![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৫ই ফেব্রুয়ারি ২০১৩ সালে পরাজিত জামায়াত শিবির ভিন্ন নামে হেফাজতে ইসলাম নাম দিয়ে মাঠে নামে এবং সরকারের কাছে ১৩ দফা দাবী উত্থাপন করে। এর প্রধান নেতা হলেন, আল্লামা শফি। তিনি বর্তমানে হাটহাজারী কওমি মাদ্রাসার প্রধান, দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করে জামায়াত শিবির যখন রণকান্ত, ঠিক তখনই ৭১এর পরাজিত শক্তির দোসর রাজাকার কমান্ডার শফির সম্মুখ সমরে উপস্থিতি আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। বিএনপি-জামায়াত জোটের সময় এই শফি ১৩ দফা দাবী নিয়ে কেন হাজির হয় নাই? খালেদা জিয়া ৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তখনও এই শফি এমন দাবী নিয়ে মাঠে নামেননি। কারন হিসেবে বলা যায়, তখন তারা ছিলেন বিএনপির দোসর। আল্লামা শফি সম্প্রতি বগুড়া জনসভা করলেন হেলিকপ্টারে চড়ে। যার ভাড়া ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকা। আমরা সবাই জানি কওমি মাদ্রাসা চলে দান, সদকা, যাকাত, চামড়া আর ফিতরার টাকায়। সেই টাকা দিয়ে মাদ্রাসার প্রধান যখন রাজকীয়তার সাথে বিলাস বহুল ভাবে হেলিকপ্টারে ভ্রমন করে, তখন প্রশ্ন জাগে এই টাকার উৎস কি? এর জোগান দাতা কারা? একটু লক্ষ্যে করলেই দেখা যাবে এর উৎস জামায়াতে ইসলামী। কেননা তাদের ব্যাংক, বীমা, রিয়েল এস্টেট, ফার্মেসী, কোচিং ব্যবসা রয়েছে। এই অর্থে হেফাজতের নেতারা সারা দেশে শানে রেসালত এর নামে সরকার বিরোধী জনসমাবেশ করে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারনা চালাচ্ছেন। আগামী ৫ই মে তাদের ঢাকা অবরোধ কর্মসুচী রয়েছে। এই উপলক্ষ্যে প্রচার প্রচারনার ঘাটতি নেই। মুলত ঘুম নেই জামায়াত শিবির কর্মীদের চোখে। তাদের উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। হেফাজতের নেতারা সবাই ১৮ দলীয় জোটের নেতাকর্মী দেশবাসী এ বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছে। তাদের আন্দোলনে মানুষের কোন অর্থনৈতিক মুক্তি তথা মানব মুক্তির কথা উল্লেখ নেই। সচেতন মহল এই রাজাকারদের ডাকে কখনও সাড়া দিবে না বরং প্রতিহত করে তাদেরকে উপযুক্ত জবাব দিবে এ প্রত্যাশা দেশবাসী এখনও করে থাকে।
২| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৪৬
মমবাতি বলেছেন: সাহাবাগ কি ২ নাম্বার গাজা দেওয়া সুরু করলো নাকি। লীগ করতে পাবে বস খাবার আগে জাচাই করে খাবেন।
৩| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৫৪
ঢাকাবাসী বলেছেন: নিকে লেখা ছাএ, ছাত্র কিনা জানা নেই, তো ত্রিশ লক্ষ গুনতে পারেন? না জেনে এসব আবোল তাবোল লেখা ভাল না।
৪| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০৫
মাইন রানা বলেছেন: আপনিও যে একটি বিশেষ রাজনৈতিক দলের চামচামি করতেন এটা বুজতে পারছেন?
৫| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:২৫
খাটাস বলেছেন: মাইন রানা বলেছেন: আপনিও যে একটি বিশেষ রাজনৈতিক দলের চামচামি করতেন এটা বুজতে পারছেন?
৬| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৩৩
আমাজোন বলেছেন: চট্টগ্রাম থেকে বগৃড়া আকাশ পথে যাওয়ার সময় (ঘন্টা)=৩০ লক্ষ টাকা ভাড়া?
