![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালী হিসেবে আমাদের সবার পরিবারেই কম-বেশি স্বর্ণের ব্যবহার রয়েছে। একারণে আমাদের সবাইকেই মোটামুটি স্বর্ণ কেনা-কাটা করতে হয় বিভিন্ন প্রয়োজনে। আমাদের দেশে সাধারনত স্বর্ণ বিক্রির একক হিসেবে "ভরি" ব্যবহার করা হয়। আর আমরাও ভরি'র হিসেবটাতেই অভ্যস্ত হয়ে উঠেছি।
কিন্তু বিদেশে স্বর্ণ কিনতে গেলে আপনি ভরি হিসেবে কিনতে পারবেন না। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক "কিলোগ্রাম" ব্যবহার করা হয়। যার ভগ্নাংশ হচ্ছে "গ্রাম"। স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান, তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনে থাকে। তাই স্বর্ণের ওজন পরিমাপে "গ্রাম" ই বেশি ব্যবহার হয়।
আমরা অনেকেই জানি না, যে কত গ্রাম-এ , কত ভরি হয়। এটা জানা থাকলে আপনি দেশ-বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করতে পারবেন। সেইসঙ্গে দামের পার্থক্যটাও ধরতে পারবেন।
গতমাসে কুয়ালালামপুর থেকে ফেরার সময়, সাথে করে দু'টো স্বর্ণের চেইন এনেছিলাম। ওজন ছিল প্রায় ১১ গ্রাম। দাম নিয়েছিল ১৫০০ রিংগিত। ফোনে সে খবরটা আম্মু কে দিতেই জানতে চাইল, কত ভরি? আর ভরি হিসেবে ওখানে স্বর্ণ সস্তা কি না?
কিন্তু কিছুই বলতে পারলাম না, কারণ, তখনও আমি ভরি আর গ্রাম'র মধ্যকার সম্পর্কটা জানতাম না। তাই দেশে এসে জানার চেষ্টা করলাম। আর সেই চেষ্টার ফলাফলটাই আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করি আপনাদের কাজে লাগবে।
৮ আনা = ৫.৮৩২ গ্রাম
১৪ আনা = ১০.২০৬ গ্রাম
১ ভরি = ১১.৬৬৪ গ্রাম
ধন্যবাদ
১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৪
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫২
জটিল বলেছেন: ধইন্যা
১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৪
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫২
মামন বলেছেন: +
১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৪
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫২
রাফাত সাদাত বলেছেন: কামের জিনিষ!
১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৫
রাসেল আরেফিন বলেছেন: আসলেই কাজে লাগে এসব তথ্য। ধন্যবাদ।
৫| ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৭
ফিরোজ-২ বলেছেন: ভাল তথ্য, ধন্যবাদ।
১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৯
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:০১
শামীম আরা সনি বলেছেন: দাম কন । আমার দরকার কয়েক মাসের মদ্ধেই ।ভরি ৩০ হাজার না? নাকি তার ও কিছু বেশী?
১৮ ই মে, ২০১০ বিকাল ৫:০৯
রাসেল আরেফিন বলেছেন: আমার জানামতে, দেশে এখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৩৬ হাজার ৫শ টাকার কিছু বেশি। এরসঙ্গে আবার যোগ হবে গহণা তৈরীর মজুরী। প্রতি ভরিতে আপনাকে গড়ে ৩ হাজার টাকা করে মজুরী দিতে হতে পারে। আর অনেক দোকানে আবার, মোটের ওপর ভ্যাট ও নিয়ে নেয়। সব মিলিয়ে দাম অনেক পড়ে যায়। বিদেশ থেকে আনতে পারলে ভাল।
৭| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:০৬
সিটিজি৪বিডি বলেছেন: দুবাইতে ও গ্রাম হিসেবে বিক্রী হয়। এখানে ভরি হিসেবে বিক্রী হয় না।
১৮ ই মে, ২০১০ বিকাল ৫:১২
রাসেল আরেফিন বলেছেন: বাংলাদেশ ছাড়া সবদেশেই গ্রাম হিসেবেই বিক্রি হয়।
তা ভাই আপনার কাছে একটা তথ্য জানতে চাই। দুবাইতে স্বর্ণের দাম কেমন? মানে গ্রাম কত করে?
জানালে খশি হতাম।
৮| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:০৭
মোবারক বলেছেন: স্বপ্নজাল াপনাকে ধন্যবাদ
১৮ ই মে, ২০১০ বিকাল ৫:১৩
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৯| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:১৫
ওরাকল বলেছেন: আরও একটি একট ব্যবহৃত হয়
1 ounce = 28.3495231 grams
যা প্রায় ২.৪ ভরির সমান
১৮ ই মে, ২০১০ বিকাল ৫:১৮
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১০| ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮
অভিবাসী বলেছেন: ++++
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৮
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১১| ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২
মৈত্রী বলেছেন: আসল কথাটাই তো বললেন না, ১৫০০ রিংগিত কি এক ভরির জন্য কম না বেশি?
০৯ ই মে, ২০১১ বিকাল ৩:১৮
রাসেল আরেফিন বলেছেন: পারফেক্ট।
১২| ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দরকারী পোষ্ট। অনেক ধন্যবাদ। +++
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৩
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪০
নাঈমূল হাসান বলেছেন: ভাল তথ্য, ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৪
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৮ ই মে, ২০১০ রাত ১১:০১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৪
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১৫| ১৯ শে মে, ২০১০ সকাল ৯:১৯
ভুডুল বলেছেন: গুড
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৫
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১৬| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৯
সিটিজি৪বিডি বলেছেন: আজকের প্রাইজ...........১৩৫ দিরহাম.........
http://www.khaleejtimes.com/forex.asp
নিয়মিত দেখতে পাবেন.........
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৫
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ। জানা হল।
১৭| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২৮
জন ঢাকা বলেছেন: মনে মনে খুজছিলাম
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬
রাসেল আরেফিন বলেছেন: পেয়েই গেলেন তাহলে।
১৮| ১২ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭
Nahid Parvez বলেছেন: ভাই সব আমি অনলাইনে আয় বিষয়ে অনলাইন থেকে আপনাদের কিছু ধার করা পোষ্ট নিয়ে এক জায়গায় করেছি (আপনাদের অনুমতি ছাড়াই নিয়েছি বলে ক্ষমা করবেন)। আপনারা ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন। আর এ বিষয়ে আরো কোনো পোষ্ট এর খবর জানা থাকলে নিচে একটু আওয়াজ দেবেন প্লিজ। যাতে আমি সেগুলো নিয়ে এসে সব একখানে করতে পারি। যাতে বেকার ভাইরা এক জায়গায় সব পায়। আসুন আমরা সবাই অনলাইনে আয় শুরু করি ।এখানে গিয়ে “অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়” তে ক্লিক করুন। আর আপনাদের ফেইসবুক ও টুইটার এ শেয়ার করুন প্লিজ। যাতে আপনার বন্ধুরও দেখতে পায়।
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৭
রাসেল আরেফিন বলেছেন: আপনি এই একই কমেন্ট সব জায়গায় কেন করেন?
১৯| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯
ঝড়াপাতা বলেছেন: ধন্যবাদ।
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২
মাটিরময়না বলেছেন: মনে মনে এইটা খুজতেছিলাম।
অনেক ধন্যবাদ।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
পিচ্চি পোলা বলেছেন: অনেক ধন্যবাদ। এটাই খুজতেছিলাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫১
নুরুন নেসা বেগম বলেছেন: ভাল তথ্য, ধন্যবাদ।