![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
{♠ No Commitment, No Appointment, Only Punishment ♠}
আমার একটা কষ্টের পৃথিবী আছে!
যে পৃথিবীতে শুধুমাত্র একজনই বাসিন্দা।
সেই পৃথিবীতে আমি একাই বিচরন করি!
কখনো হাসি কখনো কাঁদি,
আবার কখনো বা ডুব দেই!
মাঝে মাঝে কল্পনাও করি,
কিন্তু কিছুক্ষন বাদেই বুঝতে পারি,
এই কল্পনাটা কোন বাস্তব নয়, ছিল একটা স্বপ্ন মাত্র!
আর তাইতো ধুলো মাখা নির্জন পথে আমি,
হেঁটে চলি স্বপ্ন বিহীন শূন্য হৃদয়ে!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার প্রথম পোস্ট, একজন বিখ্যাত ব্যক্তির মন্তব্যের মাধ্যমে শুরু হলো!
অনেক আনন্দ হচ্ছে!
আমার ব্লগে স্বাগতম পনিপু!
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
গেম চেঞ্জার বলেছেন: একা থাকবেন কেন? এই ফেব্রুয়ারীতে একা থাকার কোন দরকার আছে?
(২য় প্লাস ২য় মন্তব্য। )
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আছে! একা থাকলে প্রকৃতির প্রেমকে উপলব্ধি করা যায়!
২য় প্লাস এবং মন্তব্যের জন্য ধন্যবাদ!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল। জীবন হোক সুন্দরের অপর নাম। ফাল্গুনের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সুন্দরের অপর নামতো কুৎসিত। তাইলে ক্যামনে কি?
যাউগ্গা, আপনারেও শুভেচ্ছা!
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
দু:খময় কবিতা বেশী হয়ে যাচ্ছে; মানুষকে নিয়ে লিখুন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম লিখবো ভাবছি! আচ্ছা কারে নিয়ে লেখা যায় বলুন তো?
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ! তবে প্লাসটাতো পাইলাম না? মুখে মুখে প্লাস দিয়া গেলেন নাকি?
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
এহসান সাবির বলেছেন: আমি তো কবিতার পাঠক..... কবিতা পড়তেই ভালো লাগে.....
দারুন কবিতা।
শুভ কামনা রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ সাবির ভাই! বসন্তের শুভেচ্ছা জানবেন!
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পোস্টে আইছস দেইখা ভালা লাগলো বনদু। ধইন্যাপাতা লইস!
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
তার আর পর নেই… বলেছেন: আপনেরে পরিচিতই লাগছে। লাইক না দিয়া গেলে আবার ঢাইকা নেন …
যাউগ্গা … নতুনেরে সবাই উপদেশ দেয়.
কবিতা মোটামুটি আর আর কি ……
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একদম না! আমি অপরিচিত!
অবশ্য "থাকে যদি মনের টান, দূরে থাকলেও করে আনচান"
তয় নতুন বইলা যা খুশি তাই বইলা উপদেশ দিলে কইলাম, হেইডা মুই মানুম না!
কবিতা মোটামুটি আর আর 'শুভ কামনা'!
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
দীপংকর চন্দ বলেছেন: উপলব্ধির সুন্দর প্রকাশ।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার মন্তব্য! আমি কিন্তু আপনার লেখার অনেক বড় ভক্ত! বিশেষ করে আপনার পোস্টের শিরোণাম গুলো জোস হয়!
আপনিও ভাল থাকবেন! এবং শুভেচ্ছা জানবেন!
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: মনের কথা বইলা দেয়ার জন্যে ধইন্যবাদ....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন খুলে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধইন্যা!
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। ++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা আপা!
ভাল থাকবেন!
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই!
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
দিল মোহাম্মদ মামুন বলেছেন: খুব সুন্দর হয়েছে, ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
আলুপোড়া বলেছেন: ওরে গেসু - বলগে ক্যাচালের আওয়াজ শুঞ্চি।
তুই থাম!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ক্যাচাল কি ভাইয়ুউউউউউউউ?
