নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♠ No Commitment, No Appointment, Only Punishment ♠}

দ্যা রয়েল বেঙ্গল টাইগার

{♠ No Commitment, No Appointment, Only Punishment ♠}

দ্যা রয়েল বেঙ্গল টাইগার › বিস্তারিত পোস্টঃ

রম্য রচনাঃ- "আমি পাইলাম, সামহোয়্যার ইন ব্লগের প্রথম পাতায় পোস্ট প্রকাশের অনুমতি পাইলাম........."

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১


এইখানে তোর দাদীর ব্লগ, নাম হলো তার সামু;
কত দিন যে করেছে ব্লগিং সেইটা কি আর কমু!
এতটুকু হতে, ব্লগেনু হেতে, ক্ষুধা পেটে নিয়ে ভুখ;
একটা পোস্ট তার হিট না হইলে পেত যে কতই দুখ!
এখানে ওখানে কত দিক হতে তথ্য আনিয়া ঘেটে,
তারপর সেটা সাঁজিয়ে গুছিয়ে পোস্ট করিত নেটে।
অনেক সময় পোস্ট দিতে গিয়ে এমবি হইতো শেষ,
তখন আবার আমি ছুটিতাম দোকানের দিকে বেশ।
একজিবি নেট কিনিতে গিয়া নাজেহাল হইতাম কত,
এইটা দেখিয়া শাশুমা আমার তামাশা করিত শত।
এমনই করিয়া, ব্লগাইতে গিয়া, কত স্মৃতি গেছে মিশে;
ছোট খাটো তার দাবি মিটাইতে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কালে শাসাইয়া যাইতো মোরে,
সপ্তাহে যদি লোড করে না দাও, থাকিতে দিবো না ঘরে!
ঝন্টুর হাটে কদবেল বেচি যা কিছু হইতো পুঁজি,
লোড দিতে মোর হইতো না দেরি, কষ্টে দোকান খুঁজি।
শুধুই কি লোড? আরো কত নোট, লইয়া নিজের গাঁটে;
হুটপাট করে ছুটিয়া যাইতাম শশুর বাড়ির বাটে।
কেঁদো না কেঁদো না শোন দাদু সেই লোড-নোট গুলি পেয়ে,
দাদী যে তোমার কত ঝাঁড়ি দিতো দেখতিস যদি চেয়ে!
আঙুল তুলিয়া, ভেংচি কাটিয়া, কহিতো আমারে 'বুদ্দ',
আর একদিন দেরি করিলেই লাগাইয়া দিতাম যুদ্ধ।
ঝুঁটি নেড়ে নেড়ে, আসিতো সে তেড়ে, আমারই মুখের পানে;
ভয় পেয়ে আমি লুকাইয়া যাইতাম হয়তো ঘরের কোনে।
ঊরে-ঊরে-ঊরে, কেমনে সে মারে, দুড়ুম দাড়াম কিল;
মাঝে মাঝে তার হাত ব্যাথা হলে খুলিয়া আনিতো খিল।
কেমনে তোমারে বলিযে সে কথা, তুমি তো এখনো ছোট,
শীতের রাতে বাহিরে রাখিতো করিতো সে খটোমটো।
যেই সামু নিয়া, আমারে রাখিয়া, করিতো কতযে ছল;
সেইখানে তুই আইডি খুলবি, সাহস দিছে কে বল?
নিশ্চই সেই ডাইনি বুড়িটা লেগেছে তোর ঐ পিছে,
একদম তুই শুনবিনা কথা এখানে সব যে মিছে।
আমি মরিয়াছি তাই বলে তোরে মারিবোনা অথৈ জলে,
দরকার হলে দুইজন মিলে ডুবিয়া মরিবো খালে।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়;
সামুতে যেন, কোন কালে মোর আইডি খুলিতে না হয়!

কবিতা রচনার পেক্ষাপটঃ-

সুন্দর এবং পরিচ্ছন্ন ব্লগিংয়ের অঙ্গিকারকে সামনে রেখে গত ১১ ই ফেব্রুয়ারি ২০১৬ রাত আনুমানিক ১০:৪৫ মিনিটে সামহোয়্যার ইন ব্লগে "দ্যা রয়েল বেঙ্গল টাইগার" নামে আমার প্রথম :P পদ যাত্রা শুরু হয়। এবং কোন রকমের বিরতি ছাড়াই আমি আমার পদযাত্রাকে অব্যাহত রেখে দীপ্ত পদক্ষেপে সম্মুখ পানে এগিয়ে যেতে থাকি। যার পরিপ্রেক্ষিতে গতকাল রাত আনুমানিক ১২:০৫ থেকে ১০ মিনিটের মধ্যে সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের বিশেষ অনুগ্রহে আমি প্রথম পাতায় পোস্ট প্রকাশের অনুমতি পাই।

ঠিক সেই সময়ে আমার অনুভুতির কথাটা আর আমি আপনাদেরকে না বলি। তবে আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে, সাথে সাথে আমি মুখে 'কি আছে জীবনে আমার........' গাইতে গাইতে ডান হাতে খাতা-কলম এবং বাম পাশে পল্লীকবি জসিম উদ্দীনের 'কবর' কবিতার পুস্তক খানা নিয়ে 'ইয়া আলী........' বলে কবিতা রচনায় মনোনিবেশ করিলাম। এবং প্রায় সুদীর্ঘ সাড়ে দেড় ঘন্টার অক্লান্ত পরিশ্রম এবং ধস্তাধস্তির পরে আমি উপরে উল্লেখিত কবিতাটি রচনা করতে সক্ষম হইলাম। আর কবিতাটি রচনা করার পর আমার মনে মনে যেন বলিতে ইচ্ছা হলো- "আমি পাইলাম, সামহোয়্যার ইন ব্লগের প্রথম পাতায় পোস্ট প্রকাশের অনুমতি পাইলাম........."। ;)

কবিতাটি লেখার পরে আমার মনে হলো, যদি জসিম ভাই বেঁচে থাকতে আমার এই কবিতা খানা পড়তেন। তাহলে নিশ্চিত তিনি তার সুনামধন্য "কবর" কবিতার এমন জগাখিচুড়ি জেরক্সকপি ভাব দেখে, আত্মহত্যা করার জন্য আমার সকল সহ ব্লগারদের কাছে তার কৌশল সম্পর্কে জানতে চাইতেন। আর পুলিশ আমাকে গ্রেফতার করতো একজন নিরাপরাধ মানুষকে আত্মহত্যার দিকে উদ্ভুদ্ধ করার দ্বায়ে। কিন্তু কি আর করবো, ব্লগার যখন হয়েছি তখন লিখতে তো হবেই। তাই সকল দুস্ককে মাটিচাপা দিয়ে অবশেষে কবিতা খানা প্রকাশই করে দিলাম। পল্লীকবির ভক্তরা দয়া করে আমাকে কেউ গালি দিবেন না! আমি নিরুপায়!
:((

যাহোক, সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে আমার পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ আমাকে প্রথম পাতায় এক্সেস দেওয়ার জন্য। এবং সেই সাথে সাথে আমার সকল সহ ব্লগার ভাইয়ুউউউউউউউ এবং আপুনিইইইইইইই দেরকে জানাচ্ছি হ্যাপি ব্লগিং। সবাইকে মিষ্টির দাওয়াত ও দিলাম। যে যেখানে আছেন সেখানের কোন একটা পরিচিত মিষ্টির দোকান/হোটেলে গিয়ে আমার নাম করে আপনারা কোন রকম দ্বিধা দ্বন্দ ছাড়াই যত খুশি তত মিষ্টি খেতে পারেন। নো প্রবলেম! :`>

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ- মিষ্টি খেয়ে বেরিয়ে আসার সময় দয়া করে বিলটা পরিশোধ করে আসবেন। কারণ বিল পরিশোধিত না হলে যদি দোকানদার আপনাদের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে লেখক কোন ক্রমেই দ্বায়ী থাকবে না। ;)

ধন্যবাদ সবাইকে! হ্যাপি ব্লগিং......... !:#P

মন্তব্য ১৪৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

নুরএমডিচৌধূরী বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার

নামকরণে যথারততা আছে বৈকি

++++++++++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্রথম মন্তব্যকারি জনাব নুর এমডি চৌধূরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ! তবে প্লাস কিন্তু পাইলাম না? :`>

যাউগ্গা শুভ কামনা জানবেন!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

অগ্নি কল্লোল বলেছেন: শুভ ব্লগিং।।
কবরকে আপনি কবর দিয়েছেন।।
দারুন অনুকরণমূলক কবিতা।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবরকে আপনি কবর দিয়েছেন।।

