নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন নয়, যাহা দেখি তা-ই দেখাই

এস এ কোরাইশী

এস এ কোরাইশী › বিস্তারিত পোস্টঃ

একজন বাঙ্গালী এবং বাংলাদেশী হিশেবে চিন্তা করুন!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

অনেকে আজ অনেক কথা বলবে! এতো বড় পতাকা দিয়ে কি হবে, একসাথে ৩ লহ্ম লোক জাতীয় সংগীত গেয়ে কি হবে?

তারা আজ মানবতা দেখাবে! বলবে, গরীব-দুঃখী'রা খেতে পায় না তোমরা পাথরে ফুল দাও কেন? ফুলের টাকা ওদের দাও! ওরা খেয়ে বাঁচুক। তাদের মুখে আজ পেনা চলে আসবে মানবতার জয় গান গাইতে গাইতে! তাদের মানবতা দেখে আপনার চোখে পানি চলে আসবে!

এবার আপনি লহ্ম করুন তাদের সকলের হাতের মোবাইল ফোন গুলোর দিকে! তাদের হাতে কিন্তু Blackberry, I-Phone, Samsung Galaxy 2/3/4, Nokia Lumia etc আছে! তাদের গায়ের দামি পোশাকগুলো দেখে নিজেকে অভাগা মনে করবেন না! তাদের প্রতি মাসের মোবাইল বিলের কথা না হয় বাদ-ই দিলাম! আমি আপনি ২০০ টাকার ফুল স্মৃতিসৌধে দিলে তাদরে মানবতার জন্ম হয় তারা Pizza hut / KFC-তে আট/দশ হাজার টাকা বিল দিলে তখন মনবতা'র কথা আসে না!



আর পতাকা, জাতীয় সংগীত! আজ দীর্ঘ পতাকা দেখে কিংবা সমস্বরে জাতীয় সংগীত গেয়ে অনেকেই বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে! ছোট শিশুরা নিজ থেকে জানতে চাইবে!

এখন একজন বাঙ্গালী এবং বাংলাদেশী হিশেবে চিন্তা করে বলেন, এতে কি এমন হ্মতি হচ্ছে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

পাঠক১৯৭১ বলেছেন: সবই ঠিক আছে, শুধু আপনাডের মগজটা ছোট।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

এস এ কোরাইশী বলেছেন: আমাদের তো মাথায় মগজই নেই :/

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সহমত তয়..............

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

এস এ কোরাইশী বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

কলাবাগান১ বলেছেন: একটা করলে কি আরেকটা করা যাবে না- নাকি বড় পতাকাতে ..........।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

এস এ কোরাইশী বলেছেন: ভাই আমারও প্রশ্ন এটা, একটা করলে কি আর একটা করা যাবে না? আমিতো চাই দু'টো করতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.