![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মস্ত ক্রিয়েটিভ (!) ডিরেক্টর ফারুকী সাহেব সম্প্রতি 'পিঁপড়াবিদ্যা' নামে দুর্দান্ত একটা ক্রিয়েটিভ (!) সিনেমা রিলিজ দিয়েছেন। কিন্তু হায়, ২০০৯ সালে রিলিজ পাওয়া কোরিয়ান সিনেমা 'হ্যান্ডফোন' যে ক্যামনে ফারুকীর ২০১৪ সালের ক্রিয়েটিভিটি নকল করে সেটার কোরিয়ান ভার্সন বানাইল সেটা আমাদের মত নন- ক্রিয়েটিভ দর্শকদের জানার দ্রকার নাই। ফারুকীর মতে, কোন ক্রিয়েটিভ মানুষই নাকি এক রাস্তায় দুইবার হাটে না। আর তাই ক্রিয়েটিভ ফারুকী ভাইজানের কাছে আমাদের প্রত্যাশা, এরপর থেকে তার আর কোন সিনেমা যেন কোরিয়ানদের নকল করতে দেয়া না হয়, তবে রোমানিয়ান, হাঙ্গেরিয়ান, নিকারাগুয়ান এদের কিন্তু অন্তত একবার করে নকল করার ক্রিয়েটিভ অধিকার আছে !
ফারুকী যে সিনেমার নকল করেছেন বলে অভিযোগ- http://en.wikipedia.org/wiki/Handphone_(film)
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
রাসেল আরেফিন বলেছেন: লিংকটা কপি পেস্ট করেন ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
রাসেল আরেফিন বলেছেন: লিংকটা কপি পেস্ট করেন ব্রাউজারে। তাহলে দেখতে পাবেন ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
অল্পভাষী বলেছেন: Click This Link
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: বলদ নাকি ভাই। নিজের দেশে ভালো কিছু হচ্ছে তার appreciate করেন , কপি হলো না , পেস্ট হলো তা নিয়া মাথা না ঘামাই !! তাছাড়া , মুভি টি ''ফিল্ম ফেস্টিভাল'' এ গেছে।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
রাসেল আরেফিন বলেছেন: নকল প্রমান হলে দেশের আরও খতি হবে।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মাহমুদ তূর্য বলেছেন: মুভিটা বেশ কয়েকটা ''ফিল্ম ফেস্টিভাল'' গেল। সেখানে এতো এতো সিনেমা বোদ্ধারা বিষয়টা ধরতে পারে নাই। আর আপনি ধরে ফেললেন ? ভাই, আপনে এতদিন কই ছিলেন ?
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
রাসেল আরেফিন বলেছেন: বাংলাদেশ...
ফারুকী আসলে কোরিয়ান সিনেমাটার বাংলাদেশিকরন করেছে। মুল কাহিনীটা/আইডিয়াটা চুরি করা আরকি।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: সত্য কিনা এখনো জানি না! যদি সত্য হয় তবে তা দেশের জন্যই ক্ষতি।
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
রাসেল আরেফিন বলেছেন: অভিযোগ নকলের
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: হ্যান্ডফোন দেখি নি । তাই পিঁপড়া বিদ্যা নকল কি না বলতে পারছি না ! অনুপ্রাণিত হতে পারে
তবে হুজুগে বাঙাল যেভাবে পিঁপড়াবিদ্যা নিয়ে লম্ফঝম্ফ দিচ্ছে তাতে মনে হয় অস্কার পেয়ে যেতেও পারে । বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্রের হিসেবে ওকে । কিন্তু তেমন কোন ক্রিয়েটিভ মুভি না এটা । এটা টেলিমুভি ( ফারুকি নিজেই যেভাবে বলেন )
অমুক ফেস্টিভ্যালে গেলো তমুক কেরেস্ট (!) পেলো , সান্তনা পুরষ্কার এমন অনেকেই পায় !
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
রাসেল আরেফিন বলেছেন: ঠিক বলেছেন।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
আদম_ বলেছেন: ফারুকী একটা ধড়িবাজ। মিডিয়া গুলাই ওরে চান্দের দেশে তুইলা ফেল্চে।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: দেশে যে পায়না মান
তারাই তো যায় কান
তৃতীয় বিশ্ব পায় ব্রোন্জের হনুমান।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
পৌরাণিক এক মানুষ বলেছেন: আপনার মতো কিছু মেধাহীন গর্দভের কারণে এই দেশে কিছু হয়না। নকলের কি বুঝেন? আমাদের এই উপমহাদেশে কয়টা ইউনিক গল্পের মুভি হয়? ফারুকীরা কিছু করতে গেলেই কিসের এত চুলকানি উঠে আপনাদের? আপনি সিনেমার জন্য পজিটিভ কি কাজ করছেন?
(বাজেভাবে কথা বলায় ক্ষমা করবেন। ঐভাবেই বললাম, বদলালাম না। রাগ লাগলো খুব। মানুষকে হলে যেতে দিন, ছবি দেখতে দিন। মানুষ হলে গেলে, ভালো ছবি হবে।)
০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
রাসেল আরেফিন বলেছেন: মুভির জন্য আমার কিছু করা লাগে না। খালি টিকিট কেটে দেখলেই হয়। কিনতু ফারুকীদের সেজন্য নকল করা মুভি নিজের নামে চালানো বন্ধ করতে হবে। নকল মুভির ক্রেডিটে 'নকল করা' লিখে ডিলেি হয়!
১১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২
এম এম করিম বলেছেন: অভিযোগটা আমিও শুনেছি।
আমারো একটা লেখা আছে এই মুভি নিয়ে। সময় পেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
শাহ আজিজ বলেছেন: আপনি যে লিঙ্ক দিয়েছেন তাতে কিছুই নেই ।