![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
বাংলা সাহিত্যের বিশাল জগতে মৌলিক গোয়েন্দা কাহিনী প্রায় নেই বললেই চলে, বেশির ভাগই বিদেশী গল্পের ছায়াবলম্বনে লেখা, সেদিক থেকে অন্যতম জনপ্রিয় চরিত্রের কথা বলতে গেলে প্রথমেই আসবে অবশ্যই সত্যজিৎ রায়ের 'ফেলুদা'!
সত্যজিতের চোখে যেমন দেখতে ফেুলদা ও তপেশ
সব বয়সের, সব সময়ের, সব মানুষের কাছে সমান জনপ্রিয় 'ফেলুদা'র গল্পের প্রতিটি কাহিনীই কিন্তু মৌলিক। আর এই গল্প গুলো বাংলা ভাষা ছাড়াও আরও পাঁচটা ভারতীয় এবং চারটা বিদেশী ভাষায় অনূদিত হয়েছে, সুতরাং বলা যায় ভিন্ন ভাষাভাষিদের কাছেও ফেলু মিত্তিরের কদর নেহায়েত কম নয়!
১৯৬৫ থেকে ১৯৯১ মোট ২৬ বছর ধরে লেখা হয়েছে ফেলুদার গোয়েন্দা কাহিনী গুলো, এবং সব গুলোই তার অন্যতম সহকারী ও রহস্য অভিযানের সংঙ্গী জ্যাঠতুতো (শেষ দিকে তাকে বলা হয়েছে পিসতুতো) ভাই 'তোপেশ' এর জবানীতে লেখা, অনেকটাই শার্লক হোমসের মতন।
তীক্ষ বুদ্ধির, হ্যান্ডসাম গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে প্রদোষ সি মিটার ওরফে ফেলু মিত্তির ওরফে ফেলুদার বয়স ২৭ আর তার সহকারী তপেশ রঞ্জন মিত্র মানে তপশের বয়স ১৩ বছর! মজার ব্যাপার হলো মোট ২৬ বছর ধরে লেখা ফেলুদা কাহিনীর শেষ পর্যায়ে এসে ফেলুদার বয়স ৩৫ বছর হলেও,বেচারা তপেশ সেই ১৩ তেই আটকে গিয়েছিল!!
ফেলুদার এডভেঞ্চারের আরেক জন সঙ্গী হলেন 'রহস্য-রোমাঞ্চ' সিরিজের জনপ্রিয় লেখক লালমোহন গাঙ্গুলি, যিনি কিনা জটায়ু ছদ্মনামে 'হান্ডুরাসে হাহাকার' কিংবা 'ভ্যাংকুবারে ভ্যাম্পায়ার' টাইপের দূর্ধষ সব কাহিনী লেখেন আর সবুজ রং এর এম্বেসডর গাড়ি চড়ে ঘুরে বেড়ান! তার আবার একটা শখও আছে, প্রায় প্রতি অভিযানে বের হবার সময়ে সঙ্গে করে নিয়ে নেন বিচিত্র সব অস্ত্র, এর মধ্যে অস্ট্রেলিয়ান বুমেরাং থেকে শুরু করে ভেজালী পর্যন্ত আছে, যদিও কাজে সেগুলো লাগাতে পারেন না ঠিকঠাক ভাবে!
শুরুর গল্পে জটায়ুকে চশমা পরা আর গোঁফ বিহীন একেছিলেন সত্যজিত, পরের দিকে সব বইতেই আবার তার গোঁফ আছে, যেটা ট্রেড মার্কের মতো হয়ে গিয়েছিল!
বেটে খাট, টাক মাথা মজার চরিত্রের জটায়ু অবশ্য শুরুর দিকের গল্প গুলোতে ছিলেন না, তাকে প্রথম দেখা যায় 'সোনার কেল্লা' গল্পতে! এরপর থেকে প্রতি সিরিজেই তিনি আছেন ফেলুদা সিরিজের একজন অবশ্যক চরিত্র হিসেবে।
তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ফেলুদার চরিত্র রূপায়নে সত্যজিৎ রায় কি শার্লক হোমসকে অনুসরন করেছেন? কেন বলছি এ কথা? ভাল করলে খেয়াল করলে দেখা যাবে হোমসের সাথে বেশ অনেক কিছুই মিল আছে ফেলু মিত্তিরের............এরা দু'জনেই তামাক প্রিয়, হোমসের প্রিয় জিনিস পাইপ, ফেলুদার চারমিনার, হোমস সব সময়ে সাথে রাখতেন প্রিয় পিস্তল A Webley Bulldog, আর ফেলুদা কোল্ট!
হোমস যে কোন গভীর সমস্যায় পরলে পরামর্শের জন্য সাহায্য চাইতেন ভাই মাইক্রফট হোমসের কাছে, আর ফেলুদা নিতেন তাদের গ্রাম সম্পর্কিয় সিধু জ্যাঠা'র কাছ থেকে, দু'জনাই আকৃতদার, বেহোমিয়ান ধরনের, সমস্যার সমাধানে দু'জনাই অস্ত্রের চাইতে মেধা আর বুদ্ধ বিশ্লেষণকে ব্যবাহর করেছেন বেশি!
ফেলুদা ইন এ্যকশন! তিনি আবার জুজুৎসুতে ব্লাক বেল্ট সেই সাথে ভোরে নিয়মিত যোগ ব্যায়মও করেন
যাই হোক, ফেলুদা সিরিজের প্রথম গল্পটি ছিল ১৯৬৫ সালে লেখা "ফেলুদার গোয়েন্দাগিরি", এটা ছোট গল্প ধরনের ছিল। এরপরের বছর লিখেলেন "বাদশাহী আংটি" মূলত: এখান থেকেই ফেলু মিত্তিরের হিট হওয়া শুরু হয়!
শুরুর দিকে সত্যজিৎ রায় বছরে একটা করে 'ফেলুদা' লিখতেন, পরে এর জনপ্রিয়তা এতই বেড়ে যায় যে, তাঁকে বছরে কমপক্ষে ২টা, মাঝে মাঝে ৩টাও লিখতে হয়েছিল; যেমন, ১৯৮৯ সালে একটানা ১১ দিনে তিনি তিনটা কাহিনী লেখেন, 'ড: মুনশীর ডায়েরী,' গোলাপী মুক্তো রহস্য' আর 'লন্ডনে ফেলুদা!'
ছদ্মবেশে তিন জন
ফেলুদার গল্প গুলো যারা পড়েছেন তারা নিশ্চয়ই এক বাক্যে মেনে নেবেন যে গল্প গুলোর একটা বড় আকর্ষণ হলো গল্প গুলোতে রহস্যের পাশাপাশি দেশ ভ্রমনেরও একটা স্বাদ পাওয়া যায়!
এ প্রসঙ্গে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় লিখেছন --------
"ফেলুদার যাওয়া সব জায়গাতেই বাবা কোন না কোন সময়ে গেছেন।
দার্জিলিং ছিল বাবার খুব প্রিয় জায়গা, সুতরাং তাঁর প্রথম মৌলিক চিত্রনাট্য 'কাঞ্চনজঙ্ঘা' আর প্রথম ফেলুদা এই প্লটেরই হবে, এটাই স্বাভাবিক।
আর ওঁর ছোটবেলায় ঘোরা লখনৌ ও কাশ্মীরের স্মৃতি থেকে লেখা হয়েছিল 'বাদশাহী আংটি' ও 'ভুস্বর্গ ভয়ংকর'।
ম্যানিলায় প্রথম ফ্লিম ফেস্টিভ্যালে যাবার পথে হংকং দেখে মুগ্ধ হয়ে ফিরে এসে লিখলেন 'টিনটোরেটর যীশু'!
এছাড়া সত্যজিৎ এর ফ্লিমের জীবনের সাথেও খুব কাছাকাছি জড়িয়ে ছিল ফেলুদা! যেখানেই তিনি শ্যুটিং করেছেন, ফিরে এসে সেই এলাকার পটভূমিকায় লিখেছেন একটা করে ফেলু কাহিনী, যেমন------সিকিমের উপরে একটা প্রামাণ্য চিত্র করার পরই লিখলেন 'গ্যাংটকে গন্ডোগল', জয়সলমীর আর সিমলায় গুপী গাইন-বাঘা বাইন' শ্যুটিং এর পরে জন্ম নিল 'সোনার কেল্লা' ও 'বাক্স রহস্য', বেনারসে 'অপরাজিতের' পরে 'জয় বাবা ফেলুনাথ' আর নেপালে 'হীরক রাজার দেশে' করার পরে লিখেছিলেন 'যত কান্ড কাঠমুন্ডুতে'!
জনপ্রিয় এই গোয়েন্দাকে নিয়ে সিনেমা হবে না; তাকি হয়! তাই বইয়ের পাশাপাশি ফেলুদা চলে এসেছিল সিনেমার পর্দাতেও আর সেখানেও সে যথারিতী হিট!
এখন পর্যন্ত সিনেমায় ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন মোট তিন জন, শশী কাপুর, সৌমিত্র এবং সব্যসাচী চক্রবর্তী, তবে আমার কাছে সব্যসাচীকেই সব চাইতে এপ্রোপিয়েট মনে হয়েছে ফেলুদা হিসেবে। জটায়ু করেছেন সন্তোষ দত্ত আর বিধু ভট্টাচার্য, এখানে আমার কাছে বিধু মশাইকে দূর্দান্ত লেগেছে সব কিছু মিলিয়ে!
সব কথার শেষ কথা হলো, ফেলুদা সিরিজ যারা পড়েনি তারা ঠকেছে, এটা অবশ্য আমার বক্তব্য নয়, লিলা মজুমদারের, আমিও তাঁর সাথে একমত।
পড়তে পড়তে পড়তে ভর্তা বানিয়ে ফেলসি বই গুলা
যদিও আমি বই কিনে বই পড়ার পক্ষে, তবুও ফেলুদার অল্প কয়েটা গল্পের অনলাইন ভার্সন দিলাম এখানে.....
