নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♠ No Commitment, No Appointment, Only Punishment ♠}

দ্যা রয়েল বেঙ্গল টাইগার

{♠ No Commitment, No Appointment, Only Punishment ♠}

দ্যা রয়েল বেঙ্গল টাইগার › বিস্তারিত পোস্টঃ

একটা জৈব ভুত! আজন্মকাল ধরে চেপে বসে আছে আমারই ঘাড়ে......

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩


একটা জৈব ভুত! চেপে বসে আছে আমারই ঘাড়ে, সেই আজন্মকাল ধরে;
আমি পারছি না তাকে সইতে, আবার মুখ ফুটে কিছু কইতে, কারণ-
সে বিহনে যে আমার হৃদয় হাহাকার করে মরে!

যতই চেষ্টা করি তাকে ঘাড় থেকে নামাবার,
ততই সে আরো জোরে চাপতে থাকে বারবার।

মাঝে মাঝে সে আমার সাথে কথা বলার চেষ্ট করে,
তার যত অনুযোগ নাকি সবই আমার তরে?
কিন্তু আমি যে অবুঝ, বুঝি না তার কথা-
কি চায় সে? আর কেন তার এত ব্যাথা!

আমি বুঝি সে আমার দোসর,
আমার দুঃখে সে মুখ টিপে হাসে, আর কাঁদলে রঙিন হয় তার অধর!
আমি খুশি হলে সে ব্যঙ্গ করে, আর আনন্দে খোঁজে ছল;
আমার ভালটা যে দেখতে পায় না, সে কীভাবে হয় আমার বল?

পূর্ণিমার আলোতে যখন সমস্ত প্রকৃতি জোৎস্না দ্বারা সিক্ত হয়,
তখনও সে বিষাদ মুখে বসে থাকে, ঐ আলোতে নাকি তার খুব ভয়?
আমি তার উপস্থিতি টের পাই, গন্ধে পাই তার শরীরের ঘ্রাণ-
কিন্তু ছুঁয়ে দেখতে গেলেই সে পালিয়ে যায়, কীভাবে বুঝাবো যে সে আমার প্রাণ!

আমি বসে বসে তাকে ধরার ফাঁদ পাতি, ঠিক যেভাবে বসে থাকে শিকারী বিড়াল-
এইতো ধরেছি তাকে, কিন্তু হায়! ধরার আগেই যে সে ফুড়ুৎ করে দেয় উড়াল।

আমি কি সত্যিই তাকে আর পারবো না ধরতে?
আমার হৃদয়ের পিঞ্জিরায় তাকে তালা মেরে রাখতে?
কেন নিয়তি এমন খেলা খেলছো? আমি যে পারছি না আর সইতে!

সম্বিত ফিরে পেয়ে আমি মনে মনে হাসি, আবোল তাবোল এসব কি ভাবছি? ধ্যুৎ-
কিন্তু না ভেবেও যে পারি না, কারণ- সে যে আমার সত্যিই কল্পনার জৈব ভুত!

মন্তব্য ৯৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: এই ভুতটাকে গ্রহণ করতে হবে।
+++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই প্রথম মন্তব্যকারী হিসাবে অবশ্যই আপনাকে স্পেশালি থ্যাংস! তবে মাঝে মাঝে আপনার মন্তব্য পাওয়ার পরে ভীষণ হাসি পায়! কেন, সেটা বলবো না। তবে একটু চেষ্টা করলে আপনিও ধরতে পারবেন! ;)

যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ!
অনেক অনেক শুভ কামনা জানবেন!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

নুর আমিন লেবু বলেছেন: কল্পনার জৈব ভুত B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি লেবু ভাই! এটা যেমন তেমন ভুত না, একদম কল্পনার জৈব ভুত....... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

প্রামানিক বলেছেন: প্রথম মন্তব্যকারীরে স্পেসাল থাংস দিলেন আমাদের কি দিবেন? আপাতত চা দেন। পড়ে না হয় কল্পনার জৈব ভূত একটা উপহার দিয়েন। খুব ভাল লাগল আপনার কল্পনার জৈব ভূত। ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অবশ্যই আপনাকে স্পেশাল চা দেওয়া হবে........

