নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় সন্ত্রাসী সৃষ্টির উর্বর কারখানা মাদ্রাসাকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনার প্রয়াস......

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

কওমি মাদ্রাসা আমাদের জাতীয় জীবনে বিষফোঁড়া। আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাদের দান, যাকাত, ফেতরা সংগ্রহ করে গড়ে উঠেছে এই মাদ্রাসা। কৃষকের ঘরে যখন নতুন ফসল উঠে তখন কোমলমতি ছাত্ররা পিঠে একটা চটের বস্তা নিয়ে বাড়ী বাড়ী যায় এবং কৃষক/কৃষানীদের বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি কিছু সাহায্য করুন। কোরবানীর সময় প্রতিটি বাড়ীতে, প্রতি ঘরে গিয়ে হাজির হয় এই ছাত্র/শিক্ষকরা এবং যাকাত ফেতরার টাকা চায়। এভাবেই কওমি মাদ্রাসার অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে। বর্তমানে তারা হেফাজতের নামে দেশবাসিকে মধ্যেযুগীয় শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেছে। আধুনিক শিক্ষা তাদের দৃষ্টিতে নাস্তিক তৈরির কারখানা। সেজন্য শাহবাগের আন্দোলনকারী, তাদের পক্ষের বুদ্ধিজীবি সমর্থক গোষ্ঠী সকলকে নাস্তিক হিসাবে অভিহিত করছে। কওমি মাদ্রাসার পাঠ্য বিষয় আরবী, উর্দু, ফার্সী, তাদের দৃষ্টিতে নারী শিক্ষা হারাম, রেডিও টেলিভিশন দেখা, ঘরে রাখা হারাম, মাইক বাজানো এটাও হারাম অথচ কওমি মাদ্রাসায় বর্তমানে বেশী মাইক ব্যবহার হয়। জাতীয় জীবনে এই ছাত্র/শিক্ষকদের কোন ভুমিকা আছে বলে আমার মনে হয় না। আমাদের উচিত হবে আধুনিক শিক্ষা গ্রহনের প্রতি তাদের যে ভ্রান্ত ধারনা তা থেকে এসব ছাত্র/শিক্ষকদের বের করে আনা। প্রয়োজনে তাদেরকে আরবী, উর্দুর পাশাপাশি বাংলা, ইংরাজী শিক্ষায়ও শিক্ষিত করতে হবে। এ উদ্দেশ্যে

কওমি মাদ্রাসার ছাত্র/শিক্ষকদের জীবন মান উন্নয়নে ও ধর্মীয় সন্ত্রাসী সৃষ্টির উর্বর কারখানা মাদ্রাসা সমাজ,দেশ ও জাতির জন্য যাতে কল্যাণকর হয় সে বিষয়ে সরকার খুবই আন্তরিক। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ইসলামী শিক্ষার অনুকূলে ২০০৯ সালে মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে কওমি মাদ্রাসাকে রেজিস্ট্রেশান এর আওতায় আনার কার্যক্রম গ্রহন করে, যাতে তারা সমাজের মূল স্রোতধারায় ফিরে এসে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে। এ লক্ষ্যে সরকারের কিছু পদক্ষেপ রয়েছে। বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে এবং কিছু পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। যেমন-

ক। মন্ত্রী সভায় ইতোমধ্যে স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

খ। কওমি মাদ্রাসা শিক্ষা সনদের সরকারী স্বীকৃতি দেয়ার লক্ষে কমিশন গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে কমিশনের রিপোর্ট গ্রহন করা হয়েছে।

গ। নতুন শিক্ষা নীতিতে সকল মাদ্রাসাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থার সকল সুবিধা মাদ্রাসার সাথে সংশ্লিষ্টরা পাচ্ছেন।

ঘ। মাধ্যমিক পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।।

ঙ। ইতোমধ্যে ১৭টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

নিকষ মেঘ বলেছেন: তুই এখনও মাজারে বইয়া গান্জা খাইতাছস ? মাজার দালালী কইরা কত টাকা পাইছস রে দালাল ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

সাকী বলেছেন: লগি, রামদা, পিস্তল নিয়ে ক' জন কওমী মাদ্রাসার ছাত্র কে দেখেছেন? আর আপনাদের সোনার ছেলেরা দিনের বেলায় মানুষ কোপায় তার কি হইল?

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

এম এম হোসাইন বলেছেন: Moddho jog bolte ki bojay?

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

জহির উদদীন বলেছেন: নিকষ মেঘ বলেছেন: তুই এখনও মাজারে বইয়া গান্জা খাইতাছস ? মাজার দালালী কইরা কত টাকা পাইছস রে দালাল ।

আমি আর কি বলিব.......

