![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াত-শিবিরকে কাধেঁ তুলে বিএনপি যে কত মারাত্বক ভুল করেছে তা ২০০৮ নির্বাচনে হাড়ে হাড়ে টের পেয়েছে। শুধু বাংলাদেশে নয় বিশ্বের কাছে নিন্দিত হয়েছিল তৎকালীন বিএনপি সরকার। ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকার চোখে তখন বাংলাদেশ উগ্র মৌলবাদী দেশে হিসাবে কালো তালিকাভুক্ত হয়। দেশে তখন ২০০১ হতে ২০০৬ পর্যন্ত মাথাছাড়া দিয়ে জেগে উঠেছিল জামায়াত-শিবির পন্থী বাংলা ভাই, শায়েক আব্দুর রহমানের মত মারাত্বক ভয়ঙ্কর মৌলবাদী সন্ত্রাসী। এবার জামায়াত-শিবির ও রাজাকারের নাম রিপ্লেস নব্য নামধারী হেফাজতকে সাথে নিচ্ছে বিএনপি। বিএনপিকে আগেও দেখেছি জামাতের পায়ে গিয়ে মাথা নুয়ে দিতে, এবারও সেই একই দৃশ্য। রাজনৈতিক ফায়াদা আর ভোট ব্যাংক বৃদ্ধি করতে বিএনপি হেফাজতের পায়ে গিয়ে নিজের মস্তক নুয়ে দিতে। এখনো পর্যন্ত কোথাও দেখিনি হেফাজতকে বিএনপির মঞ্চে গিয়ে বক্তব্য দিতে, কিন্তু বিএনপির শীর্ষ নেতারা হেফাজতের মঞ্চে গিয়ে বক্তব্য দিয়েছে। ইতিমধ্যে ভালই র্দুনাম কুড়িয়েছেন মারাত্বক নারী বিদ্ধেষী উগ্র মৌলবাদী হেফাজত। জামায়াত-শিবির রাজাকারদের নিয়ে বিএনপি ১৮ দল নামে একটি নেংটি বানরের পাগলা গারদ তৈরী করেছে। এবার তার সাথে যুক্ত হয়েছে ধর্মান্ধ উগ্রমৌলবাদ হেফাজত। বিএনপি ধর্মান্ধ উগ্রমৌলবাদী জামায়াত-শিবির রাজাকার আর হেফাজতকে নিয়ে সাময়ীক লাভবান হবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির গর্দান ইতি মধ্যে ত্যাড়া হয়ে গেছে জামায়াত-শিবির রাজাকারদের কাধেঁ নিয়ে, এবার মজা দেখার পালা হেফাজত নিয়ে কি করে বিএনপি।
২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭
মদন বলেছেন: হেফাজতের হাতে পায়ে ধরেই নিজের দলে টানতে না পেরে আওয়ামীলীগের কাছে হেফাজত এখন টক
৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭
জগ বলেছেন: সু খবর, সু খবর, সু খবর।
শাহবাগের নট, নটি, নর্তকী এবং ভাঁড় দের হাগু মুতু করার জন্য নতুন মডেলের মোবাইল টয়লেটের আমদানি করা হয়েছে:
৪| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
শাহেদ চট্রগ্রাম বলেছেন: খালেদা জিয়াকে ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে, তা কি তিনি ভেবে দেখেন না ?
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
জহির উদদীন বলেছেন: জামায়াত-শিবির কাধেঁ নিয়ে বিএনপির গর্দান ত্যাড়া হয়ে গেছে, এবার দেখা যাক হেফাজতকে নিয়ে কি করে।
কি আর হবে নৌকা ডুবিয়ে ক্ষমতা যাবে...