১। বাদশাহী আংটি
২। ছিন্নমস্তার অভিশাপ, সোনার কেল্লা আর গোলাপি মুক্তা রহস্য
৩। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা
৪।ঘুরঘুটিয়ার ঘটনা
৫।গ্যাংটকে গন্ডোগোল
৬।গোঁসাইপুর সরগরম
৭। রবার্টসনের রুবি
আর যারা সিনেমা দেখতে ভালবাসেন তাদের জন্য রয়েছে ব্লগার পুশকিনের চমৎকার একটা পোস্ট, এখান থেকে ফেলুদার সব সিনেমার গুলোর ডাউনলোড লিংক পেয়ে যাবেন.........
সত্যজিৎ এর ফেলুদা ও আমার ভাবনা,সাথে ফেলুদার সকল মুভির ডাউনলোড লিংক
আর যদি শুয়ে বসে শুধু শুনতে চান গল্প গুলো তাহলে বেশ কিছু গল্পের অডিও লিংক পাবেন এখানে......
সত্যজিতের ‘ফেলুদা’ সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন
রেডিও মিরচি
গোয়েন্দা ফেলু মিত্তিরের সাথে সবার সময় ভাল কাটুক!
সকলকে ব্লগ দিবস আর নতুন বছরের আগাম শুভেচ্ছা,
দিন গুলো এবং রাত গুলোও চমৎকার কাটুক, নিরাপদে থাকুন........
লেখার তথ্যসূত্র:
সন্দীপ রায়: সন্দেশ, 'ফেলুদার বিশেষ সংখ্যা, ১৪০২।
লীলা মজুমদার: সন্দেশ, 'ফেলুদার বিশেষ সংখ্যা, ১৪০২।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৩
রেজোওয়ানা বলেছেন: লেখা না পড়ার জন্য তোমার ৫ টাকা জরিমানা হইলো!!
২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
টিনটিন` বলেছেন: শার্লক হোমস, ২য় ফেলুদা আর ৩য় স্থানে পেয়ারো।
প্রায় সবই পড়া আছে শুধু ব্রাজিলের বাঘটা পড়তে পারিনি। আপনি পড়েছেন, রেজুআপু। কেমন?
নতুন ব্লকবাস্টার পোষ্টে কইষ্যা............ আপনি জানেন কোন বাটন প্রেস করেছি।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
রেজোওয়ানা বলেছেন: পড়ছি মানে, একাধিকবার!
আগে যখন ছোট মানুষ ছিলাম, তখন ফেলুদার সিঙ্গেল বই গুলা কিনতাম, চাকরী পাওয়া মাত্রই কিনে এক এক করে কিনে ফেলল্লাম ফেলুদা পাঞ্চ, কোলকাতায় ফেলুদা আর পাহাড়ে ফেলুদা!
এরপর আরেকটু বেতন বৃদ্ধি হবার পরে "ফেলুদা সমগ্র' দুইটাই কিনে ফেলসি, আর নিজেরে বেকুব হিসাবে প্রমাণিত করসি, কেন বলো তো?
এখন আমার কাছে এক একটা গল্পের তিনটা করে কপি আছে
ব্রাজিলের বাঘ' এটা ছোট গল্প ধরনের, সমগ্র ২ নাম্বার খন্ডে আছে!
পেলাস বাটন প্রেস করছো কিনা, লেট মি চেক
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: নিচের লিংক দুইটা কাজ করছেনা সংগ্রহে রাখলাম , সব গুলা মুভি দেখা হইছে
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
রেজোওয়ানা বলেছেন: সংযোগ স্থাপনে আমি বড়ই বেকাবিল
ঠিক করে দিসি
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
তামিম ইবনে আমান বলেছেন: পিলাস
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ তামিম!
কালকের গেটআপ বুঝি আজ প্রোপিকে?
ভাল লাগছে দেখতে!
শুভ দিন....
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩০
শহিদুল ইসলাম বলেছেন: দুইটা সমগ্রই পড়ছি ,
ফেলুদা বস !
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩০
রেজোওয়ানা বলেছেন: তাহলে চিমটি......হা হা হা হা
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল লেখাটি।
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩২
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ঢাকাবাসী!
বিজয় মাসের শুভেচ্ছা
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
নিলাদ বলেছেন: আমার ও প্রিয়। লেখা তে ++
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ নিলাদ!~
শুভ দুপুর
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
নেক্সাস বলেছেন: আমার অনেক প্রিয় সিরিজ
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৮
রেজোওয়ানা বলেছেন: আমারও
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯
আনিজনাত বলেছেন: জয় বাবা ফেলুনাথ। ফেলুদা দিয়েই কিন্তু শেষ না। ফেলুদার যেরকম অসাধারন শঙ্কুও অসাধারন। অর্ধেক ফেলুদা অর্ধেক শঙ্কু = সম্পূর্ণ সত্যজিত।
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯
রেজোওয়ানা বলেছেন: অভিয়াসলি!
শংকু গ্রেইট.....
শুভ দুপুর
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
সিদ্ধার্থ. বলেছেন: আপনি আমার ফেলুদা অনুভুতি তে আঘাত দিয়েছেন ।লালমাহন বাবুর মার্সিডিজ !! উনি একটি মাদ্রাস গ্রীন অ্যাম্বাসেডর করে ঘুরে বেড়াতেন ।বাঙালির নিজেস্ব গাড়ি থাকতে মার্সিডিজ কেন ?
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪
রেজোওয়ানা বলেছেন: ও, হ্যাঁ....তাই তো!! মাদ্রাস গ্রীন আ্যম্বাসেডর!!!
যেটার একটা বিকট ফ্লিম মার্কা হর্ণ ছিল!!
ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫
অদৃশ্য বলেছেন:
ফেলুদার সবকটা গল্পই পড়া হয়েছে.... সম্ভবত সবকটা ছবিও দেখে ফেলেছি.... আমার ভালোলাগা গয়েন্দা সিরিজগুলোর একটি ''ফেলুদা''..........
ফেলুদার চরিত্রে সব্যসাচী হলো সুপার ম্যাচিং.... সব্যসাচীর মতো এই চরিত্রে আর কাওকে হয়তো বেশি মানাবে না.... আমার মতামত..
শুভকামনা রইলো...
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
রেজোওয়ানা বলেছেন: সব্যসাচীর আভিনয় এম্নিতেও নেচারাল!
আর ওনার বুদ্ধিদীপ্ত চেহারা, ফিগার, মুভমেন্ট সব কিছুই ফেলুদার বইয়ের বর্ননার সাথে এমন মিলে যায়, যে এখন বই পড়তে গেলে ওনার চেহারাটই ভেসে ওঠে চোখে!
অনেক ধন্যবাদ অদৃশ্য
শুভ বিকেল
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭
মুর্তজা হাসান খালিদ বলেছেন: অনেকগুলা পড়ছি, নয়ন রহস্যটা অনেকবার পড়েছি যতো, কান্ড কাঠমান্ডুতে, আরো বারো, আবারো বারো সহ সিরিজের কত্তো বই না পড়েছি , আরো কতো তা পড়া হয় নাই
পড়তৈইবো
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে ফেলুদার বেস্ট লাগে টিনটোরেটর যীশু, জয় বাবা ফেলু নাথ, ভুস্বর্গ ভয়ংকর, যত কান্ড কাঠমুন্ডুতে, ছিন্নমস্তার অভিশাপ, গোরস্থানে সাবধান.........আসলে, আসলে সব গুলোই ভাল লাগছে বেশি বেশি
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯
সত্যচারী বলেছেন: সত্যজিৎ আসলেই বস পাব্লিক, সব জায়গাতেই হিট।
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৫
রেজোওয়ানা বলেছেন: তাঁর অধ্যবসায়ও কিন্তু দেখরা মতো বিষয় ছিল এবং থাকবে....
শুভ বিকেল ভাইয়া!
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯
বুলেট কিংবা কবিতা বলেছেন:
বিশাল এক মুভি পোষ্ট দিয়া টায়ার্ড । :-<
পোষ্ট পড়তাসি । কমেন্টের পর ।
সত্যজিতের মুভি কয়টা দেক্সেন?
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২২
রেজোওয়ানা বলেছেন: শশি কাপুরেরটা বাদে সব গুলা দেখসি!
আমি আসলে ফেলুদার বিরাট পাংখা! তবে এখানেও সংকলন আর সমগ্র কিনে কিনে ধরা খাইসি, তবু 'ফেলুদা' প্রেম কমে নাই :!>
তোমার পোস্ট দারুন হইসে!!
তবে আমি শুধু একটা না দুইটা দেখসি শুধু
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
ইউসুফ খান বলেছেন: বেশীরভাগ গোয়েন্দাদের মধ্যেই সিগারেটের নেশাটা দেখা যায়। ফেলুদা যেমন চারমিনার টানতেন, হোমস পাইপ সাথে প্যাথেডিনও নিতেন যখন মাথা খেলানোর কাজ থাকতো না। মন্ত্রমুগ্ধ করে রাখতো ফেলুদা, হোমস
অ্যালান পো-র একটা ক্যারেক্টার আছে 'ডুপিন' Auguste Dupin- বাংলায় যেটাকে অনেক বইয়ে 'দ্যু প্যাঁ'- তাকেও অসাধারন লাগে। বলা হয় সকল গোয়েন্দা ক্যারেক্টার সৃষ্টির ইন্সপিরেশন নাকি এই 'ডুপিন'। যাই হোক, অসাধারন পোস্ট- খুব প্রিয় একটা বিষয় নিয়ে লেখার জন্য অবশ্যই +++++
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৬
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ, এটা কেন যে করেছেন লেখকরা, জেনেশুনে ধুমপানের এড্য করে দেওয়া!
