নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির মিথ্যাচার

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২

-----------------------------------------------------------------------------------------

========================================================

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গীর আলম বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন। জাহাঙ্গীর আলম ১৭ জুন থেকে ঢাকায় অবস্থান করলেও উত্তরার নিজের বাসায় থাকতেন না। মায়ের অসুস্থতার জন্য উত্তরার একটি হাসপাতালে ছিলেন তিনি। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে জাহাঙ্গীর আলম অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। জাহাঙ্গীর আলমকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয় ইলিয়াস আলীর মত জাহাঙ্গীর আলমও গুম হয়েছে। তাহলে গাজীপুরে আজমত উল্লাহ খানের সঙ্গে কে প্রচারণা চালাচ্ছে? এভাবে একজন জলজ্যান্ত মানুষকে বিএনপি গুমের খাতায় নাম লিখিয়ে দিল? জাহাঙ্গীর আলম যদি আরও কয়েকদিন হাসপাতালে থাকতেন তাহলে বিএনপি হয়তোবা এটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করত এবং দেশে একটা বিশৃঙ্খলা বাধানোর চেস্টা করত। জাহাঙ্গীর আলম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাথে সাথেই মিডিয়াকে তার বিবৃতি দেন আর তখনই ব্যাপারটা জনগনের নিকট পরিস্কার হয়ে যায়। তাই এখন বিএনপিকে বলতে ইচ্ছা করছে এভাবে আর কতদিন জনগণকে ধোঁকা দিবেন? জনগণ এখন অনেক বেশী সচেতন। মিথ্যাচার করে জনগণকে বোকা বানানোর চেষ্টা না করে নিজেরা ভালো হয়ে যান তাতে দেশের উপকার হবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

মোমের মানুষ বলেছেন:

২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৪

ভিটামিন সি বলেছেন: আরে ভাই আপনি তো এখনো ছাএ। আগে ছাত্র হউন, তারপর রাজনৈতিক পোষ্ট দেন। চুদুরবুদুর বাদ দিয়া যেটা ঘটছে সেটা বলেন। আপনার জাহাঙ্গীর ভাইরে যে প্রথমে নির্বাচন করতেই দিবোনা, সেই কামটা নির্বাচন কমিশন দিয়া করাইছে। তারপরও বেয়াক্কেল জাহাঙ্গীর আদালতে গিয়া প্রতীক আনে। তারপরও তাকে অপহরণ করে সাদা কাগজে ছাপ নিয়ে মেরে রাস্তায় ফেলে রাখে। অবশেষে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এবং নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দেন (কানতে কানতে)। এই সব আপনার রাতকানা চোখে ধরা পড়ে না?? খালি বিএনপির দোষ খুজেন? নিজের পাছা পরিস্কার করেন। তারপর অন্যের পাছায় আঙ্গুল দিবেন।

৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩

হায়দার সুমন বলেছেন: বাল পোষ্ট


৪| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৪

মোহাম্মদ হারুন বলেছেন: মিথ্যা আর গুজবের উপর আশ্রয করে যে দলটি গঠিত আর পরিচালিত তার নাম ( বি,এন,পি)

৫| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

এ সামাদ বলেছেন: মেস আর রুপসা দুইটা দালাল দালাল দালাল ।

আমার মনে হয় দুইটা নিক একজনের।

এরা এসব করতে টাকা পাচ্ছে বলে ধারনা।

৬| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

জহির উদদীন বলেছেন: বাল পোষ্ট.....

৭| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

কিচু বলতে চাই বলেছেন: ভাই আপনি যে কত বড় মিথ্যাবাদী সেটা পরিমাপ করার কোন কিছু খুজে পাচ্ছি না।

৮| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫

জাতির চাচা বলেছেন: এরকম দুই একটা জোকার না থাকলে কি আর ব্লগ জমে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.