নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জিএসপি বাতিলের দায় স্বীকার করে জাতির কাছে খালেদার ক্ষমা চাওয়া উচিত!!

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

==============================================



জিএসপি সুবিধা বাতিলের জন্য দায় স্বীকার করে নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সর্বস্তরের জনগণ। ওয়াশিংটন টাইমসে লেখাটি যে খালেদা জিয়ারই তার দালিলিক প্রমাণ তুলে ধরেছে। বিরোধী দলের নেতাদের স্বীকারোক্তি ও তথ্যে প্রমাণিত হয়েছে ওয়াশিংটন টাইমসে জিএসপি সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়ে যে নিবন্ধ ছাপা হয়েছে তা খালেদা জিয়ার লেখা। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দেশ ও জনগণের বিরুদ্ধে এমন নেতিবাচক আত্মঘাতী অপতৎপরতা চালানোর জন্য খালেদা জিয়াকে জাতি কোনদিন ক্ষমা করবে না। এই নিবন্ধের দায় স্বীকার করে বিরোধীদলীয় নেত্রীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আধুনিক তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান মানুষকে যে স্তরে উত্তীর্ণ করেছে, সে ক্ষেত্রে খালেদা জিয়ার এই নিবন্ধ লেখার দায়িত্ব অস্বীকার করে দায়মুক্তির কোন সুযোগ নেই। তাছাড়া ওই নিবন্ধটি প্রকাশের পর দেশবাসী যখন ধিক্কার তুলেছিল তখন খালেদা জিয়ার ঘনিষ্ঠজন ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, “খালেদা জিয়ার লেখায় সরকারের আঁতে ঘা লেগেছে, বিরোধীদলীয় নেত্রী দায়িত্ব নিয়েই নিবন্ধটি লিখেছেন।” শমসের মুবিন চৌধুরী বলেছিলেন, “প্রয়োজনে এমন প্রবন্ধ খালেদা জিয়া আরও লিখবেন।”

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

অল্পভাষী বলেছেন: লিঙ্ক দেন।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

তোমোদাচি বলেছেন: আপনি দেখি এক বিকেলেই ৫ টি পোষ্ট প্রসব করে ফেলেছেন!!! ;)
একটু ধীরে ভাই!! এত এক্সাইটেড হলে চলবে???

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শেরশাহ০০৭ বলেছেন: এই সব লিখে কত পান

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

খাটাস বলেছেন: তোমোদাচি বলেছেন: আপনি দেখি এক বিকেলেই ৫ টি পোষ্ট প্রসব করে ফেলেছেন!!! ;)
একটু ধীরে ভাই!! এত এক্সাইটেড হলে চলবে???

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মুদ্রা সংগ্রাহক বলেছেন: নিকৃষ্ট প্রাণীর প্রসবক্ষমতা বেশী। তবু্ও তারা অন্তত নিজের বাচ্চা প্রসব করে।

কপি পেস্ট করে পোস্ট প্রসব করা বন্ধ করুন।

আপনার অবশ্য কমেন্ট বোঝা আর তার উত্তর করার ক্ষমতা নেই এটা পরিষ্কার....আফসোস....কপি পেস্ট করে পোস্ট দেওয়া যায়, কিন্তু কমেন্ট এর প্রতিউত্তর দেওয়া যায় না...

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

দুরন্ত-পথিক বলেছেন: ভাই ধীরে,শান্ত হউনা আর দেখুন কোথাকার পানি কোথায় গড়ায়।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নিমপাতা১২ বলেছেন: মানলাম খালেদার কুকর্মে জিএসপি বাতিল করা হইয়া ছে, তো সরকার কি বালডা ফালাছে , তারা কেন এর বিরুদীতা করতে পারে নাই, মার্কিনীদের কাছে
?

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: শমসের মুবিন চৌধুরী বলেছিলেন, “প্রয়োজনে এমন প্রবন্ধ খালেদা জিয়া আরও লিখবেন।”

৯| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

আল ইফরান বলেছেন: তোমোদাচি বলেছেন: আপনি দেখি এক বিকেলেই ৫ টি পোষ্ট প্রসব করে ফেলেছেন!!! ;)
একটু ধীরে ভাই!! এত এক্সাইটেড হলে চলবে??? :-B :P B-)) =p~

১০| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

এনোমালী বলেছেন: আমরা আরেকটি নতুন "আওয়ামী দালাল" পেয়েছি আমাদের ব্লগে। সবাই উঠে দাড়িয়ে তাকে স্বাগত জানাও। আমাদের জীবন উজ্বল হোক এই দালালের উপস্থিতিতে।

জয় বাংলা। সস্তা দালাল সামলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.