অ্যালান পো বস মানুষ! যুগের তুলনার তাঁর লেখা ও চিন্তাধারা অনেক আধুনিক' ছিল.....
আমার কাছে ফেলুদা, হোমস পড়তে এখনও খুব ভাল লাগে!
শুভ বিকেল ইউসুফ ভাইয়া
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চমৎকার পোস্ট , আমি যতদূর জানি প্রথম ১ বা ২ টা গল্পে তোপশে ফেলুদার জ্যাটতুতো ভাই ছিলোনা , অন্য কি ধরনের ভাই জানি ছিলো , পরবর্তীতে সত্যজিত রায় এটা বদলে দেয় ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩০
রেজোওয়ানা বলেছেন: হু, পরে পিসতুতো দাদায় পরিনত হইসিল মেইবি, লেট মি চেক!
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: লেখাটি ভালো লাগলো সরাসরি প্রিয়তে রাখলাম তবে লিংক গুলা কাজ করছেনা একটু দেখেন না প্লিজ!!! এবং++++++
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩
রেজোওয়ানা বলেছেন: লিংক ঠিক করেছি এবার!
লেখা কেউ প্রিয়তে নিয়ে বাচ্চাদের মতো খুশি হই আমি......হা হা হা
অনেক ধন্যবাদ এবং শুভ বিকেল....
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৬
মানব সন্তান বলেছেন: আসলে সত্যজিত কখনোই পুরোনো হবে নাই, তাই যখন পড়ি তখনই ভালো লাগে....
লিংক গুলো কাজ করছে না তাই আমিই দিয়ে দিলাম..
সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
সত্যজিৎ এর ফেলুদা ও আমার ভাবনা,সাথে ফেলুদার সকল মুভির ডাউনলোড লিংক - পুশকিন
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭
রেজোওয়ানা বলেছেন: আসলে পোস্ট দিয়েই কিছু সময়ের জন্য হাওয়া হয়ে গেসিলাম, চেক করা হয়নি!
আমি ঠিক করে দিয়েছি!
আর আপনার লিংকের জন্যও অনেক ধন্যবাদ মানব সন্তান! ওয়ার্ড প্রেসে 'বর্ন এলিগেন্ট' ব্লগটা কি তাহলে আপনার? দ্বিতীয় লিংকটা ওখান থেকে নিছিলাম আমি!
ধন্যবাদ ও শুভ বিকেল...
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আরেকটা জিনিস , যাদের বই পড়তে অনীহা আছে বা সময় পান না , তারা ফেলুদার গল্প শুনতে পারেন । গল্পে সব্যসাচী চক্রবতী (সিনেমার ফেলুদা) নিজে কন্ঠ দিয়েছেন , সাউন্ড ইফেক্টও খুব চমৎকার , নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে শুনতে পারেন
Click This Link
http://bengali-mp3.com/scontent.php?dir=Sunday Suspense
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৬
রেজোওয়ানা বলেছেন: রেডিও মিরচির লিংকটা দারুন!
এড করে দিলাম মূল পোস্টে!
অনেক অনেক আর অনেক থ্যাংকস.....
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১২
সঞ্জয়ওঝা বলেছেন: ফেলুদার জয় হোক।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৯
রেজোওয়ানা বলেছেন: ফেলুদার জয় হোক
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৮
মুহসীন৮৬ বলেছেন: বস কে নিয়ে পোষ্ট এক বস ব্লগারের। জ্ঞানমতো প্লাস +++
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩২
রেজোওয়ানা বলেছেন: তোমার কমেন্টটাও রীতিমত 'বস' হইছে মুহসীন
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: স্বজ্ঞানে +++++
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৮
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ সেলিম ভাই পঞ্চযোগ চিন্থের জন্য
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৬
মিত্র বলেছেন: বয়সের ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু চরিত্রগুলোর সবচেয়ে অদ্ভুত দিক হচ্ছে আমাদের মানস চরিত্রে এগুলোর বয়স কখনো বাড়েনা। যেমন- তিন গোয়ন্দারা কখনো বড় হয় না, ফেলু মিত্তির কখনো বুড়ো হয়না, হোমস সবসময় এভারগ্রীন।
পোস্ট এ +++
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪১
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ, এটাই লেখকদের কৃতিত্ব! এমন ভাবে কিছু কিছু চরিত্র তৈরি হয়ে যায়, যারা কালজয়ী, সব যুগেই মানানসই!
পড়েছেন বলে ভাল লাগলো মিত্র।
শুভ সন্ধ্যা.....
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৪
জেমস বন্ড বলেছেন: সত্যজিৎ রায় সমগ্র , শরৎচন্দ্র সমগ্র একবার এস এস সি পরীক্ষার পর বাসা থেকে বেশ কিছু টাকা পেয়ে উড়িয়ে দিয়েছিলাম এই দুটা বই কিনে । তখন ১৫০০/- টাকা নিয়েছিল দুটি বই ।
সত্যজিৎ বা ফেলুদার কথা মনে হলেই ভেসে উঠে নিম্নের চরিত্রটির কথা - সব্যসাচী চক্রবর্তী,
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৩
রেজোওয়ানা বলেছেন: আমার তো এখন ফেলুদা বই পড়তে গেলেও সব্যসাচীর চেহারাই মনে হয়!!
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৫
জেমস বন্ড বলেছেন: ১১ নাম্বার পায়রা কিন্তু আমি দিছি
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
রেজোওয়ানা বলেছেন: পায়রা কি? কোন কবুতর তো দেখলাম না!!
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৭
অন্ধ আগন্তুক বলেছেন: দূর্দান্ত পোস্ট রেজোওয়ানা আপা ! যারা ফেলুদা পড়ে নাই এখনো তাদের জন্য পিসিএম ১০১ কোর্সের মত ।
সৌভাগ্য যে , ছোটবেলায় ফেলু মিত্তিরের অভিযানের সংগী হতে পেরেছিলাম ! তোপসে আর জটায়ুর সঙ্গ দারূণ ছিল।
দারূণ পোস্ট ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫১
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে তো এখনও পড়তে ভাল লাগে!
মন মেজাজ ভাল করতে ফেলুদা'র তুলনা নেই।
জটায়ু বস, তবে মাঝে মাঝে ফেলুদা যে বেচারাকে খোচাখুচি করে, এটা ঠিক আমার পছন্দ হয় না
শুভ সন্ধ্যা মাশরুর
ভাল থেকো.....
২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
লেখোয়াড় বলেছেন:
+++++++++++++
Excellent!!
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০০
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ, থ্যাংকিউ!!
ইদানিং কি মোবাইল থেকেই বেশি ব্লগিং করেন নাকি?
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬
নীরব দর্শক বলেছেন: চমৎকার পোস্ট +
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৮
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ রুমান ভাই!
শুভ দিন
২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন: জয় বাবা ফেলুনাথ!!
ভালোলাগা আনলাকি ছিল তাই আমি ভালোলাগা লাকি করে দিলাম
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৩
রেজোওয়ানা বলেছেন: ভাললাগা' লাকি বানিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ!~ আপনি আসলেই কান্ডারী
৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: আর সবার মত ফেলুদা আমারও প্রিয় গোয়েন্দা।
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০
রেজোওয়ানা বলেছেন: ফেলুদা বস
৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৪
সাইফ সামির বলেছেন:
কাল রাতেই কিনা ''জয় বাবা ফেলুনাথ'' মুভিটা আবার দেখছিলাম!!!
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৪
রেজোওয়ানা বলেছেন: কেলেংকারিয়াস ঘটনা
৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিক একদম ফেলুদার উপর শার্লক হোমসের প্রভাবটা বোঝা যায় ।
আর ফেলুদা পড়ে ই ইচ্ছে হত রূপবতী কাঞ্চনজঙ্ঘা দেখার নেপাল যাবার ।
আপু দুই নং এ যে ছবি টা দিয়েছেন ,যেটা বলছেন জটায়ু র ছবি গোঁফ ছাড়া , সেটা তো আমার বইয়ে বাক্স রহস্য গল্পের মধ্যে আছে ।এটা কি জটায়ু ?
আমার তো মনে পরে সেই প্রথম থেকেই মানে সোনার কেল্লা থেকেই জটায়ু ছোট খাট গোঁফ ওয়ালা ,যাকে দেখে মানে ট্রেনে প্রথম পরিচয়ে তপেসের হাসি পেয়েছিল ......... কি জানি .....
আমার মেমরি বিট্রে ও করতে পারে
প্রিয় ফেলুদাকে নিয়ে লেখার জন্য ++++++++++
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৪
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ঠিক ধরেছো আপু, এটা বাক্স রহস্যেরই ছবি! আর বাক্স রহস্যটা, সোনার কেল্লার ঠিক পরের বছর লেখা, সোনার কেল্লায় সত্যজিত একদম কাছ থেকে কারো ছবি আকেঁনি, তাই বাক্স রহস্যের ছবিটা দেয়া!
না বাক্স রহস্যে কিন্তু জটায়ুকে ট্রেন তপেশ গোঁফওয়ালা দেখেনি, তাকে দেখেছে বেটে খাট, শুকনা ধরনের খুব নিরীহ চেহারা বছর ৩৫ এর লোক হিসেবে!
পড়ার জন্য ধন্যবাদ আদ্বিতীয়া!
