![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
{♠ No Commitment, No Appointment, Only Punishment ♠}
প্রিয়তমা,
কখনো কি উত্তাল সাগরের বুকে পাল তোলা নৌকার মাঝিকে দেখেছো?
কীভাবে তারা ভয়ংকর দানবীয় সেই ঢেউয়ের মাঝে নিজেদের তরীকে সামলায়!
কখনো কি দিগন্তহীন নীল আকাশের বুকে শঙ্খচিলকে উড়তে দেখেছো?
কীভাবে সে জমীনের দিকে তাকিয়ে তার খাবারের খোঁজ নেয়!
কখনো কি মরুভূমির জাহাজ উটকে দেখেছো?
কীভাবে সে পানি জমা রাখে নিজের পেটের মধ্য!
কখনো কি দূর্বা ঘাসের ডগায় লাল পিপড়াকে দেখেছো?
কীভাবে সে যুগ যুগ ধরে জমিয়ে রাখে তার খাদ্য!
কখনো কি শিশির স্নাত ঘাসে জমে থাকা নীল পানিকে দেখেছো?
কীভাবে রৌদ্রের আলো পড়ে সেটা ঝিকমিক করে!
কখনো কি পিপীলিকার পাখা গজাতে দেখেছো?
কীভাবে তারা উড়ে উড়ে আগুনে পুড়ে মরে!
হাসছো কেন তুমি?
ভাবছো কি তাই এবার বুঝি পাগল হলাম আমি?
তোমার যেমন লাগুক এটাই, আমার পাগলামি!
যখন কষ্ট গুলো সব এই ব্যাথাতুর হৃদয়ে আঘাত হানে,
তখন যে এর থেকে ভাল কোন কাব্য আর বের হয় না।
যখন নিঃশ্বাস গুলো সব ভারি হয়ে ওঠে তোমার পথ পানে চেয়ে,
তখন যে আর মন মানতে চায় না।
ভাবছি যদি মানুষ না হয়ে কোন এক বট বৃক্ষ হতাম,
তাহলে তো অন্তত ছায়া দিয়ে তোমাকে শীতল করতে পারতাম।
শত ধিক এই মানব জন্মে যদি না পাই তোমায়,
তাহলে কিন্তু সত্যিই আমি বলবো পৃথিবী বিদায়!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পাঠ, প্লাস এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রাজপুত্র!
শুভ কামনা জানবেন!
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
তার আর পর নেই… বলেছেন: কবিতার মত লাগেনি।
ভাবছো কি তাই এবার বুঝি পাগল হইলাম আমি?
কবিতায় এরকম লাইন হয় কিনা বুঝতে পারছিনা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সবার কবিতা এক রকম হয় না। ব্যক্তি বিশেষ একটু ভিন্ন হইলে সমস্যা কি? তাছাড়া আমি ভাল কবিতা লিখতে পারি না সেটাতো আগেই বলেছি! ধন্যবাদ সরাসরি কথাটা বলার জন্য!
বাই দ্যা ওয়ে, কোথায় জানি দেখছিলাম আপনি নাকি আর অপরিচিত কারো মন্তব্যের প্রতিউত্তর করবেন না? তো অপরিচিত কারো পোস্টে মন্তব্য করাটাও কি ঠিক হবে?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
সুমন কর বলেছেন: শেষে বেশি ভালো হয়েছে। সুন্দর !
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ সুমন'দা!
ভাল থাকবেন!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাবছি যদি মানুষ না হয়ে কোন এক বট বৃক্ষ হইতাম,
তাহলে তো অন্তত ছায়া দিয়ে তোমাকে শীতল করতে পারতাম।
বাহ চমৎকার, ভালো লাগা রেখে গেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনেক ধন্যবাদ তুহিন ভাই, শুভ কামনা জানবেন!
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
অগ্নি সারথি বলেছেন: দূর্বা ঘাসের ডগায় লাল পিপড়া কি করে? পরে উত্তর পেয়েছি অবশ্য---
হাসছো কেন তুমি?
ভাবছো কি তাই এবার বুঝি পাগল হইলাম আমি?
তোমার যেমন লাগুক এটাই, আমার পাগলামি! -
ঠিকাচে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি ভাই, এটা আমার এক ধরনের পাগলামিও বলতে পারেন। মাঝে মাঝে পাগলামির মধ্যেও একটা আলাদা ফিলিংস কাজ করে......
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
তানজির খান বলেছেন: ভাল লাগলো কবিতা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ তানজির ভাই!
শুভেচ্ছা রইলো!
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
আরণ্যক রাখাল বলেছেন: আমি যতদূর জানি কিভাবে শব্দটা ভুল। কীভাবে। ঈ কার।
কবিতাটা মোটামুটি লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য! ঠিক করে নিয়েছি।
ভাল থাকবেন!
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১
অপূর্ব আফজাল বলেছেন: শিরোনাম সুন্দর।কবিতা মোটামুটি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি ভাই, শিরোণামটা ঠিক রেখে কবিতাটাকে একটু ভিন্নমাত্রায় প্রকাশ করেছি। ইচ্ছা করেই বলতে পারেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
অনেক অনেক শুভ কামনা!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
আবু শাকিল বলেছেন: পাগলামি র জয় হোক সে আসুক বিদায়ের আগে !!
