![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
"বাইজী" শব্দটিতে একটা অন্যরকম আকর্ষণ আছে তাই না??
এদের নিয়ে কত প্রেম কাহিনী, গল্পকথা, সিনেমা নাটক তৈরি হয়েছে!! সেই আনারকলি থেকে শুরু করে হাল আমলের ভুলভুলাইয়া পর্যন্ত।
আর শরৎ বাবুর কল্যাণে রাজলক্ষ্মী , চন্দ্রমূখিদের নাম আর পেশার সাথে কম বেশি সবাই পরিচিত।
বাইজী শব্দটির বাই' অংশের অর্থ হলো বিশেষ পেশার মেয়ে, আর জী' অংশটি সন্মান সূচক। আবার অনেকের মতো এটা এসেছে বাজী থেকে, বাজীর অর্থ হলো বিনোদনমূলক শাররীক কসরত দেখানো, আর যারাই এই শিল্পের প্রদর্শনকারীরাই হলো বাইজী।
মুঘল চিত্রকলায় বাইজী
মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় খ্রী: ষোড়শ শতকে লক্ষনৌ এর শৈল্পিক পরিবেশে এক পেশাদার গায়ক-বাদক শ্রেণীর উদ্ভব হয়, এরাই বাইজী নামে পরবর্তীতে বিখ্যাত হয়ে ওঠে।
এই পেশাদার শিল্পীদের ছোট বেলা থেকেই কথ্ক নাচ আর শাস্ত্রীয় সংগীত বিশেষ করে গজল আর ঠুমরীতে প্রশিক্ষন দেয়া হতো। যখন এরা গান ও নাচে যখন অতন্ত্য দক্ষ হয়ে ওঠে, তখন তাদের বলা হতো তাওয়াফ। কথিত আছে আগে নবাব পুত্রদের তাওয়াফ শিক্ষা দেয়া হতো।
এরা মুলত: নবাব, রাজাদের দরবারে পরবর্তীতে ধনী, অভিজাতদের মেহফিলে নাচ গান পরিবেশনা করতো। ছাড়া এই শ্রেণীর সাথে প্রমোদ বিহারেও সঙ্গী হতো এরা। অনেক নবাব তনয়, জমিদারদের এই রূপজীবিনিদের বিয়ে করার ইতিহাসও রয়েছে। সম্রাট শাজাহানের এমন দু'জন স্ত্রী ছিলেন। এরা হলেন শ্রী মানভবতী বাইজী লাল সাহেবা (বি ১৬২৬) এবং লীলাবতী বাইজী লাল সাহেবা (বি ১৬২৭ এর আগে)। এছাড়া
আনারকলি আর সেলিমের প্রেম কাহিনী নিশ্চয়ই সাবারই জানা!!
আনারকলি-সেলিম
বাইজীরা তাদের নিজের ঘরে অথবা রাজা কিংবা জমিদারদের আমন্ত্রণে দরাবার আর মেহফিলে নাচ গান পরিবেশনা করতেন। সেই সময়ে বাইজীদের পরিবেশনা উপভোগ করা আভিজাত্যের একটা অংশ হিসেবে বিবেচনা করা হতো।
জাপানী গেইসাদে মতো আমাদের এই উপমহাদেশীয় পেশাজীবী এই শিল্প সাধিকাদের মুল উদ্দেশ্য ছিল শিল্পের পরিবেশনা, যৌনতা ছিল গৌন বিষয়।
বাংলায় বাইজীদের আগমন শুরু হয় বিশেষ করে নবাব ওয়াজেদ আলী শাহের হাত ধরে। শিল্প সংস্কতির পৃষ্ঠোপোষক হিসেবে মুঘল শাসক নবাব ওয়াজেদ আলী শাহ সুবিখ্যাত। তিনি শাস্ত্রীয় সঙ্গীত বিশেষ করে ঠুমরী, ঠাপ্পা, আর কথ্থক নৃত্যে একটি ভিন্ন মাত্রা যোগ করছিলনে।
খ্রী: অস্টাদশ শতকে নবাব ওয়াজেদ আলী শাহ বিতারিত হয়ে কোলকাতার মেটে বুরুজে অভিবাসনে জন্য আসলে তার সাথে সাথে গায়ক বাদকদের বিশাল একটি দলও ধীরে ধীরে বংলায় চলে আসতে থাকে।
নাম না জানা দু'জন
ঢাকাতেও মুঘল আমল থেকেই উপস্থিতির কথা জানা যায়। সপ্তদশ শতকে সুবাদার ইসলাম খাঁ এর দরবারে কাঞ্চনী নামক বাইজীদের নৃত্য গীত পরিবেশনার কথা জানা যায়। নবাব নুসরাত জং, নবাব শামসুদৌলা, নবাব কামরুদৌলা, নবাব আব্দুল গণি এবং নবাব আহসানুল্লাহ এর সময়ে বাইজীদের পারফরমেন্স উৎকর্ষতার শীর্ষে উঠেছিল।
আহসান মঞ্জিলের রং মহলে, শাহাবগের ইশরাত মঞ্জিল, দিলকুশার বাগান বাড়িতে নিয়মিত বাইজী নাচের আসর বসতো। মাঝে মাঝে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কোলকাতা থেকেও বাইজীরা আমন্ত্রীত হতেন। আমিরজান, পান্না বাই, গওহরজান, হীরামতি, রাজলক্ষী প্রমূখ ছিলেন ঢাকার প্রখ্যাত বাইজী।
এই বাইজীরা কিন্তু আমাদের শিল্পের উন্নয়ন আর বিকাশে অনেক গরুত্বপূর্ণ অবদান রেখেছিলন, যে কথাটা আমার কখনোই সেভাবে মনে করি না। গওহরজান উপমহাদেশের প্রথম গায়িকা যার রেকর্ড বের করা হয়েছিল হিজ মাস্টার্স ভয়েস থেকে। জাদ্দান বাই সিনেমার অভিনয় করতেন (এর কন্যাই হলেন নার্গিস)। বাংলাদেশের প্রথম নির্বাক চলচিত্র
The Last Kiss (১৯৩১) এ অভিনয় করেছিলানে বাইজী দেবী বাই।
ইনিই দেবী বাই!!