ভাল থেকো
৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
এসএমফারুক৮৮ বলেছেন: টিভিতে একসময় গোয়েন্দা সিরিজটি প্রচারিত হতো, দারুণ লাগতো ।
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে দেখতাম সিরিয়ালটা
৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: আপু আপনি দেখি আমার মত। বই পড়তে পড়তে ভর্তা বানিয়ে ফেলেন। এজন্য অন্যের কাছ থেকে বই এনে পড়তে খুব ভয় লাগে। বেচারা যদি বই পাগল হয় আমি বই ফেরত দেবার সময় নির্ঘাত বুক চাপড়াবে! আর ফেলুদা এবং শার্লক হোমস সমগ্র এতবার উল্টিয়েছি যে ওদুটা আরোই ভর্তা। সন্দীপ রায়ের নতুন একটা মুভির ট্রেইলর দেখছি কদিন 'যেখানে ভুতের ভয়'।
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪১
রেজোওয়ানা বলেছেন: আমার বই বেশির ভাগেরই এই অবস্থা! আর যেগুলো একাডেমিক বই, তাদের অবস্থা তো আরও করুন, পেন্সিল মার্কে ভরপুর
সন্দীপ রায়ের ফ্লিম মেকিং খুব ভাল লাগে আমার, 'যেখানে ভুতের ভয়' এর ট্রেইলর দেখলাম, মনে হয় এক্সেপশনাল কিছু হবে!
ভাল থেকো মাহী
৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
অথৈ সাগর বলেছেন: চমৎকার বিশ্লেষণ , প্রথমে ভেবেছিলাম রেজোওয়ানা আপা এখন থেকে 'ফেলুদা' লিখবেন !!
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ, লিখছিতো!
'যত কান্ড সামহোয়ারইনে' নামের একটা থ্রিলার লিখবো
৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৪
কাউসার রুশো বলেছেন: ফেলুদা খুব প্রিয়। আর যদ্দুর জানি ফেরুদা শার্লক হোমস থেকে প্রভাবিত। আর্থার কোনান ডয়েলের আরেকটা দারুন চরিত্র আছে প্রফেসর চ্যালেঞ্জার। সত্যজিত রায় এই চরিত্রটি থেকে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেন প্রফেসর শঙ্কু।
পর্দায় সেরা ফেলুদা নি:সন্দেহে সব্যসাচী চক্রবর্তী
দারুন পোস্ট
++++
প্রফেসর শঙ্কু নিয়ে কেউ পোস্ট দেয়না কেন??
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে যেটা মনে হয়, প্রফেসর শঙ্কুর সৃষ্টির পেছনে বাবা সুকুমার রায়েরও বেশ প্রভাব আছে।
সুকুমারে 'খিচুড়ি' ছড়ার হাঁসজারু, বকচ্ছপ মতো জীবজন্তুর পাওয়া যায় শঙ্কুতে!
এছাড়া সুকুমারের প্রফেসর নিধিরাম পাটকেল আর প্রেফেসর হেশোরাম হুশিয়ারের সাথে (হেশোরাম হুঁশিয়ারের ডায়েরী) বিস্তর মিল পাবেন প্রেফসর শঙ্কু!
এখন ভাবছি বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট প্রফেসর শঙ্কুকে নিয়ে আমিই একখানি পোস্ট রচনা করবো
৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৬
মামুন রশিদ বলেছেন: প্রিয় গোয়েন্দা ফেলুদা কে নিয়ে চমৎকার পোস্ট দিয়েছেন আপু ।
ফেলুদার সাথে লালমোহন গাঙুলী ওরফে জটায়ূ'র রসায়নটা হেব্বি হয় ।
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৫
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মামুন ভাই!
ভাল থাকবেন.......
৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২১
আরজু পনি বলেছেন:
দারুন! সব কিছুই আছে। ........হা হা হা কথা খুঁজে পাচ্ছি না আর কি বলবো
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৭
রেজোওয়ানা বলেছেন: আমিও রিপ্লাই খুঁজে পাচ্ছি না, কি লিখবো...হে হে হে হে
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩১
রেজোওয়ানা বলেছেন: আমিও রিপ্লাই খুঁজে পাচ্ছি না, কি লিখবো...হে হে হে হে
৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২
আবু সালেহ বলেছেন: দারুন .....জয় বাবা ফেলুনাথ.......................
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৪
রেজোওয়ানা বলেছেন: ফেলুদা প্লাস ফেলুদা
৪০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
ডেভিড বলেছেন: পড়তে পড়তে পড়তে ভর্তা বানানো হইসে না নীলক্ষেত হইতে নিলামে ক্রয় হইসে
...খালি চাপ্পাবাজি
.............যাহাই হোক ফেলুদাকে নিয়া হাউকাউ কিন্তু চখাম হইসে
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
রেজোওয়ানা বলেছেন: এহ, বললেই হল আরকি, একদম ঝকঝকে নতুন বই কিনছিলাম!
তবে নীলক্ষেত নীলাম আমার খুব প্রিয় জায়গা
থ্যাংকিউ ডেভিড ভাইয়া...।
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
রেজোওয়ানা বলেছেন: এহ, বললেই হল আরকি, একদম ঝকঝকে নতুন বই কিনছিলাম!
তবে নীলক্ষেত নীলাম আমার খুব প্রিয় জায়গা
থ্যাংকিউ ডেভিড ভাইয়া...।
৪১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
অনাহূত বলেছেন:
আপনার পোষ্টগুলো সবসময়ই খুব তথ্যবহুল হয়। এই জন্যে পড়ে তৃপ্তি পাই। পাঠক পড়ে খালি হাতে ফেরত যায় না, সাথে প্রায়ই কিছুনা কিছু গিফট থাকে।
ভাল থাকুন রেনাদি।
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৭
রেজোওয়ানা বলেছেন:
মন্তব্যটা পড়ে মন ভাল হয়ে গেলো একটু বেশি!
অনেক ধন্যবাদ অর্নব, ভাল থেকো......
৪২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোস্ট। প্রিয় লেখকের প্রিয় চরিত্র নিয়ে লিখেছেন। প্রিয়তে না নিয়ে কি কোন উপায় আছে?? এই সিরিজির সবগুলো বই পড়েছি, মুভিও আছে।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩১
রেজোওয়ানা বলেছেন: এহহে, এইটা স্কীপ করলাম কেম্নে!!
প্রিয়তে নিয়েছেন বলে বেধরক খুশি হলাম
৪৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪
হাসান মাহবুব বলেছেন: ফেলুদার বই...কিং অফ গুড টাইমস! আমার সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র। শুধু রহস্য আর ভ্রমণ না, হিউমারে ঠাসা থাকতো। এ জন্যেই বেশি ভালো লাগতো। একটা জিনিস খেয়াল করেছেন, ফেলুদার বইয়ে নারী চরিত্র খুব গৌন থাকতো। কোন বইয়েই তেমন কোন গুরুত্বপূর্ণ নারী চরিত্র নাই। এটাও একটা ভালো বৈশিষ্ট্য
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৮
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ,নারীবর্জিত বিষয়টা লিখতে চাইছিলাম, ভুলে গেছি! নারী তো নারী, মা-খালা-ফুফু কিছুই নাই! কিছু গল্পে তাও যে কয়েকটা নারী চরিত্র আছে গল্পের খাতিরে, সেগুলোও এমন অনউল্লেখযোগ্য যে রীতমত লজ্জাস্কর বিষয় ,
আর এমন হ্যান্ডসাম ফেলুদার প্রেমে কেউ পরল না, এইটাই ফেলুদার গল্পের অন্যতম গাজাখুড়ি ঘটনা
৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩
ভিয়েনাস বলেছেন: আপনার সাথে আমিও একমত ফেলুদা চরিত্রে সব্যসাচী পারফেক্ট।
হয়তো বাংলা সাহিত্যে এমন সিরিজ আর আসবেনা আসলেই এতো জনপ্রিয় হবেনা
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৫
রেজোওয়ানা বলেছেন: বাং;লা সাহিত্যে শিশু-কিশরদের জন্য লেখার ট্রাডিশনটাই মনে হয় নাই হয়ে যাচ্ছে!
আমার কাছে কাকাবাবু সিরিজটা তেমন ভাল লাগেনি, আর সেটা তেমন করে পপুলারো হয়নি, যতটা হয়েছিল ফেলুদা
তবে হোপ ফর দ্যা বেস্ট, একদিন হয়ত কেউ না কেউ লিখবে.....
শুভ সন্ধ্যা ভিয়েনাস
৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুইরাত হইলো ঘুমাই না । ঘুম আসতাসে । প্রিয় ফেলুদাকে নিয়া পোষ্ট দিসেন, তাই আপনাকে প্লাস
পোষ্ট পড়ে আরেকবার কমেন্ট করবো এখন ঘুমাই :-<
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮
রেজোওয়ানা বলেছেন: যাক, ঘুম উপলক্ষে এই আকালের দিনে একটা ফাউ কমেন্ট পাইলাম, ই য়ে য়ে য়ে য়ে য়ে
৪৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯
ইনকগনিটো বলেছেন: সত্যজিৎ আমার প্রিয় লেখক। উনার মোটামুটি সব গল্পই পড়া শেষ।
অনেক ধন্যবাদ আপু, এতো সুন্দর একটা পোস্ট এর জন্য।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৮
রেজোওয়ানা বলেছেন: সত্যজিৎ আমারও খুব প্রিয় লেখক, ফ্যান বলতে পারেন!
সময় করে পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ইনকগনিটো ভাই
৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৭
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ ইরাফান ভাইয়া!
সময় ভাল কাটুক....
৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪
হাসান মাহবুব বলেছেন: ওহ আপনার পোস্টে তো সবই আছে, শুধু ফেলুদাকে নিয়ে সুমন, অঞ্জন, নচিকেতার একটা গান আছে, সুমনের কথা ও সুরে, সেইটা নাই। গানটা অনেক খুঁজলাম নেটে কিন্তু কোথাও পাইলাম না আমার কাছে ক্যাসেট ছিলো। হারায়া ফেলসি।
কী আর করা! এইখানে ত্রিশ সেকেন্ডের একটা ক্লিপ আছে সেটাই শোনেন!