আর সেই সাথে সারপ্রাইজড হিসাবে একটা চা গাছ দিলাম। কথায় আছে না,
"আমাকে প্রতিদিন মাছ না দিয়ে একদিন মাছ ধরা শিখিয়ে দিও" ;)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই!
শুভ কামনা রইলো!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: প্রামানিক ভাইকে চা দেন।

আমার মন্তব্য পাওয়ার পর আপনার হাসি পায় কেন তা আমি জানি।
কিন্তু আমার কিছু করার নেই।

এভাবেই চলবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ওকে, তাহলে তাই চলুক...... ;)
বাই দ্যা ওয়ে প্রামানিক ভাইকে চা দিয়েছি। আর সাথে একটা চা গাছও দিয়েছি। যাতে গাছের বংশবৃদ্ধি হলে আমরাও গিয়ে প্রামানিক ভাইয়ের কাছ থেকে চা খেয়ে আসতে পারি। :`>

পূন মন্তব্যে আবারও ধন্যবাদ নিবেন!
শুভেচ্ছা!

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনার কবিতার পেছনের চিন্তাশক্তি নিয়ে ভাবছি।
জৈব ভূত।
খুব সাধারণভাবেই চিন্তাগুলো মাথায় আসে। কিন্তু আসলে অসাধারণ। কেননা কই আমার তো আসে না। :)

কবিতা অনেক ভালো লেগেছে। গন্ধ নিন। তবে বাড়তি কিছুতে বিপদ না হয়। =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এক এক জনের চিন্তা ধারা এক এক রকম হয়। আপনার চিন্তা ধারার সাথে কখনই আমার চিন্তাধারা এক হবে না। যেমন আমি কিন্তু কখনই বিকেল চুরির চিন্তা ভাবনা করতে পারবো না। কারণ ঐটা আমার আসে না..... ;)

ছেড়া লুঙ্গি আর ঘাড়ে গামছা ঝুলিয়ে একজন রিক্সাচালক যখন ২৫/- টাকার টিকিট কেটে সিনেমা দেখতে বসে, তখন সেও মনে মনে নায়িকাকে নিয়ে হানিমুন করার স্বপ্ন দেখে। কল্পনায় তাজ মহলের সামনে দু'জনে হাত ধরাধরি করে হাটে। কল্পনা করতে দোষ নেই, যতক্ষণ না সেটা জাতীয় স্বার্থে আঘাত হানছে..... :`>

তবে আমার দ্বারা বাড়তি কিছু হবে না, এ ব্যাপারে ওয়ারেন্টি দিতে পারি (গ্যারান্টি নয় কিন্তু) ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

শাহাদাত হোসেন বলেছেন: সবাইরে যা দিবার দেন আমারে কিন্তুক জৈব ভূত দিতে হইপে ।নাইলে কিন্তু.... হুমকি দিমু ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বাঘের ল্যাঞ্জায় পা দেওয়ার চিন্তা ভাবনা কইরেন না ভাই, হালুম দিমু কইলাম.....(পাল্টা হুমকি) ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভেচ্ছা জানবেন!

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
জৈবভুত! আচ্ছা জৈব জ্বীন পরী, এরপর দৈত্য দানো কি সম্ভব!


=p~

খুব মজাদার উপমা! তবে কবিতা খুব ভালো লেগেছে +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অবশ্যই সম্ভব! কেন নয়?
জৈব ভুত যখন হতে পেরেছে, তখন জৈব জ্বীন, পরী, দৈত্য, দানব হবে হবে!
শুধু একটু ধৈর্য্য ধরে ওয়েট করতে হবে। আমরা ডিজিটালা যুগের পোলা না? অসম্ভবকে বেসম্ভব ভাবে সম্ভব করতে পারি..... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: ৩ নাম্বার কমেন্টের রিপ্লাই পড়ে হাসলাম। একবার ভেবেছিলাম " নিরীহ চা পানের ছবি সম্বলিত পোস্ট" দিবো। আর দেয়া হলো না!

