নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি-জামাত হেফাজতের মিথ্যাচারে জাতি আজ মহামারীতে আক্রান্ত।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

৫ মে তারিখে হেফাজত মাগরিব পর্যন্ত শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি লাভ করে। কিন্তু বিএনপি নেত্রীর উস্কানি পেয়ে তারা যথাসময়ে অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি জানায়। আইনশৃঙ্খলা বাহিনী প্রদত্ত অনুমতির প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করতে হেফাজত বাহিনীকে অবিরাম অনুরোধ জানাতে থাকে। অবশেষে রাত ৩টার দিকে চ্যানেলসমূহের ক্যামেরার উপস্থিতিতে র্যা ব , বিজিবি ও পুলিশ বাহিনী সম্মিলিত অভিযান চালিয়ে কোন প্রকার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার ছাড়াই অবরোধকারীদের সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য করে। অবরোধকারীরা মতিঝিল সড়ক আইল্যান্ড ও আইল্যান্ডের গাছপালা ও ব্যাংক ও আশপাশের অফিস আদালতের প্রচুর ক্ষতি সাধন করে। ওই অভিযানে কোন হতাহতের ঘটনা মিডিয়া বা অবরোধকারীরা কেউ দেখল না। হেফাজতের কেউ কিছু বলার আগেই সাদেক হোসেন খোকা বললেন যে, অভিযানে আড়াই হাজার লোক নিহত হয়েছে। পুলিশ কমিশনার হেফাজত-জামায়াত বিএনপিকে নিহতদের তালিকা দিতে বললে এ পর্যন্ত কেউ কোন তালিকা দিতে পারেনি। কোন অবরোধকারী নিহত হলে তার আত্মীয়স্বজন, অভিভাবকরা তাকে খুঁজতে আসত, না পেলে পুলিশে ডায়েরি করত ও মিডিয়াকে অবহিত করত। কিন্তু হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা হাজার হাজার হেফাজতকর্মী নিহতের ভাঙ্গা রেকর্ড বাজিয়েই চলেছে। বিরোধীদলের শীর্ষ নেতারা সরকার ও সরকারী দলের বিরুদ্ধে অবিরত মিথ্যাচারে লিপ্ত। ২০০১-০৬ সালের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। বাংলাভাই, জেএমবি, জেএমজেবি, হরকাতুল জেহাদ, হিযবুত তাওহীদ ও হিযবুত তাহরিরের বোমাবাজি, সন্ত্রাস ও অস্ত্রবাজির মাধ্যমে বাংলাদেশকে জঙ্গীবাদী ও আফগানিস্তানের মতো প্রায় তালেবানী রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল। বর্তমান সরকার জঙ্গীবাদী রাষ্ট্রের তকমা থেকে দেশকে মুক্ত করেছে। জাতি আজ স্পষ্টত দুটি শিবিরে বিভক্ত। একটি শিবিরের মূল পুঁজি হচ্ছে চরম মিথ্যাচার। অপর শিবিরটি বিপরীত পক্ষের অবিরাম মিথ্যাচারের কাছে ক্রমাগত মার খেয়ে যাচ্ছে। অনেকের মতে, শেষোক্ত শিবিরটি একাই মিথ্যাচারের শিকার নয়, বরং সমগ্র জাতি আজ এই মিথ্যাচারী গোষ্ঠীর মিথ্যাচারের চরম শিকার। গোটা জাতি জ্ঞাত আছে কারা কি উদ্দেশ্যে দেশে অবিরাম মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪

৭১বাংলা বলেছেন: আইনশৃঙ্খলা বাহিনী প্রদত্ত অনুমতির প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করতে হেফাজত বাহিনীকে অবিরাম অনুরোধ জানাতে থাকে। অবশেষে রাত ৩টার দিকে চ্যানেলসমূহের ক্যামেরার উপস্থিতিতে র্যা ব , বিজিবি ও পুলিশ বাহিনী সম্মিলিত অভিযান চালিয়ে কোন প্রকার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার ছাড়াই অবরোধকারীদের সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য করে। :( :( :(

উপরের কোন কথাটা সত্য??????????? X( X(

হাম্বালীগ এর দালালী করস, খুব একটা লাভ হবে না B-) B-) B-) B-)

আমার কাসে শাপলা চত্তর এর অনেক ভিডিও আছে ইমেইল এড্ডেস দাও পাঠিয়ে দিব। তারপর বলবেন কোনটা সত্য :-* :-* :-*

২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

সবখানে সবাই আছে বলেছেন: উপরে একটা ছাগু মন্তব্য করে গেছে।

৩| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

ফুরব বলেছেন: জাতি পুরাই ঠিক আছে। মহামারির কবলে পরেছে আওয়ামীলীগ। মন্ত্রি এমপিরা ইতি মধ্যেই আবোল তাবোল বলা শুরু করে দিয়েছে। টের পাবা যেদিন সরকারের ৫ বছর পুর্ন হবে।। এইবার পিঠের ছাল থাকবে না।।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