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৬
রেজোওয়ানা বলেছেন: ফেলুদাকে নিয়ে যে গান আছে, এটাই তো জানতাম না!
অনেক অনেক থ্যাংকস হাসান লিংকের জন্য!
পুরাটা খুঁজে যদি পাও, তাহলে দিও কিন্তু!
ভাল থেকো
ক্রিসমাসের শুভেচ্ছা.....
৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৩
বাউন্ডুলে শিকু বলেছেন: ফেলুদার কাহিনী পড়তে ভালো লাগে, তার প্রধান কারন এটা সম্পুর্ন ভাবে দেশীয় গল্প নিয়েই রচিত । অন্য আর কোন গোয়েন্দা উপন্যাসের সাথে এর তুলনা করা চলে না ।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৯
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন, একদম দেশীয় প্রেক্ষাপটে রচিত, যে কারণে স্থান, কাল, প্রেক্ষিত গুলো সব পরিচিত মনে হয়!
অনেক ধন্যবাদ শিকু!
ভাল থাকুন....
৫০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২০
পুচকে ফড়িং বলেছেন:
"প্রদোষ 'রঞ্জন' মিত্র ওরফে ফেলুদা" না, "প্রদোষ 'চন্দ্র' মিত্র"
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪২
রেজোওয়ানা বলেছেন: ঠিক করে দিয়েছি আগেই!
ধন্যবাদ পুচকে ফড়িং
শুভ বড়দিন
৫১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এই পোস্ট নিয়ে না গেলে অপরাধ হবে! শোকেসিত হইলো ফেলুদা কুব পড়তাম ছোটবেলায়।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৫
রেজোওয়ানা বলেছেন: পোস্ট ডাচম্যানের প্রিয়তে!!!
ই য়ে য়ে য়ে য়ে য়ে য়ে য়ে য়ে য়ে
৫২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৩
আশিকুর রহমান অমিত বলেছেন: আপু তপেশের বয়স পরে না বললেও কিন্তু বয়স তার বেড়েছে এইটা কিন্তু বুঝানো হয়েছে কয়েক জায়গায়। আর একটা অসমাপ্ত গল্প তে পড়েছিলাম যে তপেশ এস এস সি না এইচ এস সি দিয়ে বাসায় বসে আছে।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৮
রেজোওয়ানা বলেছেন: অমিত ভাইয়া, পরীক্ষা শেষ করে বাসায় বসে আছে এমন কথা অনকবার উল্লেখ করা হলেও, এস.এস.সি বা এই টাইপের কোন পরীক্ষার কথা কিন্তু সুনির্দষ্ট ভাবে বলেননি সত্যজিত বাবু!
আর যখনই তপেশের বয়সের কথা উল্লেখ করা হয়েছে, সেটা ১৩ ই বলা হয়েছে বারবার!
এটা অবশ্য আমার আবিষ্কার না, লীলা মজুমদারের
শুভ বড়দিন ....
৫৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আমাকে ৫টাকা ফ্লেক্সি করেন তখন ঘুম চোখে একবার কমেন্ট করাতে আর এখন ঘুম থেকে উঠে আবার কমেন্ট করাতে
চমৎকার পোষ্ট । ফেলুদাকে নিয়ে কী বলবো ! কৈশরের দিনগুলোকে খুব মনে করিয়ে দেয় ।এখনো বাসায় গ্যালে কিছু ভাল্লাগছে না মনে হলে ফেলুদার বই নিয়ে বসি ।
আপু, আপনার পোষ্টটা ব্যাপক হইছে । বিশেষ করে যারা এর আগে ফেলুদার সাথে পরিচিত ছিলো না, তাদের জন্য এটা একটা শর্ট ট্রীপ হবে ।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫০
রেজোওয়ানা বলেছেন: আপনার কমেন্টাও ব্যাপক!
এমন দারুন একটা মন্তব্যের জন্য অবশ্যই ৫ টাকা ফ্লেক্সি করা উচিত আমার, একদম অবশ্যকর্তব্য যাকে বলে আরকি!
শুভ বড়দিন আলাউদ্দিন ভাইয়া
৫৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৮
দূর্যোধন বলেছেন: এখন আপনি ফেলুদা রহস্য কাহিনি খোঁড়াখুঁড়ি শুরু করছেন ?
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫
রেজোওয়ানা বলেছেন: হু , অনেকদিন থেকেই
৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪
ফেলুদার চারমিনার বলেছেন: ফেলুদাকে নিয়ে পোস্ট আর আমার কমেন্ট থাকবে না, এইডা কেমনে হয়?
পোস্ট বরাবরের মতোই দুর্দান্ত, প্রিয়তে গেলো
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৬
রেজোওয়ানা বলেছেন: আপনার নিকটাকে দেখলেই আমার ফেলুদা, ফেলুদা লাগে!!
শুভ বড়দিন ফেলুদা
৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানিনা, ফেলুদার জয় বাবা ফেলুনাথ গল্পটা একটু আগে পড়লাম! তারপর আপনার এই পোস্ট! ভেবেছিলাম ঐ গল্পেরই রিভিউ। পড়ে দেখি তা না!
ধন্যবাদ জানবেন সুন্দর পোস্টের জন্য।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৮
রেজোওয়ানা বলেছেন: কিছু কিছু গল্পের রিভিউ আমার মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে, কিন্তু কেমন হবে এই সব দেনোমন করে আর হয়ে ওঠে না!
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য নাজিম ভাই
শুভ বড়দিন
৫৭| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৩
ঘুড্ডির পাইলট বলেছেন: অডিও ফাইল !!! এটা তো দেখি একটা নতুন আইডিয়া , আগে রেডিও তে নাটক ও সিনেমা হইতো অইগুলার মতো অডিও ভার্ষন ! খুব ভালো লাগলো।
৩২ টা ভালো লাগা সহ হাসি দিলাম।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৫
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ, এখন অনেক বইয়ের সাথেও কিন্তু অডিও ক্যাসেট করা হয়! হুমায়ূন আহমেদেরই তো ছিল একটা মনে হয়, হিমুর কোন এক বইতে!
শুভ বড়দিন ঘুড্ডির পাইলট মহাশয়
৫৮| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১১
সুখ নাইরে পাগল বলেছেন: আমি তিন গোয়েন্দাই পড়ছি বেশি। রকিব হাসান তিন গোয়েন্দা লিখা ছেরে দেয়ার পর ফেলুদা শুরু করছিলাম কিন্তু কেন জানি মজা পাইনি খুব একটা।
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭
রেজোওয়ানা বলেছেন: তিন গোয়েন্দা আমারও পছন্দের!
সব বইতো আর সবার একরকম লাগে না! মজার কথা বলি, ক্লাস নাইনে থাকতে প্রথম রবী বাবুর 'শেষের কবিতা' পড়লাম ও পড়ে এমন বিরক্ত হয়েছিলাম.......হা হা
শুভেচ্ছা রইলো পাগল ভাই
৫৯| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৭
বল্টু মিয়া বলেছেন: +++
২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য বল্টু মিয়া!
শুভ দিন
৬০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: ফেলুদা রকস ফেলুদা সিরিজের সব মুভি,বই গোগ্রাসে গিলেছি।
শুভকামনা আপু,সোহামনিকে আদর।
২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৪
রেজোওয়ানা বলেছেন: সোহার আদর পৌঁছে দিলাম!
অনেক ধন্যবাদ চেয়ারম্যান
ভাল থেকো......
৬১| ১৮ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০৫
ভাওয়াল রাজা বলেছেন: ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ক্যারেক্টার এই ফেলুদা।
একে নিজেদের মনে করার কোন অবকাশই নেই।
২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
রেজোওয়ানা বলেছেন: আপনার ব্যাক্তিগত অভিমতের জন্য ধন্যবাদ।
৬২| ১৮ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১২
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন একটা পোস্ট আপু ++++++++++++
অ্যাডভেঞ্চার আর রহস্য বরাবরই প্রিয় প্রিয়তে নিলাম
ভালো থাকবেন সবসময়
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ!
বড়দিনের শুভেচ্ছা রইলো...........
৬৩| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩৮
স্বপনবাজ বলেছেন: ফেলুদা বস!
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
রেজোওয়ানা বলেছেন: হু
৬৪| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৮
নক্ষত্রচারী বলেছেন: জয় বাবা ফেলুনাথ !!
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩০
রেজোওয়ানা বলেছেন: ফেলুদার গোয়েন্দারগিরি
৬৫| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪০
শুভ সকাল বলেছেন: ঢাকায় ফেলুদা নামের কোন বই কি আছে?
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
রেজোওয়ানা বলেছেন: নাহ, এই নামে কোন বই নেই! ফেলুদা কখনো ঢাকায় আসেননি
৬৬| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৯
নভেম্বর্স ইলেভেন বলেছেন: ফেলুদা ভালো লাগে......তাই প্রিয়তে নিলাম সংগ্রহ কালেকশনে রাখলাম .......।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
রেজোওয়ানা বলেছেন: গ্রেট প্লেজার ফর মি
শুভ বড়দিন.....
৬৭| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৭
যাযাবর৮১ বলেছেন:
ফেলুদারে লগে লইয়া গেলাম গো
পোস্টে *+*+*+*+
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
আশাকরি ভাল আছেন......