এখানে নওয়াব স্যার সলিমুল্লার পুত্র নওয়াবজাদা খাজা নাসিরুল্লাহ পুলিশ কমিশনারে ভুমিকায় অভিনয় করেছিলেন।
এছাড়া ঢাকার মঞ্চ নাটকের প্রথম নারী অভিনয় শিল্পী নওবিন বাই, নান্নু বাই এবং আন্নু বাই ও পেশাগত জীবনে বাইজী ছিলেন।
এরা বিভিন্ন সময়ে নানা রকম সমাজ সেবা মূলক কাজেও অংশ নিতেন।
কিন্তু শিল্পের সবটুকু নির্যাস নিয়েও এই বাইজীরা ছিলেন সমাজের দৃষ্টিতে পতিত। তারপরও শতাধিক বছর আগের সমাজ কতৃক পতিতা এই সব নারীদের শিল্পী হয়ে ওঠা, তাদের শিল্পসাধনা, শিল্পসৃষ্টি সত্যিই অভিভূত হবার মতো..............
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:১৬
রেজোওয়ানা বলেছেন: পড়েছো ???
২| ২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: বাহ! আমারও তো অনেক কিছু মনে পড়ে গেলো। আমিও লিখবোনে তোমার লেখার লেজ ধরে হাহ!
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:১৭
রেজোওয়ানা বলেছেন: লিখে ফেলো; তোমার লেখা আরো বেশি সরস হবার কথা!!
৩| ২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৫৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: +
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:১৯
রেজোওয়ানা বলেছেন:
৪| ২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৫৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:১৯
রেজোওয়ানা বলেছেন:
৫| ২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৫৮
চাঁপাবাজ বলেছেন: এই গুলান কি লেকচেন.......আগা-মাথা কিছুই বুঝিনাই...
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:২২
রেজোওয়ানা বলেছেন: অফিস ফাকি দিয়া পড়তাছেন তো তাই কিছুই বুঝেন নাই
৬| ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:০৪
মিজান আনোয়ার বলেছেন: সভাই প্লাস দিয়া যায় আমি ও প্লাস দিলাম++++++++++++++++++++++
শুভ কামনা রহিলো আপা
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:২৩
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া.......
৭| ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:১০
লেখাজোকা শামীম বলেছেন: সিনেমা শিল্পের বিকাশের ফলে এবং জমিদারি প্রথা বিলোপের কারণে এদের অস্তিত্ব আর নাই। কিন্তু এখনও নানা ক্লাব বা বারে যারা নেচে বেড়াচ্ছে তারাও তো এদের মতোই বিনোদিনী।
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:৩২
রেজোওয়ানা বলেছেন: সময় আর দেশ ভেদে ভিন্ন ভিন্ন নামে ডাকা যায় বিনোদিনীদের।
তবে এখন যারা আছে তাদের সাথে এদের যেটা মুল পার্থক্য বলে আমার মনে হয়, এখনকার বিনোদিনীরা আসল পারফর্মিং আর্টটাকে ততটা প্রধান্য দেয় না........
৮| ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:২৫
বংশী নদীর পাড়ে বলেছেন: Besh kicho noton kore janagelo, apnake onek dhonnobad.....
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:৪২
রেজোওয়ানা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য.......
৯| ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:২৬
উপদেশ গুরু বলেছেন:
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:৪৪
রেজোওয়ানা বলেছেন: ওয়াও!!!
উপদেশের বদলে গুলাব দেখে অতিশয় আনন্দিত হলাম......
১০| ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:২৭
ক্যামেরাম্যান বলেছেন: গেইসাদের নিয়ে একটা সিনেমা দেখেছিলাম অনেক আগে। নামটা ঠিক মনে নেই, লাইফ অফ এ গেইসা টাইপের কিছু একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গেইসারা শুধূই মনোরঞ্জনের কাজটা করতো - এবং সেটা চা পরিবেশন থেকে শুরু করে গান-নাচ ইত্যাদি দিয়ে। একদম কিশোরী বয়স থেকে একটা মেয়েকে গেইসা হওয়ার ট্রেনিং দেয়া হতো। গেইসাদের স্কুলে হাটা-চলা থেকে শুরু করে ললিতকলা পর্যন্ত সবই শেখানো হতো। তবে পূরো ব্যাপারটা ছিল অনেকটা দাস প্রথার মতো। গরীব ঘরের মেয়েদের অর্থের বিনিময়ে কিনে এনে বা অপহরণ করে এনে একজন গেইসা মা একটা মেয়েকে একজন পরিপূর্ন গেইসা হিসেবে তৈরী করতো। আর একটা মেয়ে পরিপূর্ণ গেইসা হওয়ার পর তার আয়ের একটা বড় অংশ পেত তার সেই গেইসা মা। এই প্রক্রিয়াটা চক্রাকারেই চলতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক গেইসাই বাধ্য হয় পতিতাবৃত্তিতে নিয়োজিত হতে। সেসময় বিভিন্ন ধরণের ব্যবসা পেতে গেইসাদের ব্যবহার করা হতো।
পাকিস্তানে কিন্তু এখনও অলিখিতভাবে বাঈজী নাচের প্রচলন আছে। সরকারীভাবে এটাকে কয়েকবছর আগে নিষিদ্ধ করা হলে প্রফেশনাল বাঈজীরা রাস্তায় নেমে এসেছিল। ভারতের অবস্থা জানি না।
লেখায় প্লাস।
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:৫২
রেজোওয়ানা বলেছেন: পাকিস্তানী বাইজীদের বোধ হয় মুর্জো বলে, তাই না ভাইয়া?
এই তথ্যটা জানা ছিল না, ধন্যবাদ।
আর গেইসাদের বিষয়টা ঠিকই বর্ণনা করছেন। এটা নিয়ে আমার একটা পোষ্ট ছিল "ভিনদেশী বিনোদিনীদের কাহিনী......"