ইয়ে মানে পোষ্টে খোঁচা দিবেন না। ভূল বোঝাবুঝির অবসান হোক !!!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একদম না, আবু শাকিল ইজ দ্যা বেস্ট ব্লগার ইন আওয়ার সামু ব্লগ......
আপনাকে আমি খোঁচাইতে পারি?
সিরিয়াসলিঃ "আমার প্রিয় ব্লগারদের তালিকায় আপনি একজন"
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
ইয়েলো বলেছেন: গন্তব্য না জানলে পোস্ট না করে রেখে দিন
ভাল লাগল । ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কন কি ভাই, তাই বলে মনের কথাডাও কি কইতারুম না?
না, না, এইটা আমি মানুম না......
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা রইলো!
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
নুরএমডিচৌধূরী বলেছেন:
যখন কষ্ট গুলো সব এই ব্যাথাতুর হৃদয়ে আঘাত হানে,
তখন যে এর থেকে ভাল কোন কাব্য আর বের হয় না।
যখন নিঃশ্বাস গুলো সব ভারি হয়ে ওঠে তোমার পথ পানে চেয়ে,
তখন যে আর মন মানতে চায় না।
ভাল লাগলো কবিতা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নুরু ভাই!
শুভ কামনা জানবেন!
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
আবু শাকিল বলেছেন: আমারে মাঝখানে ফালাইয়া গোল দিলে কিরাম লাগে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: খুব খারাপ লাগে। কার এত বুকের পাটা যে, আপনারে মাঝে ফ্যালাইয়া গোল দিতাছে? নামডা কন চাই, তারে হালুম দিয়া একটু ভয় দেখাইয়া আহি.....
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
নীলপরি বলেছেন: কখনো কি উত্তাল সাগরের বুকে পাল তোলা নৌকার মাঝিকে দেখেছো?
কীভাবে তারা ভয়ংকর দানবীয় সেই ঢেউয়ের মাঝে নিজেদের তরীকে সামলায়!
ভালো লাগলো ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নীলপরি!
ভাল থাকবেন!
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
আইএমওয়াচিং বলেছেন: বাহ ! আবেগের কী সহজিয়া প্রকাশ ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, আবেগ কন্ট্রোলে না রাখতে পারলে সেটা এভাবে লিখে প্রকাশ করাই মনে হয় উত্তম!
মন্তব্য ভাল লাগা জানবেন!
ধন্যবাদ!
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: পৃথিবী বিদায় বলা যাবে না ! কবিতা লিখবে কে তবে !!
ভাল লেগেছে কবিতা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঊহু, কোন সমস্যা নেই, কথাকথি তো অাছেই! সেই ব্লগ বাসিকে সুন্দর সুন্দর উচ্চমর্গীয় কবিতা উপহার দেবে.....
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
অগ্নি কল্লোল বলেছেন: ভাল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ!
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫
রাবেয়া রাহীম বলেছেন: আকুলতা মন ছুয়ে গেল । খুব ভাল লাগা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ রাবেয়া আপা, শুভ কামনা জানবেন!
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৫
ফেরদৌসা রুহী বলেছেন: বাঘ মামার কবিতা ভাল হয়ছে।
অনেক ভালো লেগেছে পড়তে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পড়তে ভাল লেগেছে জেনে খুশি হলুম রুহীপু!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা রইলো!
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
জনৈক অচম ভুত বলেছেন: কবিতা ভাল লেগেছে। তবে শিরোনামটা বেশি ভাল লাগল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, এমন হইতেই পারে।
অনেক সময় কবিতা ভাল হয়, কিন্তু শিরোণাম ভাল হয় না। আবার শিরোণাম ভাল হইলে কবিতা ভাল হয় না!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভুত ভাই!
শুভেচ্ছা জানবেন!
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
জুন বলেছেন: বাঘের কবিতা বলে কথা, যেমন তার শিরোনাম তেমন কবিতার ঝলকানি ।
অনেক ভালোলাগা রইলো রয়েল বেঙ্গল টাইগার
+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জুনাপু!
মন্তব্যে ভাল লাগা সহ শুভ কামনা রইলো!
অঃ টঃ- 'কবিতার ঝলকানিতে পাঠক দিশেহারা হইলে তার জন্য লেখক কোন ক্রমেই দ্বায়ী থাকবে না........'
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
আরজু পনি বলেছেন:
আপনার লেখার শিরোনামটা বেশ হয়েছে...লেখাও বেশ লাগল । তবে অন্যের মন্তব্যে আপনার জবাবগুলো পড়ে দারুন লাগে...মানে বেশ জীবন্ত...আনন্দে ভরপুর ।
এমনই থাকুন...সবসময় ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আরজু পনি আপা, চমৎকার মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ!
আমি ব্লগে থাকা কালিন সময়ে যতটা সম্ভব চেষ্টা করি অন্যের মনে আনন্দ দানের জন্য! সেটা হোক আমার নিজের পোস্টে অথবা অন্যের পোস্টে! আরে ব্লগিং করি তো আনন্দ পাওয়ার জন্য। সুতরাং এখানে এসে যদি মুখ গোমড়া করে বসে থাকি, তাহলে কেমন হয় বলেন......?
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো!
ভাল থাকবেন!
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শিরোনামটা আকর্ষণীয়। সেই সাথে লেখাও ভাল লাগছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, সবাই দেখি শিরোণামের বেশ প্রশংসা করছে? আমি আবেগে আপ্লুত হইয়া ডিগবাজি খাইতেছি!
