![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিচীকার মতো জীবন নিয়ে
একাকি চলেছি উদ্ভট এক
প্রাণীর পিঠে
জ্বলন্ত সব ক্ষিদেরা মোচড় দেয়
মহা গহ্বরের জন্তুর মতো
ছুটতে ছুটতে আমি ক্লান্ত
জীবনের সব লেনদেন
ফুরিয়ে যাবার ভয়ে
কখনও আকুতি...
চারদিকে খুনের খবর কানে আসে
অবিরাম বৃষ্টির মতো
তথ্যরা গুমরে কাদে
গলাকাটা পাখর মতো
পথঘাট নদ-নদী সবখানে
গলিত লাশের আনাগোনা
সামাজিক অবক্ষয়ের তীব্র
ক্ষয়ে যাওয়া ঝাঁঝ
বুকের ভেতরে ছড়ায়
অপ্রকাশের তীব্র...
যারা দেশের বিরোধীতা করেছিল
যারা দেশকে পাকিস্তান চেয়েছিল
ওদের ঘৃণা করে ২৫ কোটি বাঙালি
তবু ওদের শিক্ষা হলো না
©somewhere in net ltd.