![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতের আমীর আল্লামা শফী ৫ই মের শাপলা চত্বরে যোগদানের উদ্দেশ্যে লালবাগ থেকে লাল রঙের স্পোর্টস জীপগাড়ীতে যাত্রা করেন। এমন সময় বিরোধীদলীয় নেত্রীর একটি মোবাইল কল আসে। তাতে বলা হয়- হেফাজতের জনসভা যেন ৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। তখন হেফাজত নেতা পলাশীর মোড় থেকে গাড়ী ঘুরিয়ে পুনরায় লালবাগ মাদ্রাসায় চলে যান। এরপর হেফাজতের নেতারা বার বার ফোন করেছেন আহমদ শফিকে। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সমাবেশস্থলে আসেননি। বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করার কথা থাকলেও তিনি তা করেননি। কারণ হেফাজতের ইচ্ছা ছিল ৬ তারিখে সরকারকে হটিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিরোধী দলকে নিয়ে আসা। এই লক্ষ্যে তারা বায়তুল মোকারম চত্বরে পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে অগ্নি সংযোগ ও লুটপাট করেছে, আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক পুড়িয়ে দিয়েছে, স্বর্ণের দোকান লুটপাট এবং অগ্নিসংযোগ করে, দিলকুশা মতিঝিল সড়কের রোড ডিভাইডার উপড়ে ফেলে এবং রাস্তার সমস্ত গাছ করাত দিয়ে কর্তন করেছে, বিদ্যুতের খুঁটী উপড়ে ফেলে সমস্ত এলাকা ভূতুড়ে নগরীতে পরিনত করেছে। হেফাজতের সেক্রেটারী জেনারেল জোনায়েদ বাবুনগরী বার বার যোগাযোগ করেছেন, আহমদ সফীর সাথে এবং বলেছেন, “সমাবেশ শেষ করবেন, নাকি অবস্থান করবেন”? আল্লামা সফী তখন তাদেরকে রাতটা সেখানে অবস্থান করতে বলেন। তখন জোনায়েদ বাবুনগরীসহ অনেকে তাকে মতিঝিলে যাওয়ার কথা বললেন এবং বললেন, তিনি সেখানে না গেলে তারা সেখানে অবস্থান করবেন না। শেষ পর্যন্ত কোন দিক নির্দেশনা না দিয়ে তিনি শত শত কর্মী-সমর্থকদের রেখে ভীরু কা-পুরুষের মত বিশেষ বিমানে করে চট্রগ্রামের হাটহাজারী পৌঁছেছেন। অনিশ্চয়তার মধ্যে ফেলে গেলেন শত শত কর্মীদের। কোন নেতৃত্ব দিতে পারলেন না তিনি। সিদ্ধান্তহীনতায় ভোগা এমন নেতার পিছনে এসে হেফাজত কর্মী-সমর্থকদের শুধু ভোগান্তি ও হতাশার মধ্যে পড়তে হলো। এখন তারা তাদের ভুল বুঝতে পেরে এর দায় স্বীকার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে ক্ষমাপ্রার্থনা করে সমাবেশস্থল ত্যাগ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করে।
২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫
এেলক্সান বলেছেন:
৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭
মাইন রানা বলেছেন: তাঁদের দুইজনের মোবাইলের আলাপ আপনি কি করে সুনলেন?
আড়ি পেতেছিলেন নাকি??????????
৪| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সাইবার অভিযত্রী বলেছেন: মাইন রানা বলেছেন: তাঁদের দুইজনের মোবাইলের আলাপ আপনি কি করে সুনলেন?
আড়ি পেতেছিলেন নাকি??????????
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
জুবায়ে১২ বলেছেন: View this link