(কেন যেন লিংক দিতে পারছি না)
১১| ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:৩২
বড় বিলাই বলেছেন: ভালো লাগল অজানা অনেক কথা জানতে পেরে।
২৩ শে জুন, ২০১০ দুপুর ২:৫৩
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস বিলাই আপা......
১২| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:০৪
সুরঞ্জনা বলেছেন: অনেক সুন্দর লিখেছো রেজোয়ানা। আর একটু বড় করতে পারতে। বেগম আখতারি বাই এর কথাও যুক্ত হতে পারতো। তথ্য সমৃদ্ধ পোস্ট। +++
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:১৯
রেজোওয়ানা বলেছেন: আসলে হয়েছে কি আপু, এটা এইবার নিয়ে তিনদিনের চেষ্টায় আমি পাবলিশ করতে পারালম। এর আগে দু"বার ছবি আপ করতে যেয়ে পুরো পোস্ট ডিলিট হয়ে গিয়েছিল। কোন ব্যাপআপও রাখতে পারিনি, তাই আজ একটু বেশি তারাহুরা করে ফেলেছি।
আখতারী বাই কে এড করা উচিত ছিল, করে দেবো আপু.......
১৩| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:১৪
সরল মানুষ বলেছেন: তোমার লেখা আর পড়বো না। মাইনাস দিতে গিয়ে ভুলে প্লাস পরে গেল
কারন তোমার সাথে নাগ করছি আগাম একটা মাইনাস বরাদ্দ
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:২২
রেজোওয়ানা বলেছেন: কেন আমি কি কর্লাম........
১৪| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:২২
সোমহেপি বলেছেন: সুন্দর লিখেছেন।অসাধারণ।বাইঝী দেইখেন একটা বিয়া করুম
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:২৬
রেজোওয়ানা বলেছেন:
১৫| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:২৫
রাজসোহান বলেছেন: খুবেক্তা ভালো লাগে নাই , তাই ১২ নাম্বার মাইনাস
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৩০
রেজোওয়ানা বলেছেন: পুচকে বাবুরদের জন্য এই পোষ্ট না, তফাতে থাকো
১৬| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৪
উল্টো মানুষ বলেছেন: কিন্তু শিল্পের সবটুকু নির্যাস নিয়েও এই বাইজীরা ছিলেন সমাজের দৃষ্টিতে পতিত।[/sb
কারন শিল্পের এই নির্যাসটুকু ব্যাবহৃত হতো বিশেষ কোনো ব্যাক্তি অথবা গোষ্ঠির মনরন্জনের জন্য। সেখানে বোধহয় যৌন সুখানুভুতি প্রদানেরও ব্যপার ছিলো ।
তথ্য বহুল পোস্টে প্লাস।
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৬
রেজোওয়ানা বলেছেন: যৌন সুখানুভুতি প্রদানে ব্যাপরতো ছিলই, সেটা কিন্তু মুখ্য বিষয় ছিল না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ.........
১৭| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩
ক্যামেরাম্যান বলেছেন: মুর্জো নাকি মুজরা ? নাচটাকে তো বলে মুজরা ডান্স। ইউটিউবে মুজরা লিখে সার্চ দিলে তো স্যাম্পল ভালই আসে
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৮
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি?
দেখেনি অবশ্য...........
১৮| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: কি অশ্লীল ব্যাপার-স্যাপার নিয়ে কুরুচিপূর্ন পোস্ট!
পাকিস্তানি বাঈজীদের নাচটাকে মুজরা বলে। বাঈজীদের আমার ধারনা বাঈজীই বলে। তবে যেটা বললেন, ব্যাপারটা আর তাদের কাছে শিল্প নাই, নিতান্তই জীবিকা। কারন তাদের অডিয়েন্স (অনেকক্ষন চিন্তা করলাম যে এইখানে কি শব্দ ব্যবহার করা যায়! খদ্দের বলব কি?) কোন বাদশাহ-নবাব-জমিদার না, সাধারন খেটে খাওয়া মানুষ।
২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৬
রেজোওয়ানা বলেছেন: এখানে অশালীনতার কি দেখলেন?
পেশাজীবি" শিল্পী শব্দটা নিশ্চয়ই চোখে পড়েছে?
আর এখানে বর্তামনের ক্যাবারে ড্যন্সারদের নিয়ে আলোচন করা হচ্ছে না, মুল বাইজীদের কথা বলা হচ্ছে।
কোন পোষ্টে মন্তব্য করার আগে, কমেন্ট দেখে মন্তব্য না করে, মূল কনটেন্ট পড়ে তারপর মন্তব্য করা উচিত.........
আবার মূল পোষ্ট পড়ুন
১৯| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:০০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: প্রথম প্যারাটা ফান ছিল। অরিজিনাল উত্তর দ্বিতীয় প্যারা থেকে শুরু।
২৪ শে জুন, ২০১০ সকাল ১০:২৮
রেজোওয়ানা বলেছেন: এখানেও আমার আপত্তি আছে।
কারণ আমার লেখার বিষয়বস্তু ছিল বাইজী পেশার মূল নিয়ে, যাদের ক্ষেত্র ছিল সপ্তদশ শতকে থেকে বিংশ শতকের লক্ষৌন আর বাংলা।
বর্তমানের পাকি মুজরো আমার লেখার বিষয় না।
ভাল করে মূল লেখাটা পড়ুন............
২০| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:১৭
জেগে আছি বলেছেন: সুন্দর লিখেছেন
২৪ শে জুন, ২০১০ সকাল ১০:২৯
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য.........
২১| ২৩ শে জুন, ২০১০ রাত ৮:৪৭
সরল মানুষ বলেছেন:
নতুন অনেক কিছু জানা হল।
ভাল লাগলো
আর এখন রাগ নাই
২৪ শে জুন, ২০১০ সকাল ১০:৩১
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
B
ধন্যবাদ ছোট্ট ভাইটি.......