"A beautiful name is greater than a lot of wealth"
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
অপর্ণা মম্ময় বলেছেন: শুধু শিরোনামটাই ভালো লাগলো।
ভালো থাকুন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পরবর্তিতে ভিতরের লেখাটাকেও ভাল করার চেষ্ট করবো অপর্ণা আপু!
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন!
শুভ কামনা রইলো!
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
মৃদুল শ্রাবন বলেছেন: আবু শাকিল বলেছেন: পাগলামি র জয় হোক সে আসুক বিদায়ের আগে !!
সমকামনা আই মিন আমিও এটাই চাই।
সুন্দর কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাগ্গিস 'ম' এর পরে 'ঈ' কার দেন নাই!
মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রাদার!
শুভ কামনা জানবেন!
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
মোস্তফা সোহেল বলেছেন: বেশ লাগল ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই!
শুভ কামনা জানবেন!
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
কল্লোল পথিক বলেছেন: কবিতা ভাল লাগলো ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক!
অনেক অনেক শুভ কামনা!
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: অসাধারণ !বেশ ভাল লাগলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ জুয়েল ভাই! শুভ কামনা রইলো!
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
বৃতি বলেছেন: চিঠি পড়তে আমার বরাবরই ভালো লাগে। মনে হয় যে আবেগগুলো সেখানে বেশ স্পষ্টতা পায়। কবিতাটি প্রিয়তমাকে লিখা চিঠি হিসেবে পড়তে বেশ ভালো লাগলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একদম ঠিক! একটা চিঠি, যা হৃদয়ের কথা বলে, আবেগ, অনুভূতি আর ভাল লাগার কথা বলে। চিঠি পড়তে আমারও অনেক ভাল লাগে, তবে আমার নিজেরটা নয়। অন্যের লেখা চিঠি লুকিয়ে লুকিয়ে পড়তে......
মন্তব্যের জন্য ধন্যবাদ বৃতি আপু!
শুভ কামনা জানবেন!
২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
মোবারক আলী আফতাব বলেছেন: +.+.+.+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ!
৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: শত ধিক এই মানব জন্মে যদি না পাই তোমায়। দারুণ লেখছেন টাইগার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রাণা ভাই!
শুভ কামনা রইলো!
৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
কালনী নদী বলেছেন: অস্থির
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জীবনের শত অস্থিরতা কমিয়ে ফেলতে আপনি কলিকাতা হারবাল/মাদরাজ হারবালের সাহায্য নিতে পারেন। যতদূর জানি ওদের ঔষধ খুব কাজ করে। এক ফাইলই যথেষ্ট। আশাকরি আপনার অস্থিরতা দ্রুত কমে যাবে......
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা রইলো!
৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: জুছনা রাতে ফুটোক আলো
তুমার কবিতায়।
হাজার চেস্টা বৃথা না হোক
হোক আলো ময়।
লেখো তুমি চমৎকার
হাসতে কবু মানা নেয়
তবু হাসতে হয়।
ধন্যবাদ আপনাকে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতাটা খুব ভাল লাগলো। তবে টাইপিংয়ের ব্যাপারে আরো একটু সচেতন হতে হবে! এ ব্যাপারে আপনি আধুনিক বাংলা অভিধানের সাহায্য নিতে পারেন! আশাকরি আপনার সমস্যাটি আর থাকবে না.....
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা!
৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
আরুশা বলেছেন: ভালো লাগলো ++++++্
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য ট্রিপল ধন্যবাদ!
শুভ কামনা রইলো!
৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতার দারুণ লাগল।
তবে আপনার মন্তব্য আরোও চমৎকার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সবাই শিরোণামেরও প্রশংসা করছিল, আপনি তো ঐ ব্যাপারে কিছু কইলেন না?
মন্তব্যের জন্য বঙ্গ ভাইকে একটু রঙ্গ কইরা থ্যাংস জানাইলাম!
শুভ কামনা জানবেন!
৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: পৃথিবী বিদায় বলবেন কেন ভাই তারচে বটগাছ হওয়ার চেষ্টা করুণ সুশীতলল ছায়া দিতে পারবেন অফুরান। ভালোই হয়েছে বেশ ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আরে কবিতায় বিদায় বলছি বলেকি সত্যিই বিদায় হচ্ছি নাকি? ঐটা হইলো গিয়া আবেগ। ক্লাস সেভেনে থাকতে একটা মেয়েকে ভালবাসতাম। পরে সে কিছুতেই আমার ভালবাসাকে মানতে চায় না। তো একদিন হাতে সুঁই ফুটিয়ে তার নাম লিখে তাকে দেখালাম। তারপর দু'জনের মধ্যে সেকি পেরেম।
তবে গত কয়েকদিন আগে সে ফোন করছিল। আমি নাকি আবারও মামা হতে চলেছি। এবারেরটা দিয়ে তার বৈবাহিক ফলাফল হবে সর্বমোট তিনজন! ভাবেন একবার?
চার্লস ডারউইন কিছু বিবর্তন বাদের সূত্র দিয়ে গিয়েছে। আর তার সর্বশেষ বিবর্তনের সূত্রটি হলো-
"প্রত্যেকটা ব্যার্থ প্রেমিক পরবর্তি পাঁচ থেকে দশ বছরের মধ্যে তার প্রাক্তন প্রেমিকার বাচ্চার মামায় বিবর্তিত হয়"
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ডাক্তার'দা!
