![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ জামাল ও ঢাকা মোহামেডানের ম্যাচ দিয়ে আজ ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামের মাঠ উদ্বোধন। এ নিয়ে উদ্বেলিত ফরিদপুরের ক্রীড়া সংগঠক ও আয়োজকরা। মাঠে এখন চলছে শেষ মুহূর্তের ঘাস ছাঁটা ও রঙের আঁচড়। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামটি ৫৭ বছরের চড়াই-উতরাই পেরিয়ে আজ শেখ জামাল স্টেডিয়াম। এ মাঠে খেলে গেছেন ইংল্যান্ডের বিখ্যাত এমসিসি ক্রিকেট দল, শ্রীলংকার ক্রিকেট ও কাবাডি টিম, রাশিয়ার তেরেক ফুটবল ক্লাবসহ হকি, ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলের নামি-দামি খেলোয়াড়রা। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উপযোগী করে তৈরি করা মাঠটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ঢাকার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ খেলে এর শুভ সূচনা করবে। সম্প্রতি সোয়া চার কোটি টাকা ব্যয়ে ৬০০ ফুট গ্যালারি, পাকা ড্রেন, ফেন্সিং ও মাঠ ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮৪০ ফুট গ্যালারি, ভিআইপি বক্স ও প্রেসবক্স নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে আরও পাঁচ কোটি ৪০ লাখ টাকা। শেখ জামাল স্টেডিয়াম দেশের ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এরই মধ্যে দিয়ে বর্তমান সরকার ক্রীড়া জগতে তার সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা আবারও স্মরণ করিয়ে দিলেন।
©somewhere in net ltd.