-মুহাহাহা, তার মানে আমি পারছি, কোবতে রচনা করতে পারছি! ;)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল!
শুভ কামনা!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

ফেরদৌসা রুহী বলেছেন: কবিতাটি লেখার পর মনে হলো, যদি জসিম ভাই বেঁচে থাকতে আমার এই কবিতা পড়তেন তাহলে নিশ্চিত তিনি আত্মহত্যা করার জন্য আমার সকল সহ ব্লগারদের কাছে তার কৌশল সম্পর্কে জানতে চাইতেন। আর পুলিশ আমাকে গ্রেফতার করতো একজন নিরাপরাধ মানুষকে আত্মহত্যার দিকে উদ্ভুদ্ধ করার দ্বায়ে। =p~ কথা ঠিক।

অভিনন্দন বাঘ মামা :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অভিনন্দন রুহীপুউউউউউউউ! ;)
ভাল থাকবেন!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

তার আর পর নেই… বলেছেন: এ আপনি কি দেখাইলেন, বাঘ মামা?? আমি তো কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছি। পুরো এমবি, জিবি ………

জসিম ভাই যদি থাকতেন আপনার প্রত্তিভা দেইখা খুশিতে অষ্টখান হইয়া যাইতেন।

যাউগ্গা পেছনে থেইকা ঢাকবেন না। আমি আপনারে একটা পিলাচ দিলাম। এইজন্য লাইইক বাটন টাচ করিলাম না।

ওহে বাঘ ভাই, আপনার ব্লগে দীর্ঘজীবী সরি, দীর্ঘজীবনের অবসান কামনা করছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এ আপনি কি দেখাইলেন, বাঘ মামা?? আমি তো কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছি। পুরো এমবি, জিবি ………

-জ্বি, ইহা একটি এমবি, জিবি মূলক কাব্য! তয় দয়া কইরা মামা কইয়া ভাইগ্না/ভাগ্নীর ইস্তানটা ধকল করিবেন না! ;)

জসিম ভাই যদি থাকতেন আপনার প্রত্তিভা দেইখা খুশিতে অষ্টখান হইয়া যাইতেন।


-কন কি? আই তো ভাবছিলাম হেতে আত্মহত্যা করবার পারে! হেরলাই তো পোস্টাইতে ভুই পাইতেছিলাম। :||

যাউগ্গা পেছনে থেইকা ঢাকবেন না। আমি আপনারে একটা পিলাচ দিলাম। এইজন্য লাইইক বাটন টাচ করিলাম না।

-লাইক বাটনে গুত্তা দিলে তো আর পিছ থেক্কা ডাকি না! যাইকগা, লাইকানোর জইন্য অনেক অনেক ধইন্যবাদ!

ওহে বাঘ ভাই, আপনার ব্লগে দীর্ঘজীবী সরি, দীর্ঘজীবনের অবসান কামনা করছি।


-ওহে, আপনের মতিগতি তো ভাল পাইতাছি না। একটু আগে মামা কইয়া আবার ভাই? আগে ঠিক করেন মামা কইবেন না ভাই কইবেন! :`>

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

গ্রিন জোন বলেছেন: বাঘ মামাকে স্বাগতম........

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: থ্যাঙ্কু, থ্যাঙ্কু! আপনারেও আমার বুলাগে স্বাগতম!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: যাহোক, সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে আমার পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ আমাকে প্রথম পাতায় এক্সেস দেওয়ার জন্য। এবং সেই সাথে সাথে আমার সকল সহ ব্লগার ভাইয়ুউউউউউউউ এবং আপুনিইইইইইইই দেরকে জানাচ্ছি হ্যাপি ব্লগিং।


আহালে গুড গুড!!!

ব্লগে এসেই এই ডাকগুলো শিখে গেছো ভাইয়ু!!!!!!!!!!! ওকে ওকে তোমাকে ওয়াচে রাখিলাম!!!!!!!! সুখে থাকো। শান্তিতে থাকো!:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমাকে ওয়াচে রাখার কোন যুক্তিই নেই! কারণ সুষ্ট ব্লগিংই আমার কাম্য। তবে কেউ যদি আমার সাথে সিনক্রিয়েট করার চেষ্টা করে তবে আমিও ছাড় দেওয়ার পাত্র নই! সুতরাং বাকি টুকু বুঝে নিয়েন............ ;)
তাছাড়া আমি কাউকে মিন করে ভাইয়ুউউউউউউউ/আপুনিইইইইইইই বলিনি। সবাই সবাইকে বলে তাই বলেছি! :`>

যাহোক, আমি ভাবিনি আমার পোস্টে আপনার মন্তব্য পাবো। সম্ভাবত পথ ভুল করে এসে পড়েছেন। তবে এসেই যখন পড়েছেন, তখন মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি!
ভাল থাকবেন! এবং আপনিও শান্তিতে থাকবেন!
হ্যাপি ব্লগিং!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: বাহ!
শুভ ব্লগিং।++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: ওয়াচ মানে কি শুধুই নেগাটিভ কিছু? চোরের মন পুলিশ পুলিশ এই কথার সত্যতার গন্ধ পাচ্ছি !!!!!! হা হা হা সুষ্ঠ ব্লগিংও ওয়াচে রাখা হয় ! যাই হোক সত্যিই কমেন্ট দেখে হাসছি!!!!!!!! :P


হা হা হা
তবে কেউ যদি আমার সাথে সিনক্রিয়েট করার চেষ্টা করে তবে আমিও ছাড় দেওয়ার পাত্র নই! সুতরাং বাকি টুকু বুঝে নিয়েন............ ;)

কেনো এমন মনে হলো!!!!!!!! :P

ভাইয়ু!!!!!!!! আপুনি!!!!!!!!!!!!!! সবাই বলে ঠিক ঠিক!!!!!!!!! এই ভাবেই এক একটি প্রথা বা ট্রেন্ডের সৃষ্টি হয়। তো বলতেই পারো!:) :) :)



না পথ ভুল করে আসিনি। সুষ্ঠ ব্লগিং ওয়াচে রাখা আমার আবার একটু অভ্যাস আছে। গায়ে মানে না আপনি মোড়ল টাইপ! অনেকেরই আছে অবশ্য। তাই জেনে শুনেই এসেছিলাম। আবার আসবো! :) :) :)

সুষ্ঠ ব্লগিং কে সাধুবাদ ভাইয়ু!!!!!!!!:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ওয়াচ মানে কি শুধুই নেগাটিভ কিছু? চোরের মন পুলিশ পুলিশ এই কথার সত্যতার গন্ধ পাচ্ছি !!!!!!

-চোরের মন পুলিশ পুলিশ না। আসলে আপনার মন্তব্যটাই আমার ভাল লাগেনি শুধুমাত্র ('ব্লগে এসেই এই ডাকগুলো শিখে গেছো ভাইয়ু!';) এই কথাটার জন্য!
যাহোক, কমেন্টের মাধ্যমেও যে আপনাকে আমি হাসাতে পেরেছি সেজন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি।

ভাইয়ু!!!!!!!! আপুনি!!!!!!!!!!!!!! সবাই বলে ঠিক ঠিক!!!!!!!!! এই ভাবেই এক একটি প্রথা বা ট্রেন্ডের সৃষ্টি হয়। তো বলতেই পারো!

-অবশ্যই বলবো। এবং আপনাকে দিয়েই না হয় শুরু করলাম। আপুনিইইইইইইই ;)

না পথ ভুল করে আসিনি। সুষ্ঠ ব্লগিং ওয়াচে রাখা আমার আবার একটু অভ্যাস আছে। গায়ে মানে না আপনি মোড়ল টাইপ! অনেকেরই আছে অবশ্য। তাই জেনে শুনেই এসেছিলাম। আবার আসবো!

-নিশ্চই আসবেন, যে কোন সময়। আমার ব্লগ সবার জন্য উন্মুক্ত প্লাটফর্ম! :D

সুষ্ঠ ব্লগিং কে সাধুবাদ ভাইয়ু!

-অনেক অনেক ধন্যবাদ!

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

রাবার বলেছেন: হা হা হা খাসা হয়েছে বাঘ ভাই =p~
++++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আহঃ আপনাদের মন্তব্য পইড়া তো মোগাম্ব বহুত খুশ হুয়া! এক বালতি ধইন্না লন ভাইডি! ;)

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

তার আর পর নেই… বলেছেন: এই যে বাঘ, এতদিন তো আমি ভুল কইরা আপনারে ভুল ভাবছি। এখন তো দেখতাছি, আপনি ……… তা আপনি রুহী আপুর পরে এতগুলো উ দিলেন কেন?

