাঁচা বয়সের লেখা। ঝালাই করছি।

৫| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: প্রতিদিন প্রতি মুহুর্তে সব কিছু বদলায়।পৃথিথিবীত্ কোন কিছুই স্থির না।কবিতা সুন্দর হয়েছে।

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: তবে সবচেয়ে বেশি বদলায় মানুষের মতামত।

৬| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪২

ক্লোন রাফা বলেছেন: মানুষ মরে গেলে / মাটির সাথে মিশে যায়।
বেঁচে থাকলে প্রতিনিয়ত বদলায়।কিছু মানুষ’কে বদলে দেয়। আর কেউ কেউ গিরিটির মত রঙ বদলায়।
তবে মানুষের মতো দেখতে হলেও সবাই কিন্তু মানুষ নয়। :)

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ, অনেকেই সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে। গিরিটির মতো রঙ বদলায়। প্রকৃতি চিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.