![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালীর রক্ত, ইজ্জত, সম্মান, সম্পদ, অধিকার যখন পাকিস্তানীরা লুটপাট করে খাচ্ছিল তখন এই মাটি, এই দেশের অধিকার আদায়ের জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গুবন্ধু। শত প্রতিবন্ধকতার মাঝেও তিনি দেশকে, দেশের মানুষকে স্বাধীন করেছিলেন। কিন্তু অপ্রিয় হলেও সত্য স্বার্থ লোভীদের লোভের কারণে দেশ স্বাধীন হয়েছিল বটে কিন্তু দেশকে দেশের মানুষকে এগুতে দেয়নি। যদি দিত তাহলে বাংলাদেশ আজ পার্শ্ববর্তী রাষ্ট্র তথা ইউরোপের মত উন্নত হতো। কারণ এদেশেতো মেধা, মনন, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ কোন কিছুরই অভাব নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সমৃদ্ধির দ্বার উম্মোচন করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার উত্তরসুরী, অগ্নিকন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, মানুষের দুরবস্থা দুরীকরনের নিমিত্তে যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমনঃ
১। জঙ্গি দমনঃ কি অবস্থাটা না হয়েছিল বিএনপি সরকারের আমলে, ভূলে গেলে চলবে না। মানুষের জীবন ছিল প্রতি মুহুর্তে হুমকির সম্মুখীন, এখন আর তা নেই।
২। দারিদ্রতা হ্রাসঃ ১৯৯০ সালে বাংলাদেশে ৫৬.৭০ শতাংশ লোক দারিদ্র সীমার নিচে বসবাস করতো। ২০১১ সালে তা ৩১ শতাংশে নেমে এসেছে। জিইডির প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায় ২০১৫ সালের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা ২৯ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
৩। প্রাথমিক শিক্ষায় শিশুদের ভর্তির হার প্রায় শতভাগে উন্নিত হয়েছে। বেড়েছে নারী শিক্ষার হারও।
৪। শিশু ও প্রসূতি মৃত্যুর হারও কমেছে। এক কথায় দেশের অর্থনীতি ও মানব উন্নয়ন খাতে সম্প্রতি ব্যাপক পরিবর্তন হয়েছে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সামনে রেখে কাজ করার বিভিন্ন ক্ষেত্রে অর্জন বেড়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
৫। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নতি হয়েছে স্বাস্থ্যখাতে। পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার ৩৬ শতাংশে নেমে এসেছে।
৬। মাথা পিছু গড় আয় বাড়ার পাশাপাশি সাম্প্রতিক জীবন মানের উন্নয়ন হয়েছে ব্যাপক হারে। যেমনঃ যোগাযোগ, বিদ্যুৎ এর পরিপূর্নতা, উন্নত পরিকল্পনা অনুযায়ী মহানগরগুলিকে তৈরী করা।
৭। প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সব সময় দৃষ্টান্ত স্থাপন করছে। যার ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক মহল।
এরপরেও কুচক্রি মহল দেশের এই উন্নয়নের জোয়ারের সময় নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য বার বার মরিয়া হয়ে ওঠে এবং জনগণের জীবন সম্পদকে ধ্বংস করে দেয়। শেষাংশে শুধু এটুকুই বলতে চাই ক্ষমতা, লুটপাট, ধ্বংসজজ্ঞতা না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আরও উন্নতির শিখরে পৌছে দেই। আমাদের মনে রাখতে হবে “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”
২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭
নীল_সুপ্ত বলেছেন:
আমি ১০০% শিউর এইটা একটা ফান পোস্ট
৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪
একজন পথশিশু বলেছেন: আপনারে মহিউদ্দিন খানের সাথে একই পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করা হোক
৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯
আল-মুনতাজার বলেছেন: বাহ,অনেক অবদানের কথা শুনলাম।তাই আসুন,আঃলীগের সাথে আত্নীয়তার বন্দ্বন ছিন্ন করি।ছাত্রলীগ,আঃলীগের সাথে মেয়ে বিয়ে না দেই। শেখা হাসিনা হারামী, গনহত্যার আসামী।
৫| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৭
বিডিট্রন বলেছেন: কৌতুক পড়া স্বাস্থের জন্য ভাল। এই কৌতুক মুলক লেখাটা মনে হয় কারো কারো পকেটের স্বাস্থের জন্য ও ভাল।
৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২
ডাঃ নাসির বলেছেন: শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অবদান সবচেয়ে বেশী। বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চিকিৎসাভাতা ও বাড়িভাড়া বৃদ্ধি, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, সৃজনশীল পদ্ধতি প্রবর্তন , ই-তথ্যকোষ তৈরী ও শিক্ষক বাতায়ন তৈরী।
৭| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মৃত্যুঞ্জয় বলেছেন: আপনার কোন ধারনাই নাই
৮| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
মৃত্যুঞ্জয় বলেছেন: বাংলাদেশ রে ভারতের কাছে বেইচা দিসে, বাংলাদেশ এখন ভারতের গোলাম
৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:১২
ই এইচ মানিক বলেছেন: পিগু প্রকাশনা
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বটে বটে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড. ইউনুসের অপমান দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে!!-এই সরকারেরই আমলে!
