নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় নির্বাচন কাছে আসছে, তারেক জিয়া সুস্থ হচ্ছে!!!

২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১২



তারেক জিয়ার রাজনীতীতে নতুন করে আগমনকে কেন্দ্র করে বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার লন্ডন উপশাখায় ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়। কে তাকে আগে সালাম করবেন তা নিয়ে ব্যাপক হাতাহাতি জুতাজুতি কিলাকিলির অবতারনা ঘটলে তখন সভার ভেনু পরিবর্তন করে নিকটস্থ সিলেটী রেস্টুরেন্টে সভা আবার শুরু হয়।

আবেগঘন কণ্ঠে জাতীয়তাবাদী শক্তির সিংহ পুরুষ তরুন নেতৃত্ব তারেক জিয়া বলেছেন, আমার অসুখ ভালা হইয়া গেছে। আই এম বেক ইন বিজনেছ। কিছুদিন আগে ওমরা করিয়া আসলাম। সৌদী আরবে আমার চারশত ছুটকেছ ভর্তি টাকা আছে, কিছু টাকা সংগে লইয়া আসছি। আর্জেস গ্রেনেডের হালি এখন কত? আরও অনেক কিছু। বাকশালী সরকারের প্রতি কঠর হুশিয়ারী জারি করে তারেক জিয়া বলেন, রাতের অন্ধকারে মানুষ হত্যা, এ কোন গণতন্ত্র? সাচ্চা ঈমানদারের মতো প্রশ্ন! কারন তার বাবা জিয়াউর রহমান রাতের অন্ধকারে কারাগারে শতশত সামরিক অফিসার-জওয়ানকে হত্যা করলেও তারেকের সে রেকর্ড নেই! তার রেকর্ড আছে দিনের বেলা হত্যাকান্ড ঘটানোর! তাও আবার যারে তারে না, খোদ শেখ হাসিনাকে হত্যার নিয়তে দিনেদুপুরে তিনি ২১ আগষ্টের গ্রেনেড হামলা চালান! তার দূর্ভাগ্যবশত সেদিন সেখানে শেখ হাসিনা বেঁচে গেলেও বিপুলসংখ্যক মানুষ হতাহত হন। সেই হত্যার নেপথ্যে তারেকের ভূমিকার কথা জবানবন্দি দিয়ে বলেছেন মুফতি হান্নান। আরেকটু প্রমাণ মিলিয়ে দেখতে চান? সেই একুশে আগষ্টের পরবর্তিতে ৭২ ঘন্টা মিডিয়ার কোথাও তারেক ছিলেন না। (যে কেউ মিডিয়ার ফাইলগুলো খুঁজে দেখতে পারেন)। ওই সময়ে কক্সবাজারে হাইডিং’এ কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঢাকায় ফেরত আসেন বিএনপির এই দ্বিতীয় প্রধান নেতা। অথচ এই নেতাই কিনা আবার বড় গলায় অন্যের ছিদ্র খুঁজছে এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কি অবাস্তব, আকাশ কুসুম সাধ! এই সাধ কি আর কখনো পূরণ হবে তারেক জিয়ার?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

আল-মুনতাজার বলেছেন: শীঘ্রই শুরু হতে যাচ্ছে তারেকের বিরুদ্বে শেখ বলদে মালাউন লীগের বেহায়া মিথ্যাচার-জয় বাঙ্গলা,গুর গামলা।

২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

রিওমারে বলেছেন: তারেক জিয়ার স্বপ্ন ঠিকই পুরন হবে। কিন্তু আওয়ামী ভাদা গুলার কাছে সেটা দিবা সপ্ন মনে হবে। আর বি এন পি ক্ষমতায় আসলে --হাসিনা আর চোরা জয়ের ফাসির জন্য--- বিডিয়ার হত্যা মামলা-- আর রাতের আধারে নীরিহ হেফাজতের কর্মীদের খুনের ঘটনাই যথেষ্ট ।।

৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৪

বাঙলি বলেছেন: সোমবার কর্নেল তাহের হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে- জেনারেল জিয়া ঠাণ্ডা মাথায় কর্নেল তাহেরকে হত্যা করেছিলেন।

বাবার পথে ছেলে হাঁটবে- এটাই তো স্বাভাবিক।

৪| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মায়াবীনি৬৫৪ বলেছেন: ভাদা ভাই তারেক জিয়া সুস্থ হয়েছে তাই আপনার এতো চুলকানি ।

৫| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মায়াবীনি৬৫৪ বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ ।

৬| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নষ্ট ছেলে বলেছেন: তারেক জিয়ার উপর দিয়া একটা বিশাল ঝড় গেছে। এতে যদি তার মানসিকতার পরিবর্তন না হয় আর বাকী জীবনেও পরিবর্তন হওয়ার সম্ভবনা কম। এইবারও যদি ঐ খাম্বা মামুনের মত লোকদের সাথে নিয়ে খাই খাই করে তাহলে এই অবস্থা সামনে আরো আসবে!

হাসিনারও পরিবর্তন আশা করেছিলাম। কিন্তু এই পিরিওয়ডে হাসিনার আগ্রাসী ভাব আরো বাড়ছে। শেষ পরিনতি কি হয় আল্লাহ ভাল জানেন। কিন্তু খারাপ কিছু যে হবে সেটা বুঝতে পারছি।
তারেক জিয়া যদি শিক্ষা গ্রহন না করে তার অবস্থাও খারাপ হবে।

মুজিব ও জিয়া দুই জনের অনেক মহৎ কাজ আছে যার কারণে মানুষ তাদের সম্মান করে। কিন্তু খালেদা হাসিনার এখনো এমন কিছু করতে পারে নাই। বরং নেগেটিভ কাজের উদাহরণ ভুড়ি ভুড়ি।

৭| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ডার্ক ম্যান সুজা বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ ।

৮| ২২ শে মে, ২০১৩ রাত ৮:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
তারেক জিয়া বলেন - রাতের অন্ধকারে মানুষ হত্যা, এ কোন গণতন্ত্র?
এপাজত প্রশ্নে সাচ্চা ঈমানদারের মতো প্রশ্ন!

উত্তর -
Click This Link

৯| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:২৯

এই আমি সেই আমি বলেছেন: গুয়াজম প্রেসিডেন্ট আর তারেক চুরা প্রধানমন্ত্রী । ভালো তো ভাল না ।

১০| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: মিছিল দিতে হপে

খাম্বা চোরা আসছে, রাজপথ কাপছে :D :D


বাংলাদেশ জিন্দাবাদ

১১| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:৫৯

যোগী বলেছেন:
তারিক জিয়া আসছে, খাম্বারা হাসছে =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.