নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে বসে প্রধানমন্ত্রী হওয়ার পায়তারা করছেন দুর্নীতির বরপুত্র তারেক রহমান।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন পেয়ে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে আর দেশে ফিরে আসেননি। লন্ডনে বসে দুর্নীতির বরপুত্র' তারেক রহমান 'বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী' হওয়ার পায়তারা করছেন। বিএনপি নেতারাও ঘুষ-দুর্নীতির বরপুত্র তারেক রহমানকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী করার ঘোষণা দিয়েছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত তারেক ও তার দোসররা কি কি অপকর্ম করেছিল তা দেশবাসী এখনও ভুলে যায়নি। বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকা কালে দেশ পরপর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এক হাওয়া ভবনই দুই লাখ কোটি টাকা লুটপাট করেছিল। তার মদদে কোকো ও তার দলের নেতাকর্মীদের দুর্নীতি ছিল আকাশ চুম্বি। তাদের এই দুর্নীতি ও অপকর্মের ফলে জিয়া পরিবারের বিরুদ্ধে ১/১১ এর সরকার ২৫ টি মামলা করেছিল। আবার যদি তারেক কোকো ক্ষমতায় আসে তবে দেশ আর দেশ থাকবে না। দুর্নীতির আখড়া থেকে দুর্নীতির আন্তর্জাতিক সকল মানদণ্ড ভেঙ্গে ব্যর্থ রাষ্ট্রে পরিনত হবে। যদি তারেক দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয় তবে কি কি হতে পারে এক নজর দেখে নেই-------- ।



১। একজন নেশাখোর দুর্নীতিবাজ দেশের প্রধানমন্ত্রী হবে।

২। তারেক রহমানের দুর্নীতির সঙ্গি হবে জোবাইদা রহমান কিংবা কোকোর স্ত্রী ও তাদের খালাতো ভাই তুহিন।

৩। নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা হালনাগাদ করা হবে। এমনকি অনেকেই মুক্তিযুদ্ধা সার্টিফিকেট পাবে যারা রাজাকার ছিল কিংবা যুদ্ধের সময় জম্মই হয় নাই।

৪। জামায়াত শিবিরের রগ কাটার বলি হবে হাজার হাজার ছাত্র, লাখলাখ বিরোধীদলের নেতা কর্মী।

৫। জঙ্গিবাদের মদদদাতারা আবার নতুন করে দেশ জুড়ে তাণ্ডব চালাবে।

৬। ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মত হত্যা চলবে,আবারও মরবে দেশের নিরিহ জনসাধারণ।

৭। বাংলা ভাই শায়খ আব্দুর রহমানের মত বিএনপি জামায়াত দেশ জুড়ে খুন খারাপি করবে।

৮। বাংলাদেশের ব্যাংক খালি করে কোটি কোটি ডলার ভর্তি সুটকেস চলে যাবে সিংগাপুর কিংবা সৌদি আরবে।

৯। ২০০১-২০০৬ সাল পর্যন্ত দেশে যে খুন,ধর্ষণ,হত্যা হয়েছিল তা আরও কয়েকগুণ বেড়ে যাবে।





আসুন আমরা সকলেই সমস্বরে বলি, এমন বরপুত্র চাই না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই বাদ দেনতো। তারেক চুর। তো তারে ঠেকাতে আফনেরে ক্ষমতায় দিলাম। শুরু কলল ডাকাতি। আফনি যে ডাকাইত নিয়া কিছু কইলেন না!!!!!!!!!

এরা কি বলে দেখেনতো। মিছা কইলে পরমান দেন উডির মাথা হাডায় লামু!!!!!

বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে গোপন চুক্তি কেন? সংসদে কোন আলোচনা না করে মিডিয়াকে অন্ধকারে রেখে লোকচক্ষুর আড়ালে ভারতের সাথে এতো এতো গোপন চুক্তি কেন?ভারতকে ট্রানজিট দিয়ে কোটি কোটি টাকার মাশুল আদায় করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছেন যারা তারা এখন লা জবাব কেন?