আপনারে স্বরবর্ণ ধইরা শুরু করতে হবে ।

আপনারে আমিও ওয়াচে রাখলাম। আর, হ্যাঁ, ছোটরা (ব্লগে যারা পরে এসছেন) তারা বড়দেরকে সবসময় সম্মান করবে। ( উপদেশ)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এই যে বাঘ, এতদিন তো আমি ভুল কইরা আপনারে ভুল ভাবছি। এখন তো দেখতাছি, আপনি ………

-হুহাহাহাহা, ভুল থেকে যদি ভাল কিছু হয় তাহলে ভুলই ভাল নয় কি? :`>

তা আপনি রুহী আপুর পরে এতগুলো উ দিলেন কেন?

আপনারে স্বরবর্ণ ধইরা শুরু করতে হবে।

-জ্বি, আমারও বাড়ির থেকে অর্ডার আছে যে, আমি যেন ভাল করে স্বরবর্ন শিখি! আর সেজন্যই সবাইকে উ দিয়েই শুরু করছি, বুঝছেন? ;)

আপনারে আমিও ওয়াচে রাখলাম। আর, হ্যাঁ, ছোটরা (ব্লগে যারা পরে এসছেন) তারা বড়দেরকে সবসময় সম্মান করবে। ( উপদেশ)


-আপনার উপদেশকে যথাযথ ভাবে মেনে চলতে আমার চেষ্টার কোন ত্রুটি থাকবে না। আবারও ধইন্যবাদ! :D

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

বিপরীত বাক বলেছেন: আপনি আসলেই রয়েল।
এক্কেরে আছসল বাঘ।

এতোই ভাল হয়েছে কবিতা টা যে..........

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি আসলেই রয়েল।

-ভাই এভাবে সামনা সামনি লজ্জা দিতে হয় না! আমি বহুত শরমিন্দা হইয়া যাইতাছি! :D

এতোই ভাল হয়েছে কবিতা টা যে..........
"জগাখিচুড়ি"

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন ভাই!

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন:

১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

তার আর পর নেই… বলেছেন: এই যে বাঘ, এতদিন তো আমি ভুল কইরা আপনারে ভুল ভাবছি। এখন তো দেখতাছি, আপনি ……… তা আপনি রুহী আপুর পরে এতগুলো উ দিলেন কেন?

আপনারে স্বরবর্ণ ধইরা শুরু করতে হবে ।

আপনারে আমিও ওয়াচে রাখলাম। আর, হ্যাঁ, ছোটরা (ব্লগে যারা পরে এসছেন) তারা বড়দেরকে সবসময় সম্মান করবে। ( উপদেশ)


মাল্টিমনি আপুর কমেন্টে প্লাস! :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পোস্টে লাইক না দিয়ে মন্তব্যে লাইক দেওয়া অবৈধ জানেন না? X((
যাউকগা, এবারের মত ক্ষেমা করিয়া দিলাম!

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

জনৈক অচম ভুত বলেছেন: বাঘমশাই কি জসিম উদ্দীন সাহেবের আত্মীয়-টাত্মীয় লাগেন নাকি? ;)
সামু ব্লগ আপনার পদচারণায় মুখরিত, সুখরিত ইত্যাদি ইত্যাদি রিত হয়ে উঠুক এই কামনায় একটি শুভেচ্ছা বক্তব্য থুক্কু মন্তব্য পেশ করলাম। B-)
হ্যাপি ব্লগিং। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি ভাই, উনি আমার পিসতুত শালীর মাসতুত ভাইয়ের ভগ্নিপতির ভাইরা ভাই।
সম্পর্কে আমার ইয়ে হন! ;)

আপনার শুভেচ্ছা সমৃদ্ধ মহা মূল্যবান বক্তব্য পড়িয়া নিজেকে গর্ভ ও থুক্কু গর্বিত অনুভব করছি! :`>
ভাল থাকবেন অনেক! হ্যাপি ব্লগিং!

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

জুন বলেছেন: স্বাগতম জানাই ব্লগ ভুবনে। হ্যাপি ব্লগিং :)
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার পোস্টুতেও শ্রদ্ধেয়া জুনাপুকে সুস্বাগতম!
হ্যাপি ব্লাগিং! ;)

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কবর কবিতা নিয়া রাম্য না লেইখা অন্য কবিতা নিয়া রাম্য লেখলে ভালো হইত...
কবর কবিতা এবং কবি জসিমউদ্দিন আমার খুব ই প্রিয়...

যাউজ্ঞা..লেইখাই যখন পালাইছেন, তখন আর কিচ্ছু কয়াম নাহ।।
শুভ কামনা জানালাম, আপনাকে.....

তা ভাইয়ু,,, আপোনি কোন বনের বাঘ/?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবর কবিতা এবং কবি জসিমউদ্দিন আমার খুব ই প্রিয়...

-ভাই, সত্যি বলছি! জসিম উদ্দীন শুধু আপনার না আমারও অনেক অনেক প্রিয় একজন কবি। আর এই 'কবর' কবিতাটাও আমার অনেক খানি প্রিয় একটা কবিতা!

কবর কবিতা নিয়া রাম্য না লেইখা অন্য কবিতা নিয়া রাম্য লেখলে ভালো হইত...

-আপনার কথা হয়তো ঠিক। তবে মূল ব্যাপারটা হলো, কবর কবিতার ছন্দটা অনেক সহজ সরল। ইচ্ছা করলে কবর কবিতার ছন্দে যে কেউ কবিতা লিখতে পারে। যদি তার মধ্যে নূণ্যতম কবিতা লেখার অভিজ্ঞতা থেকে থাকে। :)

আর আমি এমনিতেই ভাল কবিতা লিখতে পারি না। সুতরাং এইখানে অন্য ছন্দে কবিতা লেখার তো প্রশ্নই আসে না।


তা ভাইয়ু,,, আপোনি কোন বনের বাঘ?


-জন্ম সূত্রে তো সুন্দরবন বাসি। তবে ইদানিং ব্লগিং করার সখ জাগছে তো তাই লোকালয়ে চইলা আসছি!
আহাহা, একদম ভয় পাওয়ার দরকার নাই! আমি মাইষেরে কামড়াই না, পিয়ার করি! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়ুউউউউউউ! ভাল থাকবেন!

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

তার আর পর নেই… বলেছেন: আপনি এত দিনের সিনিয়র ব্লগার কে চোখ লাল করেন!! আপনার এত বড় সাহস!! আপনি আমার মাল্টিকে ( শায়মার মাল্টি যদি আমি হই তাহলে নিশ্চয়ই আমার মাল্টি শায়মা) চোখ রাঙান!!!!!!!!!

আমার কমেন্টে প্লাস দিয়েছে দেখেই কি আপনি হিংসায় লাল হয়ে গেছেন?

আপনি বাঘ হইছেন তো কি হইছে?

( আপনাকে দেখি ভুতও স্বাগতম জানাচ্ছে) :( :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার কমেন্টে প্লাস দিয়েছে দেখেই কি আপনি হিংসায় লাল হয়ে গেছেন?

-একদমই না! তয় দুস্কের কথা কারে কই! বেশ কয়জন পিলাচ দেওনের কথা কইয়া, পিলাচ না দিয়াই চইল্লা গেছে। |-)
কন চাই, মিজাজ কেরাম খারাপ লাগে! X((

আপনি বাঘ হইছেন তো কি হইছে?

-জ্বি প্যানছেড়া ও থুড়ি, প্যানথেরা হইছি। ;)

( আপনাকে দেখি ভুতও স্বাগতম জানাচ্ছে)


-হুম, ভুতের লগে আমার বেশ দহরম মহরম হইয়া গেছে তো তাই হেতে আমারে শুবেচ্চা জানাইছে! ক্যান আপনার কুনো সমিস্যা? :`>

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সায়েল বলেছেন: কবিতা বাসি, পচা, ণুনকিঊট হইয়াসে। প্রচেষ্টাকে সাধুবাদ জানাইতে পারলাম না। আপনার কাছ থেকে এইটা আশা করিনি।
বাই দ্যা অয়ে, পরের কথাকলি খুব ভাল ও বেশ মার্জিত মনে হয়েছে।

ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্রচেষ্টাকে সাধুবাদ জানাইতে পারলাম না।

-দরকার নাই আপনার সাধু বাদের! আমি ইচ্ছা খুশি কবিতা পোস্টামু, হেইয়াতে আপনের কি? :`>

বাই দ্যা অয়ে, পরের কথাকলি খুব ভাল ও বেশ মার্জিত মনে হয়েছে।

-জ্বি, এই তো লাইনে আইয়া পড়ছেন! সবাই প্রথম প্রথম একটু পন্ডিতি করবার চায়! তারপর গিয়া ধরা খায়! ;)

পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: আমি ভাললাম জসীম উদ্দিন করর হয়নায়, তিনি রয়েল বেঙ্গল হয়ে ফিরে এসেছেন।

আপনার হ্যাপি ব্লগিং এর শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ মৃদুল ভাই। আপনারা পুরাতন ব্লগাররা সব সময় আমাদের মত নতুনদের জন্য আইডল সরুপ! আবারও ব্লগে ফিরে এসেছেন দেখে ভীষণ ভাল লাগছে!

