![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীলাকাশ
তুমি দেখেছো কি?
আকাশ আকাশ শুধু নীল
ঘননীল নীলাকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত
পৃথিবী ঘুমিয়ে পরে
তুমি দেখেছো কি?
তুমি রাতের সে নীরবতা
দেখেছো কি?
শুনেছো কি রাত্রি কান্না?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?
নিবীর আঁধার নেমে আসে
ছায়াঘন কালো রাত
কলরব কোলাহল থেমে যায়
নিশীথ প্রহরী জাগে
তুমি দেখেছো কি?
এই বেদনার ইতিহাস শুনেছো কি?
দেখেছো কি মানুষের অশ্রু?
শিশিরে শিশিরে ঝরে
তুমি দেখেছো কি?
অসীম আকাশ তারই নীচে
চেয়ে দেখো ঘুমোয় মানুষ,
জাগে শুধু কতো ব্যথা হাহাকার
ছোটো ছোটো মানুষের আশা,
কে রাখে খবর তার?
তুমি দেখেছো কি?
আর শুনেছো কি মানুষের কান্না
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?
নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীলাকাশ
তুমি দেখেছো কি?"
এখানে এসো
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৪৫
রূপম দা বলেছেন: ধন্যবাদ পিংকী। কিন্তু কিসের শুভকামনা বুঝতে পারলাম না। আমার ব্লগে প্রথম এলে। স্বাগতম
২| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১:১২
গানচিল বলেছেন: হেমন্ত মুখার্জীর চিরসবুজ গান।
০৯ ই মে, ২০১১ রাত ১০:২৭
রূপম দা বলেছেন: একদম ঠিক বলেছেন।
৩| ১২ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৩
জন রাসেল বলেছেন: ব্রাদার আমাদের অ্যালবামের সাদা তুলির আচর গানটি ডাউনলোড করুন। আগে এই গানের অ্যাকোষ্টিক যেটি শুনেছিলেন তার চেয়ে অনেক ভালো লাগবে আশা করি। এখানে কিবোর্ড, ড্রামস সংযোজন করা হয়েছে। আর অ্যালবামের নাম "রেডিও মিক্সড"।
গানটি শোনার জন্য আমন্ত্রন রইলঃ Click This Link
ধন্যবাদ। পোষ্টের বিষয় বস্তুর সাথে অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য দুখিত। হা হা
৪| ১৯ শে জুন, ২০১১ সকাল ৯:২১
সাইমনরকস বলেছেন: গানের কথাগুলো ভাল লাগল। বর্ষায় একটি কবিতা
৫| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
জন রাসেল বলেছেন: ব্রাদার আমাদের নতুন গানে আমন্ত্রন রইলঃ Click This Link শুনে জানাবেন
৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
জন রাসেল বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স
মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৪৪
পিংকী বলেছেন: শুভ কামনা