ইহা খায় নাকি গায়ে মাখে?
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
এযুগেরকবি বলেছেন:
আমার একটা কষ্টের পৃথিবী আছে!
যে পৃথিবীতে শুধুমাত্র একজনই বাসিন্দা।
সেই পৃথিবীতে আমি একাই বিচরন করি!
কখনো হাসি কখনো কাঁদি,
আবার কখনো বা ডুব দেই!
মাঝে মাঝে কল্পনাও করি,
কিন্তু কিছুক্ষন বাদেই বুঝতে পারি,
এই কল্পনাটা কোন বাস্তব নয়, ছিল একটা স্বপ্ন মাত্র!
আর তাইতো ধুলো মাখা নির্জন পথে আমি,
হেঁটে চলি স্বপ্ন বিহীন শূন্য হৃদয়ে!
খুব সুন্দর হয়েছে,কবিতা জোড়ে ভাল লাগা, ধন্যবাদ আপনাকে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এযুগের কবি!
শুভেচ্ছা জানবেন!
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
কালের সময় বলেছেন: সুন্দর কবিতা । কবির জন্য শুভকামনা থাকল ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো কালের সময়! ভাল থাকবেন!
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
র্স্পশহীন বলেছেন: চলনস.......
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বুঝলাম না?
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর হয়েছে
শুভ ব্লগিং
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই!
ভাল থাকবেন!
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
আরজু পনি বলেছেন:
অফটপিকে কথা বলার জন্যে একটা পোস্ট পেলে ভালো হতো ।
যাই হোক...আজকে হঠাৎ করে কন্যাকে জিজ্ঞেস করেছিলাম সুন্দরবনের যত রয়েল বেঙ্গল টাইগার আছে সব কি পুরুষ বাঘ নাকি মেয়ে বাঘও আছে...ও নিশ্চিত হয়ে বলতে পারেনি । তখন মনে হলো আপনাকে জিজ্ঞেস করি...এই যে আপনাকে জিজ্ঞেস করার কথা মাথায় এসেছে তারপর এটা মনে হতেই হাসছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হা হা হা, আপনার কথা শুনে তো এখন আমারও অনেক হাসি পাচ্ছে।
তবে নিশ্চই প্রশ্নটা আপনার কন্যার কাছে নিছক মজা করার জন্যই করেছিলেন? কারণ যদি মেয়ে বাঘ না থাকতো, তাহলে ওদের বংশবৃদ্ধি হতো কিভাবে? আপনার কন্য মনে হয় অনেক ছোট? মানে এখনো পর্যন্ত সব কিছু বুঝে উঠবার মত বয়স ওর হয়ে ওঠেনি!
যাহোক, আপনি এবং আপনার বেবির জন্য অনেক অনেক শুভ কামনা!
ভাল থাকবেন!
আর অফটপিকে কথা বলার জন্য আলাদা পোস্টের কোন দরকার নেই। ইচ্ছা করলে আপনি আমার ব্লগের যে কোন পোস্টেই যে কোন কথা জিজ্ঞাসা করতে পারেন। আমি কিছু মনে করবো না!
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
আরজু পনি বলেছেন:
আরে বংশবিস্তার তো নিশ্চয়ই হচ্ছে...কিন্তু মেয়ে বাঘগুলোরও কি গায়ে হলুদের উপর কালো ডোরা কাটা দাগ আছে কিনা তা জানতে চাইছি...
হাহাহাহাহাহা
আমি হাসতে হাসতেই শেষ হয়ে যাবো মনে হচ্ছে...
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপা, আপনার আগের মন্তব্যে কিন্তু এইটা বলেন নি?