কবিতা আসলে তেমন ভালো লাগলো না শিরোনামটা ছাড়া।

ওইটা ধ্যুৎ এর চেয়ে ধ্যাত হলেই ভালো লাগতো যেমন করে সমস্থ দেখার চেয়ে " সমস্ত"।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে আমিও হাসলাম আপু। আর সেই সাথে সাথে অগ্রিম একটা কথা বলে রাখি-
যদি আদৌও ঐধরনের কোন পোস্ট করার চিন্তা ভাবনা করেন, তাহলে এই ছোট ভাইটার জন্য এককাপ গরম ধোঁয়া ওঠা লাল চা রাইখেন! ;)

সমস্তটা ঠিক করে নিয়েছি। তবে ধ্যুৎ টা ঠিক করা যাবে না, কারণ তাহলে কবিতার ছন্দ পতন ঘটবে! নিচে আবার 'ভুতের' ব্যাপার স্যাপার আছে তো সেজন্য!

যদি কোন দিন আমার কবিতা আপনাকে ভাল লাগাতে পারি, তাহলে সেদিন জোর করে আপনার কাছ থেকে দাওয়াত চেয়ে নেবো..... :`>

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

শাহাদাত হোসেন বলেছেন: আপনে বাঘ হয়েছেন তো কি হইছে আমি কইলাম মানুষ তাই খুব সাবধান। :-< (পাল্টা পাল্টি হুমকি) :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ট্রাই মারতে থাকেন, তবে হুমকি দিতে গিয়ে গলা ভেঙে গেলে লেখক কোন অংশেই দ্বায়ী থাকবে না! আমাদের কিন্তু হুমকি দেওয়া অভ্যাস আছে, "হরিণ, মেষ, ভেড়া" সবাইরেই হুমকি দেই। এই প্রথম একজন মানুষকে হুমকি দেওয়ায় ফিলিংসটাই অন্যরকম লাগছে...... ;)

পূনমন্তব্যে আবারও ধন্যবাদ!
শুভেচ্ছা!

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

তার আর পর নেই… বলেছেন: পড়ে হিহিহি করে হাসলাম, ভালই মিলাইছেন.

ধরে মরে
নামবার বারবার
করে তরে
কথা ব্যথা
দোসর অধর
ছল বল
হয় ভয়
ঘ্রাণ প্রাণ
বিড়াল উড়াল
ধরতে রাখতে সইতে
ধ্যুাৎ ভুত
=p~ =p~

শুধু্ শিরোনামটাই ভাল্লাগছে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তিন কুড়ি বছরের কোন বৃদ্ধা যে হি হি করে হাসতে সেইটা এই প্রথম জানলাম। বয়ষ্ক মানুষ শুনেছি ফোঁকলা দাঁতে হাসে, আপনি হি হি করে হাসলেন ক্যামনে জানতে মুঞ্চায়......? ;)

যাক, তাও ভাল যে আপনাকে হাসাতে পেরেছি। প্রাণ খুলে হাসেন। বিশেষজ্ঞদের মতে, মন খুলে হাসা নাকি স্বাস্থের পক্ষে ভাল! :`>

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘাড়ে জৈব ভূত থাকলে তো ভারি সমস্যা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সমস্যা তো অবশ্যই!
তবে সমাধানের কোন ব্যবস্থা জানা থাকলে বলতে পারেন? ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ছাগীমা বলেছেন: জৈব ভুত রে নিয়ে যা পারেন করেন লিকেন ছাগিমা কে কিচু বলবেন না।বুজছেন? B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

খুপ ভালু কবিতা!!!!!!!!!!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বুঝলাম! ;)

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

আবু শাকিল বলেছেন: জৈব ভূত!! নামডা কিন্তু সেরাম :)
জৈব ভূত বিপদজনক।
ছুটাছুটি ক্ষেমা দ্যান।
কবিতার নামটা ভীষণ পছন্দ হইছে।নিচের লাইন গুলা চমৎকার-

