![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বাঙ্গালী জাতির কাছে এ দিনটি অত্যন্ত গৌরব ও আনন্দের একটি দিন। অথচ এ দিনেও জামায়াত-শিবির আরেক অপশক্তি বিএনপির ছত্রছায়ায় হীন স্বার্থে দেশের বিভিন্ন জায়গায় গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করছে। তাদের এরুপ ধ্বংসাত্মক কর্মকান্ডই প্রমান করে তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্তে বিশ্বাস করে না। তারা পাকিস্তানের দোসর। তাদের নীতিই দেশের সম্পদ নষ্ট করা। কোমলমতি দেশবাসীর কাছে অনুরোধ, চিহ্নিত যুদ্ধাপরাধী, পাকিস্তানের দালাল ও আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকান্ড রুখে দিতে এবং তাদেরকে এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে দেশজুড়ে তরুন প্রজন্মের দুর্বার আন্দোলনের সঙ্গে একাত্মতার আহ্বান করছি।
২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
সানজানা আহমেদ সানা বলেছেন: আর ছাত্রলীগ !!!
৩| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
অচেনাসময় বলেছেন: বিএনপি কোনদিন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং কি কারনে ছিল ? @ এম আর সুমন
৪| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সরকার যত তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করবে ততই মঙগল।
৫| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
অগ্নি সারথি বলেছেন: @সুমন, আর তুমার জামাইত্তা ডির কতা কইলানা। শোন আমার বাড়ির নুচে দিয়া ইট্টু আগে মিছিল গেল, বেশির ভাগ ছাগু কিন্তু শ্লোগান দিতাচে জিয়ার সৈনিক এক হও।
কত পাস ডেইলি?
৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
কাকতড়ুয়া007 বলেছেন: এম আর সুমন বলেছেন: বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ Click This Link
স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামালপুরের সরিষাবাড়িতে পুলিশের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। ঢাকার দোহারে ফুল দেয়াকে ঘিরে সরকারি দল ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি’র স্বাধীনতা দিবসের র্যালি পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়।
ভাই স্বাধীনতা দিবসে বিরোধী দলের র্যালিতে যারা বাধা দেয় সেই দল ও সেই সরকার কি করে স্বাধীনতার স্বপক্ষের হয় একটু বুঝিয়ে বলেন দেখি। এ কোন সরকারের অধীনে আমরা আছি ???
ধিক এই সরকারকে। যারা মহান স্বাধীনতা দিবসেও মারামারি আর কাটাকাটি আর গোলাগুলিতে ব্যস্ত থাকে। এরা এমনকি নিজেদের প্রেসিডেন্টের শোকের তিনটা দিনও বিভিন্ন জায়গায় ধরপাকর আর মারামারি ই করেছে। এরা সুস্থ্য রাজনীতি ভুলে গেছে
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
এম আর সুমন বলেছেন: আপনারা ভারত পালানো গ্রুপ যে গালাগালি করবেন সেটা আমি জানতাম। এসবের উত্তর দেয়ার প্রয়োজন মনে করি না। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়া দল বিএনপি। আর সেটা জানার জন্য আমাদের কোনো মুন্তাসীর মামুন বা কোনো পাকিস্তানকে মুরগী সাপ্লাই দেয়া শাহরিয়ার কবিরদের চামচাদের প্রয়োজন নাই। আপনারা সত্যিকারের রাজাকারদের নিয়া আছেন , থাকেন। মুক্তিযুদ্ধকে নিয়া ব্যাবসা কইরেন না।
যারা রনাঙ্গনে যুদ্ধ করে নাই , তাদের এই মুক্তিযুদ্ধ নিয়া কোনো মায়া মততা আছে বলে তো মনে হয় না। আপনারা নানান ভাবে মহান মুক্তিযুদ্ধের সম্মান নষ্ট করার চেষ্টই করেছেন। তার সাথে তুলনা করে বঙ্গবন্ধু তার বাকশালের নাম দিয়েছিলেন ২য় বিপ্লব। আবার এখন একখান ২য় মুক্তিযুদ্ধ শুরু করছেন। আমরা সবই বুঝি ভাই। ফিডার খাই না।
পায়ের নিচে মাটি না থাকলেই কেবল গালাগালি করে মানুষ। গালাগালি করতে থাকেন। দেখেন কোনোভাবে এই পাপিষ্ঠ্য সরকারকে আবার ক্ষমতায় নিতে পারেন কিনা।
আর জামাত যখন আওয়ামী লীগের সাথে ছিল তখন যেমন ছিল এখনও তেমনই আছে। এখন বরং তাদের যারা যুদ্ধাপরাধী তারা জেলে আছে। সুতরাং তখনকার চেয়ে এখনকার জামাত তো অনেক শুদ্ধ হওয়ার কথা। আর জামাতের দায় যতটা না বিএনপির তার থেকেও বেশি আওয়ামী লীগের। এগুলো বুঝতে হলে হাম্বা মগজ ত্যাগ করে আসতে হবে।
৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬
অগ্নি সারথি বলেছেন: সাকাদের মত মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়া দল বিএনপি, ঠিকাচে। একদল মুক্তিযুদ্ধ নিয়া ব্যবসা করে, আরেক দল রাজাকার, আলবদর, আল শামস। এই পাপিষ্ঠ্য সরকারকে আবার ক্ষমতায় নিতে আমার বৃথা চেষ্টা নাই কিন্তু আরেক পাপিষ্ঠ্য সরকারকে ক্ষমতায় আনতে ছুমন মিয়ার কত আস্ফালন, ব্লগ দেখলেই বোঝা যায়।
এখন বরং তাদের যারা যুদ্ধাপরাধী তারা জেলে আছে। সুতরাং তখনকার চেয়ে এখনকার জামাত তো অনেক শুদ্ধ হওয়ার কথা।
কস কি মমিন?
হাম্বা মগজ কারে কস? আরে বেকুব অহন ও কি তোর পাদা মগজে এইডাই ঢুকলো না যে আমি তোদের ভাদা, পাদা কোন দলে নাই। ঘুমের সময় মাথা কি বালিশের ভিতরে থাকে, এত বুদ্ধি নিয়া ঘুমাস কেমনে? আবাল
একি পাকি ডিরে তুমার আব্বা গোয়া, নিজামী এইডি কলিজার মইধ্যে ধ্রন করেছিল আর অখন গোয়া, নিজামী, সাকা, মাকা এইডিরে তোরা ধারন করিস।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
এম আর সুমন বলেছেন: বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ Click This Link
স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামালপুরের সরিষাবাড়িতে পুলিশের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। ঢাকার দোহারে ফুল দেয়াকে ঘিরে সরকারি দল ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি’র স্বাধীনতা দিবসের র্যালি পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়।
ভাই স্বাধীনতা দিবসে বিরোধী দলের র্যালিতে যারা বাধা দেয় সেই দল ও সেই সরকার কি করে স্বাধীনতার স্বপক্ষের হয় একটু বুঝিয়ে বলেন দেখি। এ কোন সরকারের অধীনে আমরা আছি ???
ধিক এই সরকারকে। যারা মহান স্বাধীনতা দিবসেও মারামারি আর কাটাকাটি আর গোলাগুলিতে ব্যস্ত থাকে। এরা এমনকি নিজেদের প্রেসিডেন্টের শোকের তিনটা দিনও বিভিন্ন জায়গায় ধরপাকর আর মারামারি ই করেছে। এরা সুস্থ্য রাজনীতি ভুলে গেছে।