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

জাতির চাচা বলেছেন: পোষ্টদাতার চুলকানীর কারন বুঝলাম না ।দেশের ইউনিগুলা থেকে যারা বের হচ্ছে তারা কী এমন কয়রে ফেলছে? যত্র অনার্স কলেজগুলা কী কাজে লাগছে।আমাদের যত মাস্টার্স দরকার তার চল্লিশগুন বের করছি।প্রাইভেটে যারা পড়ে তারা বাপের টাকায় পড়ে, কিন্তু সরকারী পয়সায় হাজার হাজার আকামের মাস্টার্স বের হচ্ছে তাতে সমস্যা নাই??
তা কোনটা হালাল কোনটা হারাম সেটা কি শাহবাগীদের কাছ থেকে শিখতে হবে???

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

স্বপ্নতরী (রাজু) বলেছেন: আপনার নামেইতো সমস্যা _ রুপসা, তার উপর লিখেছেন "আমি একজন ছাত্র!"

৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

িমছবাহ বলেছেন: সাকী বলেছেন: লগি, রামদা, পিস্তল নিয়ে ক' জন কওমী মাদ্রাসার ছাত্র কে দেখেছেন? আর আপনাদের সোনার ছেলেরা দিনের বেলায় মানুষ কোপায় তার কি হইল?

৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: এই মাদ্রাসা শিক্ষাব্যাবস্হা বন্ধ করে দেয়া উচিত। আওয়ামী লীগ বেশী পলিটিক্স করতে গিয়ে জামাত শিবিরকে যেমন নিষিদ্ধ করলো তেমনি এই জঙ্গী এবং জাতীর বিষফোড়া বানানোর কারাখানাগুলোকে আরও সুযোগ করে দিলো। যতসব ট্যাক্সের টাকার অপচয়।

জ্বালিয়ে দেয়া হোক এসব মাদ্রাসা।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

মুঘল সম্রাট বলেছেন: আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

এ সামাদ বলেছেন: লগি, রামদা, পিস্তল নিয়ে ক' জন কওমী মাদ্রাসার ছাত্র কে দেখেছেন? আর আপনাদের সোনার ছেলেরা দিনের বেলায় মানুষ কোপায় তার কি হইল?

১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

সত্য কথা বলি বলেছেন: বিশ্ববিদ্যালয়গুলোতে যত অস্ত্র আছে, পুলিশ বা সেনাবাহিনীর কাছেও এত অস্ত্র আছে কিনা সন্দেহ ! সুতরাং মাদ্রাসা বন্ধ করে দিয়ে আরো বিশ্ববিদ্যালয় বানানো হউক ! তাহলে এদেশে আর সেনাবাহিনীর প্রয়োজন পড়বেনা !

বিঃদ্রঃ আমি এদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র । বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রই নিরীহ। ক্ষমতার ছায়াতলে লালিত-পালিত ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে আছে অধিকাংশ মেধাবী ছাত্র ।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

বেলাল আহমেদ রাসেল বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: এই মাদ্রাসা শিক্ষাব্যাবস্হা বন্ধ করে দেয়া উচিত। আওয়ামী লীগ বেশী পলিটিক্স করতে গিয়ে জামাত শিবিরকে যেমন নিষিদ্ধ করলো তেমনি এই জঙ্গী এবং জাতীর বিষফোড়া বানানোর কারাখানাগুলোকে আরও সুযোগ করে দিলো। যতসব ট্যাক্সের টাকার অপচয়।

জ্বালিয়ে দেয়া হোক এসব মাদ্রাসা।


উদাসী স্বপ্ন আমি জানি না তুই মুসলমান কিনা, তুই কি জানিস এই মাদ্রাসা কি? আল্লাহর জমিনে ইসলাম যতদিন আছে, ততদিন মাদ্রাসা থাকবে, ইনশাআল্লাহ!