২২| ২৩ শে জুন, ২০১০ রাত ৯:২৮
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আপু, নতুন কিছু জানলাম। বাঈজীদের নিয়ে ধারণাটা তেমন পরিষ্কার ছিল না ।
ভাল থাকবেন ।
২৪ শে জুন, ২০১০ সকাল ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ আপুমনি..........
২৩| ২৩ শে জুন, ২০১০ রাত ৯:৩৭
কায়কোবাদ বলেছেন: অনেক কিছু জানা গেলো....
২৪ শে জুন, ২০১০ সকাল ১০:৪৫
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ কায়কোবাদ পড়ার জন্য..............
২৪| ২৪ শে জুন, ২০১০ রাত ১:৪৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: মেমোয়ার্স অফ এ গেইশা মুভির কথা মনে পড়ল ।
এঁদের কথা জানা ছিলো না
২৪ শে জুন, ২০১০ সকাল ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: বোহেমিয়ানের মন্তব্য পেয়ে আনন্দিত.........
আর গেইশাদের নিয়ে আমার একটা পোষ্ট ছিল " ভিনদেশী বিনোদিনীদের কথা........"(লিংক এড করতে পারছিনা.......)
লেখাটা দেখলে খুশি হতাম।
২৫| ২৪ শে জুন, ২০১০ রাত ৩:৩৫
হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। অনেক কিছু জানা হল। পোস্টটা মুখস্থই করে ফেললাম শেষ পর্যন্ত। বিশ্বাস না হৈলে জিগায়া দেখতে পারেন
২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৩৩
রেজোওয়ানা বলেছেন: হুম, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক...........
প্রশ্ন পত্র (এক কথায় উত্তর)
১। শাহজাহানের বাইজী বউ এর সংখ্যা কত?....................৫
২।নিচের ছবিতে যে বাইজীকে দেখা যাচ্ছে তার নাম কি?..........৫
২৬| ২৪ শে জুন, ২০১০ ভোর ৬:৩৮
মে ঘ দূ ত বলেছেন: ভিন্ন প্রসঙ্গঃ প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিয় সাপের পোষ্টটা সড়ানোর জন্য । বাপস, কি কি সাপের ছবি পোষ্ট করেছিলেন। দেখে তো আর আপনার ব্লগে ঢোকবার সাহসই হচ্ছিলনা। এখন আবার আয়েশ করে সব পড়া যায়। পড়া শুরু করবার আগে তাই ধন্যবাদটা জানিয়ে গেলুম।
২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: আমার এত সাধের সাপের পোষ্ট নিয়ে এসব কথা কিন্তু আমি সহ্য করবো না
২৭| ২৪ শে জুন, ২০১০ সকাল ৭:০৩
মে ঘ দূ ত বলেছেন: আপনার পোষ্টটা পড়তে পড়তে মন যে কত জায়গা থেকে ঘুরে এল। প্রথম গেল রাজলক্ষ্মীর দুয়ার প্রান্তে। সেখানে শ্রীকান্তের সাথে তার আলাপন শুনে এল (ফাঁকে উত্তম-সুচিত্রার ইতি শ্রীকান্ত মুভিটা মনে পড়ে গেল)। ক্ষণিক পরে নূপুরের রুমঝুম।
সেই রুমঝুম ধ্বনি মিলিত না হতেই পাকিজার মীনা কুমারীর "চালতে চালতে" গানটা মনে পড়ে গেল। আহা কি সুর! দাঁড়ান গানটা ছেড়ে দিই। ঠিক আছে, গানটা চলছে এখন। মনের ভ্রমণের বাকী পথ শেষ করি এখন।
"চালতে চালতে" শুনতে যেয়ে মনে হল নীচের গানটা এই পোষ্টের সাথে যায়। তাই সেটিও যুক্ত করে দিলুম। উপভোগ করুন মীনা কুমারীর নাচ।
ওয়াজেদ আলী শাহ-এর কথা পড়ে চোখে ভাসছিল সত্যজিত রায়ের Shatranj ke Khilari মুভির কথা। নাচের জন্য মনে পড়ছিল জলসাঘর মুভির কথা।
গেইসাদের কথা পড়ে মনে পড়ে গেল ইউনিতে দেখা গেইসাদের নাচের কথা।
আর সব শেষে নওয়াবজাদার সিনেমা করার কথা পড়ে মনে পড়ে গেল ধীবরের নীচের পোষ্টটার কথা।
Click This Link
দেখুন আপনার এক পোষ্ট পড়েই মন কত জায়গা থেকে ঘুরে এল । আপনি "পোষ্ট পড়ুন আর দেশ বিদেশ ঘুরুন (মনে মনে)" টাইপ ব্যবসাতে ভাল করবেন বুঝা যাচ্ছে
২৪ শে জুন, ২০১০ দুপুর ২:১৬
রেজোওয়ানা বলেছেন: নতুন ব্যবসায়িক বুদ্ধি টা পছন্দ হয়েছে, চাকরি বাকরির যা অবস্থা!!!
আর ধীবরের ঐ পোস্ট থেকে আমি প্রথম লাস্ট কিসের কথা জানতে পারি!!
আপনি তো এ বিষয়ে অনেক খবরাখবর রাখেন, লাস্ট কিসে'এর কি কোন সিডি কি পাওয়া যাবে?
জানেন নাকি?
আর আপনি কি সুন্দর ভিডিও লিংক এড করেছেন, আমি করতে গেলেই পিসি হ্যাং হয়ে যাচ্ছে!!
এই পোস্টের সাথে দেবদাসের মাধুরী কাহে চাঁদ মোহে" গানটা এড করতে চেয়েছিলাম। তা সেটা করতে গিয়ে দু"বার আমার পুরো পোস্টই গায়েব (তখনই রাগে দু:খে সাপের পোস্ট টা দিয়েছিলাম )
২৮| ২৪ শে জুন, ২০১০ সকাল ৭:২৪
'লেনিন' বলেছেন: আপনার পড়াশোনার বিষয় কি ইতিহাস-ঐতিহ্য বা প্রত্নতত্ব ছিলো নাকি?
