![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৪ সালের ২৮ ডিসেম্বর। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের রূপগ্রাম খাড়ি পাড়ার পূর্বপ্রান্তে সমন্বিত কৃষিকে ঘিরে ‘রূপগ্রাম এগ্রো ফার্ম’ (রূপগ্রাম কৃষি খামার) এর যাত্রা শুরু। নিজস্ব ১৩ বিঘা আয়তনের এই খামারে ওই দিন ৭০ শতাংশ জমির ওপর পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়। পুকুর কাটা মাটি দিয়ে বাকি জমি ভরাট করে ইতিমধ্যে লাগানো হয়েছে আম, লিচু, ড্রাগন, থাই পেয়ারাসহ নানা প্রজাতির ফল, কাঠ, ঔষুধি, মসলাজাতীয় গাছের বাগান। খামারের রয়েছে নিজস্ব নার্সারি। পুকুরের চারপাড়ে মাচা দিয়ে চলছে করলা, শিম, ঝিঙ্গা, শসা, লাউ, কুমড়া, টমেটো, বরবটি, পটলসহ নানা জাতের সবজি চাষ। এই ১৩ বিঘার বাইরে অন্য জায়গায় খামারের নিজস্ব ১০ বিঘা জমিতে আম্রপালি, লেংড়া, হিমসাগর, বারি-৪, বারি-৭, নাক ফজলিসহ নানা প্রজাতির আমের বাগন গড়ে তোলা হয়েছে।
খনন শেষে গত জুলাই মাসে পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামীতে পুকুরে খাকি ক্যামবেল হাঁস চাষ, গরু মোটাতাজাকরণ, ডেইরি ফার্ম, ঢেঁকিছাটা চাল উৎপাদন, কেঁচো সার (ভার্মি কমপোস্ট), ছাগল, ভেড়া ও কবুতর পালন শুরু হবে। খামারে ট্যুরিস্টদের রাত্রিযাপনে থাকবে পরিচ্ছন্ন ইকো কটেজ। এছাড়া খামারে তৈরি হবে সমৃদ্ধ কৃষি জাদুঘর ও কৃষি লাইব্রেরি।
আমরা কৃষি ও গ্রামীণ বা কমিউনিটি ট্যুরিজম নিয়েও কাজ করতে চাই। এতে গ্রামীণ কৃষি ব্যবস্থাকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক বুনিয়াদ কিছুটা হলেও উপকৃত হবে। এক্ষেত্রে একটি বিশেষ দিকে হবে পর্যটনের পাশাপাশি কৃষি খামার থেকে সরাসরি কৃষি পণ্য কেনার সুযোগ সৃষ্টি, জৈবকৃষি, পরিবেশবান্ধব কৃষি ও টেকসইকৃষি কার্যক্রম প্রদর্শন এবং খামারেই কম সময়ব্যাপী কৃষি আনন্দ বা বিনোদনের (Agrotainment) ব্যবস্থা করা।
শহরের কোলাহল ছেড়ে কৃষিভিত্তিক গ্রামগুলোর শান্ত-সুনিবিড় নিরবতায় কয়েকটি দিন কাটানোর অভিজ্ঞতা কয়জনই বা পায়। ‘রূপগ্রাম এগ্রো ফার্ম’ এর উদ্যোগে ইতিমধ্যে চালু হয়েছে কৃষি ও গ্রামীণ পর্যটন সেবা। এর আওতায় কৃষি খামার ছাড়াও অত্র এলাকার দর্শনীয় স্থান ভ্রমণের পর খামার কিংবা গ্রামের মাটির ঘরে রাত্রিযাপনের সুযোগ। রূপগ্রামে গ্রামীণ পর্যটনের আওতায় কিছু হোস্ট পরিবার নির্ধারণ বরা হয়েছে। যাদের ছিমছাম মাটির বাড়িতে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। ফলে এই খাত থেকে শুধু আমরা নিজেরা লাভবান হব না, লাভবান হবেন অনেক গ্রামীণ পরিবার, কৃষককুল ও বৃহত্তর কৃষি।
এক নজরে ‘রূপগ্রাম এগ্রো ফার্ম’
খামারের আয়তন: ১৩ বিঘা
মালিক: সোহেল রানা ও আব্দুল বারী
যোগাযোগ: ০১৭১০-৪৪০৫৬৮ (সোহেল রানা) ও ০১৭১৯-৪৭৪৭৭৬ (আব্দুল বারী)
পুকুরের জলার আয়তন: ৭০ শতাংশ
খামারে ফলের গাছ: আম, লিচু, পেয়ারা, ড্রাগন, বেল, আমড়া, জলপাই, বেদানা, ডালিম, কদবেল, জামরুল, গোলাপজাম, দেশি জাম, আলু বোখারা, লটকন, করমচা, প্যাশন ফল, কামরাঙ্গা, পেঁপে, তাল, খেজুর, মাল্টা, লেবু, কমলা, আঁশ ফল, সফেদা, কলা, হাইব্রিড নারিকেল, শরিফা, আতা, কলা।
ঔষুধি গাছ: ঘৃত কুমারি, আমলকি, হরতিকি, বহেড়া, অর্জুন, তুলসি, হাড়জোড়া, চন্দন, বাসক, জারুল, আকন্দ, নিম, পাথরকুঁচি, ভেরেন্ডা, উলোট কম্বল, ঈশ্বরমূল, কালোমেঘ, গন্ধভাদুলী, গোল মরিচ, থানকুনি, পুদিনা, শতমূলী, সর্পগন্ধা।
সবজি: শিম, ঝিঙ্গা, লাউ, চাল কুমড়া, করলা, বরবটি, শসা, টমেটো, পটল, কাঁচা কলা, সজনে ডাটা।
পুকুরে মিশ্র মাছ চাষ: রুই, কাতলা, মৃগেল, মনো সেক্স তেলাপিয়া, পাঙ্গাস, পুটি কার্প, চিতল, গ্রাস কার্প, বাটা, শিং, কালিবাউশ, সিলভার কার্প, বিগহেড কার্প, ব্লাক কার্প, কমন কার্প।
মসলাজাতীয় গাছ: তেজপাতা, দারুচিনি, এলাচ, আদা, হলুদ, মরিচ।
খামারের ফেসবুক পেইজ: খামারের ফেসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল: Click This Link
©somewhere in net ltd.