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

মুহসিন বলেছেন: কি আশ্চর্য, দেখুনঃ
Click This Link

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: সম্ভব না। দেশ ভবিষ্যতে চালাবে হেফাজতীরা। বিশ্ববিদ্যালয় থাকে কয়টা সে হিসাব করেন।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

খাটাস বলেছেন: কথা টা পুরোপুরি ঠিক না। ভাল মন্দ সব জায়গায় আছে। মসজিদে চোর ও যায়, হুজুর ও যায়।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

নিকষ মেঘ বলেছেন: ঐ আবাল আইজ সারা দিন হেফাজত নিয়া একটার পর একটা পোষ্ট মারতাছে । নিম্নের কোন সমস্যাটার কারনে সারাদিন তুই এই বাল পোষ্ট প্রসব করতাছস :
১. গান্জা বেশি খাইয়া ফেলাইছস ।
২. মোটা অংকের টেকা পাইছস ।
৩. মাজার কমিটির খাদেম নিযুক্ত হয়ছস ।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

নিকষ মেঘ বলেছেন: "দায়িত্ববান (গান্জাখোর) নাগরিক" টারে বলতাছি, এখনও সময় আছে লাইনে আইসা পড় । ভাল হইয়া যাও । ভাল হইতে টেকা লাগে না, মন লাগে । আর ভালা হইয়া দেখাও দেও, হাম্বাদেরও মন আছে ।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: নিকষ মেঘ (ইয়াহু), লাইনেই আছি। হেফাজতী আর ছাগুর ল্যাদানী ব্লগে দেখলে আর গান্জা টানতে হয় না।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

নিকষ মেঘ বলেছেন: তোমার ত আর কাম নাই, তার সারাদিন ব্লগে হাম্বা হাম্বা ডাইকা লেদানীরেই কাম নিয়া নিছ । তা ব্লগে হাম্বাবিরোধী পোষ্ট দেইখা গান্জা ছাড়াই মাথা ঘোড়ায় ? আর ছাগু কও কারে । নিজে যে ছাগু হেইডা খেয়াল করছ নি । ছাগু=ছাত্রলীগ গুন্ডা

২০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

আহমেদ রিজভী বলেছেন: বিশ্ববিদ্যালয় নামের বেশ্যা খানা থাকে কি বাহির হয় চান্দু সেঞ্চুরী মানিকরা না ? হালার আবাল । কত পাইছছ ?

২১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

নিকষ মেঘ বলেছেন: রিজভী ভাই, উপরে আমি একটা MCQ দিছি । পারলে উওর দিয়েন ।

২২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

মরু বালক বলেছেন:


দয়াল বাবা
গাঞ্জা খাইবা
........বাগ
গিয়া খাও..

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

মরু বালক বলেছেন:
জানো কি বন্ধু ! এদেশের কিছু শিক্ষিত গরু আছে
বাঁচার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে।
নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী ও বুদ্ধিজীবি
আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ডিবি।

তোমরাই বলো- কোনোদিন কোনো অফিসে বা আদালতে-
কোনো মোল্লাকে পেয়েছ কখনো কারো কাছে ঘুষ খেতে?
যত দুর্নীতি, কালোবাজারি বা মাদক চোরাচালানে
ক'জন মোল্লা পেয়েছ বলতো হাতে আঙ্গুলে গুণে !

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: বেলাল আহমেদ রাসেল বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: এই মাদ্রাসা শিক্ষাব্যাবস্হা বন্ধ করে দেয়া উচিত। আওয়ামী লীগ বেশী পলিটিক্স করতে গিয়ে জামাত শিবিরকে যেমন নিষিদ্ধ করলো তেমনি এই জঙ্গী এবং জাতীর বিষফোড়া বানানোর কারাখানাগুলোকে আরও সুযোগ করে দিলো। যতসব ট্যাক্সের টাকার অপচয়।

জ্বালিয়ে দেয়া হোক এসব মাদ্রাসা।


উদাসী স্বপ্ন আমি জানি না তুই মুসলমান কিনা, তুই কি জানিস এই মাদ্রাসা কি? আল্লাহর জমিনে ইসলাম যতদিন আছে, ততদিন মাদ্রাসা থাকবে, ইনশাআল্লাহ!

ভাইসু, আমার শিক্ষাজীবনের প্রথম ৪ টা বছর ফরিদপুরের মাদ্রাসায় কাটছে। উল্লেখ্য আমাদের জুতা দিয়া পিটাইয়া পড়া লেখা শিখাইলেও আমি চলে আসার পর সেই মাদ্রাসাতে আমার পুচকে পরিচিত বন্ধু বান্ধবদের উপর যৌননির্যাতনের কারনে বন্ধ হয়ে যায়। বেশীর ভাগ হুজুর পেডোফাইল ছিলো বলে পাবলিক জুতাইয়া বন্ধ করে দেয়। আমি ভালো করেই জানি দুয়েকটা হাতে গোনা জঙ্গী বানানো মাদ্রাসা ছাড়া ৯০% পেডোফাইলদ হুজুরদের কারখানা

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

আহমেদ রিজভী বলেছেন: @নিকষ মেঘ । উত্তরঃ সবগুলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.