ক্যামেরাম্যান ভাই মনে হয় মেমোয়েরস অফ গেইসা' র কথা বলছেন। উপন্যাস টি পড়া হয়নি এমনকি মুভিটিও দেখা হয়নি। তবে আলোচিত ছিলো বলেই নাম মনে আছে। সময় পেলে দেখে ফেলবো।
Click This Link
Click This Link
২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৪৯
রেজোওয়ানা বলেছেন: ওহ! লেলিন ভাই, ভাল লাগছে আপনাকে ফিরতে দেখে!!
আই মিন ইট ভাইয়া!!!
আমার বিষয় পড়াশোনার বিষয় ঠিকই ধরেছেন, কিন্তু কর্মক্ষেত্র একেবারেই উল্টো দিকে হয়ে গেছে।
তাই একটু লেখালেখি করে ট্রাকে না থাকার অভাবটা পুষিয়ে নেবার ব্যার্থ চেষ্টা করি মাঝেমাঝে।
গেইশাদের নিয়ে আমার একটা পোষ্ট ছিল "ভিনদেশী বিনোদিনীদের কথা........"
দেখলে খুশি হতাম।
অ ট: আমি লিংক এড করতে পারছিনা কোন লেখায়, এর কি কোন সমাধান দিতে পারবেন ভাইয়া? "এরর ইন পেইজ" দেখায়........
২৯| ২৪ শে জুন, ২০১০ সকাল ৭:৫৮
লবঙ্গলতিকা বলেছেন: ভাল লাগলো আপা মনি.................
২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: হুম, তুমি মাঝে মাঝে কোথ্থেকে উদয় হও ??
৩০| ২৪ শে জুন, ২০১০ সকাল ৮:০৭
চতুষ্কোণ বলেছেন: আপা এককথায় অসাধারণ একটা পোষ্ট। এদের দেখেছি উপন্যাস আর মুভিতে। এই পোস্টের মাধ্যমে ভিতরকার কথাও কিছু কিছু জানলাম। বেশ লাগলো। এরকম ভিন্ন স্বাদের আরও পোষ্ট আশা করছি...
২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৫৪
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক অনেক খুশি হালম কমেন্টটা দেখে চতুস ভাইয়া..........
৩১| ২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৫৮
শয়তান বলেছেন: রাজলক্ষী =রাজলক্ষ্মী হবে
২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:০৪
রেজোওয়ানা বলেছেন: ঠিক করে দিয়েছি..............
৩২| ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৮
অমিত চক্রবর্তী বলেছেন: গ্রেইট!
অনেক ধন্যবাদ পোস্টটির জন্য।।
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৫২
রেজোওয়ানা বলেছেন: আনন্দিত...............................
আমিত দা।
৩৩| ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৩
নৈশচারী বলেছেন: খুবই চমত্কার একটা পোস্ট! পড়ে ভালো লাগলো আপু! অনেক কিছু জানলাম!
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৫৪
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নৈশচারী, পড়েছেন দেখে খুব ভাল লাগলো..........
৩৪| ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৫০
মোহাম্মদ লোমান বলেছেন: বাইজী কাহিনী অনেক সুন্দর করে তুলে ধরেছেন। +
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৫৭
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ লোমান ভাই..........
৩৫| ২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৩৯
জুন বলেছেন: খুব ভালোলাগলো এই পোষ্ট টা তথ্যসমৃদ্ধ। +++
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৫৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু........
অট: এটাই কিন্তু সেই ডিলিট হয়ে যাওয়া পোস্টটা!!
৩৬| ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:০৬
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ভাল লাগল আপু। দু-একটা সিনেমায় যা দেখেছি, তাতে এই জীবনটা খুব কাছ থেকে দেখার একটা ইচ্ছা সবসময়ই জেগেছে। আরো লিখুন এটা নিয়ে।
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:১৭
রেজোওয়ানা বলেছেন: হুম, খুবই বিচিত্র আর বিড়ম্বিত জীবন!!
আপনি কি "প্রথম আলো" বইটা পড়েছেন?
ওখানে কিন্তু বাইজীদের সামজিক জীবনের খুব চমৎকার বর্ণনা আছে.........
৩৭| ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:৩৯
কথক পলাশ বলেছেন: আপু, পোস্টটা আগেই পড়েছি। বার বার লগ আউট হয়ে যাবার কারণে কমেন্ট করতে পারিনি।
অনেক তথ্য জানলাম এই পোস্ট থেকে।
অটঃ আমার আর রাইম ভাইয়ের খুব শখ ছিল বাইজী নাচ দেখব। সিলেট, সুনামগঞ্জ অনেক ঘুরেও এ পেশার কাউকে পাইনি বলে শখটা এখনো অধরা রয়ে গেছে।
এই জীবন শিল্পীদের জন্য শুভকামনা রইল।
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:২১
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পলাশ।
হুম এটা দেখে রাইমতো লজ্জায় বেগুনী হয়ে যাচ্ছে!!
আর আপনার কি করেণ মিঞা, বড় ভাইদের বিয়েশাদি দিচ্ছেন না, ওর তো দিনে দিনে ডেট এক্সপায়ারড হয়ে যাচ্ছে!!
৩৮| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:২৫
আকাশটালাল বলেছেন: বাইজীরে ভালা পাই........
তোফার আব্বুর সাথে দেখা হইছে লান্চের সময়। সবাই মিলে সামু........হম্..... আমারে একটু সবাইরে চিনাই দিয়েন আপু।
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:২৩
রেজোওয়ানা বলেছেন: হুম, কে জানি বলছিল ব্রাজিল নাকি প্রথম রাউন্ডেই বাদ পড়বে।
সেই সব পাজী লোকজনদের ইদানিং কম কম দেখি।
তোফার বাবাকে বলতে হবে এর পরে ঐসব লোকদের দেখা পেলে পাকড়াও করে নিয়ে আসতে...........
৩৯| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: ঘটনা কি আপি ? যখনি তোমার বাসায় আসি তখনি দেখি সব ছেড়ে ছুড়ে দিয়ে রাজা বাদশা নিয়ে পোষ্টাচ্ছো ? ... যদিও যা লিখছো তার সবই আমার অজানা, তবে তোমায় নিয়ে বিশেষ ধরনের গবেষনা করাই লাগবে বলে মনে হচ্ছে ....