পদ্মা সেতু কেলেংকারীতে সারা বিশ্বে দূর্নীতিবাজ দেশ হিসেবে ব্রান্ডিং হয়েছে- এই সরকারেরই আমলে!
জেএফকে এয়ারপোর্টে অবৈধ লাখ লাখ ডলার নিয়ে ধরা খেয়েছে জাতির নাতি- এই সরকারেরই আমলে!
মানবাধিকার লংঘনের রেকর্ডে বিশ্ব রেকর্ডও -এই সরকারেরই আমলে!
শ্রমিক অভিভাসন নূন্যতম মাত্রায় নেমে এসেছে -বটে বটে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড. ইউনুসের অপমান দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে!!-এই সরকারেরই আমলে!
পদ্মা সেতু কেলেংকারীতে সারা বিশ্বে দূর্নীতিবাজ দেশ হিসেবে ব্রান্ডিং হয়েছে- এই সরকারেরই আমলে!
জেএফকে এয়ারপোর্টে অবৈধ লাখ লাখ ডলার নিয়ে ধরা খেয়েছে জাতির নাতি- এই সরকারেরই আমলে!
মানবাধিকার লংঘনের রেকর্ডে বিশ্ব রেকর্ডও -এই সরকারেরই আমলে!
পরিসংখ্যানের খেরোখাতায় দারিদ্র কমলেও বাস্তবের জীবন খাতায় প্রতিমূহুর্তে লড়ছে আম জনতা- এই সরকারেরই আমলে!
দেশ বিরোধী চুক্তি করে ভারতকে অবৈধ, অসাংবিধানিক ভাবে (রামপাল, ট্রানজিট, নারায়নগঞ্জ বন্দর ইস্যু সহ অগুনিত) সুবিধা দিচ্ছে - এই সরকারেরই আমলে!
গনতন্ত্রকে হত্যা করে স্বৈরাচার, স্বচ্ছাচারের সর্বোচ্চ প্রকাশ- এই সরকারেরই আমলে!
বাচালতা, লাগামহীন কথা, বিবৃতি ঘটছে-এই সরকারেরই আমলে!
শেয়ার বাজার লুট, ডেসটিনি, কুইক রেন্টালের নামে দলীয় লুটপাট আর ৮ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘটেছে- এই সরকারেরই আমলে!
কত সুনাম বেড়েছে। বেড়েছে না।
সব দেখে শুনে পড়ে.....শুধু আক্ষেপ করে আইজুদ্দিন নব্য শেখা হিন্দিতে বলে- শ্লা- দালাল হো তো এয়সা!!!! !!!!!!!!! !!!!!! !!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পরিসংখ্যানের খেরোখাতায় দারিদ্র কমলেও বাস্তবের জীবন খাতায় প্রতিমূহুর্তে লড়ছে আম জনতা- এই সরকারেরই আমলে!
দেশ বিরোধী চুক্তি করে ভারতকে অবৈধ, অসাংবিধানিক ভাবে (রামপাল, ট্রানজিট, নারায়নগঞ্জ বন্দর ইস্যু সহ অগুনিত) সুবিধা দিচ্ছে - এই সরকারেরই আমলে!
গনতন্ত্রকে হত্যা করে স্বৈরাচার, স্বচ্ছাচারের সর্বোচ্চ প্রকাশ- এই সরকারেরই আমলে!
বাচালতা, লাগামহীন কথা, বিবৃতি ঘটছে-এই সরকারেরই আমলে!
শেয়ার বাজার লুট, ডেসটিনি, কুইক রেন্টালের নামে দলীয় লুটপাট আর ৮ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘটেছে- এই সরকারেরই আমলে!
কত সুনাম বেড়েছে। বেড়েছে না।
সব দেখে শুনে পড়ে.....শুধু আক্ষেপ করে আইজুদ্দিন নব্য শেখা হিন্দিতে বলে- শ্লা- দালাল হো তো এয়সা!!!! !!!!!!!!! !!!!!! !!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!