যাহোক, আমি যতদূর জানি মেয়ে বাঘের গায়েও হলুদের উপরে ডোরা কাটা দাগ থাকে। তবে পুরুষ বাঘের তুলনায় মেয়ে বাঘের শরীরের উজ্জলতটা একটু কম। তাছাড়া এরা আয়তনের দিক দিয়ে পুরুষের থেকে অনেক ছোটও হয়।
তাছাড়া রয়েল বেঙ্গল টাইগার চেনার অন্যতম প্রধান উপায় হলো এদের গায়ে ডোরা কাঁটা দাগ থাকে। হোক সেটা পুরুষ কিংবা মেয়ে বাঘ!
ধন্যবাদ!
২১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩
আরজু নাসরিন পনি বলেছেন:
No Commitment, No Appointment, Only Punishment
এর বাংলা করলাম...
ওরা আমাকে ভালো থাকতে দিল না
কেমন হলো ?
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: Absolutely Right.....
আসলেই পনি আপা, ওরা আমাকে ভাল থাকতে দিলো না। সামনে এসে কিছু বলার সাহস নেই। পিছন থেকে কাটি করে সব কয়টা। তবে ঐসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। কারণ পিছ থেকে তো রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে। তাই বলে আমিও কি তাদের সাথে ঘেউ ঘেউ করবো!
খোঁজ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপা!
ভাল থাকবেন!
২২| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ!
২৩| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
অপর্ণা মম্ময় বলেছেন: ( আমার মন্তব্য বেশিরভাগটাই অফ টপিক। সো " চ্যরি বইলা নিলাম। এর মাঝে কেউ কোন গন্ধ খুঁজবেন না -- ডিস্ক্লেইমার )
আরজু নাসরিন পনি বলেছেন:
No Commitment, No Appointment, Only Punishment
এর বাংলা করলাম...
ওরা আমাকে ভালো থাকতে দিল না
--- এইটা শুইনা বাঘ মামা আবেগে " কাইন্দালছে " এরকম কিছু হয় নাই তো ?
বিগত কিছুদিনে কিছু নিক প্রসব হইছে। মজার মজার নিক -- আলুপোড়া, ছাগীমা, রয়েল বেঙ্গল ছাগল
কাব্যিক কিছুও এসেছে। সেগুলো পড়ে বলবো।
টপিক নিয়া বলি -- কবিতা বেশি ল্যাদল্যাদা হয়ে গেছে। এত দুক্ষু দুক্ষু ভালু লাগে না।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এইটা শুইনা বাঘ মামা আবেগে " কাইন্দালছে " এরকম কিছু হয় নাই তো ?
-একদম না! বাঘেরা কখনো কান্দেনা, খালি হালুম দেয়! তয় এইখানে একটা বিষয় লক্ষনীয়, ভাবতাছি গার্লপেরেমরে একখান নিক খুইল্লা দিয়া দুইজন্নে মিল্লা ব্লগামু, আর কোবতে কোবতে খেলুম! আহরে, ভাবতেই কিরাম জানি একটা পিলিংস জাগতাছে, হেইয়া আর আপনাগো লগে না কই!
বিগত কিছুদিনে কিছু নিক প্রসব হইছে। মজার মজার নিক --আলুপোড়া, ছাগীমা, রয়েল বেঙ্গল ছাগল
-এই ব্যাপারে আমি কিচ্ছু কমুনা! চুচিল মানুষ কাইন্চা কইরা ঝগড়া করে না! মুই আপাতত চাইল্যান্স মুডে চইল্লা গেলাম!
টপিক নিয়া বলি -- কবিতা বেশি ল্যাদল্যাদা হয়ে গেছে। এত দুক্ষু দুক্ষু ভালু লাগে না
-জিন্দেগিতে কবিতা লিকখা আপনারে মন ভরাইতে পারুম বইলা তো মনে অয় না! হালায় চারটা কোবতে পোস্টাইলাম তার মধ্যে একটাও আপনার ভাল্লাগলো না? এইটা কোন কথা হলো!
যাউকগা, টিরাই করতাছি, দেহি কি করণ যায়!
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
আরজু পনি বলেছেন: একা থাকা মনের জন্যে ভালো না।
কবিতা আরো আসুক...।
ব্লগিং আনন্দময় হোক ।