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:২৮
রেজোওয়ানা বলেছেন: রাজাগজাদের নিয়ে লিখে একটু এলিট ভাব আনতে চাচ্ছিলাম আরকি
৪০| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
দীপান্বিতা বলেছেন: এক সময় এই বাইজীরা ছিলেন শাস্ত্রীয় সংগীতের ধারক-বাহক, তার জন্য যথেষ্ঠ সন্মানও তাদের করা হত।.....কিন্তু আমরা যখন বেনারস গেলাম আর তাদের সম্বন্ধে খোঁজ নিলাম, তখন হতাশ হই!... চাপে পরে তারা এখন হিন্দী ফিল্মি গান গায় ... সে ঐতিহ্যও আর নেই!
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:২৯
রেজোওয়ানা বলেছেন: হুম, সময়ের তালে তাল মিলিয়ে অনেক ঐতিহ্যই বিকৃত ভাবে বিবর্তিত হয়ে যাচ্ছে, কিছুই করার নেই............
৪১| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৪
'লেনিন' বলেছেন: দীপান্বিতা যেমন বলেছেন তেমন একজন নামকরা শিল্পী ছিলেন আম্রপালি নামে। আমার বাসায় আম্রপালি আমের একটা গাছ হয়েছে কী যে মিষ্টি!
@রেজোয়ানা: আপনার লিংক এড করার জন্য যদি সময় করে সামু'র টিউটোরিয়াল ভিডিও দেখে নেন তাহলে কাজে দেবে। এরর ইন পেজ সাধারণত সার্ভার এবং ইন্টারনেট স্পিডের কারণে অসম্পূর্ণ পেজ লোড হওয়াতে হচ্ছে বলে ধারণা করছি। কন্ট্রোল+এফ৫ চেপে সুপার রিফ্রেশ করে চেষ্টা করুন হয়ে যাবে।
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৩৪
রেজোওয়ানা বলেছেন: আম্রপালি আমের গাছ লাগিয়েছেন, টবে?
সেদিন গাছের মেলায় একটা আম গাছে দেখলাম, মেট্রাস তোতা নামের, আম গুলোর আকৃতি তোতা পাখিড় ঠোটের মাতো!!
এটা দেখেছেন? খুব মজার!!
হুম ভাইয়া ধন্যবাদ। আমার মনে হচ্ছে সাম ইনের কোন সমস্যা। এখন আবার ইমো যোগ করতে চাইলে প্রথম পেইজে চলে আসছে, খুবই বাজে অবস্থা...............
৪২| ২৪ শে জুন, ২০১০ রাত ১০:২২
রাত্রি২০১০ বলেছেন: খুব ভাল লাগল। পড়ে অনেক জানলাম। একটা সিরিজ করলে পারেন। নবাবী আমলের সব নারীদের নিয়ে--রানী থেকে রূপজীবিনীদের নিয়ে।
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৩৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ রাত্রী, আপনারে মন্তব্যে উৎসাহিত হলাম.........
তবে সিরিজ লেখা আমার মতো অর্বাচীনের কাজ না!!!
৪৩| ২৪ শে জুন, ২০১০ রাত ১০:২৪
কাকঁন বলেছেন: প্রিয়তে
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৩৭
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ কাকঁন, আমার ব্লগে স্বাগতম।
আপনার নামে আরেক জন আছেন, চন্দ্রবিন্দুটা একটু এদিক ওদিক।
কাঁকন নামের, আমার পছন্দের একজন ব্লগার...........
৪৪| ২৫ শে জুন, ২০১০ দুপুর ২:০০
ছোট মামা বলেছেন:
আনেক কিছু জানলাম । আপনার পোস্টে এটাই মনেহয় আমার প্রথম কমেন্ট । কিন্তু নিয়মিতো আপনার পাঠক হয়ে গেলাম ।
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৩৮
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছোট মামা!!
আপনার নিকটা খুবই চমৎকার "ছোট মামা"...........
৪৫| ২৫ শে জুন, ২০১০ রাত ১০:২০
সায়েম মুন বলেছেন: আপুর এই নাচনের পোষ্টটা চোখের ফোঁকর দিয়ে পাস হয়ে গেছে। এর আগে গেইসা আর এই পোষ্টে বাইজীদের ইতিহাস জানলাম। থ্যাঙ্কু থ্যাঙ্কু
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৪০
রেজোওয়ানা বলেছেন: নাচনের পোস্ট!!!..........................হা হা হা, হি হি হি............হোয়াট আ কম্পিমেন্ট
.........উফ..........হে হে হে............
৪৬| ২৫ শে জুন, ২০১০ রাত ১১:৩৫
শিরীষ বলেছেন: আমি যদি আরো লিখে যেতে চাই তবে এই ইতিহাস পাঠগুলো খুবই দরকারি আমার জন্যে। দারুণ পোস্ট।
অনেক শুভেচ্ছা!
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৪৩
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..............................
.............................................................
.......................................................
...................................
শিরীষ ভাই
৪৭| ২৬ শে জুন, ২০১০ ভোর ৬:০২
নিমা বলেছেন: ওয়াও অনেক ভালোলাগছে
আপু আরো লিখুন প্লিজ
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৪৪
রেজোওয়ানা বলেছেন: জেনে ভাল লাগলো নিমা..............
৪৮| ২৯ শে জুন, ২০১০ সকাল ৭:০৬
পুরাতন বলেছেন: অনেক কিছু জান্তে পার্লাম...
আফনে কুতায়
২৯ শে জুন, ২০১০ সকাল ৮:১৯
রেজোওয়ানা বলেছেন: অনেক কিছু জানাইতে পেরে গর্বিত বোধ করতাছি!!
গেছিলাম হরতাল আর উইকএন্ড আর একটা এক্সট্রা ছুটি সব মিলিয়ে ৪ দিনের ঘুরাঘুরিতে ছিলাম............
