নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আরাকানকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৯

সপ্তম-অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে রোহিঙ্গা জাতির উদ্ভব। পরবর্তী সময়ে চাটগাঁইয়া, রাখাইন, আরাকানি, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মিশ্রণে এই জাতি ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। রোহিঙ্গাদের বসবাসস্থল রাখাইন রাজ্য। এর আদি নাম আরাকান। আরাকানে মুসলমানরা বার্মিজ মগদের চেয়ে সুপ্রাচীন। বর্মিদের কয়েক শ বছর আগে থেকে সেখানে মুসলমানদের বসবাস। বর্মিজদের অনুপ্রবেশ ঘটে দশ কিংবা বারো শতকের পরে সুতরাং প্রকৃতপক্ষে রোহিঙ্গারাই হলো রাখাইন তথা আরাকানের ভুমিপুত্র।

১৪০৪ সাল থেকে ১৬২২ সাল পর্যন্ত ১৬ জন মুসলিম রাজা আরাকান শাসন করেন। ১৪৩০ থেকে ১৭৮৪ সাল পর্যন্ত আরাকান স্বাধীন রাজ্য ছিল। ১৭৮৪ সালের ৩১ ডিসেম্বর বার্মার রাজা ভোধাপোয়া আরাকান আক্রমণ করে আরাকানকে বার্মার একটি প্রদেশে পরিণত করেন।১৮২৪ সালে ইস্ট ইন্ডিয়া কম্পানি বার্মা দখল করে। ১৯৪২ সালে আরাকান জাপানিদের অধীনে চলে যায়। ১৯৪৫ সালে আবার ব্রিটিশরা আরাকান দখল করে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে বার্মা। তখন থেকে আরাকানবাসীদের বহিরাগত আখ্যা দিয়ে শুরু করে চরম হত্যাযজ্ঞ।

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আরাকান মিয়ানামার থেকে আলাদা হতে চেয়েছিল। কেননা ঐতিহাসিকভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না। পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) সঙ্গে একীভূত হতেও মত দেয় আরাকান নেতৃত্ব। নিজেদের অবস্থান স্পষ্ট করতে ১৯৪৬ সালে ‘আরাকান মুসলিম লীগ’ গঠন করে তারা কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। এই হলো রোহিঙ্গাদের সংক্ষিপ্ত ইতিহাস।

এতক্ষণ ধান ভানতে শিবের গীত গাওয়া হলো এবার আসা যাক আসল কথায়।

মিয়ানমারের রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। সম্প্রতি কংগ্রেসে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানিতে এ প্রস্তাব ওঠে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান মিয়ানমারের রাখাইন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার সম্ভাবনার কথা বিবেচনার জন্য পররাষ্ট্র দফতরের প্রতি আহ্বান জানান।

এদিকে বাংলাদেশের অংশ হতে প্রস্তাব দিল আরাকান আর্মি কিন্তু এই কট্টর মুসলিম বিদ্বেষী আরাকান আর্মি কেন বাংলাদেশের অংশ হতে চায়? তাদের আসল উদ্দেশ্য কী? রোহিঙ্গাদের বিতাড়িত করতে আরাকান আর্মি ও বার্মিজ সেনার যুগপৎ ভাবে কাজ করেছে।

যদি সম্মানের সহিত যথাযতভাবে বার্মা রোহিঙ্গাদের ফেরত না নেয় তাহলে বাংলাদেশের প্রধান কাজ হবে রোহিঙ্গাদের মধ্যথেকে ২ লাখ যুবককে যথাযথ প্রশিক্ষন দিয়ে বার্মায় ঢুকিয়ে দেওয়া। সেই সংগে আরসার সংগে তাদের সংযোগ ঘটিয়ে রাখাইনকে স্বাধীন অথবা বাংলাদেশের সংগে সংযুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবী।

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫

এইচ এন নার্গিস বলেছেন: সঠিক কথা

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মার্কিন পররাস্ট্র মন্ত্রী মার্ক রুবিও আরাকার স্বাধীন করার পক্ষে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০২

খাঁজা বাবা বলেছেন: এই কাজের জন্য যে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক সক্ষমতা দরকার, তার কোনটিই বাংলাদেশের নেই।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমেরিকা যেহেতু চাচ্ছে সেহেতু করা অসম্ভব কিছু নয়।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠানো হলে তা হবে একটি বিচক্ষণতামূলক পদক্ষেপ। এতে বাংলাদেশ তার হারানো ভূখণ্ড ফিরে পাবে এবং রোহিঙ্গাদের আবাস ভুমির সংকট মিটে যাবে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরাকার প্রকৃতপক্ষে রোহিঙ্গাদেরই ভুমি।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



২ লাখ রোহিংগাকে ট্রেনিং দিলে, ওদের একজন কমান্ডার ইন চীফ দরকার হবে, সেই পদটি আপনাকে দিয়ে দিলাম। আপনি লস্করে তৈয়বা বা জোস-ই-মোহাম্মদ থেকে যদি ইতিমধ্যে ট্রেনিং পেয়ে থাকেন, ভালো; না'হয় ওদের থেকে ট্রেনিং নিয়ে নেন।