৭| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৩৭
জামান2021 বলেছেন: খাটাস বলেছেন: মাইন রানা বলেছেন: আপনিও যে একটি বিশেষ রাজনৈতিক দলের চামচামি করেন এটা বুজতে পারছেন? এমন এক সময় আসবে যখন আপনি যে দলের চামচামি করেন সে দলের নাম মুখে নেওয়ার রুচি থাকবে না।
৮| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৩৮
জামান2021 বলেছেন: আপনিও যে একটি বিশেষ রাজনৈতিক দলের চামচামি করেন এটা বুজতে পারছেন? এমন এক সময় আসবে যখন আপনি যে দলের চামচামি করেন সে দলের নাম মুখে নেওয়ার রুচি থাকবে না।
৯| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০৮
মেহেদী হাসান '' বলেছেন: জামান2021 বলেছেন: খাটাস বলেছেন: মাইন রানা বলেছেন: আপনিও যে একটি বিশেষ রাজনৈতিক দলের চামচামি করেন এটা বুজতে পারছেন?
১০| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:১৩
বাংলাদেশি বাংগালী। বলেছেন: আস্তবাবা বলেছেন: । আল্লামা শফি সম্প্রতি বগুড়া জনসভা করলেন হেলিকপ্টারে চড়ে। যার ভাড়া ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকা।
এমন আজগুবি কথা কোথা থেকে পেলেন? হেলিকপ্টার ভাড়া বড়ো জোর ঘণতা হ ৫০ হাজার টাকা।
বাটপারি ছাড়েন। আমি আমার সিলেটে দেখেছি এমন অনেক আছেন যারা হুজুরকে বা হেফাজত কে লক্ষটাকা অনুদান দিতে একপায়ে খাড়া। তার কোন দল করেননা।
১১| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:১৬
এম এম হোসাইন বলেছেন: ek post ei ato mitthacar!!!
১২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
নিকষ মেঘ বলেছেন: ব্লক করছিলি, আবার আইলাম । তুই মাজারে বইসা গান্জা খাইয়া যে বাল পোষ্টগুলান প্রসব করিস, সেই পোষ্টগুলো না দেখলে আমি দৈনিক সেরা বিনোদনটা মিস করি । তাই বার বার আসি । তা আজকে খুব বেশি বিনোদন পাইছি । তুই আজকে দালালী কইরা কি পরিমান গান্জা পাইছস জানতে মুন্চায় । সাথে আরও জানতে মুন্চায় দুই কত পর্যন্ত গুনতে পারস । ০ এর নামতাটা কয় তো দেখি....
১৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২
নিকষ মেঘ বলেছেন: ব্লক করছিলি, আবার আইলাম । তুই মাজারে বইসা গান্জা খাইয়া যে বাল পোষ্টগুলান প্রসব করিস, সেই পোষ্টগুলো না দেখলে আমি দৈনিক সেরা বিনোদনটা মিস করি । তাই বার বার আসি । তা আজকে খুব বেশি বিনোদন পাইছি । তুই আজকে দালালী কইরা কি পরিমান গান্জা পাইছস জানতে মুন্চায় । সাথে আরও জানতে মুন্চায় দুই কত পর্যন্ত গুনতে পারস । ০ এর নামতাটা কয় তো দেখি....
১৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ই এইচ মািনক বলেছেন: তার আগে যে তার গাড়ীবহরে হামলা হয়েছে এ ব্যাপারে তো কোন পোস্ট দিলানা চান্দু
১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:২৬
বাংলাদেশি বাংগালী। বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২৯
আস্তবাবা বলেছেন: । আল্লামা শফি সম্প্রতি বগুড়া জনসভা করলেন হেলিকপ্টারে চড়ে। যার ভাড়া ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকা।
এমন আজগুবি কথা কোথা থেকে পেলেন? হেলিকপ্টার ভাড়া বড়ো জোর ঘণতা হ ৫০ হাজার টাকা।
বাটপারি ছাড়েন। আমি আমার সিলেটে দেখেছি এমন অনেক আছেন যারা হুজুরকে বা হেফাজত কে লক্ষটাকা অনুদান দিতে একপায়ে খাড়া। তার কোন দল করেননা।