![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিটার চালিত (চলতে রাজি হওয়া) CNG তে আজকের অভিজ্ঞতা:
১। প্রথম ২ কিলোমিটারের পর প্রতি ৬০০-৭০০ মিটারে ১ কিলোমিটারের বিল ওঠে।
২। প্রতি ৩০-৪০ সেকেন্ডে ১ মিনিট ওয়েটিং এর বিল ওঠে।
৩। নামার পর চালক অতিরিক্ত টাকা দাবি করে। ১৪০ টাকা বিল ওঠায় আমার কাছে ১৫০ টাকা চায়। না দিতে চাইলে বলে যে, ৫০ বা ১০০ টাকার মাঝামাঝি বিল উঠলে নাকি তা ৫০ বা ১০০ টাকা মিল করে দেয়ারই নিয়ম!
৪। নামার পরও CNG-র মিটার চালু করে রেখে আযথা তর্ক করে মিটারের বিল বাড়িয়ে সেই বর্ধিত বিল দাবি করে।
৫। গন্তব্য পছন্দ না হলে যেতে রাজি হয় না।
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
রাসেল আরেফিন বলেছেন: মোবাইল কোর্টের ফেসবুক পেজ ঠাকলে পোস্ট টা শেয়ার মারতাম
২| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
ছাসা ডোনার বলেছেন: যখনই এই অবস্থায় পড়বেন সাথে সাথে অভিযোগ সেন্টারে কল করে দেখুন কোন ব্যবস্থা নেয় কিনা। তাছাড়া কথাগুলো রেকর্ড করে অভিযোগ সেন্টারে দিলে মনে হয় ভাল হয়। আসলে আমাদের দেশে যে যেভাবে পারে একে অপরকে ঠকায়, কারন আইন শৃংখলা বাহিনী নিজেদের কাজ ঠিক মত পালন করে না। একমাত্র আল্লাহই যানেন কখন আমাদের দেশের মানুষদের সৎ করে দেবেন।
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
রাসেল আরেফিন বলেছেন: অভিযোগ সেন্টারে কল করে দেখা যেতে পারত। কিন্তু অফিস টাইমে কি এতকিছু করার মুড থাকে?
৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
খোলা মনের কথা বলেছেন: সিএনজি “র জন্য একটি সঠিক ও স্থায়ী সমাধান দরকার।
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
রাসেল আরেফিন বলেছেন: ঠিক
৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
নিমগ্ন বলেছেন:
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
রাসেল আরেফিন বলেছেন: এভাবেই চলতে হবে
৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
এসব চলবে না..... বলেছেন: গতকাল থেকেই কেউ কেউ মিটারে সিএনজি অটোরিকশা চলবে বলে সুখে ঠ্যাং চ্যাগায়া দিছে।
বাংগালীর সুখ স্বপ্ন দেইখা হাইসা বাচি না।
বাস ভাড়া ২ টাকারটা নিতেছে ৫ টাকা আর সেইটাই বড় বড় কথা ফুটানেওয়ালা মন্ত্রী ঠিক করতে পারলো না আর উনি সিএনজি অটোরিকশা চালকদের বাধ্য করবেন মিটারে চলতে !!! হে হে হে.....আরেক দফা হাইসা লই
মাঝখান থেইকা সিএনজি ভাড়াটা বাড়াইয়া আমাদের পুটু মেরে দিয়েছেন।
ভাগের টাকা সবার পকেটেই যায়। সবই জানি বুঝি...কিন্তু কই না।
কারন হাছা কতা কইলেই হাজী সাবের মুখ খারাপ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
ইকরাম বাপ্পী বলেছেন: নগদে শাস্তির বিধান করা হইলে এদের কাজে দিবে... ... কিন্তু কে করবে সেই কাজ... তারাও যে... ...
৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৭
কিরমানী লিটন বলেছেন: আমার আর কিছু করার নেই- কিচ্ছু বলার নেই
৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
জনাব মাহাবুব বলেছেন: আমরা অসহায় আবাল বাংলাদেশী। আমাদের রাজনীতিকরা আমাদের সবসময় আবাল বানিয়েই রাখবে। কিচ্ছু করার নাই
৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
রফিকুলইসলাম বলেছেন: কালে কালে আরো কত কি দেকবো...
১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
ঢাকাবাসী বলেছেন: আচ্ছা দেশের একটা সেকটর তেখান যেটা ঠিকমত চলছে। বেচারা সিএনজিওয়ালারা তো বহু জায়গাতে ম্যালা মাল দিয়ে তারপর গাড়ি চালায়।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
মোবাশশিরা তাসনিম বলেছেন: চাপা ভাঙ্গা একটা মারা উচিত কুলাঙ্গারগুলোর