![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
================================================
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। সারাবিশ্বের মানুষ আজ বিজ্ঞানের আশীর্বাদপুষ্ট। বর্তমান বিশ্বে মডার্ন ভোটিং মেশিন হল ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। এটা হল ভোটদানে সহজতর এক ব্যবস্থা। এতে ব্যালট বাক্স ও কাগজের ব্যালটের প্রয়োজন পড়ে না। এই পদ্ধতিতে শুধু একটি সুইচ টিপলেই ভোট প্রদানের প্রক্রিয়া শুরু ও অতিদ্রুত শেষ করা যায়। এই প্রক্রিয়ায় ব্যালটের জন্য কাগজ ও ছাপানোর খরচ লাগে না। ভোটের ফলাফল পাওয়া যায় নির্ভুল ও দ্রুত। কেন্দ্র দখল করে ভোটের ফলাফল পাল্টিয়ে ফেলা সম্ভব নয়। তাই এটি বর্তমান সরকারের একটি যুগোপযোগী চিন্তার বাস্তবায়ন।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৪
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: agree
৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এনোমালী বলেছেন: আমরা আরেকটি নতুন "আওয়ামী দালাল" পেয়েছি আমাদের ব্লগে। সবাই উঠে দাড়িয়ে তাকে স্বাগত জানাও। আমাদের জীবন উজ্বল হোক এই দালালের উপস্থিতিতে।
জয় বাংলা। সস্তা দালাল সামলা।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
নাঈম বলেছেন: এনোমালী বলেছেন: আমরা আরেকটি নতুন "আওয়ামী দালাল" পেয়েছি আমাদের ব্লগে। সবাই উঠে দাড়িয়ে তাকে স্বাগত জানাও। আমাদের জীবন উজ্বল হোক এই দালালের উপস্থিতিতে।
জয় বাংলা। সস্তা দালাল সামলা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
যা বলার বলবো বলেছেন: This is one of the most-flawed machine and it is being wiped out from all major election. Read more before making a judgement
EVM flaws
How easy to hack EVM