![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাওয়া ভবনের একেশ্বর তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান মে মাসের মাঝা মাঝি দেশে আসছেন, উদ্দেশ্যে আগামী নির্বাচনে সিলেট সদর এবং ঢাকা-১৩ আসন থেকে প্রার্থী হবেন। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কন্যা জোবায়দা রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি তারেক রহমানের ২য় স্ত্রী। তারেক রহমানের প্রথম স্ত্রী ছিলেন জেনারেল (অবঃ) আতিকুর রহমানের মেয়ে। Click here http://omarbangla.com/?p=6286&preview=1
২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪
মাসরুর প্রধান বলেছেন: নিবিড় এখন বলেছেন: হাসিনা সরকার যে কিভাবে দেশ টা লুট করে যাচ্ছে। তার কোন খবর নাই। আর আপনাদের মত মানুষ র কারণে আজ দেশে এত গজব।
তার মানে কি হাসিনা খালি দোষ করতেছে, খালেদা করে নাই ? পোস্ট দাতা কি বলছে হাসিনা ভাল ? খালেদার গুস্টি রে বললে দেশে গজব আসে তাই না ?
৩| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
নীরব কন্ঠ বলেছেন: এতে সাবধানের কি আছে?আপনি ইচ্ছে হলে ভোট দিয়েননা অথবা অন্যকে ভোট দিতে দিয়েননা।
তাহলেই তো হলো।
ফালতু পোষ্ট।
৪| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: আচ্ছা একটা গুজব শুনলাম - জয়কে নাকি আমেরিকা থেকে বহিস্কার করা হয়েছে - সত্য নাকি? বৌ ডিভোর্স দিল, এখন যদি আমেরিকা থেকেও বহিস্কার করা হয় তাহলে বেচারার কি হবে? সেও কি দেশে ফিরে রাজনীতি শুরু করবে নাকি? বর্তমানে সে আছে কোথায় - কিছু জানেন কি??
৫| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৩৩
জাহাজ ব্যাপারী বলেছেন: সাবধান হলাম।
বর্তমানে লুটেরা রাজনীতির কোন “প্রতিনিধি” নেই জেনে ভালো লাগলো। জোবায়দা রহমান ছাড়া আগামীতে আর কেউ আসবেনা! কাজেই তাকে যেকোন মূল্যে ঠেকাতে হবে।
৬| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: কন কি ?
৭| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৩৮
ইকবাল পারভেজ বলেছেন: হাসিনা-রেহানা-পুতুল-জয় যে তোমাগোরে গাং কইরা দিতাছে, সেইটা আগে ভড়াট করো, পরের কে আসবে সেইটা আমরা দেখবো|
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৫১
নিবিড় এখন বলেছেন: হাসিনা সরকার যে কিভাবে দেশ টা লুট করে যাচ্ছে। তার কোন খবর নাই। আর আপনাদের মত মানুষ র কারণে আজ দেশে এত গজব।