শুভেচ্ছা জানবেন! হ্যাপি ব্লগিং!

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

আরজু নাসরিন পনি বলেছেন:

সেফ হওয়ার জন্যে অভিনন্দন রইল ।

কবর কবিতার ছন্দ ধরে লেখা ভালো হয়েছে । আপনার প্রচেষ্টা বৃথা যায়নি...পোস্টতো দেখলাম রীতমিতো নির্বাচিত পাতায় ।

ব্লগ ভ্রমণ আনন্দের হোক ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পনিপু, পোস্ট নির্বাচিত যাওয়া না যাওয়াটা সম্পূর্ণ মডারেশনের কাছে। হয়তো রম্য রচনা হিসাবে পোস্টটা উনাদের কাছে ভাল লেগেছে, তাই আমার এই ক্ষুদ্র লেখাটিকে উনারা নির্বাচিত পাতায় স্থান দিয়েছেন। সেজন্য কর্তৃপক্ষের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ!

কবিতাটা আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশি হইলাম!
ভাল থাকবেন এবং শুভেচ্ছা জানবেন!
হ্যাপি ব্লগিং!

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আরজু নাসরিন পনি বলেছেন: "রীতমিতো" এর বদলে "রীতিমতো" হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নো প্রবলেম। আমারও বানানে অসম্ভব রকমের ভুল হয়। পোস্ট ঘাটলে হয়তো এমন হাজার হাজার বানান ভুল বের হবে। তবে আমিও যতটা সম্ভব পোস্ট নির্ভুল করার চেষ্টা করি। কিন্তু বে-খেয়ালে ক্যামনে যে ভুল হয়ে যায়........ :((

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং! !:#P !:#P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হ্যাপি ব্লগিং...... !:#P

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
জয় বজরঙ্গবলীঈঈ!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই কি এতক্ষণ মুভি রিভিউ পড়লেন নাকি? :`>

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~

হ্যাপী ব্লগিং।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হ্যাপি ব্লগিং....... !:#P

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার প্রথম :P পদ যাত্রা (জিভ কাটাটায় ) কেমন কেমন যেন রহস্যমাখা ;)

কেমন্টানোতেও পুরানা পুরানা ফ্লেভার ;)

ভালু ভালু- হ্যাপ্পি ব্লগিং...

আপ্নেরে দেখি অনেকেই ওয়াচে রাখতেছে :P ঘটনা কিতা??????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কি কমু ভাই, আপনারা সবাই পুরানো ব্লগার। অনেক অনেক আইডিয়া আপনাদের মাথাতে সব সময় ঘুরপাক খায়!
আমরা নতুন :P কেমনে কি ভুল হয়া যায়, তাই হয়তো সবাই ওয়াচে রাখতাছে!

তয় কমেন্টোতে পুরান পুরান ফ্লেভারের কথা কইয়া তো চিন্তায় ফ্যালায় দিলেন! বিয়াপুক টেনশন লাগতাছে :(( কিজানি মুই আবার অন্য কারো কমেন্ট নকল করতাছি নাতো? হেই আইসা আবার দাবড়ানি দিবার পারে! :`>

যাউক্কগা, মচতকার মন্তব্যের জইন্য অনেক অনেক ধইন্যা লন! হ্যাপি ব্লগিং!

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: একজিবি নেট কিনিতে গিয়া নাজেহাল হইতাম কত,
এইটা দেখিয়া শাশুমা আমার তামাশা করিত শত।


এই শাশুমাটা কে ভাই?
কবিতা এবং বর্ণনা খুব ভাল লাগল। চালিয়ে যান।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্রামানিক ভাই, হেইয়া বুজলেন না?
শাশুমা হইলো গিয়া আমার একমাত্র বউয়ের একমাত্র আম্মাজান!
দ্যাট মিনস, মাই ডিয়ার সুইটু শাশুমা! :`>

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

টেক সমাধান বলেছেন:

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ওয়াও, নাইচ পিকচার!
ভাবতাছি এই ছবিটা প্রোপিক হিসাবে ব্যবহার করবো কিনা! :((

মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন! শুভ কামনা রইলো!

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

আরজু পনি বলেছেন:
ভাবছিলাম কী নামে আপনাকে ডাকবো...কারণ ব্লগে একজন "বাঘমামা" নিক আছেন।
তার মানে আপনাকে "টাইগার" ডাকা যেতে পারে । পুরো নাম ধরে ডাকাটা (কম্পোজ করা) কষ্টকর বটে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমাকে আপনি যে নামেই ডাকবেন সেই নামেই আমি খুশি আপু! তাছাড়া আসলেই আমার নিক নেমটা একটু বড়ই হয়ে গেছে। তবে সমস্যা নেই, আমাকে আপনি টাইগার নামেই সম্বোধন করবেন!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক শুভ হোক পথচলা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি দীপংকর দা!
আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা!
ভাল থাকবেন!

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হালুম হালুম এসছো ভায়া
প্রথম বলেই ছক্কা;
আপুর সনে সামলে থেকো (শায়মাপু)
পিছলে খাবে অক্কা।

জানো কিনা এই ব্লগে
ছড়ারাজ প্রামানিক?
দোয়া নিও মনে করে
নয় দেবে শাপ ঠিক।

লিটন আছে,সুমন আছে
আরো আছে বিদ্রোহী;
হেল্প পাবে যথা খুশী
নবীনে তারা আগ্রহী।

আরজুপু ভারি সুইট
দেবে সদা প্রেরণা;
কবিতায় হাত ভালো
লিখালিখি ছেড়না।

গেম ভায়া হতে থেকো
সদা দুরে দশ হাত;
মতিগতি বুঝা দায়
গুম করে রাতারাত।

আহলান সাহলান
সামু ব্লগে স্বাগতম;
ফিল ফ্রি অলওয়েজ
উষ্ণ অভিবাদন।

ছড়া লিখো বেশ বেশ
জেনো আছে গুরু এক;
আপুনিকে পোছ করো
নাম তার.......খ্যাক খ্যাক।:);) :-B

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কি করি ভাই, আপনি যেভাবে কথায় কথায় ছড়া কাটেন তাতে মাঝে মাঝে হিংসা হয়! আহরে, আমিও যদি আপনার মত এমন পারতাম! :(


চমৎকার ছড়া মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
হ্যাপি ব্লগিং!

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো। হ্যাপি ব্লগিং!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হ্যাপি ব্লগিং......!

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যি বলতে কী এই শোক কবিতা নিয়ে রম্য করাটা অামার একদম ভালো লাগেনি! যাহোক, শুভ ব্লগিং!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই রম্য তো রম্যই! এটাতে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই!
হ্যাপি ব্লগিং!

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

এম এইচ নাজমুল বলেছেন: কপি পেস্ট?? :D

ভালাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঐ মিয়া, কিসের কপি পেস্ট হু? মাথা মুথা ঠিক আছে তো? না সব আউলাই ফ্যালাইছেন? X((

৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

রাবেয়া রব্বানি বলেছেন: আমি পাইলাম ইহারে পাইলাম :-D :-D :-D

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি আপু, আমি পাইলাম....... ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা রইলো!

৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

এম এইচ নাজমুল বলেছেন: খেপেন কেন? :D আপনি ই তো কইলেন নেট ঘাইটা সাজায়া গোছায়া.......

তাই একটু মজা লইলাম।। কবিতার প্রশংসা কিন্তু ঠিক ই করছি!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধুরঅ মিয়া, কওনের সময় এট্টু দাঁড়ি কমা দিয়ে কইবেন না? আমি ভাবছিলাম আপনি আবার আমার পোস্টকে কপি পেস্ট কইলেন কিনা সেই জন্যই ক্ষেপছিলাম। :D


গতকাল রাত জেগে এই কবিতা লিখতে গিয়া কি কষ্টটাই না করলাম। আর সেইটা যদি কেউ কপি পেস্ট কয় তাইলে ক্ষ্যাপাটা স্বাভাবিক!