মাঝে মাঝে সে আমার সাথে কথা বলার চেষ্ট করে,
তার যত অনুযোগ নাকি সবই আমার তরে?
কিন্তু আমি যে অবুঝ, বুঝি না তার কথা-
কি চায় সে? আর কেন তার এত ব্যাথা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জৈব ভুত যে বিপদজনক সেইটা আপনি জানলেন ক্যামনে ভাই? হেই ভুতকি আপনার ঘাড়েও ছওয়ার হইছিল নাকি.....?? ;)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

জনৈক অচম ভুত বলেছেন: আপনার লেখা পড়ে নিজেকে ভূত সমাজের কলঙ্ক বলে মনে হচ্ছে। আমি এতোটাই অসামাজিক ভূত যে এতোদিনেও জৈব ভূতের সাথে পরিচিত হয়ে উঠতে পারলাম না!
লজ্জায়-দুঃখে আমার মানুষ হইয়া যাইতে মন চায়। :|

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আহারে, দুস্ক কইরেন না ভাই! সেরে গেলে দেখবেন সব ভাল হয়ে যাবে!

তয় ভাই কি ডারউইনের বিবর্তন বাদকে ফলো করে ভুত থেকে মানুষের রুপ ধারন করার চিন্তা ভাবনা করছেন? তাহলে কিন্তু মানুষ হওয়ার আগে আপনাকে বাঁদর হতে হবে। তারপর ক্রমান্বয়ে মানুষের আকৃতিতে বিবর্তিত হতে পারবেন! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই!
শুভ কামনা জানবেন!

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

তাসলিমা আক্তার বলেছেন: "বাঘের ঘাড়ে ভুত সওয়ার" এই শিরোনামে একটা ছোট গল্প লিখে ফেলব নাকি! কবিতা বেশ হয়েছে অন্তত আনন্দ পেয়েছি। শুভেচ্ছা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: "বাঘের ঘাড়ে টাক" অথবা "বাঘের ঘরে ঘোঘের বাসা" শিরোণামে দুইটা গল্প আগেই পড়া আছে। আপনি যদি "বাঘের ঘাড়ে ভুত সাওয়ার" শিরোণামে কোন গল্প বের করতে চান, তাহলে সেটা অবশ্যই একটা চমৎকার উদ্যোগ! আগামী বই মেলাতে এই গল্পের বইয়ের স্পন্সর আমি করবো, কথা দিলাম! ;)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

জুন বলেছেন: ধ্যুত!
বাঘের ঘরে দেখছি যে এক জৈব ভুত =p~
ভালোলাগলো
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জৈব ভুতের না শুইনা হাসেন ক্যান জুনাপু? এই ভুত অজৈব কোন কাজ করে না, তাইতো সে জৈব ভুত...... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার কল্পনাগুলা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রাণা ভাই!
শুভ কামনা জানবেন!

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: ভিন্ন রকম এবং ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ সুমন'দা!
শুভ কামনা জানবেন!

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: এটা " সম্বিত" হবে। স্বম্ভিত নয়।
বলতে ভুলে গিয়েছিলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঠিক করে নিয়েছি আপু! ঐ বানানটা নিয়ে আমিও কিছুটা কনফিউশনে ছিলাম!
ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ!

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

আহমেদ জী এস বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার ,




"জৈব সার" এর কথা শুনেছি । "জৈব ভুত" এই প্রথম শুনলুম । হতে পারে সেই ভুতের সার ( ঘাড় নয় ) এর কারনেই কবিতার ডালপালা ছড়িয়েছে বেশ তরতর করে।
কিন্তু পাঠক যে অবুঝ, বোঝেনা কবিতার কথা । পূর্ণিমার আলোতে যদি কবিতার কথারা জোৎস্নার আলোতে ভেসে যায় , তবে মনে হয় তার চেহারাটি খোলতাই হবে ! কিন্তু হায়! দেখার আগেই যদি সে ফুড়ুৎ করে মিলিয়ে যায় ভুতের মতো ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জি এস ভাই, আপনার মন্তব্যটা পাওয়ার পরে আমি এতটাই হাসছি....... =p~
সত্যিই বলছি ভাই, "All time you are a really good person"

মন্তব্যের জন্য অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেককককককককককককক ধন্যবাদ! ;)
শুভ কামনা জানবেন!

