![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীব ও জীবনের একটা উল্যেখযোগ্য বৈশিষ্ট্য হল অতীতকে ভুলে যাওয়া, অবশ্য এটা একটা প্রাকৃতিক System ও বলা যেতে পারে। তবে কিছু বিষয় যে অবশ্যই মনে রাখতে হবে। না হয় জীবনের ধারাবাহিকতা খুঁজেই পাওয়া যাবেনা। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, কেহ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার পুরনো অভ্যাস চালু করছেন। এটাকে ফুঁক দিয়ে বহ্নি শিখা বৃদ্বি করাও বলা যেতে পারে। ভাঙ্গা স্যুটকেস থেকে বিলিয়ন বিলিয়ন পতি হয়ে বিদেশে বসে ফুক দিয়ে দেশের জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতিতে হিরো হবার সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে। জনগণের টাকায় পাঁচ তারকা হোটেলের পাকানো খাবার খেয়ে দেশকে ধ্বংস করার প্রচেষ্টা না করে এ ধরনের অভিপ্রায় থেকে বিরত হোন। দেশকে অকার্যকর করার নতুন নতুন ফন্দি ফিকির পরিত্যাগ করুন। আমরা ভুলিনি আপনাদের সেদিনের কর্ম পরিধি। অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গা আপনাদের অনেক পুরনো অভ্যাস। সৌদি আরব আপনার দেশের সমস্যার সমাধান কোন দিন দিতে পারবেনা। কারণ এদেশের জনগণ ৫২, ৬৯, ৭১ এর মত আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে তাজা জীবন দিতে কখনো দ্বিধা করেনি। সুতরাং ২০১৩ তে ও বাঙালী জাতি আপনাদের অপ শক্তিকে রুখতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
ম্যাংগো পিপল বলেছেন: বাল সরকারের আবাল সমর্থক।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
আস্তবাবা বলেছেন: শুরু হইলে তারেককে নিয়ে। আপাতত হেফাজ ঠেকারে বাছা।
তারেককে যতই লাফাও বাস্তবতা হল তারেক ছাড়া বিএনপি নেতা কর্মিরা কিছুই বুঝেনা।
খালেদার পরই তারেক ।
আপনারাই তারেককে নিয়ে বেশী মাতামাতি করেন। তাই তারেক আজ জোড়ে হাচি দিলেও খবর হয়। পত্রিকার কাটতি বাড়ে। সত্যি রাজনীতির সুপার ষ্টার তারেক। সেটা আপনারাই বানিয়েছেন