যাহোক, স্যরি! আপনার প্রথম মন্তব্যটা আমি ঠিক বুঝতে পারিনি, সেজন্য আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেললাম। আশা করি কিছু মনে করবেন না?

কবিতা ভাল লেগেছে জেনে খুশি হইলাম! শুভ কামনা জানবেন!

৩৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

এন.এ.আনসারী বলেছেন: আমার দেখি প্রথম পেজে আবার কবে ফিরে আসি যদি সামু চাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কেন ভাই, আপনি কি প্রথম পেজে ব্যান?
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

৩৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: টাইগার,আমি কিন্তু চিন্নালাইছি আপনেরে! শুভ প্রত্যাবর্তন.....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চুপ মাইরা থাহেন মিয়া, লোকে হুইন্না ফ্যালাইলে ইজ্জত পাংচার হইয়া যায়তারে! ;)
তয়, প্রত্যাবর্তনটাতে হালকা মিসটেক কইরালচেন! আমি কোত্থাও যাই নাই! সেই এগার তারিখ থাইক্কা বুলাগে লাইগ্গা আছি! :P
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা রইলো!

৩৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

এম এইচ নাজমুল বলেছেন: সরি কইন কেরে? আমরা আমরা ই তো!

পাপী তো আমি।কমেন্ট টা ইচ্ছে কইরা অইরকম করছি যাতে ক্ষেপে যান আর মজা খাইতে পারি! আমি আবার সব জায়গায় মজা খুঁজি!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভুল করে স্যরি বলতে আমার কোন সমস্যা নেই! তাতে বরং ব্যক্তিত্বটা কমে না, আরো বাড়ে!
তবে আমি আসলেই আপনার মজাটা ধরতে পরিনি!
যাহোক- আমরা আমরাই তো!

৩৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

এম এইচ নাজমুল বলেছেন: সেইটাই। ভাল থাকুন সব সময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনিও ভাই ভাল থাকুন সব সময়!

৩৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

এম এইচ নাজমুল বলেছেন: আমি সামু তে একেবারে নতুন। অভিষেক হয়েছে বলতে পারেন। আপনার নাম টা বললে খুশি হতাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই, ভার্চুয়ালে নাম বলাটা বেশ মুস্কিল! তার উপরে এইটা জিজ্ঞাসা করলে নিজের কাছেই লজ্জা লাগে না বলতে পারার জন্য! দেখুন, যদি নাম বলতেই চাইতাম তাহলে কিন্তু আমি রিয়েল নামেই নিক খুলতাম! সুতরাং যখন ফেক নামে আইডি চালাচ্ছি তখন বুঝতে হবে যে আমি নিজের নাম প্রকাশ করতে চাচ্ছি না! (আশা করি ভুল বুঝবেন না)

তবে কিছুদিন ব্লগে থাকুন। দেখুন, বুঝুন লিখুন তাহলে আস্তে আস্তে সব কিছু জানতে এবং বুঝতে পারবেন! সহজে কাওকে আপন করার দরকার নেই, আবার কাওকে দূরে ঠ্যালারও দরকার নেই! সবার সাথে তাল মিলিয়ে চলবেন, তাহলেই ব্লগিং করে মজা পাবেন! যতটা সম্ভব পোস্ট পড়ে পোস্ট সংশ্লিষ্ট মন্তব্য করার চেষ্টা করবেন! আর আপনার মনে যেটাই চাইবে সেটাই বলবেন, কারো সাহার্য নেওয়ার দরকার নেই!
মনে রাখবেন, আপনার জায়গা থেকে যদি আপনি ঠিক থাকেন তাহলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না! (নতুন দেখে একটু বানী ঝাড়লাম আরকি, কিছু মনে করবেন না) :`>

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: কি অর কমু,, পুরাতন পাবলিক ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কে ভাই? :((

৪১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

এম এইচ নাজমুল বলেছেন: নাহ সমস্যা নাইক্কা। চলতে থাকি। আপাতত আপনি টাইগার ভাই। :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম! ;)

৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

এম এইচ নাজমুল বলেছেন:

ঠিক আছে ভাই??

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একদম, পারফেক্ট! :D
ভাল থাকবেন!

৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কোন ব্যাপার না! আমরা আমরাই তো!
আপনাকেও ধন্যবাদ!

৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩১

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ভালো লাগলো পড়তে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ! মন্তব্যে উৎসাহিত হইলাম!
ভাল থাকবেন!

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: স্বাগত আগেই হয়ে গেছে ভাই। এইটা আমার দুই নাম্বার পোস্ট!
যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ!

৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

রিভানুলো বলেছেন: মিষ্টি খেয়ে বেরিয়ে আসার সময় দয়া করে বিলটা পরিশোধ করে আসবেন। কারণ বিল পরিশোধিত না হলে যদি দোকানদার আপনাদের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে লেখক কোন ক্রমেই দ্বায়ী থাকবে না B:-) B:-/
=p~ ++++++্

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই শুধু লিখে প্লাস দিলে কিন্তু সেটা প্লাসের আওতায় পড়ে না। তার জন্য লাইক বাটনটাতেও ক্লিক করতে হয়!
যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!

৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা চরম হইছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: থ্যাংকিউউউউউউউউউউউ! ;)

৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

সরদার হারুন বলেছেন: লেখার হাত আছে দোয়া করি আরো ভালো করবেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি ভাই, দোয়া করবেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা রইলো!

৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: প্রথম পাতায় লেখার অনুমতি পাওয়ার জন্য, প্রথম পোষ্টের জন্য, লেখাটি নির্বাচিত কলামে স্থান করে নেবার জন্য --- অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন!!!!!

সামুতে স্বাগতম, আপনার পথচলা সুন্দর ও শুভ হোক!!!
শুভ ব্লগিং!!!










-আপনার নাম করে খাওয়া -দাওয়া করেছি, আবার শাড়ী -গয়নাও কিনেছি!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বীথিপুর আগমন, শুভেচ্ছা স্বাগতম! ;)

আহাহা, মোগাম্ব বহুত খুশ হুয়া! তয় আমি শুধু খানাপিনার কথা কইলাম। আর আপনি সাথে শাড়ি-গয়না কিনলেন ক্যা? X((
যাউকগ্গা, নিজের খরচায় কিনছেন তাতে আমার কি? :`>

মন্তব্যে অনেক অনুপ্রাণীত হইলাম আপু!
শুভ কামনা জানবেন অনেক অনেক অনেক বেশি!

৫০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

অর্ধ চন্দ্র বলেছেন: স্বাগতম কবরে বাঘ, ব্যথিত হইলাম বৈকি, তবে শুভকামনা রইলো,

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ব্যাথিত কি কবর কবিতার শ্রাদ্ধ দেইখা হইলেন নাকি কবিতা পইড়া হইলেন বুঝলাম না ভাই?
তবে আপনাকে ব্যাথা দেওয়ার জন্য দুঃখিত! :(
মন্তব্যের জন্য ধন্যবাদ! হ্যাপি ব্লগিং!

৫১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ব্লগ ভ্রমন আনন্দময় হোক :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মনিরা আপা!
শুভেচ্ছা জানবেন! হ্যাপি ব্লগিং! :D

৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

দিশেহারা আমি বলেছেন: চাকরী তো পাইলেন।এবার কামে লেগে যান।

শুভ ব্লগিং :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অবশ্যই ভাই! যথাসাধ্য চেষ্টা করবো! :D
হ্যাপি ব্লগিং....... ! !:#P

৫৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

তার আর পর নেই… বলেছেন: এই বাঘ, আপনাকে ওয়াচে রাখবো বলেছিলাম, এখন দেখছি আপনি আমারে ওয়াচে রাখছেন …
যাউগ্গা , আপনারে দেখে যা বুঝলাম আপনি প্রত্যেক লাইনের শেষে একটা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন … আমার এক মাসের সিনিয়রিটি ফেল … আপনারে দেইখা আমি কিচ্ছু বুঝতেছিনা , যাউগ্গা, পিলাচ, কমু, আপুউউউ, আপা … সাংঘাতিক জটিল …

ভুত আপনারে স্বাগতম জানাইছে দেইখা খারাপ লাগছে … আমাকে স্বাগতম জানায় নাই তো ……

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এই বাঘ, আপনাকে ওয়াচে রাখবো বলেছিলাম, এখন দেখছি আপনি আমারে ওয়াচে রাখছেন …