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: দেখেছি আমি জৈব ভূত
ভূত চেপেছে টাইগার মামার ঘাডে,
ভূতে ছাডাতে যেতে হয় খাজা বাবার দরবারে।
কে তুরা দেখে যা,জৈব ভূত মামা হাসছে একা
লেংটা হয়ে নাচছে মামা, লোক সমাজ দিচ্ছে বকা;
ভূত মামার কান্ড দেখে, সরকার হচ্ছে দেউলিয়া।
"জুন আপু বলেছে"বাঘের ঘরে দেখছি যে আজ: ধ্যুত এক জৈব ভূত।
আমি বলি জুন আপুকে আজ"ভুত মামা একটা গাদা যে।
রাগ করোনা ,রাগ করোনা, মিস্টি ভারী মামা যে।
কে বলেছে ভারি মিস্টি মামা একটা ফাজিল যে।
অনেক কিছু লিখতে ছিলাম টাইপিং এ আমি দুরবল যে।





আপনার লেখা আসলে খুব মনদিয়ে পডী।ধন্যবাদ আপনাকে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতাটার সবই ঠিক ছিল, কিন্তু ভুতের কান্ড দেখে সরকার দেওলিয়া হচ্ছে শুনে মনটা খারাপ হয়ে গেল! :(

তবে কবিতার লাস্ট চার লাইনে যেভাবে 'যে' এর ব্যবহার করছেন তাতে মনে হচ্ছে পিয়ারের ভাইগ্না আমার চাটগাঁইয়া বাসি? ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রাদার!
শুভ কামনা রইলো!

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



জুন আপু বলেছেন বাঘের ঘরে জৈব ভুত !! =p~

যাই হোক কবিতায় ভাল লাগা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ কান্ডারি অথর্ব ভাই!
শুভ কামনা জানবেন!

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

উল্টা দূরবীন বলেছেন: জৈব ভুত ভাল্লাগছে। আচ্ছা, সিন্দাবাদের ভুতও কি জৈব?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সিন্দাবাদের ভুত হলো সম্পূর্ণ অবাস্তব। বাস্তবে তার কোন অস্তিত্ব এই পৃথিবীতে নেই। কিন্তু আমার এই কবিতার কথিত জৈব ভুতের অস্তিত্ব এই পৃথিবীতে আছে, আর সত্যিই সে আমার ঘাড়ে চেপে বসে আছে...... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই!
শুভ কামনা জানবেন!

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার একটা জৈব ভূত দরকার। :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পারবেন তো তাকে সামলে রাখতে? জৈব ভুতকে বসে রাখতে হলে প্রথমেই মানসিক ভাবে প্রস্তুতি দরকার। দোয়া করছি যেন আপনার ঘাড়েও একটা জৈব ভুত সওয়ার হয়! :D

শুভ কামনা জানবেন!

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বাঘও ভূতকে ভয় পায় তাও আবার জৈবভূত। এতসব দীর্ঘ কবিতা কি করে লিখেন? কল্পনার ধার এত প্রখর । কবিতার বিস্তার খুব ভাল লেগেছে । ধন্যবাদ কবিকে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্রথমেই আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি চমৎকার মন্তব্যের জন্য!

আসলে আমার লেখা যে কোন কবিতা নিয়ে অতটা ভাবি না। কিবোর্ডে হাত রেখে মনে যা আসে সেটাই টাইপ করে ফেলি। তারপর ব্লগে পোস্ট করি। তাছাড়া আমি অতটা গোছালোও নই! অগ্রিম আইডিয়া করে কোন কিছু করতে পারি না। এটা অনেকটা পাগলামী টাইপের, ইচ্ছা হইলে লিখি, না হলে চুপচাপ থাকি। এছাড়াও এইসব হাবিজাবি লেখা গুলো অনেকটা ব্লগে এ্যাক্টিভ থাকার ধান্দাও বলতে পারেন।

আবারও ডাক্তার'দাকে অনেক অনেক ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।
শুভ কামনা জানবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কল্লোল ভাই!
আপনার জন্যেও রইলো শুভ কামনা!