শুভ কামনা জানবেন!
৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
প্রামানিক বলেছেন: শত ধিক এই মানব জন্মে যদি না পাই তোমায়,
তাহলে কিন্তু সত্যিই আমি বলবো পৃথিবী বিদায়!
শেষমেশ এইডা কি কইলেন? আপনি বট গাছ হইতে চাইয়া আবার বিদায় বলতেছেন কেন?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হ রে ভাই, চাইছিলাম তো বটগাছ হইতে, কিন্তু সম্ভাবত আবদারটা ভুল সময়ে কইরালচি। ফাল্গুনের প্রথম সপ্তাহের মধ্যে দেখি বটগাছ সব ন্যাড়া হইয়া যাইতাছে। মানে গাছে একটাও পাতা নাই। আর সেই দুস্কেই তো.....
(ওরে কে কুতায় আছিস একটা তোয়ালে দিয়ে যারে? চোক্ষের পানি থামাতারি না যে..... )
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই!
শুভ কামনা রইলো!
৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
লুতপাইন বলেছেন: যেন তোমারই কাছে জমে অভিমান আছে।মানে খামের ভেতরে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, তয় সেই অভিমান আর খামের মধ্যে না থেকে কবিতা হয়েই বাইরে চলে আসছে। এটাকে আপনি নিউটনের তৃতীয় সূত্রের রি-এ্যাকশানও বলতে পারেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
তার আর পর নেই… বলেছেন: আমি সবারটাতেই কমেন্ট করি।
অফ টপিক : আপনি কাকে আপু আর কাকে আপা বলেন? এক্ষেত্রে কি নির্দিষ্ট ব্যাকরণ আছে আপনার? আমাকে কি বলবেন? আপু না আপা?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একদম সত্যি কথা বলছি। আমি এই কবিতাটা পোস্ট করেছিলাম শুধুমাত্র আপনার জন্য। মানে আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানবার জন্য। আমি জানতাম, কবিতাটা ভাল খারাপ যাই হোক, আপনি আমার পোস্টে অবশ্যই মন্তব্য করতে আসবেন। আশ্বাস নয়, কথাটা বলছি সম্পূর্ন বিশ্বাস থেকে।
আপনার প্রশ্নের আমি উত্তর দেবো। যতটা সম্ভব যৌক্তিক ভাবেই। তবে তার আগে যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তাহলে বলবো। নয়তো বলবো না!
আপনি ভার্চুয়াল জগতে পরিচিত বলতে ঠিক কি বোঝেন?
রক্তের সম্পর্কের কেও? বন্ধু-বান্ধব? নাকি আত্মীয় স্বজন? কোনটা?
অনেক খারাপ লাগছিল যখন আপনার পোস্টে আপনি বলেন যে আপনি "টাইগারকে চেনেন না, সুতরাং তার মন্তব্যেরও উত্তর করবেন না"!
আমি তো আপনাকে আক্রমণ করে কোন কথা বলিনি? তাহলে আমার ব্যাপারে আপনার এমন ধারনাটা কেন হলো একটু বলবেন? প্রশ্নটা আমি আপনার পোস্টেই করতাম। তবে ঐখানে ত্যানা প্যাচানোটা বেশি হচ্ছিল বলে নিজেকে বহু কষ্টে কন্ট্রোল করি। আপনার যদি ধারনা হয়ে থাকে যে, আপনার পোস্টে মাল্টি দিয়ে যে মন্তব্যগুলো করা হয়েছিল সেগুলো আমি করি তাহলে সেটা ভুল। কারণ কাজের চাপে এমনিতেই একটা আইডি চালাতে পারি না, তার উপর মাল্টি চালাবো কখন?
তাছাড়া আপনিও ব্যক্তিগতভাবে আমাকে কোন আক্রমণ বা খোঁচা মারেন নি। সুতরাং আমি শুধু শুধু আপনাকে বিরক্ত করতে যাবো কেন?
৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শিরোনাম বেশ কবিতাও মন্দ লাগেনি!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঈপ্সিতা আপুর বাসায় একদিন খানা পিনা করার জন্য আমার দাওয়াত রইলো! যেভাবে লোভ দেখানো পোস্ট করেন, দাওয়াত না নিয়ে উপায় আছে?
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু!
শুভ কামনা জানবেন!
৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
সোজোন বাদিয়া বলেছেন: মিস করে ফেলেছি। আর একটু আগে মন্তব্য করতে পারলে ভাল হতো। তীব্র নাম, সুতীব্র আবেগ। তবে, মনে হচ্ছে শব্দগুলোয় একটু লাগাম পরাতে হবে। আর নিজের নাকে অবশ্যই। আমাদেরকে ছাড়বেন কেন? আর ভাই যাই হোক, সুখে দুখে গলাগলির জন্যই গ্লগ, নাকি ব্লগ, যাইহোক।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অসুবিধা নেই, পোস্টটা এখনো পর্যন্ত লেট ফির আওতায় পড়েনি! পরবর্তি পোস্ট না করা পর্যন্ত এটা সম্পূর্ন লেট ফি মুক্ত পোস্ট!
মন্তব্য জন্য ধন্যবাদ সোজন বাদিয়া!
শুভ কামনা জানবেন!
৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
তাসলিমা আক্তার বলেছেন: কাল আপনার প্রতি আগ্রহ জন্মেছিলো। বিভিন্ন জনের লেখায় বিভিন্ন সময়ে কমেন্টেও দেখেছি। মনে হতো আপনি কমেন্ট শিল্পে বিশেষ বুৎপত্তি অর্জন করতে পারবেন। আজই প্রথম পড়লাম আপনার লেখা-সেই অর্থে। কিছুটা স্টেটমেন্ট ধরনের। হাতে কিছু না রেখে ভালোবাসা ঠিক না। পার্টনার বুজে ফেললেই মুশকিল। সে তখন আলোছায়ার খেলা খেলব.....
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি বলেছেন 'হাতে কিছু না রেখে ভালবাসা ঠিক না', আর আমি বলছি ভালবাসতে হয় নিঃস্বার্থ ভাবে। কারণ নিঃস্বার্থ ভালবাসার মধ্যে হারানোর ভয় থাকলেও পরবর্তিতে মনকে শান্তনা দেওয়া যায় এই ভেবে, আমি তো আমার সাধ্যমত চেষ্টা করেছিলাম। কিন্তু না হলে আর কি করা!
অনেক বড় একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ! আপনার লেখার হাত খুব ভাল। আলোচনা সমালোচনা হবে, সেটাকে আমলে না নিয়ে নিজের স্বভাব সুলভ আচরণ দিয়ে ব্লগিং করতে থাকুন। অবশ্যই সুন্দর একটা ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে!
শুভ কামনা রইলো!
৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
তার আর পর নেই… বলেছেন: কেমন প্রশ্নের কেমন উত্তর!
এই উত্তর দিতে আমি …
আপনি এই বাঘ ছাড়া অন্য আইডিতে ছিলেন, তাইতো! এবং ভালোই পরিচিত।
ব্লগে নতুন আসলে তার কমেন্ট দেখলেই বোঝা যায়। কিন্তু আপনি নিজেই বিভ্রান্তিমূলক কথা বলছেন ( আপনি নিজেই বলেছেন বিভ্রান্ত করে মজা পাচ্ছেন '
যেটা আমি একদম নিতে পারিনা। স্পষ্টতা আমি খুব পছন্দ করি।
এবং এ নিয়ে একটু প্যাঁচানি ও বেশি হয়ে যাচ্ছে, তাই এটা বলেছি।
ব্লগে যারা পুরানো বা যাদের পোস্টে আমি যেতাম তারা কয়েকদিন পোস্ট না দিলে আমি নিজেই গিয়ে দেখে আসি। খুব বেশিদিন না হলেও সবাইকে আমার একটা পরিবারের মতোই মনে হচ্ছে। ( এ নিয়ে একটা পোস্ট দিব ভাবছি)
আশা করি বোঝাতে পেরেছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তাই যদি হয়, তাহলে সেই পরিবার থেকে আমাকে আলাদা করার মানে কি? আর জানা মতে আমি কাওকেই বিভ্রান্ত করিনি। কেউ বলতে পারবে না যে, আমি তাকে বিভ্রান্ত করেছি। আপনি আমাকে নিয়ে একটু বেশি রিসার্স করছিলেন, তাই আপনার সাথে শুধুমাত্র মজা করেছি। এর বাইরে কিছু নয়। আর মজা করাটা নিশ্চই বিভ্রান্তির মধ্যে পড়ে না?
হ্যাঁ আমি এই আইডিতে থাকার আগে আরো একটা আইডিতে ছিলাম। সেটা শুধু আপনি না, অনেক সিনিয়র ব্লগাররাই ধরতে পেরেছে। তবে জনপ্রিয় ছিলাম কিনা জানি না। আর কেন আমি সেই আইডি থেকে এটাতে এসেছি জানেন?
আপনার পোস্টই তার প্রমাণ। আপনি দেখেছেন আপনার পোস্টে কিভাবে আমাকে আক্রমণ করে মন্তব্য করা হয়েছে। আমি একটা কথাও বলিনি। সব কিছু ঠান্ডা মাথায় চুপ চাপ বসে দেখেছি। আর আমি জানি, পুরানো আইডি থেকে আমি যদি ব্লগিং করি তাহলে আমার অনেক সমস্যা আছে। আর সেজন্যই এই নতুন আইডি খোলা।
ও আর একটা কথা। মাল্টি দিয়ে ব্লগিং করাটা কিন্তু সামুর নীতিমালা বহির্ভূত কোন কাজ নয়। এটাকে সামু প্রমোট করে। তাছাড়া মাল্টি দিয়ে ব্লগিং করাটা আমি তাদের কাছ থেকে শিখেছি, যারা মাল্টির ব্যবহার খুব ভাল ভাবেই আয়ত্ব করতে পারে।
আপনার পোস্টে যখন আমাকে অযথাই খোঁচানো হচ্ছিল তখন আপনি নিষেধ করেন নি কেন? আমি কি তাকে উদ্দেশ্য করে আপনার পোস্টে কোন কথা বলেছিলাম? তাহলে কেন আপনি তার সাথে সাথে তাল দিয়ে মন্তব্য বিনিময় করছিলেন? আপনি পরিচিত মানুষের কথা বলছেন, তাহলে ব্যক্তিগত ভাবে তাকে চেনেন আপনি?
