নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

২০০৮ থেকে আজ পর্যন্ত একটু চোখ রাখি! সরকারের একেবারে ন্যূনতম সফলতা। অন্যান্য সফলতার কথা নাইবা দেখলেন। (পর্ব- ১)

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

১) বিদ্যুৎ উৎপাদন ৪০০০ মেগাওয়াট থেকে ৮১০০ মেগাওয়াট। আরও ২০০০ মেগাওয়াটের কাজ চলছে। ৪০০০ মেগাওয়াটের কাজ পাইপ লাইনে আছে।

২) দেশের রিজার্ভ ৬ বিলিয়ন ডলার থেকে ১৫ বিলিয়ন ডলারে উন্নতি করন।

৩) ৭ টা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার, গ্যাস উত্তোলন শুরু।

৪) হাতির ঝিল প্রকল্প বাস্তবায়ন।

৫) মিরপুর ফ্লাই ওভার নির্মাণ।

৬) টঙ্গি ফ্লাই ওভার নির্মাণ।

৭) কুড়িল ফ্লাই ওভার নির্মাণ।

৮) গুলিস্থান ফ্লাই ওভার নির্মাণ।

৯) এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু।

১০) মেট্রো রেলের কাজ শুরু।

১১) ডুয়াল ইঞ্জিন ট্রেন চালু চাটগা টেকে ঢাকা।

১২) ঢাকা-চাটগাঁর রোড চার লেনের কাজ শুরু।

১৩) শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন।

১৪) খাদ্যে স্বয়ং সম্পূর্ণ জাতিতে আনায়ন। যখন সারা পৃথিবী ধুঁকছে রেকছিসনে। গ্রিস যখন দেউলিয়া হয়ে যাচ্ছে। সরকারী টিভি চ্যানেল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

১৫) অনেক গুলো নতুন বিশ্ব বিদ্যালয় চালু।

১৬) সামরিক বাহিনীর আধুনিকি করণ।

১৭) দেশিয় তৈরি যুদ্ধ জাহাজ সংযোজন।

১৮) শান্তি রক্ষী বাহিনীতে সেনাবাহিনীর সংখ্যা ১০০০ থেকে ৫০০০ তে উন্নতি করণ। সর্বাধিক সৈন্য সরবরাহ কারী দেশ রুপে আবির্ভূত

১৯) রাজাকারের বিচার করা।

২০) মিডিয়া সহ প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা প্রদান করা।

চলবে.........।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.