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বশ করার মন্ত্র আমার আছে। :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তাহলে এবার যোগাসনে বসে একমনে মন্ত্র জপ করতে থাকুন, প্লানচেটও করতে পারেন। তবে সেক্ষেত্রে কোন ডাইনি বা পেত্নী নাজিল হলে পরামর্শ দাতা কিছুতেই দ্বায়ী থাকবে না..... ;)

প্লানচেট করার নিয়মাবলিঃ- একটা তেপায়া টেবিল, আধো আলো আধো অন্ধকার একটা ঘর, তিনটা চেয়ার, তিনজন লোক (আপনি সহ, সকলেই প্রাপ্ত বয়ষ্ক হলে ভাল হয়। তবে প্রাপ্ত বয়ষ্ক না পাওয়া গেলে অ-প্রাপ্ত বয়ষ্ক দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে), একটা হ্যারিকেন/লন্ঠণ।

তিনজন তিনটা চেয়ারে বসে সবার হাতগুলো টেবিলের উপরে রেখে চোখ বন্ধ করে একমনে জৈব ভুতকে স্মরণ করতে থাকুন। তবে সেক্ষেত্রে অবশ্যই একাগ্রতা ধরে রাখতে হবে। মনে কোন নছিমন, করিমন বা ফুলবানুর আত্মাকে কামনা করা যাবে না। তাহলে কিন্তু সব ভেস্তে যাবে! এভাবে চেষ্টা করতে থাকুন, ইনশা-আল্লাহ কাজ হবে..... :`>

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ- কোন রকমের দূর্ঘটনার জন্য পরামর্শ দাতা দ্বায়ী থাকবে না!

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: :((

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি কি তাই করসেন নাকি? :P

এই ভাবে কি জৈব ভূত আসে? আপনি ভূল রাস্তা দিয়া দৌড়াইসেন নাকি আমারে বোকা বানাইতেসেন বুঝতে পারতেসি না। :)

তবে আপনার ফর্মুলা দিয়া রয়েল বেঙ্গল টাইগারের আত্মাকে ঢাকা যেতে পারে। ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আরে আমি তাই করতে যাবো কেন? আমি তো ভুতকে ডাকিনি, ভুতই তো আগেই আমার ঘাড়ে সওয়ার হয়ে আছে? প্রতিদিন তার কত কত রকমের ফন্দি ফিকির! :`>

তবে পদ্ধতিটা জানা ছিল, তাই আপনার সাথে সেইটা একটু শেয়ার করলাম! দেখেন, পছন্দ হইলে করবেন, না হইলে করবেন না। আপনারে তো আর জোর করছি না! তবে ঐ পদ্ধতি ফলো করতে গিয়ে আবার ভুতের মাকে (মানে শাশুমা) আবার নামাইয়ে আইনেন না, তাইলে কিন্তু রি-এ্যাকশান হইতারে..... ;)

All the best

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মনিরা সুলতানা বলেছেন: আহা যদি একটা পোষা জৈব ভূত থাকত :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আহরে, মনিরা আপার দুস্কে আমিও বিয়াপুক দুস্কিত! :(
ক্যান যে আপাটার একটা জৈব ভুত থাকলো না? অনতিবিলম্বে এর রহস্য উদঘাটনের জন্য একটা তদন্ত কমিটি গঠন করতে হবে..... ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কি জানি ভূলে করতেও তো পারেন। :)

মানুষের অবচেতন মন কত কিছুই করে। :P

আপনেও সাবধান থাইকেন জৈব ভূত যেন আপনাকে ভূল রাস্তায় নিয়ে না যায়। :#)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ! তবে পুরোপুরি সাবধান থাকতে পারবো কিনা সেব্যাপারে কথা দিতে পারছি না। আফটার অল ভুত বলে কথা! ;)

মন্তব্যের জন্য ট্রিপল ধন্যবাদ জানবেন!
শুভ কামনা!

