![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পৃথিবীর অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যেতে চাইলেও তাকে বারবার অন্ধ শক্তি পেছনে টেনে ধরছে। সে ইতিহাস কম বেশী সবারই জানা। যে কারণে এদেশের নারীরা পশ্চিমের নারীদের মতো মুক্ত এবং স্বাধীনতা ভোগ করতে পারেনি। নারীর সচেতন বিদ্রোহও এখানে গড়ে উঠতে পারেনি। কিন্তু এখন গৃহে বদল, রাস্তায় বদল, বিশ্ববিদ্যালয়ে বদল, কর্মস্থলে বদল ঘটেছে। বদল ঘটেছে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে। নারীর এ অসামান্য বদলকে ধর্মের নামে গৃহে বন্ধি করে ফেলতে চায় হেফাজতি নামে মৌলবাদী মধ্যযুগীয় দজ্জালেরা। কারণ, তাদের পারিবারিক দর্শন ও রাজনৈতিক দর্শন পুরোটাই মধ্যযুগীয়। তারা নারীকে রাখতে চায় গৃহে। হেফাজতের কথায় নারীরা ঘর মুখি হবে না। দেশের অর্থনীতির চাকা সচল রেখছেন বাংলার নারী পোশাক কর্মীরা। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ৯০ শতাংশ শ্রমিক নারী। এসব নারী যদি কাজ বন্ধ করে ঘরে চলে যান, দেশের অর্থনীতির কি হবে? হেফাজতিরা বলবেন কি? হেফাজত আমির শফীর নারী বিরোধী কর্মকান্ড বিষয়ে সকলকে সজাগ ও সোচ্চার হতে হবে। নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধাচরণের মাধ্যমে নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ রুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত ধর্মীয় লেবাস ধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের প্রতিহত করতে হবে।
২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
মতামত চাই বলেছেন: নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ রুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত ধর্মীয় লেবাস ধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের প্রতিহত করতে হবে।
সহমত।
৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম ও কোরআন আল্লাহর মনোনীত ধর্ম
ভণ্ড শফি সাবধান , মিথ্যা কথা পাইলে কই
৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
জহির উদদীন বলেছেন: ধর্মীয় লেবাস ধারী.......
যদি এরা তাই হয় তাহলে আসল ধর্মীয় লোক কারা.....?
উচিত কথা বললেই নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ রুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত......
বেটা হাম্বালীগ দালাল কোথাকার......
৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬
মদন বলেছেন: হেফাজতকে দেশ থেকে বিতাড়িত করে সেঞ্চুরী মানিককে মহিলাবিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্ব দিতে হবে। তবেই দেশের নারীরা সঠিক মর্যাদা পাবে।
৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭
স্বপ্নতরী (রাজু) বলেছেন: শেখ হাসিনা / খালেদা জিয়ার কথার বাহার দেখে আমার মুঞ্চায় সব নারীকে ক্ষমতা দিয়ে দেয়া হউক। তারা নিজেরা নিজেরা কামড়া-কামড়ী করে চুল ছিড়বে আর আমরা পুরুষরা বসে বসে টিভিতে হিন্দি সিরিয়াল দেখবো।
ভালো কথা পর্দা করলে পশ্চাতে যায় - এমন সত্য কথা কোন হাদীস এর অংশ?
______
মদন ভাই এর সাথে সহমত :পি
৭| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
জগ বলেছেন: সু খবর, সু খবর, সু খবর।
শাহবাগের নট, নটি, নর্তকী এবং ভাঁড় দের হাগু মুতু করার জন্য নতুন মডেলের মোবাইল টয়লেটের আমদানি করা হয়েছে:
৮| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
কাকতড়ুয়া007 বলেছেন: Post Er dekhi bampar folon folano shuru korechen !!!
Kintu fosol to ektao nai , Sob agacha folacchen !!!
Obosshyo apnader khaddo(agacha) to apnara folaben e !!!
Chaliye jan !
৯| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
শাহেদ চট্রগ্রাম বলেছেন: মতামত চাই বলেছেন: নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ রুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত ধর্মীয় লেবাস ধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের প্রতিহত করতে হবে।
সহমত।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
মনির মুনতাহা বলেছেন: sorry sir