| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
২০১৩ সালের আজকের দিনে (৫ই অক্টোবর) সামহোয়্যার ইন ব্লগের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অ্যাকাউন্ট খুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের জনৈক সহপাঠী সামিরুল। প্রথম পোস্ট করেছিলাম ২০১৪ সালের ২৮শে জানুয়ারি (‘শীতের সকালে’ নামে একটি কবিতা। পরে সেটি মুছে ফেলেছিলাম।)। পরবর্তী পোস্ট ছিল ‘চৈতালি প্রভাত’ নামে একটি কবিতা। পরের বছরের নভেম্বরে ব্লগার খায়রুল আহসান সেখানে মন্তব্য করেন।
কবিতার পাঠক তেমন না পেয়ে ধর্ম ও রাজনীতি নিয়ে লেখালেখি শুরু করলাম। পাশাপাশি গল্প-কবিতাও চলল। আমার সবচেয়ে ভালো সময় কেটেছে ২০১৫ সালে। সে সময় এক ঝাঁক সম্ভাবনাময় ব্লগার যুক্ত হয়েছিলেন সামহোয়্যারে। নিত্য-নতুন বিষয় নিয়ে তারা লেখালেখি করেছেন। দারুণ সব মন্তব্য করেছেন। তখন ব্লগিংয়ের মজা পেয়ে যাই।
জীবনের নানান চড়াই-উৎরাই লেখালেখিকে বাধাগ্রস্ত কেরেছে বটে (ভালুকা-গাজীপুর-ঢাকার জীবন), তবে ব্লগ বা লেখালেখি ছেড়ে যাইনি। অনেক ঘটনাই কবিতা ও গল্প আকারে এসেছে। আমার গল্পগ্রন্থ ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’-তে অনেক ঘটনাই তুলে ধরা হয়েছে।
আজ পুরোনো কিছু লেখা সংশোধন করছিলাম; এর মাঝে চোখ গেল ব্লগিং পরিসংখ্যানে। সেখানে দেখলাম এই প্ল্যাটফর্মে এক যুগ পার করে ফেলেছি। এই এক যুগে অনেকের সাথেই জানাশোনা হয়েছে। পরবর্তীতে তাদের অনেকের সাথে দেখা-সাক্ষাৎও হয়েছে। সুসম্পর্ক তৈরি হয়েছে।
এই দীর্ঘ ব্লগিংয়ে পেয়েছি অনেককিছুই। অনেকে দারুণ দারুণ সব মন্তব্য করে উপদেশ, বুদ্ধি-পরামর্শ দিয়েছেন, যা আমাকে লেখালেখিতে সহায়তা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
পূর্ববর্তী বছরগুলোতে বর্ষপূর্তির পোস্ট-
ব্লগ লিখেছি ১১ বছর ১ সপ্তাহ
১০ পেরিয়ে ১১ বছরে- সময়টা কম নয়
ব্লগ জানাচ্ছে আমার ব্লগিংয়ের বয়স ৯ পেরিয়ে ১০ এ পড়েছে
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় প্রকাশ করতে ২০ হাজার প্লাস খরচ হয়েছে। তিন ভাগের দুই ভাগ উঠে গেছে। বাকিটুকুও উঠে যেত প্রকাশক ঝামেলা না করলে।
২|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
মনে হচ্ছে, মোটামুটিভাবে পাঠক পেয়েছে।
বই'এর সংখ্যা বলা যাবে?
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ১৭০-১৮০ কপির মতো বিক্রি হয়েছে। প্রকাশক আমাকে পাওনা সব কপি দেয়নি। দিলে হয়তো আরও বিক্রি হতো।
৩|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
১২ বছর এক যুগ। আপনার কিছু কিছু লেখা আমার মনে আছে। আপনি জীবন যাপন করতে অনেক কষ্ট করেছেন। কিন্তু সমস্যা থেকে বের হওয়ার অনেক অনেক রাস্তা থাকে, আর তা নিজেকেই খুঁজে নিতে হয়।
আমি একটি গল্প লিখবো। আপনার কোনো সমস্যা না থাকলে গল্পে রূপক নামে একটি চরিত্র তৈরি করতে চাচ্ছি। আপনি এক যুগ ধরে ব্লগে আছেন। আপনার জন্য উপহার হয়ে থাকুক।
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি একটি গল্প লিখবো। আপনার কোনো সমস্যা না থাকলে গল্পে রূপক নামে একটি চরিত্র তৈরি করতে চাচ্ছি। আপনি এক যুগ ধরে ব্লগে আছেন। আপনার জন্য উপহার হয়ে থাকুক। অবশ্যই। সেটা আমার জন্য বড় পাওয়া হবে।
৪|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১১
ডার্ক ম্যান বলেছেন: বেশ কিছু লেখা ভালো লেগেছে।
এক যুগ পূর্তিতে অভিনন্দন
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: নাম বলতে পারেন।
৫|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪২
নজসু বলেছেন:
অভিনন্দন
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। আপনি মাঝেমাঝে লাইক মেরে চলে যান অথচ মন্তব্য করেন না। ব্যাপারটা কিউট লাগে
।
৬|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৫
সুলাইমান হোসেন বলেছেন: অভিনন্দন
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন।
আপনার ধৈর্য আছে বটে।
আমার ধৈর্য না থাকায় আমি বাদ।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পড়ালেখা কেমন চলছে?