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগল :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ জ্যোস্নার ফুল! শুভ কামনা!

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


জৈব ভুত.... দেখতে এলাম...
এটি যেহেতু রয়েল বেঙ্গল টাইগারের সাথে আছে...
অতএব নিরাপদ!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, আর সেই সাথে যদি মইনুল ভাইয়ের মত লোক থাকে তাহলে তো কোন কথাই নেই! খাও দাও আর ভুতের লগে ভুতালি করো.... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই!
শুভ কামনা জানবেন!

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: ভুত না পেত্নী, সেইটা আগে বলেন!!! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপু পেত্নী না, একদম জৈব ভুত! আমার ঘাড়ের উপর চেপে বসে আছে! সারাক্ষণ সে দাঁত কেলিয়ে হাসে, আর কিছু কইতে গেলেই মুখ ভেংচি কাটে! জীবনটাই ত্যাজপাতা বানাইয়ালচে.... :((

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু!
শুভ কামনা জানবেন!

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

নেক্সাস বলেছেন: ভূত টা ভালো ভুত। কবুল বলে ফেলুন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঠিক একই কথা আরও একজন কইছিল! আমারতো স্বন্দেহ জাগছে আপনার লগে তার কোন যোগসূত্র আছে কিনা সেইটা নিয়ে.... :((

থাকলে থাকুক, নো প্রবলেম। তয় পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ ব্রাদার!
শুভ কামনা জানবেন!

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: তদন্ত কমিটির দরকার নাই আমিই বলে দিচ্ছি
ভূতেরা সবসময় পেত্নী কে ভয় পায় জানেন তো ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম জানলাম, আজ রাত ১০:০৩ মিনিটে শ্রদ্ধেয়া মনিরা আপার কাছ থেকে! ;)

তয় আপা আপনার কাছে আমার একটা সম্পূরক প্রশ্ন। সময় থাকলে আশাকরি উত্তর দিয়ে যাবেন-
ভুত আর পেত্নী কি দুইটা আলাদা গোষ্টি ভুক্ত? কিংবা যদি একই গোত্রীয় ভুক্ত হয়, তাহলে ঠিক কোন সময়ে গিয়ে একজন ভুত পেত্নী হতে পারে? :`>

পূনমন্তব্যে আবারও ধন্যবাদ!
শুভেচ্ছা রইলো!

৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৮

মহা সমন্বয় বলেছেন: যতই চেষ্টা করি তাকে ঘাড় থেকে নামাবার,
ততই সে আরো জোরে চাপতে থাকে বারবার।


ঘাড়ে জৈব ভূত থাকলে তো ভারি সমস্যা! ;)



২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সমস্যা তো অবশ্যই! তবে সমাধানের কোন পথ জানা থাকলে বলতে পারেন?

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা!

৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

মহা সমন্বয় বলেছেন: আমি নিজেও তো রোগী LOL :-P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আসেন তাইলে দুইজনে মিল্লা কুলাকুলি করি, আর গান ধরি-
ভুতে নিল রে ভুতে ধরিলো রে...... ;)

৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

মহা সমন্বয় বলেছেন: চলুন শুরু করা যাক... ভুতে নিল রে ভুতে ধরিলো রে..... এখন আমাদের কি হপে!!! :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: যেমন কইরা চাইপা ধইরা আছেন, তাতে তো মারা যামু! ;)
গানা গামু ক্যামনে?

৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

বৃতি বলেছেন: জৈব ভূত!! রয়েল বেঙ্গল টাইগারের ঘাড়ে?!!! তাৎপর্যপূর্ণ কবিতা, কবিতার মন্তব্যগুলোও মজার!!!! :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আর কইয়েন না আপু, ভুতও আজকাল বাছ বিচার করে ঘাড়ে চাপে না..... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৪১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন:

বাঘে কবিতা লিখে ব্যাপারটা বেশ মজার ...