-জ্বি না, গিয়েছিলাম আপনি নুতন কোন কবিতা টবিতা পোস্টাইছেন কিনা সেইটা দেখতে! কিন্তু নিরাশ হইয়া চইল্লা আইতে হইলু! থেব্রো প্রত্তিবাদ জানাইলাম! ;)

যাউগ্গা , আপনারে দেখে যা বুঝলাম আপনি প্রত্যেক লাইনের শেষে একটা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন … আমার এক মাসের সিনিয়রিটি ফেল … আপনারে দেইখা আমি কিচ্ছু বুঝতেছিনা , যাউগ্গা, পিলাচ, কমু, আপুউউউ, আপা … সাংঘাতিক জটিল …

-আমার কাছে কিলাশ করবেন? তাইলে শিখাইয়া দিমুআনে কেম্বা কইরা মালটি শনাক্ত করতে হয়।
কুনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এক ফাইল থুক্কু এক সেমিস্টারই যথেষ্ট! :`<

ভুত আপনারে স্বাগতম জানাইছে দেইখা খারাপ লাগছে … আমাকে স্বাগতম জানায় নাই তো ……


-আগেই তো কইচি যে, ভুতের লগে আমার একটু দহরম মহরম আছে। তো সেইটা নিয়া আপনের টুয়েলশান উঠনের কি এমন কারণ ঘটিলো...........?? :((

এইবার একটা সিরিয়াস মন্তব্যঃ-
আমারে ওয়াচে রাখার সাহস আপনারে দিছে কে হু? আর কেন আমাকে ওয়াচে রাখবেন? আমি চোর ডাকাতও নই, গুন্ডা বদমায়েশও নই। মশাদের মত আমার হুড়ও নেই হাতির মত শুড়ও নেই! সুতরাং আমাকে ওয়াচে রাখবেন কেনওওওওওওওওওওওওওও? X((

হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই, হোওয়াই
! X((

আপনি যাকে মনে করছেন যে, আমি আপনাকে তার মালটি ভেবেছি। তা কিন্তু ঠিক নয়! আমি আপনার মধ্যে অন্য আর একজনের ছায়া দেখতে পাচ্ছিলাম। তবে আপাতত নিঃস্বন্দেহ! :D
ফুরফুরা মেজাজে বাসাতে উইড়া উইড়া ব্লগিং করুন........!! ;)

৫৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

তার আর পর নেই… বলেছেন: একজনের ছায়া আরেকজনের ভেতরে দেখা যায়! !!!!!!!!!!?!!!!!?!

কিভাবে??????????????????????

শুনেছি ভুতের আছর করলেই এরকম হতে পারে! !!!!??!!!!!!!!!!!!??????!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একজনের ছায়া আরেকজনের ভেতরে দেখা যায়!

-যায়, যদি সেই ছায়াটা সত্যিকারের কায়ায় রুপান্তরিত হয় তাহলে। শুনলে হয়তো আপনার কাছে অনেকটা তত্বকথার মত লাগতে পারে, তাই আর বললাম না। তবে আপনি যদি বুদ্ধিমতী হন তাহলে অবশ্যই বুঝে নিতে পারবেন!
ব্যাপার অনেকটা এরকম, এই যেমন আপনি আমাকেও একজনের মালটি (বলেন নি, অনুমান করলাম। কারণ আপনার মন্তব্যে কিছুটা জাস্টিফাইয়ের গন্ধ পাচ্ছি) বলে মনে করছেন! ঠিক সেই রকম ভাবে আমিও আপনাকে তাই মনে করছি। তবে হলেও আমার কিছু না, আবার না হলেও কিছু না। :D

শুনেছি ভুতের আছর করলেই এরকম হতে পারে!

-হতে পারে, তবে আমি যতদূর শুনেছি ভুতের আছড় পাইলে মানুষ বেদিশা হয়ে গাছের ডালে উঠতে, পানিতে নামতে চায়। কিন্তু আমি তো তার কিছুই চাইলাম না। তাইলে ক্যামনে কি? :`>

অঃ টঃ- মানুষকে বিভ্রান্ত করার মধ্যেও কিন্তু এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভব করা যায়? আমি এখন সেই রকমের আনন্দ অনুভব করছি। আহ, এত আনন্দ কুতায় রাকি........ ;)

৫৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

পলাশমিঞা বলেছেন: পবিত্র মনে ব্লগিং করলে অলীক আনন্দ পাওয়া যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সেটাই...... :D
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৫৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

তার আর পর নেই… বলেছেন: শুনেন, আমি বুদ্ধিমতী নই, বেকুব ( কয়েকজন বলেছে)

আপনার ব্যাখ্যার ধরনটা আমার ভালো লেগেছে। বোধ হয় অন্য কোন কমেন্টে দেখেছি, তাই আপনার পোস্ট এ এসে মজা করছি।

ছায়া - কায়ার ব্যাখাও শুনতে চাই। তত্ত্ব কথা ভাববোনা ।

আর একটা সত্যি কথা বলি, আপনার আগের কবিতা আমার ভালো লাগেনি। কিন্তু ব্যাখ্যার ধরণ ভালো লেগেছে বলেই পোস্টে এসছিলাম। আর আমি জাস্টিফাই করছি ভাবছেন কেন?


আপনি যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেটা বুঝতে পেরেছি। আপনার ব্যাখ্যা আর আপনার 'কুতায় ' একদম যাচ্ছেনা।

পুরোটাই একভাবে বলুন ।

ব্যাখ্যা লিখে রাখেন, কিছুক্ষণ পর এসে দেখে যাবো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: শুনেন, আমি বুদ্ধিমতী নই, বেকুব ( কয়েকজন বলেছে)

-আমি যে বলিনি সেইটা তো শিউর? :D

আপনার ব্যাখ্যার ধরনটা আমার ভালো লেগেছে। বোধ হয় অন্য কোন কমেন্টে দেখেছি, তাই আপনার পোস্ট এ এসে মজা করছি।

-এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? মজা তো আমিও করছি! :(

ছায়া - কায়ার ব্যাখাও শুনতে চাই। তত্ত্ব কথা ভাববোনা ।

-বলবো না!

আর একটা সত্যি কথা বলি, আপনার আগের কবিতা আমার ভালো লাগেনি। কিন্তু ব্যাখ্যার ধরণ ভালো লেগেছে বলেই পোস্টে এসছিলাম। আর আমি জাস্টিফাই করছি ভাবছেন কেন?

-সত্য বলতে এতটা দ্বিধা দ্বন্দে ভুগলে কি চলে। ফান না বুঝলে তো আপনার কাছে কবিতা ভাল লাগবে না সেটাই স্বাভাবিক। আর জাস্টিফাই করছেন বলেছি কারণ আপনি আসলেই আমাকে অন্যকেউ ভাবছিলেন, এই যে ১০ নং মন্তব্যে দেখেন তার প্রমাণ-
তার আর পর নেই… বলেছেন: এই যে বাঘ, এতদিন তো আমি ভুল কইরা আপনারে ভুল ভাবছি। এখন তো দেখতাছি, আপনি ……… তা আপনি রুহী আপুর পরে এতগুলো উ দিলেন কেন?


আপনি যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেটা বুঝতে পেরেছি। আপনার ব্যাখ্যা আর আপনার 'কুতায় ' একদম যাচ্ছেনা।


-যখন মানুষ অসম্ভব রকমের আনন্দে থাকে তখন তার সাঁজানো গোছানো অনেক কিছুই খুবই স্বাভাবিক ভাবে ভুল হয়ে যায়। আর সেই আনন্দটা যদি এমন নির্মল হয় তাহলে তো কোন কথাই নেই। সুতরাং এখানে কোথায় শব্দটা কুতায় হতেই পারে। এটাকে সিরিয়াসলি না নিলেই মনে হয় ঠিক হতো! :(

ব্যাখ্যা লিখে রাখেন, কিছুক্ষণ পর এসে দেখে যাবো।

-যতটা সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তবে এর থেকে আর বেশি কিছু জানতে চেয়েন না, তাহলে আমি বলতে পারবো না। আর হ্যা, আমিও কিন্তু আপনার সাথে মজাই করছি। আমার মনে হয় আপনি শুধু শুধু ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন! :((

৫৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আরণ্যক রাখাল বলেছেন: =p~
অভিনন্দন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: থ্যাঙকিউউউউউউউউউ! ;)

৫৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: বাঘভাই এক পোস্টেই বাজিমাৎ। আপনার ভবিষ্যৎ উজ্বল।
তবে এই অসম্ভব বেদনাময় প্রিয় কবিতার প্যারোডি করাটা কি ঠিক হলো?
এখন থেকে কবিতাটি মনে পড়লেই তো দুঃখবোধের বদলে আপনার এই কমেডিটাই মনে পড়ে যাবে।
না কাজটা ঠিক করলেন না ভাই।
এবার আপনার লেখা কবিতা পড়তে চাই। রম্য হলেও ক্ষতি নেই। আপনাকে দিয়েই হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: যদিও এই ব্যপারটা নিয়ে ১৫ নং মন্তব্যের প্রতিউত্তর একবার বলেছি। তারপরেও আরো একবার বলছি-
আপু, মূলত জসিম উদ্দীন এবং উনার লেখা এই কবর কবিতাটা আমার অনেক প্রিয়! তাছাড়াও কবর কবিতার ভাব, ভাষা, ছন্দ সব কিছুই অনেক সহজ সরল বোধগম্য! আর উক্ত কবিতার ছন্দে কবিতা লিখতেও বেশ মজা লাগে। এটা শুধুমাত্র কবর কবিতারই ছন্দের একটা অনুকরণ মাত্র, অন্য কিছু নয়!