৮|
০৬ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৪
শ্রাবণধারা বলেছেন: ব্লগে এক যুগ পূর্তিতে অভিনন্দন! আপনি ভালো লেখেন। আপনার স্মৃতিচারণমূলক লেখাগুলো বেশ উপভোগ্য।
আশা করি আপনি পেশাগত জীবনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছেন। শুভকামনা রইল।
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি আপনি পেশাগত জীবনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, চেষ্টা করছি।
৯|
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:১৯
ক্লোন রাফা বলেছেন: আপনার ব্লগ যাত্রা শুরু হয়েছিলো অস্থির একটা সময়ে। তখন আমার ফোকাসটা ছিলো মানবতা বিরোধীদের বিচারের দাবি নিয়ে। আর কবিতায় তেমন উৎসাহ ছিলো না আমার। তবে আপনার কবিতা ভালো লাগতো। তবে কমেন্ট মনে হয় করেছি অন্য অনেক লেখায়।
যার লেখার হাত ভালো। সে মনে হয় সব কিছুই ঠিক ঠাক লিখে। এক যুগ পেরিয়ে গেছে। আশা করি এই পথ চলা আরো সমৃদ্ধ হবে অনাগত দিন।
শুভ কামনা, রু.বি.সাধু॥
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: সে বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় এসেছিলাম। গণজাগরণ মঞ্চের জোয়ার চলছিল তখন। সেখান থেকেই ব্লগিং সম্পর্কে অবগত হয়েছিলাম।
১০|
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনার পড়ালেখা কেমন চলছে?
বয়সের দিক দিয়ে আমি এখন হাফ সেঞ্চুরিয়ান।
এই বয়সে পড়শোনা বিশেষ করে প্রাতিষ্ঠানিক পড়াশোনা খুবই কঠিন কাজ।
ভালোই চলছে।
ভালো থাকুন সব সময়।
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই একটা বয়সের পর প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালানো খুব কঠিন কাজ। আমি কোনোমতে অনার্স শেষ করে পেটের তাগিদে দৌড়ঝাঁপ শুরু করলাম। পরে খুব বাজে ফল নিয়ে মাস্টার্স শেষ করলাম। দুটো ডিগ্রিই তেমন কাজে লাগেনি। আমার বিবিএ-এমবিএ মাঠে মারা গেল।
১১|
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার এক যুগ পুর্তি উপলক্ষে আমার একটি কবিতা পাঠ শুনুন।
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে।
১২|
০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: যুগপূর্তির শুভেচ্ছা জানবেন। আগামীর জন্য শুভ কামনা থাকছে। ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৩|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১০
আরোগ্য বলেছেন: এক যুগ দীর্ঘ সময়। অনেক অভিনন্দন। সামুতে আপনার যাত্রা চলতে থাকুক...
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
১৪|
০৭ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪৫
সামরিন হক বলেছেন: শুভেচ্ছা আপনাকে।
আচ্ছা বিজন রয় কি আপনার আরেকটি আইডি?
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: না তো।
১৫|
০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: অভিনন্দন।
১২ বছর।
অনেক লম্বা সময়।
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগ আমার লেখালেখিতে অনেক সহায়তা করেছে।
১৬|
০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: আপনি হচ্ছেন সহজ সরল নিরীহ ব্লগার।
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এখন একটু চালাক-চতুর হওয়ার চেষ্টা করছি।
১৭|
১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
করুণাধারা বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা, সকলের প্রিয় ব্লগার হয়ে থাকুন আরো অনেক বছর।
১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩১
জেনারেশন একাত্তর বলেছেন:
অভিনন্দন, ১২ বছর ব্লগিং করেছেন।
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় প্রকাশ করতে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছিলো, কি পরিমাণ বই পাঠক ক্রয় করেছে?