নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বোমা আতংক থেকে সাধারণ জনগণের স্বস্তি আনয়ন আওয়ামীলীগ সরকারের সবচেয়ে বড় সাফল্য।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

২০০৪ সাল সময়টা ছিল বিএনপির শাসনামল। হঠাৎ করেই যেন দেশের দৃশ্যপট পরিবর্তন হতে লাগল। পথে ঘাটে, গাড়ীতে, মসজিদে, জনসমাবেশে সর্বত্রই শঙ্কা বিরাজ করেছিল। কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। শুধুই বোমা আতংকে বোমাবাজদের চরমপন্থি নীতির কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। চলন্ত গাড়ীর মধ্যে গান পাউডার মেরে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে ছিল। বোমাবাজরা তৎকালীন সরকারের তথা কথিত সমর্থনপুষ্ট দানবেরা এই হিংস্র জঘন্যতম অশান্ত পরিবেশ সৃষ্টি করেছিল। কিন্তু তৎকালীন ক্ষমতাসীনরা ব্যর্থ ছিল এই বোমা সন্ত্রাস দমনে। যা এদেশের সকল জনগণেরই জানা আছে। জাতি সেই কঠিন দুঃসময়ে সন্ত্রাস থেকে মুক্তি পেতে নির্বাচিত করলো বর্তমান আওয়ামীলীগ সরকারকে। শক্ত হাতে নির্ভয়ে ঐসব কুখ্যাত বোমাবাজদের এই সরকার আইনের কাঠগড়ায় দাঁড় করালো। আস্তে আস্তে নির্মূল হতে লাগলো এই বোমা সন্ত্রাসীদের কর্ম পরিকল্পনা। আজ দেশে ঐ ধরনের চরমপন্থী নাই বললেই চলে। সাধারণ জনগণ কৃতজ্ঞ বর্তমান সরকারের কাছে। দেশ ফিরে পেয়েছে শান্তির পরিবেশ। ধন্যবাদ বোমা সন্ত্রাস প্রতিরোধ কারীকে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

শফিক আলম বলেছেন: নি:সন্দেহে সঠিক।

২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

মুস্তাক বলেছেন: নিঃসন্দেহে আপনি একটা ভাল জিনিষ লিখেছেন, এই সরকার আপনাকে পুরস্কার দিব...বুচ্চেন । বোমাবাজ যারা তৈরী করেছিল তারাই সেটাকে কিছু সময়ের জন্যে বন্ধ রাখল কারন দেশটা এখন তারাই চালাচ্ছে যদি বোমা হামলা হয় তাহলেতো ব্যার্থ সরকার হবে আর অন্যের শাসন আমলে বোমা হামলা ঘটাতে পারলে স্বার্থক । সবচেয়ে বড়কথা এখন পুলিশও রাস্তায় বিনা কারনে যে কাউকে মেরে ফেলতে পারে কোন ব্যাপারিনা; সাথে যুক্ত হল মানুষ গুম করা, অবশ্য সেটাও কোন ব্যাপারিনা তাইনা ভাই ।

৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

মুস্তাক বলেছেন: নিঃসন্দেহে আপনি একটা ভাল জিনিষ লিখেছেন, এই সরকার আপনাকে পুরস্কার দিব...বুচ্চেন । বোমাবাজ যারা তৈরী করেছিল তারাই সেটাকে কিছু সময়ের জন্যে বন্ধ রাখল কারন দেশটা এখন তারাই চালাচ্ছে যদি বোমা হামলা হয় তাহলেতো ব্যার্থ সরকার হবে আর অন্যের শাসন আমলে বোমা হামলা ঘটাতে পারলে স্বার্থক । সবচেয়ে বড়কথা এখন পুলিশও রাস্তায় বিনা কারনে যে কাউকে মেরে ফেলতে পারে কোন ব্যাপারিনা; সাথে যুক্ত হল মানুষ গুম করা, অবশ্য সেটাও কোন ব্যাপারিনা তাইনা ভাই ।

৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

হাসির মানুষ বলেছেন: বাস্তবিকই এটি আওয়ামীলীগ সরকারের বড় সাফল্য। কারন তারা বোমাবাজদের হাত থেকে জনগনকে রক্ষা করে ছাত্রলীগ নামক কুত্তার পালের সামনে ছেড়ে দিছে।

৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ইশতে আশিক বলেছেন: ওহ তাই? তাহলে তত্বাবধায়ক সরকার কি দুইবছর বসে বসে বাল ছিড়সে?

৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ম্রিয়মাণ বলেছেন: বোমা আতংক শুরু হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে (হাসিনার ১ম মেয়াদে) উদীচি বোমা হামলার মাধ্যমে।

এটা চরম আকার ধারন করে বিএনপি শাসনামলে।

তবে সেই বিএনপি শাসনামলেই বাংলা ভাই, শায়খ রহমানদের প্রেফতার করা হয় এবং আদালতে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়। পরে ফখরুদ্দীনের সরকার সে রায় কার্যকর করে।

বেশি কিছু লিখলাম না। এ সরকারের আমলে আমরা সবাই গুম আতংকে আছি তো।

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০১

একজন ঘূণপোকা বলেছেন: ম্রিয়মাণ বলেছেন: বোমা আতংক শুরু হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে (হাসিনার ১ম মেয়াদে) উদীচি বোমা হামলার মাধ্যমে।

এটা চরম আকার ধারন করে বিএনপি শাসনামলে।

তবে সেই বিএনপি শাসনামলেই বাংলা ভাই, শায়খ রহমানদের প্রেফতার করা হয় এবং আদালতে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়। পরে ফখরুদ্দীনের সরকার সে রায় কার্যকর করে।

বেশি কিছু লিখলাম না। এ সরকারের আমলে আমরা সবাই গুম আতংকে আছি তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.