![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন গত ৬ এপ্রিল শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালন করার সময় হঠাৎ হেফাজতে ইসলামের ১০ থেকে ১২জন কর্মী এসে তাকে পেটাতে শুরু করে। পুরানা পল্টন থেকে দিগন্ত টেলিভিশনের কার্যালয় পর্যন্ত মধ্যবর্তীস্থানে হেফাজতে ইসলামের কর্মীরা তাকে ৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন কর্মী তাকে মারধর শুরু করে। এরপর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, সাংবাদিক নাদিয়া শারমিন একজন নারী সাংবাদিক এটাই কি তার অপরাধ? নাকি সে হেফাজত ইসলাম নামধারী সন্ত্রাসীদের মুখোশ জন সম্মুখে প্রকাশ করতে চেয়েছিল? সে তো হতে পারত আপনার, আমার বা অন্য কারো বোন বা কন্যা। তারা এমন ভাব করে যেন তারা কোন নারীর গর্ভে জন্ম নেয়নি। কিন্তু তা কি সম্ভব? তাহলে কেন এরুপ বর্বরোচিত হামলা নারীদের উপর। ইসলাম কখনও বর্বরোচিতকে সমর্থন করে না। কিছু কিছু লেবাস ধারি, শয়তান রুপি মানুষ ইসলামের নাম ভাঙ্গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে অচল করার একটা পরিকল্পনা করছে। এইসব মানুষরূপী শয়তানদেরকে চিনে রাখুন। একবার সুযোগ পেলে মধ্যযুগীয় তালিবান শাসনের মতো আপনাকে পশুর মতো বেঁধে রাখবে এই মোল্লারা। বাংলাদেশকে কোনক্রমেই তালেবান আফগান বানাতে দেয়া যাবে না। বাংলাদেশ কোন কাঠমোল্লার দেশ না। এখানে নারী পুরুষ সবারই কর্মক্ষেত্রে সমান বিচরণ থাকবে, সেখানেই তো “ধর্ম যার যার” কথাটির পরিপূর্ণতা কিছুটা হলেও লাভ করবে।
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
কোবা সামসু বলেছেন: ১০ থেকে ১২জন কর্মী এসে তাকে পেটাতে শুরু কর,৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয়,একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন কর্মী তাকে মারধর শুরু করে।
এই মার খাওয়ার পর সুপার হির আইরম্যান,সুপারম্যান ও ঠিক থাকতে পারবে না অথচ তার কিছুই হল না ?????
দাদা এসব লিখে কত পান???(পেমেনট কি টাকা নাকি রুপিতে)
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
স্বাধীন শোয়েব বলেছেন: কে নগ্ন ছিল? হুজুররা নাকি নাদিয়া সারমিন? প্রগতিশীল দের ঘাঁটি জাহাঙ্গিরনগরে সাংবাদিক কে কারা যেন পিটাইছিল? শাহবাগে আমার দেশের সাংবাদিককে কারা যেন পিটাইছিল?
এইবার শুনেন একটা কথা বলি যৌক্তিক মনে হলে জবাবা দিবেন। হিন্দুর ঘরে বসে যেমন হুজুরের ওয়াজ বেমানান,ন্দিরে বসে যেমন নামাজ বেমানান তেনি লক্ষ লক্ষ মানুষ যারা কিনা ইসলামী চিন্তা চেতনার দিক দিয়ে বিশুদ্ধতাবাদী সেখানে একজন নারীর বেপর্দা হয়ে যাওয়া মানান্সই নয়। আপনি হিন্দু হলে এটা বোঝা আপনার কাজ নয়।
হ্যাঁ তাই বলে উনার উপর আক্রমণ সমর্থন করছিনা আমি। সেটা একটু বেশি প্রতিক্রিয়া হয়ে গেছে।
রমনা পাকে দাদার বয়সী একজনৃদ্ধকে বাঁশপেটা করার কিছু যুক্তি দিন।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
প্যারাসিটামল বলেছেন: ঔই রকম পোশাক পরে গেলে মারবে নাতো আদর করবে? সব জায়গা কে পার্ক আর ফাস্ট ফুডের দোকান ভাবলে তো হবেনা, একটা শালীন পোশাক পরে যাওয়া উচিত ছিল। 10-12 মিলে মারছে, আর ইনজুরি সাথে হি হি করে কথা বলতে দেখলাম। আপনি যে একটি বিশেষ শ্রেণীর দালাল প্রানী তা আপনার পোস্ট দেখলেই বুঝা যায়। ভাই দেশে ক্যাচাল লাগিয়ে কয় টেহা পান?
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
প্যারাসিটামল বলেছেন: ইনজুরি না ইনু হবে।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
প্যারাসিটামল বলেছেন: রুপসা ভাইয়া, আপনি কি দালাল ব্লগার?????
