নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে ইভিএম এর প্রয়োজনীয়তা ।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫১





ভোট জনগনের গণতান্ত্রিক অধিকার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। মানুষ এখন অনেক বেশি সচেতন। ভোটের অধিকার যেমন সে বুঝে, ভোট দেবার ক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রেও সে ভুল করে না। জীবন, জিবীকা, নেতৃত্ব, অধিকার, মুল্যবোধ তথা সমাজের উন্নয়ন ও পরিবর্তনের ক্রমধারায় নাগরিকের ভোটের প্রয়োজনীয়তার কথা চলে আসে। এখন প্রশ্ন আসে এই ভোট সে কিভাবে দিবে? সে কি সেই মানদাতা আমলের পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আধুনিকতার সংস্পর্শে আসবে। তথ্য প্রযুক্তিতে বিশ্ব যেখানে এগিয়ে চলছে সেখানে আমাদের চললে দোষ কোথায়? বর্তমান বিশ্বে মডার্ন ভোটিং মেশিন হল ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। এটা হল ভোটদানে সহজতর এক ব্যবস্থা। এতে ব্যালট বাক্স ও কাগজের ব্যালটের প্রয়োজন পড়ে না। এই পদ্ধতিতে শুধু একটি সুইচ টিপলেই ভোট প্রদানের প্রক্রিয়া শুরু ও অতিদ্রুত শেষ করা যায়।



এই প্রক্রিয়ায় নানাবিধ সুবিধা রয়েছে :

০১। ব্যালটের জন্য কাগজ ও ছাপানোর খরচ লাগে না।

০২। ব্যালট পরিবহন ও গননার জন্য জনবলের আনুসাঙ্গিক খরচ লাগে না।

০৩। আধুনিক পদ্ধতি হওয়ায় ভোটের ফলাফল পাওয়া যায় নির্ভুল ও দ্রুত।

০৪। যেহেতু এই মেশিন বাতিল ভোট গণনা করে না ফলে প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়ন হয়।

০৫। একই মেশিন বারবার বিভিন্ন নির্বাচনে ব্যবহার করা যায়।

০৬। কেন্দ্র দখল করে ভোটের ফলাফল পাল্টিয়ে ফেলা সম্ভব নয়।



বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। সারাবিশ্বের মানুষ আজ বিজ্ঞানের আশীর্বাদপুষ্ট। ইভিএম এর সকল দিক বিবেচনা করে যদি এটাকে আমাদের দেশে প্রয়োগ করা যায় তাহলে একদিকে যেমন অর্থ সাশ্রয় হবে তেমনি অন্যদিকে সময়ও বাঁচবে। তাই আসুন, আমরা সবাই এই পদ্ধতি ব্যবহারের প্রতি উৎসাহিত হই।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০১

গারো হিল বলেছেন: হারুন ভাই ভোট চুরি করতেও সুবিদা হবে এটা লিখে দেন :>

২| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯

জহির উদদীন বলেছেন: রাজশাহী সিটি নির্বাচনে একটি ইভিএম ভোট কেন্দ্রে ৩১০ভোট উদ্ধার করা যায়নি, এটা স্বয়ং আমি একজন নির্বাচন কমিশনারের মুখে শুনেছি... তারপর ভোট চুরির জন্য বাল সরকার ও তার পেইড দালালরা এই বালের ইভিএম এর জন্য ভাংগা রেকর্ড বাজায়া যাইতাছে......
আজকা জুন মাসের ১৯ তারিখ কিন্তু বালের এই দালাল এই পর্যন্ত ৩০ খানা দালালি পোষ্ট প্রশব কইরা ফালাইছে....দম আছে কইতে হইব....

৩| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৪

ঢাকাবাসী বলেছেন: এই ছাত্র দাবিদারটি ৩০ খান বাইর করছে? দম আছে বটে!

৪| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: টাকা হালাল করে নিচ্ছেন দেখে খুব বাল লাগল। দালালির জন্য কোন নোবেইল থাকলে নিশ্চিত পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.