তবে কবর কবিতাটা তার নিজ গুণেই বিখ্যাত! জসিম উদ্দীনের জীবনিতে পড়েছি, উনি ছাত্রাবস্থাতেই এই কবিতা রচনা করেন। এবং সম্ভাবত উনিই একমাত্র কবি যিনি ছাত্র থাকা অবস্থাতেই উনার এই 'কবর' কবিতাটি পাঠ্য বইয়ে স্থান পায়! সুতরাং আমার মনে হয়না, কবর কবিতা পাঠের সময় আমার এই পুচকে রম্য কবিতাটি তার উপরে কোন প্রভাব ফেলবে।

আমি অবশ্য কবি না। তবে যথা সম্ভব আপনার বলা কথাটাকে রাখতে চেষ্টা করবো। ;)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৫৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

তার আর পর নেই… বলেছেন: নাহ্, আপনি বলেননাই যে একদম শিওর। একজনই বলেছে তাও আবার পাগল । বছরে দুবার পাগল হয়, বছরের শুরুতে আর শেষে। আর আমি নিজেকে অনেকবার বলি।

যাইহোক, শায়মা অনেক পরিচিত মুখ, পেশাগত জীবনেও পরিচিত। ( আন্দাজ করেছি)

আর আমি মফস্বলের সাধারণ মানুষ। তাই ছায়া কায়া ভেবে ভুল করবেন না।

শায়মার সাথে এই কবিতা খেলায় আমার খুবই ভাল লাগছে, এই দিক দিয়ে সে আমার কাছে জিনিয়াস।
এরকমটা দেখি যে কেউ তেমন খুব ভাল রেসপন্স করেনা। কিন্তু আমার খুব ভাল লাগে। বোধ হয় শায়মার ও ।

ভাল থাকবেন।
শুভকামনা থাকলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি সম্পূর্ন ভুল ভেবেছেন। আমি অবশ্য আগেই একবার বলেছি, আপনি যাকে ভাবছেন যে আপনার নিকটা তার মালটি তাহলে আপনি ভুল ভাবছেন। আমি কখনই বলিনি (প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে) আপনারর নিক টা শায়মার মালটি। তাছাড়া হইলেও কি আর না হইলেও কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না।

আমি এখানে ব্লগিং করতে এসেছি মালটি সনাক্ত করতে নই। সুতরাং আপনি আপনার মত ব্লগিং করবেন, আমি আমার মত। আপনার পোস্ট যদি আমার কাছে ভাল লাগে তাহলে সেখানে আমার ভাল লাগাটা জানিয়ে আসবো। খারাপ লাগলেও অকপটে জানাবো। আর আপনিও তদ্রুপ করবেন।

আর শায়মাকে নিয়ে আশাকরি কিছু বলবেন না। কারণ এইখানে কোত্থাও আমি শায়মার নাম উল্লেখ করিনি। সুতরাং শুধু শুধু উনাকে টেনে আনার কোন মানে হয় না!

আর একটা কথা, হঠাৎ করে আপনি রেগে গেলেন কেন বুঝলাম না? ভুল হইলে 'স্যরি'!
আপনিও ভাল থাকবেন।

৬০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

থার্মোমিটার বলেছেন: কবি গুরু নমস্কার !!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কারে কইলেন ব্রাদার? :((
আমি ঐসব গুরু টুরু নই! সাধারণ মানুষ!

৬১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

আমি মিন্টু বলেছেন: সামু পরিবারে আপনাকে স্বাগতম । :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই!
শুভ কামনা জানবেন!

৬২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি ব্লগিং ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ!
হ্যাপি ব্লগিং...... !:#P

৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মিষ্টি খাইয়া টাকা না দিয়াই চলে আসছি। আপনে দিয়া দিয়েন। ;)

রিমিক্স্ কোবতে দারুণ হইছে।

আশা করি অচিরেই সেফ হবে। তার জন্য অগ্রীম অভিনন্দন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মিষ্টি খাইয়া টাকা না দিয়াই চলে আসছি। আপনে দিয়া দিয়েন।

-ভাই এমন তো কথা ছিল না? আপনাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বার্তাটা আর একবার পড়ার জন্য অনুরোধ করা হলো! :`>

রিমিক্স্ কোবতে দারুণ হইছে।

-থ্যাংকিউ!

আশা করি অচিরেই সেফ হবে। তার জন্য অগ্রীম অভিনন্দন।

-ভাই, হালকা একটু মিসটেক কইরালচেন! আমি সেফ হওয়ার পরেই এই পোস্টটা করেছিলাম! ;)
যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৬৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

অপর্ণা মম্ময় বলেছেন: পলাশমিঞা বলেছেন: পবিত্র মনে ব্লগিং করলে অলীক আনন্দ পাওয়া যায়।

--- সিরিয়াসলি খুব মজা পেয়েছি কমেন্টটা পড়ে। তবে কথা সত্য সেটা ব্লগিং হোক আর জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক। নিয়ত সাফ হওয়া দরকার।

ফেইক হোক মাল্টি হোক ব্লগিং করতে থাকেন। আনন্দিত হতে থাকেন, অন্যকেও আনন্দিত করেন।
ভালো থাকেন। হ্যাপি ব্লগিং

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সাম্প্রতিক ব্লগ পর্যবেক্ষন তালিকায় আপনার নামটা দেখেই বুঝেছিলাম, "খুব শীঘ্রোই আপনার একটা জ্ঞানগর্ভ মন্তব্য আমি পেতে চলেছি!" ;)

অনুমানটা যে ভুল ছিল না সেটাতো স্বচোক্ষেই দেখতে পাচ্ছি!
আপু ব্লগিংয়ে শুধু নিয়ত ছাফ নয়, "সুরও আছে, তালও আছে। কিন্তু আশে পাশে ত্যানা প্যাচানো দেখলে সেইটা একটু চড়া বাজে"!

যাহোক, আপনার মন্তব্যটা পেয়ে অনেক ভাল লাগলো!
আমার কথাও তাই, রিয়েল হোক/মাল্টি হোক। ব্লগিং করে যাবো প্রতিনিয়ত!
দোয়া করবেন! হ্যাপি ব্লগিং!

৬৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: আমার ব্লগিং করতে এখন ভয় লাগে। তাই পদচারনা আবার কমিয়ে দিয়েছি। আমি রম্য পোস্টেও ফানি কমেন্ট করতে পারি না, জ্ঞানি কথা, ভাব, উপদেশ চলে আসে। তাই আমার নরমাল ভাবে বলা কথাকেও সিরিয়াস মনে হতে পারে। এনিওয়ে আমি সুর,তাল, ত্যানা প্যাচানিতে খুব একটা দক্ষ না। তাই ব্লগিং হবে লিমিটেড :)
দোয়া রইলো ফর হ্যাপি ব্লগিং
আবার দেখা হবে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার ব্লগিং করতে এখন ভয় লাগে। তাই পদচারনা আবার কমিয়ে দিয়েছি।

-এটাকে আমি মোটেও মেনে নিতে পারছি না। ভয় নিয়ে কখনো ব্লগিং হয় না। আশা করবো আপনি আগের থেকে আরো বেশি এ্যাক্টিভ থেকে ব্লগিং করুন।

আমি রম্য পোস্টেও ফানি কমেন্ট করতে পারি না, জ্ঞানি কথা, ভাব, উপদেশ চলে আসে। তাই আমার নরমাল ভাবে বলা কথাকেও সিরিয়াস মনে হতে পারে।


- একটুও বাড়িয়ে বলছি না। সামহোয়্যার ইন ব্লগে বর্তমান সময়ে, সুন্দর এবং সৃজনশীল মন্তব্যকারীদের মধ্যে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনিও একজন। সুতরাং আপনার মন্তব্যকে সিরিয়াসলি নেওয়ার কোন কারণই নেই। তাছাড়া, ফান পোস্টে মন্তব্যটা কোন ব্যাপার না। ফান বুঝেলেই হলো...!! ;)

এনিওয়ে আমি সুর,তাল, ত্যানা প্যাচানিতে খুব একটা দক্ষ না। তাই ব্লগিং হবে লিমিটেড

-কিছু মনে করবেন না আপু, আমার আবার সব বিষয়ে চুলকানি টা একটু বেশি। সুতরাং আমার ব্লগিং হবে আনলিমিটেড! :`>

দোয়া রইলো ফর হ্যাপি ব্লগিং
আবার দেখা হবে


-থ্যাঙ্কিউ! অবশ্যই দেখা হবে। পথে বিপথে, কিংবা ভুল করে, হয়তো অন্য কোথাও!
পূন মন্তব্যে আবারও অনেক অনেক ধন্যবাদ!

