![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অনুপ্রবেশ ঠেকাতে দুদেশের মধ্যে পতাকা বৈঠক। সরকারের কঠোর এবং প্রতিবাদী দাবীর মুখে ফেলানী হত্যার বিচার শুরু।
ফেলানী হত্যার বিচারের মাধ্যমে সীমান্তে হত্যা নির্মূল হবে বলে আশা করছি। সীমান্তে হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য ফেলানী হত্যার পর পরই বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কাছে ফেলানী হত্যার বিচার দাবি করে সরকার। সেই দাবির প্রেক্ষিতেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ফেলানী হত্যার বিচার শুরু করেছে। এই হত্যার বিচারের মাধ্যমেই সীমান্তে হত্যা নির্মূল হবে। কুমিল্লার মথুরাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশী ভূখণ্ডে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অনুপ্রবেশ প্রসঙ্গে বিজিবির পক্ষ থেকে ইতোমধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে যে উত্তেজনা চলছে দুই দেশের সীমান্ত রক্ষীদের উচ্চ পর্যায়ের বৈঠক হলে তা সমাধান হয়ে যাবে। বর্তমান সরকার সীমান্তে হত্যা ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতের সাথে কূটনৈতিক আলোচনার পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছেন।
©somewhere in net ltd.