দেখুন আমি আগেও বলেছি আর এখনও বলছি, একটা সুন্দর এবং সুস্থ ব্লগিংই আমার কাম্য! কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, বেশ কয়েকজনের জন্য। তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। কিন্তু আমি নিজে থেকেই স্যরি বলে আমার পা সরিয়ে নিচ্ছি। সেটা নিশ্চই আপনি লক্ষ করেছেন?
৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
তার আর পর নেই… বলেছেন: তার তার তার এই ' তার ' টা কে?
তার মানে কি আমার পোস্টেই একটা ঝগড়া চলছিল? কার সাথে কার? আমি কার সাথে তার মেলাচ্ছিলাম? আর আপনার পা ' ই বা কিভাবে এত লম্বা হলো এর মধ্যে আপনার পা এসে গেল আবার পা নিজেই সরিয়ে নিলেন!!!! কি আর বলবো!
আপনাকে নিয়ে আমি মোটেও বেশি আগ্রহ দেখাইনি, পুরোটাই ফান ছিল। আপনার কুথায় মন্তব্যয়ের সাথে ফান করা যায়, আগ্রহ যায় না। আপনি যখন একটা মন্তব্যের প্রতিউত্তরে শায়মা কে বললেন পথ ভুল করে আসার কথা, তখনই আমি একটু আগ্রহ দেখিয়েছিলাম।
আর এই তার তার করে বলবেন না। যা বলবেন সরাসরি বলবেন। আমি প্যাঁচ কম বুঝি।
না, আমি মনে করিনি যে, আপনি মাল্টি নিয়ে এসে কমেন্ট করতেছেন। শুধু প্যাঁচ বেশি হয়ে যাচ্ছে দেখেই আমি এভয়েড করতে চাইছিলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হাও পানি......
আপনি কি সত্যিই কিছু বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন?
বাই দ্যা ওয়ে, আসলে নাম উচ্চারণ করতে ঘেন্না লাগে। তাই এখানে বিশেষণ পদ ব্যবহার করছি! তবে নিজের লাস্ট গল্প এবং কবিতা পোস্টে একটু নজর রাখেন তাহলেই বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন।
যাউকগা, আপনি বয়সে মনে হয় বড় হবেন? সুতরাং আপনাকে আমি আপা সম্বোধনে ভূষিত করলাম! আশাকরি আমাকে সেই ডাক থেকে নিরাশ করবেন না?
আর একটা কথা, আমাকে ব্লক না করা পর্যন্ত আপনার পোস্টে আমি মন্তব্য করতে থাকবো। উত্তর করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি লেখক হিসাবে হয়তো আমার মত পাঠক চান না? কিন্তু একজন পাঠক হিসাবে আমি আপনাকে চাই! আপনার লেখা আমাকে টানে, আমার কাছে ভাল লাগে। সেই অনুপ্রেরণাতেই না হয় মন্তব্য করবো।
৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
তার আর পর নেই… বলেছেন: এবার তো আমার মনে হচ্ছে এটাও আপনার একটা কৌশল! আমি তো এমন কিছু লিখিনা যে আপনাকে "টানবে "।
আপনিও কি এই বিশেষণ ব্যবহারকারিণীকে কোন ভাবে খোঁচাতে চান? সেটা আপনার ইচ্ছে। কিন্তু আমার মনে হয় এইসব সমস্যা অন্যভাবেই মিটিয়ে ফেলা ভাল। আপনি যেরকম পা টেনে নিয়ে সুন্দরভাবে ম্যানেজ (!!!!!!) করছেন তাতে মনে হয় এটা যেভাবে ভালো ভাবে মেটানো সম্ভব সেভাবেই মিটিয়ে ফেলা ভাল।
অযথা পা টানাটানি করলে সমস্যা হতে পারে। অর্থোপেডিক্স খুঁজতে হতে পারে পরে।
শুভকামনা রইলো যেন আমি এর মধ্যে না পড়ি। আমার বয়স অলরেডি তিনকুড়ির কাছাকাছি এতে আমার সমস্যা বেশি হতে পারে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: না কৌশল নয়। একজন লেখকের একটা লেখাই পাঠককে তার কাছে টানতে পারে সেটা জানেন? আপনার লেখা আমার ভাল লাগে, তার মানে তো এই নয় যে এই ভাল লাগাটা একটা কৌশল?
আর আমার যদি সত্যিই কাওকে খোঁচানোর ইচ্ছা থাকতো তাহলে আপনার পরামর্শের দরকার পড়তো না। আইডি খোলার সাথে সাথে শুরু করে দিতাম। কিন্তু সুস্থ ব্লগিং করার নিয়তে যখন নিক খুলছি, তখন ক্যাচালকে নিজ ইচ্ছাতেই এড়িয়ে গেছি। তবে যখন দেখি কোন রকম কারণ ছাড়াই নিজের নামে কুটুক্তি করা হচ্ছে, তখন মাথার উপরে ২৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত টগবগ করে ফুটতে থাকে। অনেক কষ্টে নিজেকে সামলে রাখি। তবে আপনি দেখলাম সেই ব্যাপার গুলোতে বেশ তাল দিতে পারেন ভাল?
