নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমানের ঘরে আগুন

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

বিএনপি এবং জামায়াত-শিবির এর ভাই তারেক রহমানের লন্ডন প্রবাসের পাঁচ বছর পুর্ন হয়েছে। দূর্নীতির দায়ে অভিযুক্ত এ নেতার দেশ ত্যাগের প্রাক্কালে রাজনীতি না করার যে মুচলেকা দিয়েছিল বিএনপি’র অনেক নেতা এখন তা অস্বীকার করলেও তখনকার পত্রিকা খুললে সহজেই বোঝা যাবে। দূর্নীতির বেড়াজাল থেকে সাময়িক মুক্তির জন্য নিজের মা ছাড়াও তার স্ত্রীর ভূমিকা ছিল সবচাইতে বেশী। গত ৫ বছরে জনাব তারেক জিয়ার চিকিৎসার অগ্রগতি/তার শারীরিক অবস্থার কোন তথ্যই দেশবাসী না জানলেও এটা অনুমেয়, তিনি লন্ডনে সপরিবারে বিলাসবহুল জীবন যাপন করছেন। কিন্তু আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশে আনার ব্যাপারে হাওয়া ভবনাশ্রিত কিছু বিএনপি নেতা তৎপরতা শুরু করে। তার এক পর্যায়ে জনাব তারেক রহমান কয়েকটি লন্ডনস্থ দলীয় সভায় স্ত্রীর আপত্তি সত্ত্বেও যোগদান করেন ও ওমরাহ পালনের নামে সৌদী আরব সফর করেন। সৌদী আরব সফরকালে তিনি জামায়াত ছাড়াও ইসলামী জঙ্গিবাদী কয়েকটি ইসলামী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন।

সবই ঠিক ছিল কিন্তু দূদকের দৃষ্টি পড়ে তারেক রহমানের সৌদী সফরের দিকে। কারণ তিনি ধর্ম কর্মের নাম নিয়ে সৌদী আরবে এসে রাজনীতি করতে পারলে দেশে এসে আদালতকে মোকাবেলা করতে কেন পারবেন না? ফলে দূদক থেকে গ্রেফতারী পরোয়ানা চাইলে জনাব তারেক রহমানের স্ত্রী পররাষ্ট্র মন্ত্রীর সাথে যোগাযোগ করে জানায় যে জনাব তারেক রহমান তো রাজনীতি ছেড়ে দিয়েছে গত পাঁচ বছর আগেই তার আর ইচ্ছা নেই দেশে ফিরে যাওয়ার। অন্যদিকে হাতে গোনা কয়েকজন হাওয়া ভবনাশ্রিত ও আশির্বাদ পুষ্ট বিএনপি নেতা ছাড়া অন্য কেউ তেমন আগ্রহ না দেখালেও কয়েকজন মহিলা এমপি তারেক রহমানের ব্যাপারে অতি আগ্রহ দেখানোর কারনে তারেক রহমানের স্ত্রী দেশে না আসার ব্যাপারে অনড় অবস্থানে চলে যান। কারন দেশে থাকা অবস্থায় গাজীপুরের মামুনের বাগানবাড়ীর বাড়াবাড়ি তার মন থেকে এখনও মুছে যায়নি। ২০০২ সালে ছাত্রদলের নির্বাচিত বা নিয়োগ প্রাপ্ত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রমোদ ভ্রমনে বের হলে ---------------তারেক রহমানের কাছে অনেক কেচ্ছা কাহিনী এসেছিল। বর্তমানে রাজনীতি বাদ দিয়ে বিএনপি’র এই প্রভাবশালী নেতা এখন নিজের ঘর সামলাতেই ব্যস্ত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭

তৌফিক মাসুদ বলেছেন: আশা করি মন্ত্রী মহোদয়া এটা নিয়া মুখ খুলবেন।

২| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯

জহির উদদীন বলেছেন: আপনার প্রত্যেকটি পোস্ট আওয়ামী দালালী ভিত্তিক বা বিএনপি বিদ্বেষী......ভাই কত পান দালালী ও পা চাটার জন্য.....

৩| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

শেরশাহ০০৭ বলেছেন: পেইড বলগার

৪| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১

অনিমেষ রহমান বলেছেন: তারেক ভাইয়া দেশে ফিরতেছেন কবে?
উপরে দেখি অনেকের আর তর সইতেছেনা।
সহেনা যাতনা।
=p~ =p~ =p~

৫| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২

অনিমেষ রহমান বলেছেন: তারেক ভাইয়া দেশে ফিরতেছেন কবে?
উপরে দেখি অনেকের আর তর সইতেছেনা।
সহেনা যাতনা।
=p~ =p~ =p~

৬| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৫

যোগী বলেছেন:
তারেক ভাইয়ারে আমার একটা সালাম কেও কি পৌঁছায়া দিতে পারবেন?
ফিউচারে কামে দিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.