![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিচীকার মতো জীবন নিয়ে
একাকি চলেছি উদ্ভট এক
প্রাণীর পিঠে
জ্বলন্ত সব ক্ষিদেরা মোচড় দেয়
মহা গহ্বরের জন্তুর মতো
ছুটতে ছুটতে আমি ক্লান্ত
জীবনের সব লেনদেন
ফুরিয়ে যাবার ভয়ে
কখনও আকুতি নেই
বিশ্ব ব্রহ্মান্ডের মতো বিশাল আর
কালো আধার যেন ঘনিয়ে
আসছে বার বার
তবুও থামতে ইচ্ছা করে না
রক্তচক্ষু ভেঙে দেয়ার
সাহস দেখাতে
ওদের মরতেই হবে
সত্যের কুড়ালে অনিবার
সমাপ্ত
©somewhere in net ltd.