নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ খাতে মহাজোটের সাফল্য

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯



বিদ্যুৎ খাতে মহাজোটের সাফল্য অসামান্য। বিদ্যুৎ এর লোড সেডিং এর কথা দেশবাসী প্রায় ভুলতে বসেছে। কি অসহনীয় ছিল সেই যন্ত্রনা। দেশবাসীকে সেই মহা যন্ত্রনা থেকে মুক্তি দিয়েছে বর্তমান সরকার। বর্তমানে আরও ১৭৪৫ মেঃওঃ বিদ্যুৎ উদ্বোধন হতে যাচ্ছে। এগুলো হলঃ



১। সান্তাহার ৫০ মেগাওয়াট পিকিং

২। কাটাখালি ৫০ মেগাওয়াট পিকিং

৩। বাঘাবাড়ী ৫২ মেগাওয়াট পিকিং

৪। ফরিদপুর ৫৪ মেগাওয়াট পিকিং

৫। চাঁদপুর ১৬৩ মেগাওয়াট পিকিং

৬। গাজীপুর ৫২ মেগাওয়াট পিকিং



সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সান্ধ্যাকালীন বিদ্যুৎ কেন্দ্র নির্মানের পরিকল্পনা নেয়। এই পরিকল্পনার আওতায় পিকিং বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হয়। বিদ্যুৎ বিভাগ আগামী ২ মাসের মধ্যে ১২৯৯ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করবে। কেন্দ্রগুলো হচ্ছেঃ সিদ্ধিরগঞ্জ ৪৫০ মেগাওয়াট, আশুগঞ্জ ৩৮২ মেগাওয়াট এবং আশুগঞ্জ সিপিসি ২২৪ মেগাওয়াট। এসব কেন্দ্রের সবকটি উৎপাদন এলে লোডসেডিং এর যন্ত্রনা থেকে মুক্তি পাবে দেশবাসী। বিগত সাড়ে চার বছরে দেশে মাথা পিছু বিদ্যুৎ ব্যবহার বেড়েছে ৬০ শতাংশ। এ সময় আওতাভুক্ত জনসংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে উন্নীত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার সময় ২০০৯ সালের জানুয়ারিতে উৎপাদন ক্ষমতা ছিল ৪৯৩১ মেগাওয়াট। গত সাড়ে চার বছরে উৎপাদন ক্ষমতা ৭৩ শতাংশ বেড়ে ৮,৫২৫ মেগাওয়াট হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। এই ধারা অব্যাহত থাকলে আমরা একটি লোডসেডিং মুক্ত জাতিতে পরিণত হব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬

বাংলার হাসান বলেছেন: জ্বি সঠিক বলেছেন। আজ সকাল থেকে এই পর্যন্ত ৬ঘন্টা কারেন্ট ছিল না। বিদুৎ এর জোয়ারে দেশ প্রেগনেট হয়ে গেছে। গত ১৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাজিতপুর ছিলাম। এই পাঁচ দিনে সব মিলিয়ে কারেন্ট ছিল সেখানে ৩৩ঘন্টা। বিদুৎ এর জোয়ারে দেশ প্রেগনেট হয়ে গেছে।

২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B:-)

৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৩

জহির উদদীন বলেছেন: banglar_hasan বলেছেন: বিদুৎ এর জোয়ারে দেশ প্রেগনেট হয়ে গেছে..... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

ফার্ুক পারভেজ বলেছেন: চমৎকার মার্কেটিং করতে জানেন তো.......
ব্রাভো ব্রাভো. . . .
তবে যাহার মার্কেটিং করিলেন তাহা দাগি লাগা পঁচা, গলা, দুর্গন্ধময় এক গোষ্ঠীর।

কেনো শুধু শুধু নিজের দক্ষতাটাকে বাজে কাজে ব্যায় করছেন। প্লিজ. . . ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.