![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মা সেতু প্রকল্পে তিনটি কাজের জন্য লোকাল কনসালট্যান্ট (স্থানীয় পরামর্শক) হিসেবে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনী যে তিনটি কাজের পরামর্শক হিসেবে কাজ করবে, সেগুলো হচ্ছে মাওয়া ও জাজিরা প্রান্তে দুটি সংযোগ সড়ক এবং সার্ভিস এলাকা নির্মাণ। মূল সেতু নির্মাণে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। ঠিকাদার নিয়োগ দেওয়ার ব্যাপারে সরকারের ক্রয়সংক্রান্ত নীতিমালা আছে। সে অনুযায়ী মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হবে। মূল সেতু নির্মাণ ও নদীশাসনের তদারকির জন্য আরেকটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য ১১টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। যাচাই-বাছাই করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি। পদ্মা সেতু নির্মাণে চীন ও মালয়েশিয়ার প্রস্তাব বিবেচনার সুযোগ আর নেই। আর এর মাধ্যমেই প্রমাণিত হয় যে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য কতটা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
©somewhere in net ltd.