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
গোয়েন্দাপ্রধান বলেছেন: western women jounalst ra middle east e gele thikoy hijab pore.onar kaj songbad songroho kra setar jnno kon poribese kivabe colte hbe sangbadik hisebe jana ucit.
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
গোয়েন্দাপ্রধান বলেছেন: western women jounalst ra middle east e gele thikoy hijab pore.onar kaj songbad songroho kra setar jnno kon poribese kivabe colte hbe sangbadik hisebe jana ucit.r amr mne sudu verbal assault hoyese
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
জীবনকেসি বলেছেন: সাংবাদিক মানেই, দালাল, চাদাবাজ,
এটিই একমাত্র পেশা যেখানে কোন যোগ্যতার নির্দিষ্ট মাপকাঠি নেই। মহিলা হলে একটু উদারমনা, পুরুষ হলে বেয়াদব কিংবা লোভী হলেই চলবে। ব্যাঙের ছাতার মতো গজে উঠা সংবাদ মাধ্যমগুলো শুধু একটা আইডি কার্ড ধরিয়ে দেয়, এটা বেচেই ওরা বাকি জীবন কাটিয়ে দেয়। সঠিক পেশাদার সাংবাদিক বর্তমান সমাজে বিরল। যেখানে ধান্ধা হয়না সেখানে নিউজ হয়। ধান্ধা হলেই নিউজ নাই।
তাই ওদের পিডাইলে ভাল লাগে যা পুলিশ পিডানোর চাইতেও বেশি ।।
আয়নায় নিজের মুখ দেখেন। যা লিখেছেন তা পড়ে দেখেন। বাস্তবতা কতটুকু।
আজ কোনো ধন্যবাদ দিলাম না। দু:খিত।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০
এম আবু জাফর বলেছেন: যারা আজ নারী সাংবাদিকের ওপর হামলা নিয়ে পোস্ট দিয়ে ফাটিয়ে ফেলছেন, তারা কী জানেন শাহবাগে লাকীকে কারা মেরেছিলো? সবাই জানেন, জানে না? লাকীও টিভি তে বলেছিলো, 'র' এর বাংলাদেশী এজেন্ট ডা. পিনাকি ভট্টাচার্য দ্রুত লাকীকে চিকিৎসা করানোর জন্য বারডেম হাসপাতালে নিয়ে গেল। এই দৃশ্য পর্যন্ত ঠিক। এরপর পিনাকী ঐ মেয়ের সাথে কী গুজুর গুগুর ফুসুর ফুসুর করলো? তারপর ওই অসুস্থ্য মেয়েকে কষ্ট দিয়ে আবার স্টেজে আনা হলো। এইবার ব্যাথাতুর কণ্ঠে লাকি বলল, "জামাত শিবিরের অনুপ্রবেশকারী তার গায়ে হাত তুলেছে"।
তাহলে এইসব সুশীল কী করে? নারীদের ওপর যখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ আক্রমণ করে তখন তারা সেটা ধামাচাপা দেবার জন্য ব্যস্ত হয়ে যায়। বিরোধী দলের রাজনীতি করা নারী কর্মীদের যখন ছাত্রলীগ বা পুলিশ প্রহার করে, তখন তারা সেসবকে সমর্থন করে। আর হেফাজতের কয়েকজন কর্মী একজন নারী সাংবাদিককে চলে যেতে বলায় সেই নারী সাংবাদিকের ওপর মিথ্যা হামলার গল্প তৈরী করে অব্যাহতভাবে প্রচার করে।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯
পথহারা সৈকত বলেছেন: কোবা সামসু বলেছেন: ১০ থেকে ১২জন কর্মী এসে তাকে পেটাতে শুরু কর,৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয়,একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন কর্মী তাকে মারধর শুরু করে।
এই মার খাওয়ার পর সুপার হির আইরম্যান,সুপারম্যান ও ঠিক থাকতে পারবে না অথচ তার কিছুই হল না ?????
দাদা এসব লিখে কত পান???(পেমেনট কি টাকা নাকি রুপিতে)
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
গোয়েন্দাপ্রধান বলেছেন: নাদিয়া আফা ত এখন vvip cabin এ চিকিৎসা নিতেছেন,
মন্ত্রী সাহেব রা উনার সাক্ষাৎপ্রার্থী
হেফাজত এর মধ্যযুগীয় সমাবেশে আপনার মত আধুনিক মানুষ কে উনারা প্রেতাত্মা মনে করে হামলা চালিয়েছেন।
মধ্যযুগীয় চিন্তা চেতনার লোকরা মারলে একেবারে ভত্তা হইয়া যাওনের কথা যাক আফনি ১ দিনের মাঝেই নগ্ন হামলা থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন আফনার ফ্রান শক্তি লারা ক্রফট এর মতই
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ন্যাক্কারজনক ঘটনা
এরা আসলেই লেবাছি ধর্মান্ধ
আল্লাহ বলেন বুঝ দাও জুড় যুলুম করিওনা
হেদায়েত আমার পক্ষ থেকে ।