৬৮| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: ছোটবেলার নায়ক, এখনো তাই আছে। মাঝখানে মাসুদ রানা ছিল যৌবনের প্রতিক।
ঝরঝরে লেখা, অসম্ভব উপভোগ করলাম।
আর না জানা, অনেক কিছু জানলাম।
আমার কাছেও সব্যসাচী সেরা।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন: মাসুদ রানা, তিন গোয়েন্দাও ভাল লাগে এবং লাগতো! কিন্তু পড়তে গেলেই একটা জিনিসই খচখচ করে, 'বিদেশী কাহিনীর অবলম্বনে লেখা"!!
ধন্যবাদ ভাইয়া
শুভ দিন.....
৬৯| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
সুখী চোর বলেছেন: "জয় বাবা ফেলুনাথ "
পকেটে পুরলাম
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
রেজোওয়ানা বলেছেন: গ্রেইট!!
থ্যাংকিউ চোর ভাই
৭০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
ধানের চাষী বলেছেন: দারুন লেখা !
পাঠ্যবইয়ের বাইরে সত্যজিতের বইগুলো পড়ে যে পরিমাণ জানতে পেরেছি তা বোধকরি সাধারণ জ্ঞানের বই পড়ুয়া অনেকের পক্ষেও সম্ভব হয় নি ।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
রেজোওয়ানা বলেছেন: এটা একদম ঠিক বলেছেন, বিশেষ করে জায়গার বর্ণনা গুলো এত সুন্দর করে দেয়া থাকে, পড়েই অর্ধেক দেখা হয়ে যায়!
শুভ বড়দিন ধানের চাষী
৭১| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
সায়েম মুন বলেছেন: দুর্দান্ত----নাইস পোস্ট। তোমার বইগুলা আমারে ধার দিবা? আর একটু ভর্তা বানায় দিবো। নাইলে হাওয়া করে দিবো।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
রেজোওয়ানা বলেছেন: সেক্ষেত্রে বই ধার নেয়ার জন্য তোমার কাছ থেকে অগ্রীম কিছু টেকা-পয়সা রেখে ধার দিতে হবে দেখতাছি
৭২| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৬
রায়হান কবীর বলেছেন: সবগুলো বই পড়েছি না, গিলেছি একসময়।
পোস্টে প্লাস ও সোজা প্রিয়তে নিয়ে বাধ্য হলাম
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ রায়হান ভাই!
সময় ভাল কাটুক আপনার
৭৩| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৪
এমজেডআই বলেছেন: সত্যজিৎরায়ের প্রায় অধিকাংশ লেখাই পড়ার সৌভাগ্য হয়েছে। ফেলুদা এখনো আমার ভাললাগা গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে একটি।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭
রেজোওয়ানা বলেছেন: আমারও! মাঝে মাঝেই রিভিশন করে ফেলি!
আপনি নতুন পোস্ট দিচ্ছেন না, খুব কম, অনেক ব্যাস্ত নাকি?
শুভ দিন ........
৭৪| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪০
ফেলুদার চারমিনার বলেছেন: একটা কারেকশান আছে, জটায়ু ক্যারেক্টারে রবি ঘোষও অভিনয় করেছিলেন।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫০
রেজোওয়ানা বলেছেন: ওহ, তাই নাকি! সেটা কি টিভি সিরিয়ালে?
এড করে দেবো তথ্যটা পোস্টে.....
ধন্যবাদ!
৭৫| ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩
শার্লক বলেছেন: আমার কাছে হোমস প্রথম তারপর ফেলুদা। ছোট বেলা থেকেই ফেলুদার সিঙ্গেল বই কিনে পড়েছি, সেগুলি সব ইঁদুর অনেক আগেই খেয়ে ফেলছে। ফেলুদা বইয়ের একটা ব্যাপার ভিলেন কে সেটা আগেই আন্দাজ করা যেত হোমস এ পুরো বই পড়তে হতো সেটা বুঝার জন্য। এই জন্য হয়তো হোমস এর বই বেশি পছন্দ করতাম। আমার কাছে সৌমিত্রকে এপ্রোপিয়েট মনে হয়েছে, আর জটায়ু চরিত্রে সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত মারা যাবার পর সত্যজিত বলেছিলেন, সন্তোষ দত্ত ছাড়া আবার ফেলুদা মুভি বানানো অসম্ভব।
শশী কাপুর ফেলুদা করেছে জানতাম না। কোন মুভি নাম বলতে পারবেন? সত্যজিত সৌমিত্রকে নিয়ে দুটো করেছিল। শশীকে নিয়ে কে করলো?
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
রেজোওয়ানা বলেছেন: আপনি যে হোমসের কড়া ফ্যান সেটা আপনার নিক আর প্রোপিকই বলে দিচ্ছে
ফেলুদাতে মগন লাল মেঘরার যে সব পর্বে থাকে সেগুলো ছাড়া অবশ্য আমার কাছে মনে হয়নি অপরাধি আগে থেকেই বুঝতে পারার মতোন!
শশীকাপুর যেটায় ছিল, ওটা মূলত: একটা হিন্দী টেলিফ্লিল। পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় নিজেই, নাম ছিল 'কিস্যা কাঠমুন্ড কা, 'যত কান্ড কাঠমুন্ডুতে' এটার উপর বেস করে করা।
অনেক ধন্যবাদ শার্লক
ভাল থাকবেন
৭৬| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৪
চিরতার রস বলেছেন: ভিন্ন প্রসঙ্গের অবতারনার জন্য দুঃখিত।
রুশানের জন্য আহবান।
Click This Link
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
রেজোওয়ানা বলেছেন: আমি জানি......
৭৭| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৭
সবুজসবুজ বলেছেন: ছবিতে যে বইগুলোর কালেকশান দিয়েছেন তাতে দেখতে পাচ্ছি আপনার ও আমার কালেকশানের অনেক মিল আছে।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০২
রেজোওয়ানা বলেছেন: তাহলে তো চিমটি'......হা হা হা হা
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৬
রেজোওয়ানা বলেছেন: তাহলে তো চিমটি'......হা হা হা হা
৭৮| ২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার লেখা। আমি সত্যজিতের ফেলুদার ভক্ত, খুব শক্ত ভক্ত। হোমসের পুরো সিরিজ পড়েছি সেই শৈশবেই। ফেলুদা হাতে এসেছে একটু পড়ে। তবে ফেলুদা কে ভালো লেগেছে বেশি, এর কারণটা শুধু ভাষাভাষী হিসেবে শুধু দেশি নয়, পরিবেশ এবং গল্পের প্রকৃতিতেও দেশি স্বাদ পাওয়া যায়।
একটা বই মিলে গেছে। গল্প ১০১। হঠাৎ করেই মনে পড়লো সত্যজিত রায়ের আরেকটি অমর সৃষ্টি 'প্রফেসর বঙ্কু' এর সমগ্রটার কথা। আমার বুক সেলফ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেলো না।
এতো দিন (১৪-১৯) ঢাকার বাইরে (কক্সবাজার আর বান্দরবন) ছিলাম। তাই মন্তব্য করতে এত দেরী হলো।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৯
রেজোওয়ানা বলেছেন: প্রফেসর শঙ্কু সমগ্রটা গত কয়েক মাস আগে কিনলাম, একটা একটা করে বই কিনলে কেমন যেন লাগে, মনে হয় কোনটা আবার মিস করলাম! তাই সমগ্রই ভাল!
অনেক লম্বা ট্যুর হলো তাহলে, বলুন! পোস্ট দিয়েছেন?
৭৯| ২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দুঃখিত, 'প্রফেসর শঙ্কু' ভুলক্রমে 'প্রফেসর বঙ্কু' লেখা হয়েছে। সামুতে মন্তব্য এডিটের ব্যবস্থা থাকলে ভালো হতো।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১০
রেজোওয়ানা বলেছেন: হা হা হা ....বঙ্কুও খারাপ না কিন্তু! শুনতে তো ভালই লাগেছে
৮০| ২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: বাপরে তুমিও দেখছি ফেলুনাথের মহা ভক্ত!!!
বুঝাই যাচ্ছে পোস্ট দেখে।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৪
রেজোওয়ানা বলেছেন: ফ্যান বলে ফ্যান!! একদম পাঁচ ব্লেডের হা হা হা হা
শুভ বড়দিন শায়মা.....
৮১| ২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
জনি_ইংলিশ বলেছেন:
আপাতত প্রিয়তে রাখি, পরে পড়ুমনে
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ মি. বিন বন্ড!!
৮২| ২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
এইযেদুনিয়া বলেছেন: হুম।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৭
রেজোওয়ানা বলেছেন: হুমমম।
৮৩| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ++++++++++++
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৩
রেজোওয়ানা বলেছেন: বাহ, এত্ত এত্ত যোগ চিন্থ!!
অনেক ধন্যবাদ ভাইয়া
দিন ভাল কাটুক আপনার...
৮৪| ২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৭
অচিন্ত্য বলেছেন: চমৎকার ! চমৎকার ! আমি ফেলুদা’র খুবই অনুরক্ত। আপনার পোস্টে দেওয়া মাল্টিমিডিয়া লিংকগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিছু গল্প নিয়ে একটা অডিও প্রজেক্ট হাতে নিচ্ছি খুব শীঘ্র। অবশ্যই শেয়ার করব। আর এখন ভাবছি, এই প্রজেক্ট’এ সত্যজিৎ রায়’ই বা বাদ পড়বেন কেন। ভাল থাকুন। ব্লগ ডে’র শুভেচ্ছা আপনাকেও। [ঐ দিন থেকে আমার বিসিএস পরীক্ষা। হাহ হাহ]
*মন্তব্যটি কয়েকদিন আগেই লিখেছিলাম। পোস্ট করা হয় নি। আজ পোস্ট করলাম।*
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৬
রেজোওয়ানা বলেছেন: গল্পের অডিও প্রজেক্ট!!
চমৎকার কাজ হবে মনে হচ্ছে।
পরীক্ষে কেমন হলো অচিন্ত্য, প্রশ্ন নাকি আউট হয়ে গেছ!!