শিবিরের ৩০ হাজার পাকিস্তানীরা ট্রেনিং দিয়ে তৈরি করে রেখেছে; সেটা আপনার, সাথে ২ রোহিংগা। গুড লাক।

বার্মার ১টি ছোট বন্ধু আছে, উহার নাম চীন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি আমাকে কমান্ডার ইন চীফের পদ দিলেন তাহলে ট্রেনিং এর ব্যবস্থা করেন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:


প্রতিটি জামাত, প্রতিটি শিবির জংগী; মওদুদীর ফাঁসীর অর্ডার হয়েছিলো, গোলাম আজমের বয়সের জন্য ফাঁসী হয়নি, নিজামীর ফাঁষী হয়েছে; ভবিষ্যতে সব আমীরের ফাঁষী হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ ফাঁসির অন্যায় করলে তার ফাঁসি হবে তাতে আমার কোন যায়আসেনা তবে নিরপরাধী যেন না ঝোলে।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমেরিকাও চাচ্ছে আরাকান স্বাধীন হোক রোহিঙ্গারা সেখানে ফিরে যাক।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ তাইতো দেখলাম পত্রিকায়। লিঙ্ক দেওয়া আছে।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:


লেখক বলেছেন: আপনি আমাকে কমান্ডার ইন চীফের পদ দিলেন তাহলে ট্রেনিং এর ব্যবস্থা করেন।

-আপনি "জেনারেল" হয়ে জন্মেছেন। ৫-তারকা জেনারেলের ইউনিফর্ম পাঠিয়ে দেবো।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেনারেল তাও আবার ৫ তারকা জেনারেল; হতে পারলে ভালো লাগতো।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চট্রগামের যে গার্মেন্টসে আরকান আর্মির পোশাক তৈরি হচ্ছিল সেখানে তৈরি হবে আমার ইউনিফর্ম?

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮

গোবিন্দলগোবেচারা বলেছেন: @ গলু রাজাকার- সব রাজাকারের ফাঁসি জেল দেওয়া সম্ভব হয় নাই, কোন কোন রাজাকার বিপদ বুঝতে পেরে আগেই আমেরিকা পালিয়েছে

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হা হা হা আমি এটাই জানতে চাচ্ছিলাম এখন সব পরিস্কার ফকফকা।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গলু রাজাকার মনে হয় আর আসবেনা।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: মুলত দেখতে এসেছিলাম ভিউ কম কমেন্ট এত বেশি কেন? এখন বুঝতে পেরেছি :)

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেখা সম্পর্কে কিছু বলে যান।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন: আরাকার প্রকৃতপক্ষে রোহিঙ্গাদেরই ভুমি।
সাদ্দাম হোসেন ও নাকি আমেরিকার পরামর্শে কুয়েত দখল করেছিল

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরে তো তাই শোনা গিয়েছিল। আমেরিকা বন্ধু হলে শত্রুর অভাব হবেনা।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ কুতুব বলেছেন: পসিবল না। চায়না হতে দিবে না। রোহিঙ্গা সমস্যা একমাত্র চায়না সমাধান করতে পারে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক কথা রোহিঙ্গা সমস্যা একমাত্র চায়না সমাধান করতে পারে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩

অরণি বলেছেন: গলু রাজাকার এখন মুক্তিযোদ্ধা; এজন্যই ফকার ছেলে সাকা বলেছিল আম্লিগ এমন একটা যন্ত্র যার মধ্যে রাজাকার ইনপুট দিলে মুক্তিযোদ্ধা বের হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গলু রাজাকার যে আর আসছেনা ধরা খাইছে এবার।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯

জেনারেশন একাত্তর বলেছেন:



ভারতের ত্রিপুরা আমাদের পেটের মাঝে আছে; ইহাকে হজম করলে সব রোহিংগার থাকার যায়গা হবে; পুরো ত্রিপুরা খালিই আছে, অনেক সম্পদ, চা-বাগান, চুনা পাথর।

এটা নিয়ে নেন। চানগাজী নামে এক মুসলিম জমিদারদের অধীনে ছিলো ত্রিপুরার বড় অংশ।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চট্রগামের যে গার্মেন্টসে আরকান আর্মির পোশাক তৈরি হচ্ছিল সেখানে দুই লাখ ইউনিপর্ম তৈরি করে দেন রোহিঙ্গাদের সজ্জিত করতে হবে যুদ্ধের জন্য। আপনি ট্রেনিং স্কুলে প্রশিক্ষক হবেন কি করে দখল করা যাবে তা শেখাতে।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আরাকান বাংলাদেশের সাথে যুক্ত হলে দেশটা আরাকানের হবে না বাংলাদেশের হবে?

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশের হওয়া কথা কিন্তু তা হবে কি?

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: মায়ানমার আরাকান সামলাতে পারেনি, বাংলাদেশ কিভাবে সামলাবে?

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মায়ানমার জনগনের সঙ্গে জুলুম নির্যাতন করেছে যার কারনে এই অবস্থা যেমন হাসিনা নির্যাতন করার কারণে দেশ ছেড়ে পালাতে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.