![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পূর্ণ নীতিমালা অনুসরণ করে নতুন ১২টি টিভি চ্যানেল ও ২১ টি রেডিও ষ্টেশনের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়াও কমিউনিটি রেডিওর অনুমোদন দিতে যাচ্ছে সরকার। সরকারের এ পদক্ষেপ সরকারকে আরও জবাবদিহি এবং স্বচ্ছ করবে। আমরা চাই এদেশে স্বাধীন গন মাধ্যমের বিকাশ ঘটুক। এতে গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হবে। যত বেশী চ্যানেল/ষ্টেশন হবে জনগন ততবেশি সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাবে। তথ্য সম্প্রচারে তাদেরকে হতে হবে নিরপেক্ষ আর তাহলেই জনগন এর সুফল পাবে। বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে যে বিশ্বাসী এক সাথে এতগুলো চ্যানেলের অনুমোদন তারই বহিঃ প্রকাশ।
২| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০
আইয়ু্ব হোেসন বলেছেন: ভাই, ছোট বেলায় একটা কবিতা পড়েছিলাম , আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
নতুন আর পুরাতন যেটাই বলেন । কখন কোন সময় কোনটা সিল গালা করে সেটা বলা বড়ই কঠিন । কার স্বার্থে আঘাত ..........................................
৩| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৩
মাইন রানা বলেছেন: গনমাধ্যম জনগনের কথা বললে ১টাই ভাল তবে ক্ষমতার দালালী করলে ১০০ টা থাকলেও লাভ নাই।
৪| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৪
রাতুল রেজা বলেছেন: এতো চ্যানেল দেখবে কে। কয়েকদিন পর প্রতিটা মানুষের জন্যে একটা করে চ্যানেল হবে
৫| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২
দুঃখ হীন পৃথিবী বলেছেন: সরকারের দালালি করার জন্য চ্যানেল গুলির অনুমতি দিচ্ছেনাত?
আর বর্তমানে সব টিভিই বিটিভি, সুতরাং বেশি আশা করে লাভ নাই।
৬| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শিব্বির আহমেদ বলেছেন: যে নীতিমালার কথা বলেছেন তা একবার পড়ে দেখেছেন তো ?
৭| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এর কোন মানে হয়? টিকে থাকাই মুশকিল হয়ে যাবে সবগুলো চ্যানেলের, ফলাফল হবে অতি নিম্নমানের অনুস্ঠান।
৮| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সেমিবস বলেছেন: প্রিতজন আওয়ামী লিগারকেই ১টা কইরা চ্যানেল দেওয়া হোক, বিরোধী দল দেখবে!!
৯| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সেমিবস বলেছেন: প্রতিজন আওয়ামী লিগারকেই ১টা কইরা চ্যানেল দেওয়া হোক, বিরোধী দল দেখবে!!
১০| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: এসব চ্যানেল ব্লাকমেইল করে টাকা ইনকামের জন্য খুলে যাদের অনেক টাকার দরকার, জনগনের সেবা করার জন্য নয় ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: এত গনমাধ্যম এর গন্ধ
সুখবর না বেখবর বুঝা মুশকিল