সম্প্রতি জামায়াত শিবিরের সাথে মাহমুদুর রহমানকে মিছিল করতে দেখা যাচ্ছে।
২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১১
উচ্চশিক্ষিত একজন মাহমুদুর রহমান আজ দেশ জাতীকে ধ্বংশ, সহিংসতা, হিংস্রতা, হানাহানি আর নৈরাজ্য সৃস্টির উস্কানিতে লিপ্ত। এমন শিক্ষিত লোকের জন্য আমরা আজ গর্হিত।
এ জাফর বলেছেন: আপনার চশমায় দেখি কোন পাওয়ার নাই! চোখে ঝাপসা দেখেন কেন? খালি চোখে মনে হয় আন্ধার দেখেন। কোথাকার ছবিতে কি হেডিং দিচ্ছেন একটু খেয়াল করবেন।সবাই তো আর আপনার মত আন্ধা না।
১|
২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৬
এ জাফর বলেছেন: আপনার চশমায় দেখি কোন পাওয়ার নাই! চোখে ঝাপসা দেখেন কেন? খালি চোখে মনে হয় আন্ধার দেখেন। কোথাকার ছবিতে কি হেডিং দিচ্ছেন একটু খেয়াল করবেন।সবাই তো আর আপনার মত আন্ধা না।