একটা কাজ করতে পারেন? দু'জনে ব্লগে কবিতার যুদ্ধে নামের। আমরা আপামর ব্লগবাসি দেখতে চাই কে হারে আর সে জেতে। মডারেটরদের কে বলে পুরষ্কারের ব্যবস্থাও করা যেতে পারে।
আমি ভাবিনি নূণ্যতম লজ্জা থাকলে উনি আমার ব্লগে এসে মন্তব্য করতে পারতেন। তবে যখনি ত্যানা প্যাচানোর লক্ষণ দেখলাম, তখনই টুক করে ব্লক করে দিলাম। আর সেই আত্মগ্লানির জ্বালা মিটাচ্ছে আপনার পোস্টে ঝাল ঝেড়ে। 'ঢ' তে যে ঢং হতে পারে সেইটা সবাই জানে। কিন্তু এমন কেউ কেউ আছে যারা ঢংটা জানার সাথে সাথে ঢং করার কৌশল গুলোও রপ্ত করতে পারে।
তবে আপনি পারেন না। কই ক্যাচাল হওয়ার আগে আপনার পোস্টে তো তার কোন মন্তব্য করতে দেখিনি। যখনই ক্যাচাল বাঁধলো তখনই দেখলাম আপনার মত কিছু ব্লগারকে তিনি হাত করা শুরু করে দিছেন। এই ব্যাপারটা আপনি না বুঝলেও অন্যরা ঠিকই বোঝে। নিজের পোস্টে কবিতা লেখার টাইম নাই, আপনার পোস্টে এসে প্যান প্যানানি?
আর কি মিটাবো? আমার জানা মতে মিটানোর মত তো এমন কোন কাজ হয় নি? তাহলে এই মিটানোর কথা আসছে কেন? আর সেটা আপনিই বা বলছেন কেন? আপনার পোস্টে কি আমি কাওকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে খোঁচা দিয়েছি? কিংবা আপনাকেও কোন বাজে কথা বলেছি? আরো বরং প্যান প্যানানি দেখে নিজেই দেখেও না দেখার ভান করে চলে এসেছি।
একটা কথা বলি। সব সময় সত্যটা গোপন না রেখে সরাসরি বলবেন। তাতে হয়তো কেউ কেউ আপনাকে খারাপ নজরে দেখবে, তবে মেজরিটি পার্সেন্টের কাছেই আপনি সৎ এবং সাহসী হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন। আর আপনি যদি সুস্থভাবে ব্লগিং করেন, তাহলে তো ক্যাচালে জড়ানোর প্রশ্নই আসে না!
আমি আপনার প্রায় আড়াইগুণ ছোট। সুতরাং আমি কোন মতেই চাই না আপনার মনে কষ্ট দিতে। তবে আশাকরি কোনটা ভাল আর কোনটা মন্দ সে পার্থক্যটা আপনি খুব সহজেই বুঝবেন!
পরিশেষে আপনার ব্লগিং জীবন হয়ে উঠুক সুন্দর এবং সমৃদ্ধশালী!
ভাল থাকবেন!
৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টের বাইরের কথা বলা নিয়ে আমার এলার্জি আছে বলে কিছু কিছু পোস্ট এড়িয়ে যাচ্ছিলাম কদিন ধরে । আগে যা করতাম না এখন কোনো নিক থেকে কমেন্ট আসলে কিংবা অন্যের পোস্টে নতুন নিক দেখলে তার ব্লগে গিয়ে লেখার ধরণ, কোন কোন পোস্টে কমেন্ট করলো,নিকের বয়স এসব দেখি। সত্যি বলতে কি মাঝে প্রচণ্ড ডিস্টার্বেন্স গিয়েছে ব্লগ বিষয়ে,লিখতে,পড়তে,কমেন্টাতে পারছিলাম না। আমি কখনো ব্যাপকভাবে আমার পরিবারের সদস্যদের আমার লেখার জগতে জড়াইনি। তারাও সেসময় জিজ্ঞেস করতো আমার অফ মুড বা বিরক্তি দেখে। ব্লগ ছাড়া পুরোপুরি ভাবে সম্ভব নয় বলে।
বসে বসে এ পোস্টের শেষের দিকের কমেন্ট গুলো দেখে দেখে মজা নিতে পারতাম। কিন্তু কিছুদিন আগের বাজের ব্লগ পরিস্থিতি দেখতে চাচ্ছি না বলে লগিন করতে বাধ্য হলাম।
টাইগার আপনার উদ্দেশ্যের কথা পড়েই বলছি, ওদিকে মনোযোগ দিয়েন না। কেউ যদি কারো বাড়িকে নিজের ভেবে কবিতা কবিতা খেলে,খেলতে দেন।
আমার ধারণা ইতোমধ্যে অনেকেই বুঝতে পেরেছে পরিবেশ খারাপ হয় কোন ধরণের ব্লগিং আর ফ্লাডিং এ। তাদের এড়িয়ে চলাই ভালো। নিজের ভালো মন্দ বুঝার বুঝ না বুঝে তাল দিয়ে ব্লগিং করলে লেখক নিজেই পাঠক হারাবেন। মাল্টি দিয়ে কমেন্ট করে করে ব্লগিং কার আর কতদিন ভালো লাগবে! নিজে নিজেকে আর কতিটা পিঠ চাপড়ানো যাবে।
আমার কমেন্ট উস্কানিমূলক হলে মুছে দিতে পারেন।
কিছুদিন আগের বিরক্তিকর অবস্থা সত্যিই আর দেখতে চাই না বলে যেচে এসে অনুরোধ আর মন্তব্য করে গেলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কমেন্টটা অন্যের কাছে উষ্কানি মূলক লাগলেও আমার নিজের প্রয়োজনে রেখে দিলাম আপু!