৪৯| ২৯ শে জুন, ২০১০ সকাল ৯:০৫
'লেনিন' বলেছেন: না টবে না অবহেলায় ফেলে রাখা আটিতে হয়েছিলো বাড়ির পেছনের খালি জায়গায়। Click This Link বিস্তারিত এখানে লিখেছিলাম তাই আর লিখলাম না
লিঙ্ক অ্যাড করার জন্য স্কয়ার ব্রাকেট ব্যবহার করতে হয়। অর্থাৎ ] এবং [ কিন্তু আমি এখন } এবং { অর্থাৎ কার্লি ব্রেসেস দিয়ে দেখিয়ে দেই। বুঝতে পারলে ব্যবহার করতে পারবেন।
{link|আপনার লিংকের ঠিকানা এই মাঝখানে দিন অর্থাৎ খাড়া পাইপ চিহ্নের ভেতরে|লিংক'কে যে টাইটেল অর্থাৎ যে লেখার সাথে যুক্ত করবেন তা শেষের অংশে দিন} কার্লি ব্রেসেস ব্যবহার করার কারণে ব্রেসেসগুলো দেখা গেলো। স্কয়ার ব্রেসগুলোর বিশেষ দায়িত্ব দেয়া আছে। ওর ভেতরে যা লেখা হবে তা বিভিন্ন অর্থ ধরে নেবে সামুর ইঞ্জিন।
২৯ শে জুন, ২০১০ দুপুর ১২:০২
রেজোওয়ানা বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
ট্রাই করে দেখছি........
৫০| ৩০ শে জুন, ২০১০ রাত ১২:৩৩
আমি ভাদা বলেছেন: রাজলক্ষ্মী , চন্দ্রমূখীদের কথা...........
৩০ শে জুন, ২০১০ সকাল ৮:১৪
রেজোওয়ানা বলেছেন: হুম, ভাইয়া, তাদেরই কথা..............
আচ্ছা আপনাকে ভাদা ছাড়া অন্য কোন নামে কি ডাকা যায়?
এটা যেন কেমন লাগে!!
৫১| ৩০ শে জুন, ২০১০ সকাল ৯:২৯
আমি ভাদা বলেছেন: প্লিজ আমাকে একটা নাম দিয়ে দেন যে নামে শুধু আপনিই ডাকবেন
৩০ শে জুন, ২০১০ সকাল ৯:৩৪
রেজোওয়ানা বলেছেন: আদা কিংবা দামি কিংবা আভা কিংবা দামি আভা
৫২| ৩০ শে জুন, ২০১০ সকাল ৯:৪১
আমি ভাদা বলেছেন: এগুলার অর্থ কি ? কিছুইত বলেন নাই আবার খারাপ কিছু নাতো
৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৩৮
রেজোওয়ানা বলেছেন: আরে না না, ছি ছি, কি যে বলেন ভাই!!!
আপনার নামটাকে একটু ওলট পালট করে লিখলাম...................
৫৩| ৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৩৯
শ।মসীর বলেছেন: ভাল লাগল ইতিহাস জেনে........
আঢুনিক সংস্করন হচ্ছে- এখনকার ড্যান্স পার্টি সহ আরও কত কি, অবশ্য এখন শিল্প আর মুখ্য বিষয়নয়
৩০ শে জুন, ২০১০ দুপুর ২:০০
রেজোওয়ানা বলেছেন: হুম, বিবর্তন মাঝে মাঝে খারাপ দিকেও যায়.............
৫৪| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:৩৪
সোহরাব সুমন বলেছেন: জানলাম! অনেক জ্ঞানগর্ভ পোস্ট! আচ্ছা আপনার বন্ধুদের কি আমার পোস্ট দেখার জন্য বলবেন?
৩০ শে জুন, ২০১০ দুপুর ২:০৪
রেজোওয়ানা বলেছেন: হুম আমি অ নে ক গিয়ানী তো, তাই জ্ঞানগর্ভ পোস্ট লিখি...........
আর আমার বন্ধু কোথায় দেখছেন, উপরে যারা মন্তব্য করেছেন তাদের মধ্যে এক শামসীর ভাই ছাড়া আর কাউকেই আমি চিনি না।
বেশি বেশি অন্যদের পোস্ট দেখেন, তাহলে অন্যরাও আরও বেশি করে আপনার দেখবে...........
৫৫| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
পাহাড়ের কান্না বলেছেন: প্রিয়তে রেখে দিলাম। অনেক ভালো পোস্ট।
আগে আমরা কত দেখেছি। সেইসব দিন আসলেই মধুর ছিল। কিন্তু এখন তো আপ্নারা শুধু গল্পই পড়ছেন।
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:১৩
রেজোওয়ানা বলেছেন: ""আগে আমরা কত দেখেছি। সেইসব দিন আসলেই মধুর ছিল।"".......এহ; থাকেন তো পাহাড়ে, এগুলা কেমনে দেখবেন?
জুড়ি গাড়ি আছে, বাগান বাড়ি আছে?
হু: !! বিয়ার চিন্তা করতে করতে এত ভাল পুলাডার মাথা আউলাইয়া গেলো, আহারে.......
প্রিয়ায়িত করেছেন দেখে সন্মানিত বোধ করছি.......
৫৬| ৩০ শে জুন, ২০১০ রাত ৯:৫২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: থাইল্যান্ড ভ্রমনের উপর সামুতে আমার লেখা ব্লগটি কাল ভোরের কাগজের বেড়ানো পাতায় প্রকাশিত হতে যাচ্ছে। বিস্তারিত এখানে দেখুনঃ
Click This Link
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:১৫
রেজোওয়ানা বলেছেন: আরে কি ভাল খবর, অভিনন্দন আপনাকে।
আর এত ভাল একটা খবর জানানোর জন্য অনেক ধন্যাবদ জহিরুল ভাই..........
৫৭| ৩০ শে জুন, ২০১০ রাত ১০:২২
সত্যবাদী মনোবট বলেছেন: জানার কোন শেষ নাই। দারুন লাগলো আপুনি। আমার ব্লগে আপনাকে নিমন্ত্রণ। যদি সময় হয় পড়বেন আমার এলোমেলো কাঁচা লিখাগুলো....