.......
আর শুধু পারিশমেন্ট কেন ?
এতোটা কঠোর হলে কি চলে ??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সুন্দরবন ছেড়ে রয়েল বেঙ্গল টাইটার এখন ব্লগালয়ে, ব্যাপারটাতো মজার হবেই। তাও আবার কবি রুপে আত্মপ্রকাশ, ভাবা যায়? ;)

আর আপা, পানিশমেন্ট কারণ-
ব্লগার হইলেও বাঘের স্বভাবটাতো যায় নাই! বেশি আল্লাদ দিলে আবার বাঁদরের মত ঘাড়ে চড়ে বসবার পারে। তাই সব সময় একটু দৌঁড়ের উপরে রাখছি..... :`>

মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন!
শুভ কামনা!

৪২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

নীলপরি বলেছেন: একটা জৈব ভুত! চেপে বসে আছে আমারই ঘাড়ে, সেই আজন্মকাল ধরে;
আমি পারছি না তাকে সইতে, আবার মুখ ফুটে কিছু কইতে, কারণ-
সে বিহনে যে আমার হৃদয় হাহাকার করে মরে!
দারুন লাগলো ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বাঘের ডেরায় নীলপরির আগমনে বাঘ মহাশয় যার পরনাই অনেক অনেক খুশি...... ;)

কবিতা দরুন লাগলো জেনে আমারও খুব ভাল্লাগছে!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

আমিই মিসির আলী বলেছেন: জৈব ভূত নিয়ে অলস কিন্তু চমৎকার ভাবনা অনেক ভালো লেগেছে।
ভূত থেকে যদি হয় দারুন কিছু তবে ভূত ই ভালো।

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সেইটাই! ভুতের সত্যিকার পরিচয় হলো সে ভুত! ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

৪৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

সোজোন বাদিয়া বলেছেন: আরে আপনি গেলেন কোথায়? এখনও কি ভুতের খপ্পড়েই আছেন নাকি? অনেকদিন থেকে মিস করছি :)

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, অনেকটা সেইরকমই!

আমার আবার ভুতকে নিয়ে কারবার করতে করতে তাদের সাথে বেশ ভাব হয়ে গেছে। আমি ছাড়তে চাইলেও তারা আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না! ;)

মোদ্দা কথা, অনেক ব্যস্ততার কারণে ইদানিং ব্লগে আর ঢোকাই হয় না!
আমার কথা মনে আছে জেনে ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

৪৫| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমিও আপনার পোস্টে আসতেছি নববর্ষের শুভেচ্ছা জানাতে........ ;)

ততক্ষণে আপনি পান্তা ভাত আর কাঁচা মরিচ নিয়ে রেডি থাকেন! সাথে একটু পেঁয়াজ হইলেও মন্দ হয় না! আফটার অল নববর্ষ বলে কথা! :P

৪৬| ০১ লা মে, ২০১৬ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



ভুত তো ভুত হওয়ার কথা, জৈবটা কিভাবে কোথা হতে আসছে?

০১ লা মে, ২০১৬ রাত ৯:২০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভুত যখন স্ব-শরীরে এসে দেখা দেয় তখন সেটা 'জৈব' হিসাবেই আত্মপ্রকাশ করে! এটা কোন কল্পনা নয়, বাস্তবের উপকরণ মাত্র! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাই!
শুভ কামনা জানবেন!

৪৭| ০৭ ই মে, ২০১৬ সকাল ৭:৫৩

ইন্দ্রনীলা বলেছেন: আপনার জৈবভুত বা ভুতনীর নাম কি?

০৭ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনারে বলবো ক্যান? তাছাড়া এইটা একটা গুপন বিষয়, কাউরে বলা গুরুর নিষেধ আছে! ;)

শুভ সকাল! কেমন আছেন?

আমার ব্লগে আপনাকে স্বাগতম........ !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.