![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের পোশাক খাতের রপ্তানী সুবিধা বাতিল করতে বিরোধী দল যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে। উদ্দেশ্য বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাত ব্যর্থ হলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এই সুযোগে বিরোধীদল ক্ষমতার মসনদে বসতে পারবে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা হারালে বাংলাদেশের কি ধরনের সম্ভাব্য সমস্যা হতে পারে তা আমরা একটু দেখে নিতে পারি। রপ্তানী বাণিজ্য বিপর্যয়ের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রভাবিত করবে ইউরোপীয় ইউনিয়নকে আর বাংলাদেশ সম্পর্কে বিশ্বে খারাপ ইঙ্গিত বহন করবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্স বা জিএসপি সুবিধা থাকবে কি না সে সিদ্ধান্ত হবে এ মাসেই। যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে জিএসপি শুনানি শেষে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সিনেট কমটির চেয়ারম্যান ডেমোক্র্যাট দলের সিনেটর রবার্ট মেনদেজ বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা বাতিলের জন্য তার যুক্তি তুলে ধরেন। তিনি মনে করেন, এ ব্যবস্থা নেওয়া হলে তা হবে বাংলাদেশের জন্য একটি সিগন্যাল। তখন শ্রমিক অধিকার সুরক্ষা হবে এবং কর্ম পরিবেশ নিশ্চিত করতে ব্যবস্থা নিবে। চলতি মাসের শেষদিকে জানা যাবে যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত। শুনানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদির উপস্থিত ছিলেন। এর আগে আরও চারদফা শুনানি হয়েছে। তখন তারা চেয়েছিল প্রচলিত জিএসপি সুবিধা বহাল রেখে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তৈরি পোশাকেও জিএসপি সুবিধা পায়। এপ্রিলে রানা প্লাজা ধসে পাঁচটি পোশাক কারখানায় এক হাজারের বেশি শ্রমিক নিহত হওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। তাই সর্বশেষ শুনানিতে ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার, শ্রমিক নিরাপত্তা গুরুত্ব পেয়েছে। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের ৯৭ ভাগ পন্য এই সুবিধা পেলেও তৈরি পোশাকে এই সুবিধা নেই। যুক্তরাষ্ট্র থেকে রপ্তানী আয়ের মাত্র শতকরা ০.৫৪ ভাগ আসে জিএসপি সুবিধা থেকে যার পরিমান গত বছরে ছিল ২৬ মিলিয়ন মার্কিন ডলার। আর মোট রপ্তানী আয় ছিল ৪.৯১ মিলিয়ন মার্কিন ডলার। এই অবস্থা অনুকূলে আনতে শেষ দিন পর্যন্ত সরকারকে সচেষ্ট থাকতে হবে। তবেই রক্ষা পাবে আমাদের বাণিজ্য, অর্থনীতি। দেশ এগিয়ে যাবে ভিশন ২১ এর দিকে।
২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১
মো ঃ আবু সাঈদ বলেছেন: পররাষ্ট্র মন্ত্রী কি এত দুর্বল নাকি,যে বিরোধী দল লবিস্ট নিয়োগ করে তাদের কাজ হসিল করবে।
বিদ্রোহী ভৃগু -
৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩
মো ঃ আবু সাঈদ বলেছেন: দেশ এগিয়ে যাবে ভিশন ২১ এর দিকে,এটাতো লীগের ক্ষমাতার স্বপ্ন কিন্তু আপনার টার সাথে মিল কি ভাবে...
ভালতো ভাল না....
৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৫
বিডিট্রন বলেছেন: বিভিন্ন বিদেশি পত্রপত্রিকায় সন্দেহ প্রকাশ করা হয়েছে বিএনপির এই দেশ বিরোধী কর্মকান্ডে মন্ত্রণা এবং নিঃশ্বার্থ শ্রম দিয়ে সহযোগীতা দিয়ে যাচ্ছে কয়েকজন পর্দার আড়ালে থাকা ব্যাক্তি। তাদের একজনকে সনাক্ত করা গেছে। উনি সামহয়্যার ইন ব্লগ নামক সাইটে রূপসা ০০৭ নামক ছদ্মনামে লেখালেখীর মাধ্যমে নিজেকে সব ধরনের গোপন খবরের 'উত্পাদক' সরকারের বিরাট সমর্থক হিসাবে নিজেকে প্রমান করার হাস্যকর চেষ্টা করেন, উনার চোখ আছে কিন্তু চক্ষুলজ্জা নাই।
দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং ছাত্রলীগের কিছু অবহেলীত তেনা সরি নেতা এই রূপসা ০০৭ কে অনতি বিলম্বে রিমান্তে নেওয়ার দাবি জানিয়েছেন।
আগামী বৃহঃপতিবার এই দাবীতে ধানমন্ডী ৩২ নম্বরে মানব বন্ধন এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। এইসব চাটার দলের কারনে প্রকৃত ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন অর্থনৈতিক সুযোগ হারাচ্ছেন বলেই তারা ক্ষুব্ধ বলে খবরে প্রকাশ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দাদা,
গাঁজা কি খেয়ে এসেছেন?
না যেয়ে খাবেন!!!!!!!!