হাম্বা লীগের স্বাধীনতার চেতনা ও জাতিকে বারে বারে বোকা...দা বানানোর ইতিহাস ......

জোর করে নির্বাচন করতে পারবেন না - বদরুদ্দীন উমর

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

জামান2021 বলেছেন: তারেক চুর। তো তারে ঠেকাতে আফনেরে ক্ষমতা দিলাম। শুরু করলেন ডাকাতি। আফনি ডাকাইত নিয়া কিছু কইলেন না!!!!!!!!!

জোর করে নির্বাচন করতে পারবেন না - বদরুদ্দীন উমর

৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮

জামান2021 বলেছেন: দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদে আফনি কাকে বসাইতে চান। ঝেরে কাশি দ্যান।

৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০১

সোজা আঙ্গুল বলেছেন: পাব্লিক ইডি বাল্ছাল আর খায় না। হেতের মাতায় একুন ঘিলু গজাইছে।

৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

জহির উদদীন বলেছেন: পদ্মা সেতুর ২% কমিশন খাওয়া জয় প্রধানমন্ত্রী হইব কিনা একটু বলেন তো দেখি....

৬| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩

বিডিট্রন বলেছেন: গত বছর খানেকের ভিতর অনেক গুলো পেইড/ব্রেইন ওয়াশড নিক চালু হয়েছে। রুপসা ০০৭ সেগুলোর একটা। এই নিকের কোন পোষ্ট গুরুত্ব দিয়ে পড়ার কোন মানে হয়না।

৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

মো ঃ আবু সাঈদ বলেছেন: তারেক চুর। তো তারে ঠেকাতে আফনেরে ক্ষমতা দিলাম। শুরু করলেন ডাকাতি। আফনি ডাকাইত নিয়া কিছু কইলেন না!!!!!

৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৪

দুরন্ত-পথিক বলেছেন: বুঝতে পারছি ।লেখক মনে হয় জানেন না যে দূরনীতীতে বাংালাদেশের নামটা ১ম ৯৬ এর আমলেই আসছিল।আর একবার নাম উঠলে সেই নাম কে মুছে ফেলা এট সহজ না।আর শেখ হাসিনা র পরিবার এর সবাই যে পদ্মা সেতু খেয়ে ফেলল লেখক বোধ হয় এই ব্যাপারটা ও জানেন না।আশা করি জেনে নিবেন।

৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ডাকাতি হয় নাই।
পদ্মা সেতুর ২% কমিশন ডাকাতির চেষ্টা হয়েছিল বলা যেতে পারে।

আর হাওয়া ভবন প্রোডাক্ট হলমার্ক ও ডেষ্টিনির চৌদ্দগুষ্টি শীকের ভেতর আটক আছে। কারখানা, ডেভেলপারদের জমি সহ সমুদয় সম্পত্তি বাযেয়াপ্ত করা আছে।

রেলের টাকাও মারতে পারে নাই, বিজিবির হাতে ধরা পরেছে।

সুতরাং ডাকাতি হইছে, এইটা বলা যায় না।

ডাকাতি চেষ্টা হইছে বলা যায়।
সরকারি বিভিন্ন এজেন্সিদের কারনে ডাকাতি চেষ্টা নস্যাৎ করে দেয়া হইছে বলা যেতে পারে।

১০| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৪

ম.র.নি বলেছেন: আদালত কর্তৃক 'রং হেডেড' আখ্যায়িত দেশের প্রধানমন্ত্রী হতে পারে তারেক চাইলেই মুরুব্বীরা মন খারাপ করে।মন খারাপ করার কিছু নেই,আপনি আপনার প্রধামন্ত্রীকে বলেন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দিয়ে ভোট ব্যাবস্থা করতে,আপনি যাদের চ্যালা তারা,আপনি আর আপনার চেলারা ভোট দিয়েন না।ভয় পাইয়েন না, আপনাদের মত মানুষদেরও সাথে যেন কোন অন্যায় না হয় তার জন্যও লড়ব সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.