একদিন বাসায় এসে ঘুরে যেও!
ভাল থাকো, শুভেচ্ছা রইলো........
৮৫| ২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০১
চুক্কা বাঙ্গী বলেছেন: ফেলুদা পড়তে পড়তে ভাজাভাজা হয়ে গেসে। সেরা ক্যারেক্টার লালুদা।
রক্তবরন মুগ্ধকরন নদী পাশে যাহা বিধিলে মরন = লালমোহন গাঙ্গুলী। এই না হইলে ফেলু মিত্তির।
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
রেজোওয়ানা বলেছেন: আমিও ভাজাভাজা করে ফেলসি!
লালুদা রকজজজজ
৮৬| ২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১০
বড় বিলাই বলেছেন: বড় দুই বোন ছিল সত্যজিতের বিশেস ভক্ত। সেই সুবাদে সত্যজিতের প্রায় সবগুলো বই-ই পড়া হয়েছে যার বেশির ভাগই কেনা, আর বাকীগুলো ধার করে আনা। ফেলুদা সিরিজ এর মধ্যে সবচেয়ে পছন্দের।
শশী কাপুরের ফেলুদা চরিত্রে অভিনয়ের ব্যাপারটা জানতাম না। ছবির নাম জানাতে পারেন আপু? সত্যজিত রায়ের নিজের পরিচালনায় করা ছিল কি?
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২
রেজোওয়ানা বলেছেন: শশীকাপুর যেটায় ছিল, ওটা মূলত: একটা হিন্দী টেলিফ্লিল। পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় নিজেই, নাম ছিল 'কিস্যা কাঠমুন্ড কা, 'যত কান্ড কাঠমুন্ডুতে' এটার উপর বেস করে করা।
সুকুমার এবং সত্যজিৎ, দু'জনাই আমার খুব পছন্দের লেখক!
বিলাই আপু, কেমন আছেন?
সব কিছু ভালো তো?
৮৭| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৭
প্রিন্স হেক্টর বলেছেন: ফেলুদা ভাল লাগে
অনেক কমিকস পর্তাম
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
রেজোওয়ানা বলেছেন: ফেলুদার কমিকস আমি পড়িনি, আমার কাছে কমিকস মানেই টিনটিন, চাচা চৌধুরী আর ফ্যান্টম!!
থ্যাংকিউ হেক্টর!
দিন ভাল কাটুক আপনার....
৮৮| ২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
নস্টালজিক বলেছেন: ফেলুদায় বুঁদ হয়ে ছিলাম লম্বা সময়!
সত্যজিত বস!
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪০
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা.....
৮৯| ২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০১
নেক্সাস বলেছেন: কষ্টের কথা হল ফেলুদা সিরিজে আর সব্যসাচী চক্রবর্তী কে দেখা যাবেনা। পরিচালক সন্ধীপ রায় নতুন ফেলুদার সন্ধান করছেন।
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৯
রেজোওয়ানা বলেছেন: হু, বয়স হয়েছে ওনার, ফেলুদা হিসেবে আর মানাবে না!
তবে সন্দীপ রায়ের কাস্টিং চমৎকার হয়, নিশ্চয় মানানসই মানুষই খুঁজে বের করে নেবেন, তখন মনে হবে ফেলুদা হিসেবে এইই তো বেস্ট!
শুভ রাত নেক্সাস ভাইয়া!
ভাল থাকবেন.........
৯০| ২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০০
দীপান্বিতা বলেছেন: দারুন! দারুন! অনেকদিন পর ব্লগে এসে মন ভাল হয়ে গেল ......আমারও মনে হয় সব্যসাচীকে সত্যজিত পেলে ফেলুদা আরো দারুন হত(সিনেমা),তবে জটায়ু কিন্তু সেই সন্তোষ দত্ত ছারা আর কাউকে ভাবতেই পারি না
......
বড়দিনের শুভেচ্ছা...সোহাকে নিয়ে সার্কাস দেখতে যাবেন তো!
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন দীপা আপু, সত্যজিতের কাজই আলাদা!
সোহাকে নিয়ে বড়দিনে বের হওয়া হয়নি আপু! আমাদের এখানে তেমন কিছু হয় না!
খুব ঠান্ডা পরেছে এখানে
আপনি কেমন আছেন, ভালো তো?
ভাল থাকবেন
শুভ নববর্ষ
৯১| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫২
তন্দ্রা বিলাস বলেছেন: জয় বাবা ফেলুনাথ!!!!!!!!!
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৯
রেজোওয়ানা বলেছেন: ফেলুদা প্লাস ফেলুদা
৯২| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৯
মাক্স বলেছেন: +++++
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১২
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ ম্যাক্স!
অনেক ভাল থাকুন
৯৩| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেলুদা আর শার্লক হোমস খুব প্রিয় ছিল, বিশেষ করে ফেলু দা সিরিজের রেগুলার দর্শক ছিলাম !
আপনার পোস্ট পড়ে গোয়েন্দা সিরিজ আবার দেখা বা পড়ার ইচ্ছা জাগলো !
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৩
রেজোওয়ানা বলেছেন: জেনে খুব ভাল লাগলো মাসুম ভাই !
ভাল থাকবেন
শুভ রাত
৯৪| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩১
হাসি .. বলেছেন: চমৎকার একটা পোস্ট
++
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮
রেজোওয়ানা বলেছেন: দেখলে বলে ভাল লাগলো হাসি!
শুভ রাত....
ভাল থেকো
৯৫| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০০
তাসজিদ বলেছেন: ছোটবেলায় খুব ভাল লাগত।
তবে এখন ০০৭ আর Sherlock holmes এই ব্রিটিশ ক্যারেক্টার খুব ভাল লাগে।
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৩
রেজোওয়ানা বলেছেন: জেমস বন্ড!!
স্মার্ট গোয়েন্দা!
হোমসের বিশ্লেষন গুলো দারুন লাগে আমার, মাঝে মাঝে অবশ্য একটু বেশি অত্যাশ্চর্য ব্যাপার হয়ে যায়।
যাই হোক, পড়ার জন্য ধন্যবাদ তাসজিদ।
ভাল থাকবেন এবং শুভ রাত
৯৬| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩০
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: জয় বাবা ফেলুনাথ!!
+
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন: মাইেরর উপ্রে ঔষধ নাই
৯৭| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫০
সানড্যান্স বলেছেন: ব্যোমকেশ বক্সী পড়েছেন?ফেলুদা ছোটকালের হিরো,ব্যোমকেশ মাঝারি বেলার,মাসুদ রানা হয়ে বসে আছি এখন!!!
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: ব্যোমকেশ বক্সী পড়েছি! সব!
জাহাজীর একটা পোস্ট আছে ব্যোমকেশের সব বইয়ের পিডিফ নিয়ে, কিন্তু আমার কাছে কেন যেনো খুব একটা ভাল লাগেনি!
এমনকি সিনেমাও বেশি ভাল লাগে নাই, সেদিন দেখলাম একটা, সম্ভবত স্টার প্লাসে!
মাসুদ রানা এক সময়ে বেশ লাগতো, যখন কলেজে পড়তাম! এখন আর লাগে না
ধন্যবাদ সানড্যান্স
খুব ভাল থাকুন....
শুভ রাত
৯৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
রুদ্র মানব বলেছেন: ভাল লাগল পোস্ট প্রিয়তে
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: জেনে খুব ভাল লাগছে রুদ্র মানব
দিন ভাল কাটুক আপনার।
শুভেচ্ছা রইলো....
৯৯| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
শার্লক বলেছেন: হুম দূরদর্শনের জন্য ছিল টেলিফ্লিমটা, ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪
রেজোওয়ানা বলেছেন: আমি দেখিনি অবশ্য!
আপনাকেও ধন্যবাদ
১০০| ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফাটাফাটি পোস্ট,,,,,,,,,!!!!!!!!!!!!!! কেমন আছ আপুনি
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
রেজোওয়ানা বলেছেন: পড়েছেন বলে খুব খুশি হলাম লায়লা আপা!
কেমন আছি বুঝতে পারছি না
১০১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১০
ময়নামতি বলেছেন: ভ্রমন বিষয়ক পোস্টের জন্য আপনি অসাধারন কিন্তু এত পড়াশুনা করে একটা বিষয়ের গভীরে প্রবেশ করে লিখা সত্যিই শ্রমসাধ্য তাই সিস্টারকে অনেক ধন্যবাদ।
পোস্টে প্লাস ++++++++++++++++++++
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
রেজোওয়ানা বলেছেন: ময়নামতি ভাই, দেরীতে রিপ্লাইয়ের জন্য দু:খিত!
আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো~
ভাল থাকবেন
শুভ দুপুর
১০২| ২৮ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৯
কালীদাস বলেছেন: ভাল কথা মনে হয়া গেল, মেলাদিন ফালুদা খাই না
ফেলুদার বই পড়ছিলাম কুট্টিকালে দুইটা। সিনামা দেখছিলাম একটাই- সোনার কেল্লা, দেইক্ষ্যা হাউ মাউ খাউ কইরা কানছিলাম কিছুক্ষণ
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
রেজোওয়ানা বলেছেন: ফেলুদা নামটা শুনলে আমারও ফালুদার কথা মনে পরে যায়, যদিও এটা একটা অখাদ্য
আপনি এমন ছিঁচ কাঁদুনে, সিনেম দেখে কান্নাকাটি, ছ্যা ছ্যা ছ্যা :>
১০৩| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে সমগ্র ১ আছে, ২ টা এক বন্ধুর কাছ থেকে নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে দিসি। মাঝে মাঝে ফেলুদা পড়তে ইচ্ছে করলে ১ টাই পড়তে হয়, ২ পড়ার ইচ্ছা আর পূর্ণ হয়না
আমাকে ফেলুদা সমগ্র ২ উপহার দেন রেজোওয়ানা আপু
পুশকিন ভাইয়ার পোস্টটা দেয়ার জন্য ধন্যবাদ জানবেন ||
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
উপহার দেবো!!
