নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জামায়াত সরকার গঠনের স্বপ্ন দেখিয়ে বিপদে ফেলে পালিয়ে যায়'- বাবুনগরী

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮

'জামায়াত সরকার গঠনের স্বপ্ন দেখিয়ে বিপদে ফেলে পালিয়ে যায়'- বাবুনগরী



'অবস্থান ধরে রেখে রাতটা পার করলেই একটি বড় স্বপ্ন পূরণ হতো। মতিঝিল থেকেই সরকার পতনের চেষ্টা ছিল। ফজরের নামাজের পর পুরো নিয়ন্ত্রণ থাকত ১৮ দলের হাতে। আর হেফাজতে ইসলামের আমির মাওলানা শফী হতেন সবার ধর্মগুরু, তাত্তি্বক নেতা। ১৩ দফা বাস্তবায়নে আর কোনো বাধা থাকত না। ইরানে যেভাবে দেশ শাসন চলছে, বাংলাদেশেও একই শাসনব্যবস্থা কায়েম করার লক্ষ্য ছিল হেফাজতে ইসলামের। কিন্তু কোনো স্বপ্নই পূরণ হলো না। ওরা (জামায়াত) আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে। সরকারের পতন ঘটিয়ে ১৮ দলের মাধ্যমে সরকার গঠনের মিথ্যা আশ্বাস দিয়েছে। এখন মনে হচ্ছে, সেদিনের সব কিছুই ছিল মিথ্যা নাটক।

বিস্তারিত নিচের লিঙ্কে দেখুন।

http://omarbangla.com/?p=7794&preview=true

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

আল-মুনতাজার বলেছেন: বাবুনগরী সাহেব, ৫৪ ধারার আওয়ামী মুগুর খাইয়া জামাতকে ফাসাছছেন,এইটা ঠিক না।আপনার তো মনে থাকার কথা,এক নেতা একদেশ; পরে দেখা গেল এক রাতে গুশটি শেষ।

২| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ডাক্তার আমি বলেছেন: জামাত যে হেফাজতকে ব্যাবহার করেছে তা আগেই বুঝা যাচ্ছিল। গোয়েন্দাদের কাছে রিপোর্ট্ও ছিল।

৩| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার লিংক খুলছে না, আবার চেক করবেন কি?

৪| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: এক নেতা একদেশ; পরে দেখা গেল এক রাতে গুশটি শেষ।

৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

জেনারেশন সুপারস্টার বলেছেন: লিংকটা ঠিক করে দেন।

৬| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মো ঃ আবু সাঈদ বলেছেন: সবই ক্ষমতা ক্ষমাত.............................
ইহা বিশ্বাস করার কোনই যুক্তি নাই......

৭| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: ডাক্তার আমি বলেছেন: জামাত যে হেফাজতকে ব্যাবহার করেছে তা আগেই বুঝা যাচ্ছিল। গোয়েন্দাদের কাছে রিপোর্ট্ও ছিল।

৮| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
মওলানা সফিকে ফোন করে ফিরিয়ে দিয়েছিল বাবুনগরি, বিম্পি-জামাতের পরামর্শমত। কিন্তু এদের নীলনকশা নস্যাৎ করে দেয়া হয়।
পুলিশ মোবাইল ফোন কনভারসেশন চেক করে বাবুনগরিকে গ্রেফতার করে।
পলিটিকালি মোটিভেটেড কট্টর র‌্যাডিক্যাল নেতা বাবুনগরিকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে মওলানা সফি, নিজে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে পুলিশী প্রটেকশন চায়।
পরের দিন কট্টরপন্থিরা হরতাল ডাকলে মওলানা আল্লামা শফির কড়া ধমকে হরতাল প্রত্যাহার করা হয়।
কোন গনহত্যা হয়নি এটাই প্রমান। হত্যাকান্ড ঘটলে আনলিমিটেড হরতাল হতো।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.