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:১৬
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ..........
অবশ্যই আপনার ব্লগে যাবো.....
৫৮| ৩০ শে জুন, ২০১০ রাত ১০:৫৪
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনার পোস্টগুলোর গুণ এটাই যে, অনেক কিছু জানা যায়। অনেক খাটনি করে লেখেন আপনি। ক্যারি অন ম্যাডাম!
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:১৭
রেজোওয়ানা বলেছেন: ভেবু আপু.........................
......................................
............................................................ভেবু আপু
৫৯| ০১ লা জুলাই, ২০১০ রাত ২:২৭
সরল মানুষ বলেছেন: হাউ কাউ পার্টি
নতুন লেখা কই
তারা তারি
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:১৮
রেজোওয়ানা বলেছেন: কি লেখমু খুইজা পাই না............
৬০| ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৩:১৭
ফেরিওলা বলেছেন: আমার ডানে কস্তুরী বাঈ
রাত্রির নাচে শ্রান্ত
আমি তাকাই বামে
আয়নায়
পৃথিবীর সবসুন্দরেরা ঘুমিয়ে গেছে এখন আমার ডান পাশে।
ধন্যবাদ আপনাকে....চারটা লাইন লেখে দিলাম..অনেকটা কবিতার ঢঙে......
০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১০:৪৯
রেজোওয়ানা বলেছেন: চমৎকার কবিতা.........
৬১| ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৩
নীল ভোমরা বলেছেন: ভাল লাগলো পড়তে। প্লাস!
০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১১:২৬
রেজোওয়ানা বলেছেন: ধন্যাবাদ ভোমরা ভাই......
৬২| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩০
সুবিদ্ বলেছেন: ভালো লাগলো লেখাটা........
শিমুল ইউসুফের একক অভিনয়ের 'নটী' বিনোদিনী-তে ঐসময়টা দারুনভাবে উঠে এসেছে.......মজার ব্যাপার হলো সেসময়ে অনেক বাইজী কিন্তু খুবই প্রভাবশালী ছিলেন, রাজকার্য বা অন্দরমহলের অনেক কিছুতেই তাদের ভূমিকা থাকতো বিশাল........
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৬
রেজোওয়ানা বলেছেন: হুম বিনোদিনী ইতিহাসের চমৎকার ডকুমেন্টশন। এছাড়া সুনীলের 'প্রথম আলো' বইটাতেও সেই সময়ের সামাজিক জীবনে এদের অবস্থান আর প্রভাব খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে...........
ধন্যবাদ ভাইয়া, পড়েছেন দেখে ভাল লাগলো.............
৬৩| ১৪ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:২৭
মেহবুবা বলেছেন: এত কিছু জানলে কি করে ?
ভাল হল আমাদের জানবার সুযোগ করে দিলে ।
১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৭
রেজোওয়ানা বলেছেন: মেহবুবা আপু, আমার অল্প কিছু এমন ধরণের পোস্ট আছে, হয়তো তেমন কিছুই লিখতে পারিনি, তবে এগুলো যদি কেউ পড়ে আর মন্তব্য করে, তাহলে আমি অনেক অনেক খুশি হই, খুব ভাল লাগে!
ঈদের শুভেচ্ছা রইলো তোমার আর বাবুদের জণ্য..........
৬৪| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০৪
kisuna বলেছেন: অনেক্ষণ ধরে সবাই শতরঞ্জ কি খিলাড়ি ছবির কথা আলোচনা করছেন। সত্যজিৎ রায় তুলে ধরেছেন বাঈজী নাচ।নেচেছেন বিরজু মহারাজের ছাত্রী শাশ্বতী সেন।
২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪১
রেজোওয়ানা বলেছেন: হুম, সত্যজিৎ রায়ের সৃষ্টি মানেই একবারে সমাজ থেকে তুলে নেয়ে জীবন্ত কিছু ছবি............
থ্যাংকস ফর দ্যা লিংক kisuna
৬৫| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০৬
kisuna বলেছেন: [yt|http://www.youtube.com/watch?v=MZ7KYyg3gEo
লিঙ্ক দেয়া যাচ্ছে না
২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৬
রেজোওয়ানা বলেছেন: এখান থেকেই দেখে নেবো। আমি এই দেড় বছরে এখনও ভিডিও আপলোড করতে পারিনি, কি যে সমস্যা বুঝি না!!
৬৬| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৮:৪৩
সকাল রয় বলেছেন:
পড়লাম
খুব ভালো লাগলো
০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:৫২
রেজোওয়ানা বলেছেন: আপনি পড়েছেন............ অনেক আগের লেখাটা.......খুব ভাল লাগছে সকাল ভাইয়া......এটা শুধু বলার জন্য বলা না, বুঝলেন?
৬৭| ১০ ই মার্চ, ২০১১ রাত ১২:৫৯
চে গুয়েভারা ২ বলেছেন: আর এক্টা ভয়াবহ পোস্ট। স্টিকি করা হোক
১০ ই মার্চ, ২০১১ সকাল ৮:২০
রেজোওয়ানা বলেছেন:
৬৮| ১০ ই মার্চ, ২০১১ ভোর ৫:০৯
আরিয়ানা বলেছেন: দারুন লাগলো লেখাটা!!
১০ ই মার্চ, ২০১১ সকাল ৮:২৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আরিয়ানা আপু। আপবনার পাঠে সবসময়েই আনন্দিত হই
৬৯| ১০ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
মেমোয়েরস অফ গেইসা ছবিটি দেখতে হবে ।
১১ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: খুব চমৎকার সিনেমা, আমার ভীনদেশী বিনোদিনীদের কাহিনী পোস্টে সিনেমার ডাউনলোড লিংক দেয়া আছে, দেখতে পারেন
৭০| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
দিলাম ডাউনলোড ,আল্লাহ ভরসা ।
১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:৪৫
রেজোওয়ানা বলেছেন: হলে জানাবেন
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৫১
সরল মানুষ বলেছেন: ++++++++++