আচ্ছা, কি উপলক্ষে দেবো বলেন, অবশ্যই দেবো! আমি বই গিফট করতে পছন্দ করি!!
শুভ দিন মুন
১০৪| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৭
ডানামনি বলেছেন: ব্যস্ত থাকায় ফেলুদা কে নিয়ে এত দারুন পোস্ট দেখতে দেরি হয়ে গেল।
আমারও আপনার "পড়তে পড়তে পড়তে ভর্তা বানিয়ে ফেলসি বই গুলা " অবস্থা। এখন পুরাই পিসি তে নামাই নিছি।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
রেজোওয়ানা বলেছেন: পিসিতে বই পড়তে আমার আরাম লাগে না! বই শুয়ে, বসে, কাইত হয়ে, চিৎ হয় না পড়লে ভাল লাগে বলেন?
দেরী হোক, তবুও তো পড়েছেন.....অনেক ধন্যবাদ ডানা
১০৫| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬
যুবায়ের বলেছেন: অসাধারন পোষ্ট!!..
সত্যজিৎ রায়ের ফেলুদা অসাধারন চরিত্র।
পোষ্টে প্লাসায়িত করা হলো।
কেমন আছেন আপু?.
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
রেজোওয়ানা বলেছেন: অসাধারন কমেন্ট যুবায়ের ভাই!!
কেমন আছি?
মনে হয় বেশি ভাল নেই........
ভাল থাকবেন
শুভ দুপুর
১০৬| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪০
আমি তুমি আমরা বলেছেন: প্লাস এবং প্রিয়তে
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ'
দিন ভাল কাটুক আপনার.......
১০৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভ নববর্ষ আপু।আপনাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে,
নতুন বছর কর্মময় হোক, সফল হোক, নিরাপদ হোক
খুব ভাল থেকো......
১০৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
সোমহেপি বলেছেন: অনেক ভালো পোস্ট।
তবে লেখা ভাল হয় নি।প্রচুর টাইপো।
আমি ফেলুদা পড়িনি।আমার ছেলেটা এবার চারটার মধ্যে তিনটাতে ১০০ পেযেছে।রোল ও কয়েক ধাপ এগিয়েছে।৪৫০ এর মধ্যে ৪৪৩ পেয়ে ৪র্থ হয়েছে।উঠেছে ৩য় শ্রেণীতে।আমি অনেক খুশি।কারণ তার বাপ গণিতে ৩৩/৩৫ পেত।আর বাবার হাতে গাবগাছের ডালা দিয়ে মাথায় টুংটাং খেত।কিন্ত্ত আমার ছেলে এদিক দিয়ে তার বাবার থেকে অনেক ভালো।তাই কোন শাসনবারণ করি না।কারণ তার বাবা তার চেয়েও খারাপ ছাত্র ছিলো।তবে তার বাবার রোল ১ ছিলো
এবার ভেবেছিলাম তাকে' ঠাকুর মার ঝুলি 'উপহার দেব।তোমার পোস্ট পড়ে মনে হচ্ছে ফেলুদাও দেয়া যেতে পারে।৩য় শ্রেণীর জন্য ফেলুদা চলে?
আরেকটা কথা ।সত্যজিৎ কোন মেয়ে ক্যারিক্টার রাখেন নাই?আমার মনে হয় বাঙালী যদি ফেলুদার এ্যাডভাঞ্চারের সময় কাইন্দা সব ভিজায়া দেয়?এই জন্য মেয়ে ক্যারিক্টার রাখেন নাই।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
রেজোওয়ানা বলেছেন: টাইপো আমার বিশেষত্ব হয়ে দাড়িয়েছে
বাহ, খুব ভাল খবর তো!
ওর জন্য আদর রইলো!
আরেকটু বড় হলে চলবে, তার চাইতে সুকুমার রায় সমগ্র কিনে দাও বেটার......
১০৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
মানুষ বলেছেন: আমার প্রথম পড়া ফেলুদা ছিল বাক্স রহিস্য। সেই শুরু। এখনো সুযোগ পেলেই পড়ি
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
রেজোওয়ানা বলেছেন: আমি প্রথম পড়েছিলাম মনে হয় ছিন্নমস্তার অভিশাপ!
আমিও, এখনও সুযোগ হলেই বারবার পড়ি, ভালই লাগে এখনও
১১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
রেজওয়ান তানিম বলেছেন: ব্যোমকেশ ফেলুদা সবই অবচেতনে শার্লকের কাছে কিছু না কিছু হলেও ঋণী।
অ.ট : আচ্ছা সিনিয়র ব্লগার হবার লক্ষণ কি মাসে একটা পোস্ট দেয়া ?
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
রেজোওয়ানা বলেছেন: সিনিয়র ব্লগার হবার লক্ষন না, বয়সে বুড়া হবার লক্ষন এটা
১১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
লোনলিফাইটার বলেছেন: ব্যাপক কালেকশান
+++
এতো বয়স বয়স করো কেন?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
রেজোওয়ানা বলেছেন: বুড়া হবার লক্ষন
১১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
সামাজিক জোছনা বলেছেন: অসাধারণ পোস্ট । প্লাস।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
রেজোওয়ানা বলেছেন: পড়েছেন বলে ভাল লাগলো সামাজিক জোছনা!
শুভেচ্ছা রইলো......
১১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪
এই সব দিন রাত্রি বলেছেন: বইয়ের তাক টা দেখে লোভ লাগল! আমার ছোট বেলার স্বপ্নের মত। আপনার বাসায় ঢুকতে পারলে গায়েব করে দিতাম!
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
রেজোওয়ানা বলেছেন: হু, তাও তো পুরোটা দেখেননি
১১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
শাহেদ খান বলেছেন: প্রিয় ফেলুদা
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
রেজোওয়ানা বলেছেন: প্রিয় ফেলু মিত্তির
প্রিয় লালুদা
১১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: কিচ্ছু বলার নাই !! ফেলু মিত্তিরের তারাবাজি যারা দেখে নাই তারা চোখ থাকতেও অন্ধ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
রেজোওয়ানা বলেছেন: ঠিক ঠিক মহামহোপাধ্যায়!
আচ্ছা মহামহোপাধ্যায় কি প্রিন্সিপালের বাংলা না?
১১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
মহামহোপাধ্যায় বলেছেন: "আচ্ছা মহামহোপাধ্যায় কি প্রিন্সিপালের বাংলা না ? "
আমি সঠিক জানিনা আপু। প্রিন্সিপালের বাংলা তো অধ্যক্ষ জানতাম। আর মহামহোপাধ্যায়ের ব্যাপারে যতটুকু জানি, "মহামহোপাধ্যায়" হচ্ছে সংস্কৃত পন্ডিতদের উপাধি। আবার এক জায়গায় পেয়েছিলাম এর অর্থ হচ্ছে "মহান শিক্ষকদের শিক্ষক"। চর্যাপদ যিনি নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিস্কার করে প্রকাশের ব্যবস্থা করেন সেই হরপ্রসাদ শাস্ত্রীর উপাধিও ছিল "মহামহোপাধ্যায়"।
এছাড়া আরো বেশ কয়েকজন বিদগ্ধ পন্ডিতের এই উপাধি ছিল বলে শুনেছি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
রেজোওয়ানা বলেছেন:
বিষয়টা আমার জানা ছিল না, অনেক ধন্যবাদ ফিরে এসে জানানোর জন্য!
মহান শিক্ষকদের শিক্ষক'.....কি দারুন!
শুভ রাত ভাই
১১৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
প্রত্যাবর্তন@ বলেছেন: ফাটাফাটি পোস্ট
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
রেজোওয়ানা বলেছেন: ফাটাফাটি কমেন্ট
১১৮| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৪৪
হাসান মাহবুব বলেছেন: আপু গানটা পাইছি!
Click This Link
০২ রা মে, ২০১৩ রাত ১০:৫০
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ থ্যাংকিউ
১১৯| ০২ রা মে, ২০১৩ রাত ১০:০৬
হাসান মাহবুব বলেছেন: স্যরি লিংকটা মনে হয় ভুল হৈসে ব্যাপার না ফুল এ্যালবাম ডাউনলোড করে নেন Click This Link
০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৩
রেজোওয়ানা বলেছেন: এই লিংকটা ঠিক আছে!
অনেক ধন্যবাদ হামা মাম্মা, এই জন্য তোমার একটা 'ডিমকেক' পাওনা রইলো
১২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
মঈনুদদীন বলেছেন: মনে পড়ে গেল, মায়ের চোখ ফাঁকি দিয়ে ফেলুদা পড়ার কথা। নানু ভাই তার স্কুল লাইব্রেরী থেকে নিয়ে এসেছিলেন পড়ার জন্য। আর আমি শুক্রবার হলেই চলে যেতাম নানু বাসায়। হাতে বই নিয়েই নানু বাসায় সারাদিন কেটে যেত। শুধু ফেলুদা নয়.....দস্যু বনহুর, মাসুদ রানা, কাকা বাবু, জিম করবেট সহ আরো কত কি! পড়ার লোভ সামলাতে পাড়তাম না। এখন পারি না। সংগ্রহে আছে, কিন্তু সময় পাই না।
.................. অসংখ্য ধন্যবাদ আপনাকে......অনেক পুরোনো কথা মনে পরে গেল।। ++++++++....
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
শামিল কায়সার বলেছেন: ফাস্টু হইলাম নাকি?
ফেলুদা ভালো পাই। লেখা না পডেই +