ভাবছিলাম আপনার মন্তব্যের প্রতিউত্তরটা সকালে করবো। তবে বেশ কিছু কথা হয়তো রাত্রে ঘুমানোর পরে ভুলে যেতে পারি, সেজন্যই প্রতিউত্তরটা করছি!
আপনি নিশ্চই দেখেছেন তার আর পর নেই আপার পোস্টে কিভাবে আমাকে আক্রমণ করে কথা বলা হয়েছে? আমি ইচ্ছা করলে সেখানেই ক্যাচাল বাধাইতে পারতাম, তবে বাধাইনি কারণ, আমি জানি তার আর পর নেই নিজে ক্যাচাল করে না এবং ক্যাচালে জড়ায়ও না। তবে খুব অবাক হয়েছি উনার প্রতিউত্তর গুলো দেখে। চাইলেই তিনি এটাকে থামাতে পারতেন, কিন্তু তা না করে তিনি উল্টা আরো উনাকে উৎসাহ জুগিয়েছেন।
গত ক্যাচালে আমি নিজেও অনেক বিরক্ত। আর সেজন্যই এই নতুন নিকে ব্লগিং করা। তবে আপু, ইচ্ছা করলেই কিন্তু সব কিছু এড়িয়ে যাওয়া যায় না? আপনি যদি দেখেন বার বার একজন ব্যক্তি কোন রকম কারণ ছাড়াই আপনাকে আক্রমণ করছে, তাহলে কতক্ষণ পারবেন ধৈর্য্য ধরে বসে থাকতে?
ব্লগিং করতে আসি নিজের মনে আনন্দ লাভের জন্য। কিন্তু দিন শেষে যদি গ্লানি আর আক্রমনাত্মক গালি হজম করে ফিরতে হয়, তাহলে কি লাভ সেই ব্লগিং করে? আমার কথা গুলো হয়তো অনেকের কাছে তিতা লাগতে পারে, তবে গলধঃকরণ করার পরে পেট একদম পরিষ্কার হয়ে যাবে, গ্যারান্টেড!
আমি আবারও বলছি, কোন ধরনের অসৌজন্যমূলক ব্লগিং আমি চাই না। আর সেজন্যই ক্যাচালকে দেখেও না দেখার ভান করে চলে এসেছি। আপনার মন্তব্য অনেক ভাল লাগলো!
জুনিয়ররা ভুল করলে সিনিয়ররা শুধরে দেবে এটাই স্বাভাবিক! সুতরাং আশা করবো আগামীতেও আমার দ্বারা কোন ভুল হতে দেখলে এভাবেই সাবধান করে দেবেন!
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা রইলো!
৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
লা পাতা বলেছেন: সুন্দর শিরোণাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: খোঁজ দ্যা সার্চ....
মন্তব্যের জন্য ধন্যবাদ!
৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় মনের আবেগ এসেছে সুন্দরভাবে। উপভোগ করলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ উপভোগ করার জন্য!
শুভ কামনা জানবেন!
৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার ,
একটা গন্তব্যহীন হলুদ খাম তার ঠিকানা খুঁজে পেতে চায়........ এমনটা দেখিও নি , শুনিও নি !
তবে হলুদ খামটি বটবৃক্ষ হয়ে শীতল ছায়ায় কারো বুক জুড়াক, এমনটা প্রার্থনা করতে দেখেছি ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সাম্প্রতিক ব্লগ পর্যবেক্ষন তালিকায় আপনার নামটা দেখে ভাবছিলাম, হয়তো বা খুব দ্রুত একটা মন্তব্য পেতে চলেছি। তবে লেট হওয়ার কারণ মনে হয়, মন্তব্য গুলো পড়ছিলেন.......
যাহোক, মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা রইলো!
৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
নেক্সাস বলেছেন: কবিতা ভাল লেগেছে। তবে দুটো শব্দ চলিত করে দিলে ভাল হবে
হইলাম- হলাম
হইতাম-হতাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঠিক করে দিয়েছি ভাই। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য!
শুভ কামনা রইলো!
৫০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
আহমেদ জী এস বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার ,
আমি মনযোগের সাথে পোষ্ট পড়ি । চিন্তা করি লেখক কি বোঝাতে চেয়েছেন । মন্তব্য লেখাটির জন্য যোগ্য করে তুলতে ভাবতে হয় । মন্তব্যটি যেন প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখতে হয় । তাই সময় লাগে ।
পোষ্টে ঢুকেই মন্তব্য করিনে । এটা আমার বদঅভ্যেস বলতে পারেন । অন্য মন্তব্যে চোখ বুলিয়ে যাই । এতে সময় বেশী লাগেনা ।
শুভেচ্ছান্তে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আরে ভাই, মজা করেই বলেছিলাম। আমি জানি আপনি মন্তব্যের ব্যাপারে কতটা ক্রিয়েটিভ। কোন পোস্টে আপনার মন্তব্যগুলো লেখককে অনেক বেশি আনন্দ দেয়, নতুন লেখায় উৎসাহিত করে। তাছাড়া আপনার মন্তব্য করার স্ট্যাইলটা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, যেটা সত্যিই চোখে পড়ার মত!
পূনমন্তব্যে আবারও ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
গাছমানব।
কবিতায় প্রশ্নভারে নুয়ে না পড়ে প্রিয়তমা!!!
কবিতার শিরোনাম অসাধারণ লাগল। +