পালের গোদা বলেছেন: ৭১বাংলা কে বলছি ভাই ভিডিও আমরাও অনেক দেখেছি, এবং এর মধ্যে এমনও ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে হেফাজৎ কর্মীরা মরার অভিনয় করে পরে ছিল এবং পরে উঠে বসছে। আর পুলিশের অভিযানের একটি ভিডিও আছে যেখানে অনেক ঠুশ ঠাস শব্দ হচ্ছে। সেটা edit করে ভিডিও তে লাগানো হতে পারে কিনবা রবার বুলেট ছোড়ার শব্দ হতে পারে। কাজেই এসব ভিডিও একটিও প্রমান করে না যে পুলিশএর গুলিতে এমনকি একজনও নিহত হয়েছে। কিন্তু bnp জামাত এতদিন চেষ্টা করে একটি নামও প্রকাশ করতে পারল না, ইটা কিভাবে সম্ভব? ২৫০০ লোক মারা গেলে অন্তত কয়েকজনের নাম তো মিলবে? অন্তত কয়েকজনের পরিবারের খোজ তো পাওয়া যাবে? ভাই একটুও যদি ব্যাপারটা নিয়ে মাথা খাটান, সত্যতা বুঝে ফেলবেন। অবশ্য যদি আসলেই বোঝার ইচ্ছা থাকে তাহলে।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

গান পাগলা বলেছেন: এতই যখন চটপটানি, ২টা টিভি চ্যানেল, একটা পত্রিকা খুইলা দিতে বলো, মিডিয়ারতো গলা চাইপা ধইরা রাখছে, আমরা এই ঘটনার পর থেকে শুধু হেপাজত কি করছে এটা দেখছি, হেপাজতের কি হইছিলো এটা তো দেখি নাই, কারন সেই নিউজ আপডেট করার মত সৎ সাহস কেউ দেখাতে পারে নাই,আর কিছু তো আছে খাস চ্যানেল, এগুলা দেখলে তো..................
এসব কবিতা ছাড়েন বস্তবে কি ঘটছিলো এটা বলেন।

৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

৭১বাংলা বলেছেন: পালের গোদ

ভাই সহজ জিনিস এ মাথা গামানোর কোন দরকার হয়না ।

কেন সেদিন সকল লাইট অফ করে দেওয়া হয়ে ছিল?????????
কেন সেদিন মিডিয়া কে তাড়িয়ে দেওয়া হয়ে ছিল??????????
কেন সেদিন মিডিয়া বন্দ করা হয়েছিল????????????
কেন সেদিন সকাল না হতেই সকল রাস্তা ধুয়ে পরিষ্কার করা হয়ে ছিল???????????

আর ও অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না ।

আর আপনার কোন আত্নীয় যদি মতিঝিল এ বাসা নিয়ে থেকে থাকেন , তাহলে তার কাছ থেকে শুনুন গুলি হয়েছিল কি না??????????

৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

৭১বাংলা বলেছেন: পালের গোদ

ভাই সহজ জিনিস এ মাথা গামানোর কোন দরকার হয়না ।

কেন সেদিন সকল লাইট অফ করে দেওয়া হয়ে ছিল?????????
কেন সেদিন মিডিয়া কে তাড়িয়ে দেওয়া হয়ে ছিল??????????
কেন সেদিন মিডিয়া বন্দ করা হয়েছিল????????????
কেন সেদিন সকাল না হতেই সকল রাস্তা ধুয়ে পরিষ্কার করা হয়ে ছিল???????????

আর ও অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না ।

আর আপনার কোন আত্নীয় যদি মতিঝিল এ বাসা নিয়ে থেকে থাকেন , তাহলে তার কাছ থেকে শুনুন গুলি হয়েছিল কি না??????????

৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ৩০০০/২৫০০ লোক যারা মারা গেল তাদের একটি তালিকা প্রকাশ করলে হেফাজতের গ্রহনযোগ্যতা বাড়ত। সরকার আন্তর্জাতিকভাবে প্রমান করতে সক্ষম হয়েছে যে, ৫ ই মে কোন রক্তপাত ছাড়াই তারা বি এন পি হেফাজতীদের সরাতে পেরেছে।

৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ৩০০০/২৫০০ লোক যারা মারা গেল তাদের একটি তালিকা প্রকাশ করলে হেফাজতের গ্রহনযোগ্যতা বাড়ত। সরকার আন্তর্জাতিকভাবে প্রমান করতে সক্ষম হয়েছে যে, ৫ ই মে কোন রক্তপাত ছাড়াই তারা বি এন পি হেফাজতীদের সরাতে পেরেছে।

১০| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: ৩০০০/২৫০০ লোক যারা মারা গেল তাদের একটি তালিকা প্রকাশ করলে হেফাজতের গ্রহনযোগ্যতা বাড়ত। সরকার আন্তর্জাতিকভাবে প্রমান করতে সক্ষম হয়েছে যে, ৫ ই মে কোন রক্তপাত ছাড়াই তারা বি এন পি হেফাজতীদের সরাতে পেরেছে।

১১| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: সহমত

@প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.