নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিন্নপত্র

আশরাফুল ইসলাম রাসেল

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শায়েস্তাগঞ্জ ডিগ্রি(সম্মান) কলেজ, হবিগঞ্জ(নিয়োগ আছে দুই বছর ধরে। তদবিরের অভাবে কাজ নেই, ভাতাও নেই। গভর্নিং বডির সভাপতির সাথে দেখা করার জন্য অধ্যক্ষ পরামর্শ দিলেও এ ব্যাপারে আমি অদক্ষ) )। সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই- শিরোনামে ইত্তেফাক-এ একটি লেখা প্রকাশ করায় প্রভাষকের(সৈয়দ সঈদ উদ্দীন কলেজ, মাধবপুর, হবিগঞ্জ) দায়িত্ব হতে অব্যাহতিপ্রাপ্ত।

আশরাফুল ইসলাম রাসেল › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ, দৃশ্য সংরক্ষন অার জাতির ধরণ

২৩ শে মে, ২০১৭ ভোর ৪:১৭

চিতা বাঘের ক্ষিপ্রতা পেতে চাইলে জীবনের শেষ চিকিৎসা-র গ্যারান্টিযুক্ত বিজ্ঞাপন চোখেফোটা বাংলাদেশীরা দেখে থাকবেন। পশুশক্তিসম যৌনতা অর্জনের অযাচিত অামন্ত্রনে হয়তো সাড়া পেয়ে থাকে হারবাল কোম্পানীগুলো। যেন, যৌনসমস্যা এদেশ গ্যাস্ট্রিক-অালসারের মত সাধারন রোগ। অশিক্ষা- অপুষ্টি- অালস্য'র ফলে অক্ষমতা জীবনের সর্বক্ষেত্রে সমস্যার রাজত্ব কায়েম থাকলে ো যৌন-সমস্যা, জাতীয়-সমস্যা হয়ে দাড়িয়েছে। পুষ্টি ো শিক্ষায় অামরা সোমালিয়ার মত দূর্ভিক্ষপীড়িত দেশগুলোর কাছাকাছি, ঘোরশত্রু(!) পাকিস্থানের পরে তো অবশ্যই কিন্তু খালি কলস হয়ে বাজতে অাছি। ইউরোপ, অ্যামরিকার মত খোলামেলা সংস্কৃতি অণূকরণ করি অার বিণোদনে ভারতীয় বাংলা চ্যানেল। সম্প্রতি, অাইটি খাতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিশ্বস্বীকৃতি পেয়েছে ( বাংলাদেশ ব্যাংক ক্যালেংকারী ধর্তব্য নয়, এটা বাপের পকেট মারার মত দুষ্ট ছেলের মত কাজ)। ইতোমধ্যে, ঢাকা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় বিশ্বের শ্রেষ্ঠ শহরের মর্যাদা লাভ করেছে এবং ইন্টারনেট ব্যবহারের মাত্রা অপ্রত্যাশিত রকম ভাল। একটি জাতীয় পরিচয়পত্র, একটি সীমকার্ড, একটি েকোন মূল্যের মোবাইল- ফোন সেট ব্যস্, হাতের মুঠোয় বিশ্ব-মহাবিশ্ব। অতএব, অামাদের মাথা-মগজের সবটুকু শেষ হয়ে যা বাকি থাকে তা হলো- যৌনতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯

রুমি৯৯ বলেছেন: কিছুই বুজলাম না।

২| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৫

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: অামি নিজেও বুঝতে পারছিনা যে, জাতিকে কি বুঝাতে চাই অথবা জাতি কি বুঝে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.