নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সানডে মিররের প্রতিবেদনে প্রতিবাদ করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

======================================



সানডে মিররের সাংবাদিক সাইমন রাইট বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশের অন লাইনে প্রকাশিত প্রতিবেদন হুবহু ইংরেজিতে প্রকাশ করেন। দৈনিক আমার দেশ প্রত্রিকা হলুদ সাংবাদিকতার জন্য ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বিরাট অংকের টাকার বিনিময়ে সানডে মিরর গার্মেন্টস কর্মী রেশমাকে নিয়ে এমন একটি ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জিওসি হাসান সোহরাওয়ার্দি। তথ্য অধিদপ্তরের সন্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সন্মেলনে জিওসি বলেন বাংলাদেশের ভাবমূর্তি যাতে বিদেশীদের হাতে লুণ্ঠিত না হয় সেদিকে আমাদের সকলের দৃষ্টি থাকতে হবে। মিররের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছেন। তিনি আরও বলেন, রানা প্লাজার উদ্ধার কার্যক্রম ছিল সকল মিডিয়ার জন্য উন্মুক্ত। রেশমা উদ্ধারের দিন দেশের সকল মিডিয়া সেখানে উপস্থিত ছিল। রেশমা উদ্ধার দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। অথচ আমার দেশ মিথ্যা, মন গড়া প্রতিবেদন প্রকাশ করে সেনাবাহিনীকে শুধু প্রশ্নবিদ্ধই করেনি, দেশের আপামর জনগণকে অপমান করা হয়েছে। এমন একটি ঘটনাকে (রানা প্লাজা) জলজ্যান্ত মিথ্যা হিসাবে আখ্যায়িত করে দেশ বিরোধী কাজ করা হয়েছে। যারা এই কাজের সাথে যুক্ত আমি তাদের সকলের বিচার চাই। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমা এখন হোটেল ওয়েস্টিনে চাকুরী করেন। আপনারা তার সাথে কথা বলে দেখতে পারেন রেশমা উদ্ধার নাটক ছিল কি না। উল্লেখ্য সানডে মিরর রেশমা উদ্ধার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

রাজীব দে সরকার বলেছেন: 'আমার দেশ' যা লেখে তা তো বেদ-কুরআন এর বাণীর মতো পবিত্র
আর মাহমুদুর রহমান তো সত্যবাদী যুধিষ্ঠির :P
আমার দেশ জিন্দাবাদ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.