![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঁড়িপাল্লা আর ধানের শীষে ভোট দিন,
ঘরে ঘরে অস্ত্র নিন।
মুখে হাসি অন্তরে বিশ,
তার নাম ধানের শীষ।
দাঁড়িপাল্লা ধানের শীষ,
হিংসুকরা সজাগ থাকিস।
ধানের শীষের ১০ বছরে
দেশটা গেল রসাতলে।
১৮ দলীয় হিসাব সহজ
ক্ষমতায়ই মোদের --------।
বিএনপি জামাতের আমলা
সন্ত্রাস আর পাচার কারীর বাংলা।
ভোটার দের বলে যাই,
ধানের শীষ ভুলে যাই।
সাদা বুবু সালাম নিয়েন,
হিংসা নিন্দা ভুলে যাইয়েন।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
গারো হিল বলেছেন: হারুইন্না ভাইয়ের চ্যালা চামুন্ডা :>
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
বিডি আমিনুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++
নৌকার মালিক আপনকে মূল অংকের সাথে বোনাস ও প্রদান করিবেন আশা রাখি :>:>
নৌকার চামচার জয় হোক।
৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
নিকষ মেঘ বলেছেন: ব্লক করছিলি, আবার আইলাম । তুই মাজারে বইসা গান্জা খাইয়া যে বাল পোষ্টগুলান প্রসব করিস, সেই পোষ্টগুলো না দেখলে আমি দৈনিক সেরা বিনোদনটা মিস করি । তাই বার বার আসি । তা আজকে খুব বেশি বিনোদন পাইছি । তুই আজকে দালালী কইরা কি পরিমান গান্জা পাইছস জানতে মুন্চায়....
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
গেদু চাচা বলেছেন: .............................
নৌকা মার্কায় দিলে রায়
ঘরে ঘরে ক্যাডার জন্মায়
বিশ্বজিৎরে কোপায় কারা
ছাত্রলীগের সোনা বাবুরা
দেশে কত ত্বকী মারা যায়
নৌকার মাঝির ইশারায়
কাঙ্গারু পারভেজের অস্ত্রখান
শুধু নৌকা মার্কার অবদান
মুখে হাসি অন্তরে ধোকা
তার নাম ভাই নৌকা
নৌকার শাষন চৌদ্দ বছরে
ভাতের অভাব ঘরে ঘরে
নৌকার দোয়ার বদলে
সেতু গিলে খায় আবুলে
নৌকার যখন হল জয়
শেয়ার বাজার করল ক্ষয়
নৌকার মাঝি কত চোরা
ঘুষের টাকা সহ খায় ধরা
স্বৈরাচার আর হাইজাকার
মহাজটে হইছে একাকার
ভোটার ভাইয়েরা শুনেন ভাই
নৌকার এবার কূল নাই