৬৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

অগ্নি সারথি বলেছেন: স্বাগতম। কুবিতা বালাইচে। হ্যাপি ব্লগিং।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঠ্যাঙ্খিউ...... ;)

৬৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

আইএমওয়াচিং বলেছেন: মজা পাইলাম ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বস, মজা নিজে নিজে নিয়া গেলেন? তার আবার লেটে আইসা? :(
যাউক্কগা, ধন্যবাদ নিয়েন! ;)

৬৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন: এসেছে নতুন বাঘ

ছেড়ে দিতে হবে বাদাবনের ২০ বর্গমাইল!
এমন কবিতা পেলে তবে আপত্তি কি আর!!

চলুক!
হালুম হালুম!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ২০ বর্গমাইল লাগবো না ভাই। আপাতত প্রথম পাতার এক কোনে একটু জায়গা ফাঁকা রাখলে ব্লগ ফাইয়ালবাম! আন্নেরা খালি দোয়া রাইখেন! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৬৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

মহা সমন্বয় বলেছেন: এ এমনই একটা পোষ্ট এখানে যারা মন্তব্য করতে পারল না তারা তো হতভাগ্য রয়ে গেল... :)

অসাম, চমৎকার, জব্বর,জটিল, জবরদস্ত !!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পাঁচ রকমের বিশেষণে তো নিজেরে পঞ্চ পান্ডব মনে হইতাছে ভাই? তয় আসোনের সময় দু'একজন কে সঙ্গে সাথে কইরা নিয়ে আইতে পারলেন না? ;)

চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা রইলো!

৭০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একদম বল চলে গেছে মাঠের বাইরে!

বুঝলাম, আপনার জায়গাটা খালি ছিল।

সবসময় আনন্দে থাকবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ওভার বাউন্ডারি হাকাতে গিয়ে যাতে কট না হয়ে যাই সেজন্য দোয়া করবেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা রইলো!

৭১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

এন.এ.আনসারী বলেছেন: আমি কি অপরাধ করেছি, যে আমাকে প্রথম পেজে আসতে দেওয়া হচ্ছে না

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সেইটা আমি ক্যামনে কমুরে ভাউ? হয়তো আপনার ব্লগিংটা মডুগো ভালা লাগে না, তাই ব্যান কইরা দিছে! এইখানে বেশি ভালা পুলাগো ভাত নাইরে ভাই! খারাপ হইতারলে ভাত পাইবেন..........!! ;)

যাউকগা, আপনি ফিড ব্যাকে মেইল করে দেখেন সমস্যার সমাধান হয় কিনা!

৭২| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

এন.এ.আনসারী বলেছেন: অনেক অনেকবার মেইল করেছি কোন উত্তরি দিচ্ছে না সামু, আজ তিন মাস হতে যাচ্ছে কি কারন, সেটাও তো বলচে না আবার হ্যা বা না সেটাও বলচে না

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার যতদূর ধারনা, সম্ভাবত আপনি সামুর নীতিমালা বিরুদ্ধ কোন কাজ করেছিলেন সেজন্যই কর্তৃপক্ষ আপনাকে প্রথম পাতায় পোস্ট ব্যান করে রেখেছে। হয়তো উষ্কানিমূলক/কাওকে আক্রমন করে কিংবা যে ধরনের পোস্ট করলে সামুর নীতিমালা ভঙ্গ হয়, সেই ধরনের কোন পোস্ট করেছিলেন? তবে আপনি সামুর ফিডব্যাকে মেইল পাঠানোর পরেও মডারেশন থেকে এর কোন ব্যাখ্যা না দেওয়াটা সত্যিই দুঃখজনক! তবে আমি যতদূর জানি, কাওকে ব্যান করা হলে অবশ্যই তাকে নতুন কোন নোটিশ পাঠিয়েই তারপর তাকে ব্যান করা হয়।

আপনি আপনার 'ব্লগ ইনফরমেশন প্যানেলে'এর নিচে "নতুন নোটিশ"-এ ক্লিক করে দেখুন, ঠিক কি কারণে আপনাকে সামু প্রথম পাতাতে পোস্ট প্রকাশের এক্সেস দিচ্ছে না? সেখানেই আপনাকে ব্যান করে রাখার যথপোযুক্ত কারণ উল্লেখ করা আছে বলে আমার বিশ্বাস।

তবে এছাড়াও আপনি ফেসবুকে মোজাদ্দিদ আর ফেসানি জাদিদ বা কাল্পনিক_ভালবাসা ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। এই ব্যাপারে উনার সাথে কথা বলে দেখতে পারেন, উনি কি বলেন। কারণ বর্তমানে উনি সামুর মডারেশনের দ্বায়ীত্বে আছেন। আমি বর্তমানে ফেবুতে কম যাই, না হলে আমিও রিকোয়েস্ট করে দেখতাম আপনার এই বিষয়টা! তবে উনার অনুমতি ব্যাতীত উনার ব্যক্তিগত ফেবু লিংকটা শেয়ার করা ঠিক হবে না বলে লিংকটা দিলাম না। তবে আপনি ফেবুতে উনার নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

তাছাড়া কেন আপনাকে ব্যান করা হবে না? এ ব্যাপারে সুন্দর যুক্তি উপস্থাপন করে আপনি পূনরায় ফিডব্যাকে একটা মেইল করেন। এবং উক্ত মেইলটা বর্তমানে নোটিশ বোর্ড কর্তৃক যে পোস্টটা স্টিকি করা আছে সেখানেও প্রকাশ করতে পারেন। তাহলে সেটা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে বলে আমার মনে হয়। তবে কোন প্রকার আক্রমনাত্মক মন্তব্য প্রকাশ না করাই ভাল হবে।

আর কোন কিছুতেই যদি কাজ না হয়, তাহলে সর্বশেষ পদ্ধতী হিসাবে আপনি আবারও নতুন একটা নিক খুলতে পারেন। এবং উক্ত নিকটা দিয়ে তথ্যসমৃদ্ধ পোস্ট করা সহ সৃজনশীল মন্তব্য প্রকাশ করতে থাকুন। তাহলেই আপনার ব্লগিং জীবন আবার আগের মত হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক যে, নিজের পছন্দের কোন জিনিস কেউ সহজে হারাতে চায় না। কিন্তু এটা তো অন্তত মন্দের ভাল হবে, সেইজন্যই পরামর্শটা দিলাম।

আর একটা কথা, আমি মডারেশনের কেউ না। সুতরাং আপনার এই ব্যাপারে শুধুমাত্র দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। তবে অবশ্যই আশা করবো যাতে আপনার নিকটার লেখা পূর্বের ন্যায় আবারও প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হোক। পরিশেষে আপনার কামনা করি, আপনার ভার্চুয়াল জীবন সুন্দর এবং সুখের হোক!

ভাল থাকবেন! হ্যাপি ব্লগিং!

৭৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~
পল্লী কবি এই কবিতা দেখলে কবিতা লেখা ছেড়ে দিতেন.....
সব কবিতা আপনাকে দিয়ে লেখাতেন ;)

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমিও আপনার সাথে সহমত! ভাগ্গিস সেই সময়ে আমার জন্মই হয় নাই। নইলে যে কি কেলেংকারিটাই না হয়ে যেত! শেষটায় হয়তো 'কবর' লিখতে গিয়ে 'বকর' লিখে বসে থাকতাম! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই! শুভ কামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.